নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা প্রেমী; একটু এলোমেলো; উড়নচণ্ডী; আর বই ভালবাসি। শব্দ নিয়ে খেলা আমার বড্ড প্রিয়। গল্প-কবিতা-মুক্ত গদ্য সব লিখতেই ভালো লাগে। \"কেননা লেখার চেয়ে ভালো ফক্কিকারি কিছু জানা নেই আর।\"

শিখা রহমান

পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....

শিখা রহমান › বিস্তারিত পোস্টঃ

সামান্য শঙ্খ আমি!!

১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৭



সমুদ্র নই ছেলে,
নই অতলান্ত জল।
সৈকতে কুড়িয়ে পাওয়া সামান্য শঙ্খ আমি।
জলের গর্জন নেই,
নেই রক্তে ঝড় তোলা যুদ্ধদামামা,
অথবা ভায়োলিনের বিষন্ন সোনালী সুর,
তীক্ষ্ণ অথচ বিষন্ন,
লেপটে থাকে সন্ধ্যার গায়ে বিকেলের মতো।

শঙ্খ আমি,
কেবলই বাজি তোমার ছোঁয়ায়।
আয়না ভেঙ্গে গেছে, অবয়বহীন
শুধু ভাঙ্গার আওয়াজ মনে আছে।
মুখ ভুলে গেছি,
বাতাসে তবু রয়ে গেছে রূপসীর বুকের সুগন্ধ।
কাচভাঙ্গা মিহিন শব্দের মতো,
বাতাসে ভাসা ধুপকাঠির চন্দন গন্ধের মতো,
আমি দূরাগত অস্পৃশ্য শঙ্খধ্বনি।

স্বরলিপি মেনে সুর তোলা অসংখ্য প্রেমিকা তোমার।
ভালোবাসা দৃশ্যমান গীটারের ছয়তারে,
নূপুরের ঝংকারে, পিয়ানোর
সাদাকালো রীডের মূর্ছনায়।
পরিব্রাজক তুমি, তাদের জলসায় মুগ্ধ শ্রোতা তুমি।

তুমি সমুদ্র, তুমি অতলান্ত জল।
নগণ্য শঙ্খ আমি।
তবু একবার ছুঁয়ে দেখো ছেলে,
কান পেতে শুনে দেখো।
শুনতে কি পাও
সমুদ্রগন্ধী নোনা হাওয়াদের ফিসফাস?
ঢেউয়ের প্রমত্ত গর্জন?

তুমি সমুদ্র। তবু শঙ্খের কাছে
জেনে নিও সমুদ্রের উন্মত্ততা,
অতল জলের আহ্বান।
জেনে রেখো ছেলে…
নগণ্য শঙ্খের বুকেই বন্দী
পরাক্রমশালী সমুদ্র।

© শিখা রহমান (২৩শে মে, ২০১৮)

মন্তব্য ৭০ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৯

বিজন রয় বলেছেন: আমি সমূদ্রে যেতে চাই না।

এমন কবিতা কিভাবে লেখা যায়!!!

১৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:২৫

শিখা রহমান বলেছেন: বিজন আপনি যে বন্দী হতে চান না বুঝতেই পারছি। :)

প্রথম মন্তব্য যখন আপনার মতো কাব্যপ্রেমী, কবিতা বোদ্ধা আর কবির হয়, তখন আসলেই অনুপ্রাণিত হই। সবসময় পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা।

শুভকামনা ও ভালোলাগা জানবেন কবি।

২| ১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪০

মিথী_মারজান বলেছেন: অসাধারণ!
কয়েকবার পড়লাম।
এতটা মুগ্ধ হয়েছি, কি কমেন্ট করবো ভাষা খুঁজে পাচ্ছিনা।
শুধু বলবো, আমি আমার পুরো শিখা আপুতেই মুগ্ধ।
অনেক অনেক ভালোবাসা প্রিয় জারুল ফুল আমার...।

১৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:৩৫

শিখা রহমান বলেছেন: মিথীমনি তুমি আদর করে জারুল ফুল ডাকবে শুধু সেজন্যেই লেখা দিতে ইচ্ছে করে মেয়েটা!! তোমার মতো একজন দুর্দান্ত কবি আমাকে এতো ভালবাসে ভাবতেই মন আলো হয়ে যায়। তোমার ভাললাগা অনেক বড় পাওয়া।

ভালো থেকো ভালোবাসায় আমার মিষ্টি মিথীমনি। অনেক আদর আর শুভকামনা রইলো।

৩| ১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৫

কথার ফুলঝুরি! বলেছেন: চমৎকার কবিতা শিখা আপু ।

নগণ্য শঙ্খের বুকেই বন্দী
পরাক্রমশালী সমুদ্র

১৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:৩৯

শিখা রহমান বলেছেন: তোমাকে লেখায় পেয়ে মন ভালো হয়ে গেলো ফুলঝুরি মনি! :)

সুন্দর মন্তব্যের জন্য ভালোবাসা। শুভকামনা। ভালো থেকো সবসময়।

৪| ১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৬

রাকু হাসান বলেছেন:

বাহ,মুগ্ধ হলাম পড়ে । এভাবে যদি লিখতে পারতাম :(

১৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:৫২

শিখা রহমান বলেছেন: রাকু মন্তব্যে অনুপ্রাণিত হলাম। তুমিতো বেশ ভালো লেখো। তুমি তোমার মতোই অনন্য সুন্দর করে লেখো।

লিখতে থাকো। পাশে আছি। মন্তব্যে একরাশ ভালোলাগা আর তোমাকে শুভকামনা।

৫| ১৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

আরজু পনি বলেছেন: সমুদ্রগন্ধী নোনা হাওয়াদের ফিসফাস...
খুব সুন্দর!!

১৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:৫৭

শিখা রহমান বলেছেন: আরজু পনি অনেকদিন পরে আপনাকে ব্লগে এবং আমার লেখায় পেলাম।

মন্তব্যে অনুপ্রাণিত হলাম। শুভকামনা নিরন্তর।

৬| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৪

নক্ষত্র নীড় বলেছেন: শঙ্খ এবং সমুদ্র দুঁহুকে আরেকবার ভালোবাসলাম ।

১৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:০০

শিখা রহমান বলেছেন: নক্ষত্র নীড় আরেহ!! আপনি এতোদিন কোথায় ছিলেন? ভালো আছেন আশাকরি। :)

সমুদ্রকে তো অনেকেই ভালোবাসে। কবিতা পড়ে আপনি শঙ্খকেও ভালোবেসেছেন শুনে ভালো লাগলো।

শুভকামনা সতত!!

৭| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন:
সমুদ্র মন্থনে সমুদ্র খুঁজে পেলাম শঙ্খের ভেতর!
সাত সমুদ্রের হাহাকার বুকে লয়ে ঘুমিয়ে থাকে
তোমার ছোঁয়ায় ছড়িয়ে পড়ে ইথারে ইথারেে
মুগ্ধতায় বুদ হয়েে
আবিষ্টতায় মত্ত হয়ে
কানে কানে বলি -
আমি পেয়েছি তাহারে পেয়েছি!

মুগ্ধ পাঠের কিঞ্চিত প্রকাশ :)
+++++

১৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:০২

শিখা রহমান বলেছেন: বিদ্রোহী "সমুদ্র মন্থনে সমুদ্র খুঁজে পেলাম শঙ্খের ভেতর!" --- কি দারুণ সুন্দর কথাটা!!

আপনাকে ঈর্ষা হয় জানেনতো!! কবিতা আপনার কাছে এতো সহজেই ধরা দেয় বলে। এমন সুন্দর সব কবিতা মন্তব্যের জন্য অফুরন্ত ভালোলাগা।

শুভকামনা ও শুভ জন্মদিন প্রিয় বিদ্রোহী কবি।

৮| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাধারণ একটি কবিতা ।

১৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:০৫

শিখা রহমান বলেছেন: গিয়াস উদ্দিন লিটন অনেকদিন পরে আপনাকে লেখায় পেলাম। :)

ধন্যবাদ পড়ার জন্য ও মন্তব্যের জন্য। শুভকামনা জানবেন।

৯| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৪

আখেনাটেন বলেছেন: এককথায় অনবদ্য।

অতলান্ত জলের গভীরে ডুব দিয়ে রাশি রাশি মুক্তো তুলে অানার মতোই স্বাদ।

১৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:০৮

শিখা রহমান বলেছেন: আখেনাটেন মন্তব্যে অভিভূত ও অনুপ্রাণিত হলাম। পাশে থাকার জন্য ধন্যবাদ। শুভকামনা নিরন্তর!!

১০| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৯

মনিরা সুলতানা বলেছেন: তুমি শঙ্খ !
তুমি সামান্যতেই অসামান্য;
সহ্রস্র জলকণা তোমাতেই ঢলে ঢলে মুগ্ধতা বিলায়।

তুমি শঙ্খ!
তুমি ই অনন্য ;
অযুত লক্ষ কোটি' তে স্নিগ্ধ সফেন রাজহংসী।

১৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:১৮

শিখা রহমান বলেছেন: নীরা আমি শঙ্খ তোমার ভালোবাসার সমুদ্রে!! আমি অনন্য, আমি অসামান্য সে তুমি ভালোবাসো বলেই!!

আমার অনুপ্রেরণার ডিব্বা!! তোমার মন্তব্য পেলেই মন ঝলমল করে ওঠে আনন্দে, ভালোলাগায়, ভালবাসায়।

এত্তো ভালোবাসা আমার কবিতার মেয়ে!!

১১| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫০

তারেক ফাহিম বলেছেন: এতই ভালোলাগলো যে, কয়েকবার পড়লাম।

১৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:২৩

শিখা রহমান বলেছেন: তারেক ফাহিম আপনার এতো ভালো লেগেছে জেনে আসলেই খুব ভালো লাগছে। মনে হচ্ছে লেখাটা সার্থক।

পাশে থাকার জন্য ধন্যবাদ। শুভকামনা অফুরন্ত!!

১২| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০১

পদাতিক চৌধুরি বলেছেন: এককথায় অসাধারণ। মনোমুগ্ধকর ।


শুভকামনা আপুকে।

১৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:২৫

শিখা রহমান বলেছেন: পদাতিক ব্লগে কয়েকদিন আসতে পারিনি ব্যস্ততার জন্য। আপনার সিরিজ লেখাটার নিশ্চয়ই আরো পর্ব দিয়েছেন। আজকেই পড়ে ফেলবো।

আপনার মন্তব্যে অভিভুত ও উৎসাহিত হলাম। ভালোলাগা ও শুভকামনা জানবেন প্রিয় লেখক।

১৩| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৬

রাফা বলেছেন: উপায় নেই , শঙ্খেই বন্দি হও্য়া সমুদ্রের নিয়তি।

চমৎকার শব্দের বুননে অসাধারণ কবিতা।
ধন্যবাদ,শি.রহমান।

১৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:২৮

শিখা রহমান বলেছেন: রাফা আমার লেখায় সম্ভবত আপনার প্রথম মন্তব্য!! আমার ব্লগে স্বাগতম।

"উপায় নেই , শঙ্খেই বন্দি হও্য়া সমুদ্রের নিয়তি।" --- খুব সুন্দর করে বলেছেন।

কাব্যিক মন্তব্যে ভালোলাগা আর আপনাকে অশেষ শুভকামনা। আশাকরি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো।

১৪| ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নগণ্য শঙ্খ আমি।
তবু একবার ছুঁয়ে দেখো ছেলে,
কান পেতে শুনে দেখো।
শুনতে কি পাও
সমুদ্রগন্ধী নোনা হাওয়াদের ফিসফাস?
ঢেউয়ের প্রমত্ত গর্জন?

........................................................ ভালবাসার মানুষ না হলে
সমুদ্রগন্ধী নোনা হাওয়াদের ফিসফাস শুনতে পাবে না !
প্রেমিক তুমি কি পথ হারিয়ে ছো ??? কবিতায় **++**
........................................................................................

১৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৩১

শিখা রহমান বলেছেন: স্বপ্নের শঙ্খচিল "ভালবাসার মানুষ না হলে
সমুদ্রগন্ধী নোনা হাওয়াদের ফিসফাস শুনতে পাবে না !" --- ঠিক ধরেছেন!! প্রতিটা শঙ্খের আছে নিজস্ব সমুদ্র।

প্লাসে অনুপ্রাণিত হলাম। মন্তব্যে ভালোলাগা ও আপনাকে অফুরন্ত শুভকামনা।

১৫| ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১:১২

মাহমুদ আল ইমরোজ বলেছেন: অসাধারণ লিখেছেন, সবকিছু মিলিয়ে অসাধারণ উপস্থাপনা....

১৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৩৫

শিখা রহমান বলেছেন: মাহমুদ আল ইমরোজ আমার লেখায় আপনাকে স্বাগতম।

সুন্দর মন্তব্যে ভালোলাগা আর আপনাকে অশেষ শুভকামনা। আশাকরি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো।

১৬| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৯

সোহানী বলেছেন: কবিতায় ভালোলাগা আর ছবিটা কিন্তু অসাধারন..... কারা আঁকা?

১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৪

শিখা রহমান বলেছেন: আপনাকে লেখায় পেয়ে ভালো লাগলো। ছবিটা গুগল থেকে নেয়া। তবে আর্টিস্টের নাম Niloufar wadia। ওনার ছবিগুলো আমার অসাধারণ লাগে।

আপনার বোনের নাম শিখা শুনে ভালো লাগলো। শিখা নামটা কেন যেন পরিচিতদের মাঝে তেমন শুনি না, গল্প উপন্যাস কবিতাতেও না।

শুভকামনা সতত!! ভালো থাকবেন।

১৭| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১১

নীল আকাশ বলেছেন: ভালোবাসার সম্পর্ক হলো অনেকটা লাটাই আর ঘুড়ির মতো। ঘুড়ি যত দূরেই যাক, সে বাধা থাকে তার লাটাই তে। ভালোবাসার সম্পর্ক শেষে হয়ে যায় যখন এই সেতু বন্ধনের শুধুই সুতাটা কেটে যায়!

ভালোবাসার গর্জন তো মনের মানুষের কাছেই শুনা যাবে..........ঠিক যেমন সমুদ্রের গর্জন শুনা যায় নগণ্য শঙ্খে!!!!!!!!!!!!

কবিতা টা আরো বেশ কয়েক বার পড়তে হবে! ইনার থটটা অনেক ডিপ।
ভালো লাগা রেখে গেলাম।
শুভ সকাল এবং শুভ কামনা রইল।

১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৭

শিখা রহমান বলেছেন: নীল আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো, বিশেষ করে লাটাই আর ঘুড়ির উপমাটা। মজার ব্যাপার কি জানেন আমার এই লাটাই আর ঘুড়ি নিয়েও একটা প্রেমের কবিতা আছে। একসময় ব্লগে পোষ্ট করবো। মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।

সুন্দর সুচিন্তিত মন্তব্যে ভালোলাগা রইলো। আপনাকেও শুভ অপরাহ্ন ও শুভকামনা।

১৮| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৩

সেজুতি_শিপু বলেছেন: অসাধারন লেখা ! খুব ভালো লাগলো ।

১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫০

শিখা রহমান বলেছেন: সেজুতি_শিপু আমার লেখায় আপনাকে স্বাগতম। আশাকরি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো।

সেঁজুতি নামটা আমার প্রিয়। আমার বেশ কয়েকটা গল্পে চরিত্রের নাম সেঁজুতি।

সুন্দর মন্তব্যে ভালোলাগা আর আপনাকে অশেষ শুভকামনা।

১৯| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০১

এ.এস বাশার বলেছেন: আপু তোমার কবিতার প্রেমে আমি প্রথম থেকেই......
কিছু বলার নেই ..আমি প্রেমিক তোমার কবিতার....
শুধু পড়তে চাই......

১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫২

শিখা রহমান বলেছেন: এ.এস বাশার তোমার আন্তরিক মন্তব্য মন ছুঁয়ে গেলো। এতো সুন্দর করে বললে যে মন আলো হয়ে গেছে।

আমার কবিতার প্রেমিককে অশেষ কৃতজ্ঞতা পাশে থাকার জন্য আর এত্তো শুভকামনা।

২০| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ, দারুণ কথামালা, মুগ্ধ

১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৪

শিখা রহমান বলেছেন: নয়ন ব্লগের শক্তিশালী কবিদের মধ্যে আপনি একজন। আপনি যখন মন্তব্যে প্রশংসা করেন তখন অভিভূত না হয়ে উপায় নেই।

ভালো থাকবেন কবি। অনেক অনেক শুভকামনা।

২১| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৪

মোস্তফা সোহেল বলেছেন: খুব ভাল লাগল কবিতা।

১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৫

শিখা রহমান বলেছেন: সোহেল অনেক ধন্যবাদ সময় করে পড়ার জন্য ও মন্তব্যের জন্য। অফুরন্ত শুভকামনা।

২২| ১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৪

মলাসইলমুইনা বলেছেন: সাগরের সবটুকু নীল, উন্মত্ত স্রোত, ঘূর্ণি সবই আপনার সামান্য শঙ্খে ঢুকিয়ে ভালোবাসার বিগব্যাং-এ একটা অপূর্ব মনিমালা সৃষিট হয়ে গেছে কবিতার কথায় কথায়, সুর ছন্দে আর প্রত্যেকটা লাইনে লাইনে ! ব্লগের সবচেয়ে কবিতা অজ্ঞদের মধ্যে আমি যে জিপিএ ৫ পেয়ে এগিয়ে থাকি সেটা আমি জানি I সেই আমারও কবিতা ভালো লেগে গেলো অনবদ্য হয়ে, প্রিয় গল্পকার ! দারুন দোদুল্য মনেও কবিতায় মুগ্ধতা জানালাম অনেক অনেক I

১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৮

শিখা রহমান বলেছেন: মলাসইলমুইনা আপনার কবিতা অজ্ঞতার জিপিএ মানতে পারছি না। খাতা আমি দেখে দিচ্ছি। হুউউ...রেজাল্টে সামান্য ভুল ছিলো। আপনি কবিতা বিজ্ঞতায় জিপিএ ৫। :)

যার মন্তব্য এমন কাব্যময়, যার কথারা সুন্দর শব্দমালা সে সহজাত কবি। আপনার মন্তব্যটাই একটা আস্ত কবিতা জানেনতো!!

মন্তব্যে মুগ্ধ, মুগ্ধ আর মুগ্ধ!! ভালোলাগা ও শুভকামনা জানবেন প্রিয় লেখক।

২৩| ১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৪

মাহবুবুল আজাদ বলেছেন: এক কথায় অসাধারন লাগল।

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১২

শিখা রহমান বলেছেন: মাহবুবুল আজাদ মন্তব্যে অনুপ্রাণিত হলাম। উত্তর দিতে দেরী হলো বলে দুঃখিত। কেন যেন ব্লগ খুবই ধীরগতিতে কাজ করছিলো।

মন্তব্যের জন্য কৃতজ্ঞতা। শুভকামনা সতত!!

২৪| ১৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৩

শিখা রহমান বলেছেন: সেলিম আনোয়ার ধন্যবাদ ও শুভকামনা কবি।

২৫| ১৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৩

বিষাদ সময় বলেছেন: মলাসইলমুইনা বলেছেন-ব্লগের সবচেয়ে কবিতা অজ্ঞদের মধ্যে আমি যে জিপিএ ৫ পেয়ে এগিয়ে থাকি সেটা আমি জানি I
তাহলে আমি মনে হয় এ ব্যাপারে গোল্ডেন জিপিএ ৫ ............. :)
তারপরও কবিতাটি পড়ে যেন ডেসপারেট ভালবাসার হাহাকার শুনলাম..........না ভুল বুঝলাম কি জানি :(

ব্লগার সোহানীকে প্রতিত্যুত্তরে আপনি বলেছেন-আপনার বোনের নাম শিখা শুনে ভালো লাগলো। শিখা নামটা কেন যেন পরিচিতদের মাঝে তেমন শুনি না, গল্প উপন্যাস কবিতাতেও না।

আমার বড় বোনের নামও শিখা............ হাঃ হাঃ ।
ভাল থাকুন অনেক অনেক।

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৮

শিখা রহমান বলেছেন: বিষাদ সময় আমার লেখায় আপনাকে স্বাগতম!! :) প্রথম মন্তব্যেই মন জয় করে নিলেন।

আপনি ভুল বোঝেননি। কবিতায় ভালোবাসার হাহাকার আছে আর ভালোবাসায় বেঁধে রাখার স্পর্ধিত উচ্চারণ আছে। আপনি পাঠক হিসেবে একদম গোল্ডেন জিপিএ ৫। :)

আপনার বোনের নামও শিখা। মজা লাগছে জানেন? আমি মাত্র একজন শিখাকে চিনি, তাও তার সাথে পরিচয় অনেক বছর পরে।

আপনিও ভালো থাকুন অনেক অনেক। আপনি নিশ্চয়ই ইতিমধ্যেই জেনে গেছেন যে শিখা নামের মানুষগুলো কি দারুণ ভালো হয়!! :) মাঝে মাঝে লেখায় এসে গল্প করে যাবেন কিন্তু।

২৬| ১৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২১

এস এম ইসমাঈল বলেছেন: কবিতার বেলাভুমিতে কুড়িয়ে পাওয়া শঙ্খ!
কী অসামান্য মুনশিয়ানায় বন্দি করে নিলে
বিশাল একটা সমুদ্র।
অনবদ্য কথকতায় বেচারা ছেলেটার মুগ্ধ হওয়া ছাড়া
গতি নেই।
পরম মুগ্ধতার স্রোতে খাবি খেতে খেতে
শঙ্খের কাছেই ফিরে গেছি বারে বারে,
একি করেছ তুমি, হে কবি!
প্রেমের অনির্বান শিখা হয়ে চিরদিন দীপ্যমান থেকো।
তোমার আলোক আভায় উজ্জলতর হোক ব্লগের ভূমি।
শব্দ চয়ন আর বাক্যের বুননে ছাড়িয়ে গেছো তুমি
কবির কল্পনার সব সীমানা।
তাই +++++ অনেক অনেক শুভ কামনা।
শিখা মনি

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২১

শিখা রহমান বলেছেন: এস এম ইসমাঈল আমার ব্লগে স্বাগতম। খুব সুন্দর কাব্যিক মন্তব্যে মুগ্ধ হলাম। "শিখামনি" শুনে ভালো লাগলো আর একটু বিষণ্ণও লাগলো। বয়স বাড়ার সাথে সাথে "শিখামনি" বলে ডাকার মানুষগুলোর সংখ্যা কমে যাচ্ছে।

ভালো থাকবেন। শুভকামনা নিরন্তর!! আশাকরি মাঝে মাঝে লেখায় আপনার সাথে দেখা হবে।

২৭| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অনেক অনেক সুন্দর হয়েছে।
আপনার প্রোপিক টি খুব সুন্দর হয়েছে।

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৫

শিখা রহমান বলেছেন: প্রভামনি কেমন আছো? কবিতাটা পড়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ। :)

প্রোপিক ভালো লেগেছে শুনে ভালো লাগলো। তোমার প্রোপিকটাও বদলেছো মনে হচ্ছে। বন্ধুদের সাথে ছবি কি? ভালো লাগছে দেখতে।

ভালো থেকো সবসময়। অফুরন্ত শুভকামনা।

২৮| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: জি দশম শ্রেণীর শেষ ক্লাসের দিনের ছবি।
ধন্যবাদ আপনাকে ম্যাডাম। শুভ রাত্রি।

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৫

শিখা রহমান বলেছেন: শুভরাত্রি ও শুভকামনা প্রভা। আমাকে কেউ ম্যাডাম বলে ডাকে না। আপু বলে ডেকো প্লিজ!!

২৯| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৬

বিষাদ সময় বলেছেন: আপনার সাথে আমার পরিচয় আমরা আমড়াই তো!! পোস্টে। চমৎকার লেখন শৈলী এবং বোনের নামে নাম হওয়ায় আপনাকে মনে রাখতে আমার একটুও কষ্ট হয়নি। তারপর থেকে আপনার প্রায় প্রতিটি পোস্ট পড়েছি তবে নানা কারনে মন্তব্য করা হয়ে ওঠেনি।
আপনার অবশ্য আমার মতো নগন্য ব্লগারকে মনে রাখা সম্ভব হয়নি....................হাঃ হাঃ হাঃ
অবশ্য ভালই হলো বার বার ব্লগে স্বাগত হবো.............. :D

আপনি নিশ্চয়ই ইতিমধ্যেই জেনে গেছেন যে শিখা নামের মানুষগুলো কি দারুণ ভালো হয়!!
আমার বোন কিন্তু সাংঘাতিক রাগি, একেবারে ”জাগো নারী জাগো বহ্নি শিখা”। :|
তবে আপনি যে শান্ত স্বভাবের তা আপনার লেখা, মন্তব্য, প্রতিমন্তব্য থেকে বুঝা যায়। :)

কথা বলতে বলেছেন বলে অনেক কথা বলে ফেললাম। তবে এরপর থেকে স্বল্পভাষী হবো কথা দিলাম........... :)

অনেক অনেক ভাল থাকুন সব সময়।

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১:০৫

শিখা রহমান বলেছেন: বিষাদ সময় আপনাকে মনে রাখতে পারিনি সেটা লেখক হিসেবে আমার ব্যর্থতা!! আপনি প্লিজ নিজেকে নগণ্য বলে আমাকে লজ্জিত করবেন না। আপনি, আপনারা পড়ে মন্তব্য করেন বলেই না আমরা লিখি, লেখার অনুপ্রেরণা পাই। আমি আন্তরিক ভাবে দুঃখিত!! :(

কথা দিচ্ছি আর ভুলে যাবো না, বিশেষ করে আমি যখন আপনার বোনের মিতা। :) আমি শান্ত হলেও রাগী না যে কে বললো? :-B কম রাগ হই তা ঠিক, কিন্তু রাগলে খবর আছে।

আপনার গল্প শুনতে কিন্তু বেশ লাগলো। প্লিজ স্বল্পভাষী হবেন না। যেমন ইচ্ছে মন্তব্যে লিখবেন। ব্লগিংতো শুধু লেখালেখির জন্যেই নয়, মানুষের সাথে সেতুবন্ধ তৈরীর জন্যেও।

ভালো থাকুন সবসময়। আপনাকে ও আমার মিতাকে শুভকামনা।

৩০| ১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১১

সামিয়া বলেছেন: অনেকদিন হল কবিতা আবৃত্তি করিনা, প্রিয়তে নিলাম সময় করে আবৃত্তি করবার জন্য। তোমার আপত্তি নেই তো? আগেরবারের মতন তোমার ছবি নেব অনেক গুলা। আর শোনো পাণ্ডুলিপি রেডি করেছো? বইমেলা তো চলেই এলো। কবিতাটা বেশ সুন্দর হয়েছে।

১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১০

শিখা রহমান বলেছেন: ইতিমিতিমনি তুমি আমার কবিতা আবৃত্তি করবে সেটা তো আমার জন্য খুব আনন্দের ব্যাপার। আপত্তি থাকবে কেন? আমার সব কবিতাই তোমার। ইচ্ছে মতো আবৃত্তি করে নিও আর ইচ্ছে মতো ছবি নিয়ে নিও।

আমার কথা বাদ দাও। তোমার কি খবর? বই বের হচ্ছে তো? :)

কবিতাটা পড়ার জন্য ধন্যবাদ আর আদর। ভালোবাসা প্রিয় ইতিমিতিমনি। ভালো থেকো সবসময়।

৩১| ১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৯

আব্দুল্লহ আল মামুন বলেছেন: ভালো লেগেছে খুব।

১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১২

শিখা রহমান বলেছেন: মামুন আপনি সম্ভবত প্রথম এলেন আমার ব্লগে। পড়ার জন্য ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

ভালো থাকবেন। শুভকামনা নিরন্তর!! আশাকরি মাঝে মাঝে লেখায় আপনার সাথে দেখা হবে।

৩২| ১৯ শে অক্টোবর, ২০১৮ ভোর ৪:৫৪

জাহিদ অনিক বলেছেন: শুনেছি শঙ্খ যদি বাজে-- ফিরে আসে ভাগ্য
শঙ্খ যদি বাজায় সারদের সাথে- সে হতভাগ্য।

সমুদ্র মন্থনের সময়ে উঠে আসা শঙ্খ সে কি আর অত সামান্য- যার নিচে থাকে গঙ্গা স্বরস্বতী, উপরে চন্দ্র রূপালী আলো।
কবিতা দারুণ লেগেছে শিখা আপু।

১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৪

শিখা রহমান বলেছেন: আরেহ প্রিয় কবি যে!! অনেকদিন পরে ব্লগে এলে। :)

হুউউউ...আসলেই শুভকাজে শঙ্খ বাজানো হয়। "সমুদ্র মন্থনের সময়ে উঠে আসা শঙ্খ সে কি আর অত সামান্য- যার নিচে থাকে গঙ্গা স্বরস্বতী, উপরে চন্দ্র রূপালী আলো।" --- খুব সুন্দর লাগলো কথাটা!!

তোমার ভালোলাগা বড় পাওয়া কবি। ভালো থেকো। কোন শঙ্খ খুঁজে নিক তোমার সমুদ্র!!

৩৩| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১৬

উম্মে সায়মা বলেছেন: সমুদ্রকে বুকে ধারণ করে তো সে শঙ্খ আপনিই অসামান্য হয়ে যায় শিখা আপু। এত মায়া আর ভালোবাসায় ভরা কবিতা লিখেন আপনি! অনেক অনেক ভালো লাগা কবিতায়.......

২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫২

শিখা রহমান বলেছেন: সায়মা মনি কয়েকদিন ব্লগে আসিনি। উত্তর দিতে দেরী হয়ে গেলো। :(

সুন্দর মন্তব্যটার জন্য ভালোবাসা। "এত মায়া আর ভালোবাসায় ভরা কবিতা লিখেন আপনি!" --- তুমি ভালোবাসো বলেই মায়া খুঁজে পাও মিষ্টি মেয়েটা।

অনেক আদর আর ভালোবাসা মিষ্টি কবি। শুভকামনা নিরন্তর!!

৩৪| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০১

ধ্রুবক আলো বলেছেন: সমুদ্র অতল, এর শেষ সীমানা জানা নেই মানুষের। সামান্য শঙ্খ সমুদ্রকে আঁকড়ে ধরে রাখে!
কবিতায় ভালো লাগা+++

২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৩

শিখা রহমান বলেছেন: ধ্রুবক আলো অনেকদিন পরে আপনাকে লেখায় পেয়ে ভালো লাগলো। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

ভালো থকুন সবসময়। শুভকামনা সতত!!

৩৫| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৬

বিজন রয় বলেছেন: আপনার এই কবিতাটি এ সপ্তাহে সেরা ২২ এ প্রথম হয়েছে।
আপনি দারুন লেখেন। কি কবিতা কি গল্প।

২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৩

শিখা রহমান বলেছেন: বিজন কি সাংঘাতিক!! আমি কয়েকদিন ব্লগে আসিনি। এইমাত্র এলাম। আমি অভিভূত এবং সম্মানিত। কবিতা কিন্তু আমি আসলেই তেমন ভেবে লিখিনা। এখানে পোষ্ট করতেও ভয় লাগে। আপনারা সবাই কি দুর্দান্ত কবি।

অনেক অনেক ধন্যবাদ। এটা যে আমার জন্য কি বিশাল পাওয়া ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না। অশেষ কৃতজ্ঞতা আর শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.