নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা প্রেমী; একটু এলোমেলো; উড়নচণ্ডী; আর বই ভালবাসি। শব্দ নিয়ে খেলা আমার বড্ড প্রিয়। গল্প-কবিতা-মুক্ত গদ্য সব লিখতেই ভালো লাগে। \"কেননা লেখার চেয়ে ভালো ফক্কিকারি কিছু জানা নেই আর।\"

শিখা রহমান

পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....

শিখা রহমান › বিস্তারিত পোস্টঃ

দাম্পত্য

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:১০



একটা সময়ের পরে ভালোবাসা হয়তো শুধুই অভ্যেস বা রূপকথা। ভালোবাসা মানেই সংসার। ঝোলা খুলে বাসনকোসন, হাড়িপাতিল, চামচের টুংটাং, ফুলতোলা টিফিনবাক্স। বিকেলে চায়ের ট্রে অথবা খোঁপা সাজে না সুগন্ধী বকুলমালায়। দিনশেষে সব পথেরাই বাড়ি ফেরে জেনে কেবল সন্ধ্যা নামার প্রতীক্ষা। ঘড়ির শাসন না মেনে অকারণ অর্থহীন ক্ষুদে বার্তারা প্রেরক খুঁজে ফেরে না।

দু’এক পশলা বৃষ্টি নামলে ভালোবাসার কথা হয়। ছুরি কাঁটা চামচে কানাকানি হয়। সবজি আমিষ কাটাকাটি। আগুনে রান্না চড়ে। বাসনপত্র, তেল-মসলা-নুন ওলটপালট হয়ে যায়। ক্যাটক্যাটে হলদে রঙ্গা তরকারী; মরিচের ঝাঁঝালো ঘ্রান। লবন কম। ভালোবাসার মানুষ চুপচাপ অখাদ্য খেয়ে নেয়। খুঁত ধরতে ভয়। যদি মনে দাগ পড়ে তখন আবার ঘষে ঘষে তোলা। তারচেয়ে এঁটো বাসনের গাঁয়ে যেটুকু জড়িয়ে থাকে সেটুকু দেখেও না দেখার ভান করা।

পাহাড়ি সন্ধ্যা নামে চাদরের ফুল ফুল ছোপে। তোমার নামের মাঝে বিশ্রাম নিতে নিতে আজও চোখে ঘুম জড়িয়ে আসে। ভালোবাসা বড় অদ্ভুত!! ভালো হলেই বাসা বাঁধা যায় নাকি ভালবাসা আছে বলেই বাসাগুলো ভালো হয়ে যায় এইসব জটিলতা ভুলে যাই। পরষ্পরকে এড়িয়ে যাই কিন্তু পেরিয়ে যেতে পারি কই? জটিলতাগুলো অকাতরে অতিক্রম করে যাওয়ার নাম ‘ভালোবাসা’ ছাড়া আর কিছু নয়।

© শিখা রহমান

(ছবিঋণঃ গুগল)

মন্তব্য ৩৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

ভালোবাসা এড়িয়ে যাওয়ার ক্ষমতা কারো নেই। :)

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৫

শিখা রহমান বলেছেন: সেলিম ভালোবাসা হৃদয় জেনেই যায়। সে ভালোবাসায় বাসা বাঁধা হোক কি না হোক, সামাজিক স্বীকৃতি দেয়া হোক কি না হোক... ভালোবাসাকে মনের স্বীকার করতেই হয়।

প্রথম মন্তব্য ও লাইকের জন্য অনেক ধন্যবাদ কবি। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৯

সূচরিতা সেন বলেছেন: অসাধারন দিদি।

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৬

শিখা রহমান বলেছেন: সূচরিতা সেন অনেকদিন পরে আপনাকে লেখায় পেলাম। :)

মন্তব্যে অনুপ্রাণিত হলাম। শুভকামনা সতত!!

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: সাধারণত সবকিছুরই শুরুটা হয় চাকচিক্যময়, সুন্দর.....
তারপর ভর করে জটিলতার কুয়াশা....
যে কুয়াশা অনেক সময় গ্রাস করে সম্পর্ক.....
তবুও সময় বয়ে চলে জীবনের আঁকেবাঁকে....
ভালোবাসার স্বাদ তিক্ত হলেও মধুময়....
কালের ঘূর্ণিপাকে যা ফিকে হতে পারে....
তবে প্রকৃত ভালোবাসা থাকে অম্লান.... চিরস্থায়ী.....

ছোট্ট সাজানো গোছানো লেখায় ভালোলাগার পরশ....

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩২

শিখা রহমান বলেছেন: আর্কিওপটেরিক্স বাহ! আপনি আসলেই মননে ও চিন্তায় কবি। খুব সুন্দর করে বলেছেন। আপনার সব কথাই যে কবিতার মতো। দাম্পত্য আসলেই জটিল ও কঠিন। বাস্তবতার কাঠিন্য ও জীবনের আটপৌরত্বর মাঝে ভালোবাসা টিকিয়ে রাখাটাই দাম্পত্য।

ব্লগে যা লেখা দেই সবই আগে লেখা। অনেক লেখা জমে আছে। আজ পুরোনো লেখা পড়তে গিয়ে এই লেখাটা দিতে ইচ্ছে করলো। ছোট হলেও আমার প্রিয়। আপনার ভালো লেগেছে জেনে দিনটা আলো হয়ে গেলো।

শুভকামনা প্রাচীন পক্ষী। ভালো থাকুন আপনি ও আপনার ভালোবাসারা।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ কাব্য রসে ভরপুর দাম্পত্য,
ভালো লাগলো

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:০১

শিখা রহমান বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন সুন্দর মন্তব্যটার জন্য এত্তো ধন্যবাদ ও ভালোলাগা।

কবিদের ভালোলাগা বড় পাওয়া। অফুরন্ত শুভকামনা কবি।

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চমৎকার বরাবরের মতোই। প্রতিটি ঘটনা যেনো জীবনের বাহিরে নয়।

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:০৩

শিখা রহমান বলেছেন: সুজন জীবন থেকেই নেওয়া লেখা। সুন্দর মন্তব্যে বরাবরের মতোই উৎসাহিত করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।

শুভকামনা প্রিয় ব্লগার। ভালো থাকুন সবসময়।

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:০৪

আরোগ্য বলেছেন: শিখা আপুকে দাম্পত্যের জন্য শুভ কামনা।

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:০৫

শিখা রহমান বলেছেন: আরোগ্য শুভকামনার জন্য ধন্যবাদ আর পাশে থাকার জন্যেও।

ভালো থাকুন ভালোবাসায়। শুভকামনা সতত!!

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:১৭

রাফা বলেছেন: ভালোবাসা খুব খারাপ।
একবার ভালোবাসলে -
আর মুক্তি নেই ।

জটিলতা এরিয়ে যেতে পারেন,
অথচ ভালোবাসা……

ধন্যবাদ,শি.রহমান।

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:০৯

শিখা রহমান বলেছেন: রাফা ভালোবাসার কারাবাস মুক্তির চেয়ে কাম্য।
ভালোবাসা হয়তো কষ্ট দেয় কখনো কখনো। কিন্তু ভালোবাসা ছাড়া কি বাঁচা যায়?

আর ভালোবাসা আছে বলেই হয়তো জটিলতা এড়িয়ে যাওয়া যায়।

আপনাকেও ধন্যবাদ (দু'বার) পড়ার জন্য ও মন্তব্যের জন্য। ভালো থাকুন সবসময় প্রিয় ব্লগার।

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৯

রাজীব নুর বলেছেন: দিন শেষে ভালোবাসা থাকলেই হলো। আসলে ভালোবাসাকে প্রতিদিন নতুন করে সাজাতে হয়। সাজিয়ে নিতে জানতে হয়।

২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৩

শিখা রহমান বলেছেন: রাজীব লেখায় তো তাই বলাই হয়েছে। দিনশেষে ভালোবাসা থেকেই যায়। :)

মন্তব্যের জন্য ভালোলাগা। শুভকামনা নিরন্তর প্রিয় ব্লগার।

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৪

হাবিব বলেছেন: ইচ্ছা ছিলো একটা কবিতা লিখবো, কিন্তু মন খারাপের কারনে কবিতা আসছে না। :(

২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৫

শিখা রহমান বলেছেন: হাবিব আপনার কবিতা কমেন্ট মিস করলাম। :( মনখারাপ যে কারণেই হোক না কেন, ঝেড়ে ফেলুন। তবে কবিদের মনখারাপ থাকলেও কবিতা লেখা হয়। কবিতা লিখলে হয়তো মন ভালো হয়ে যাবে।

ভালো থাকুন কবি কবিতায় আর ভালোবাসায়। মনখারাপের মেঘলা দিনে রোদ ঝলমলিয়ে উঠুক।

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৮

রাফা বলেছেন: Everything i know about love
I learn from you, from you.....
And everything i know about pain
I learned from you ,from you....
you were my only,
you were my first .
you showed me lonely to.

২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২০

শিখা রহমান বলেছেন: রাফা আপনি বুঝি লেখাটা পড়ার সময়ে Thank You For A Broken Heart শুনছিলেন?

যদি তাই হয় তবে বলতেই হবে যে আপনা গানের Playlist এর সাথে আমার লেখাদের Postlist কোনভাবে sincronize হয়ে গেছে। :)

ফিরে এসে মন্তব্য করার জন্য ও গানটা মনে করিয়ে দেবার জন্য ভালোলাগা রইলো।

১১| ২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন:
প্রিয় আপু

দাম্পত্য কলহের নামও তো ভালোবাসা ! যে কলহ যৌক্তিক না অযৌক্তিক যাই হোক না কেন কিছু সময় পরে মিলিয়ে যায়। আর একারনেই একে অপরকে ছেড়ে বেরিয়ে আসতে পারে না । যারা বার হয় তাদের ভালোবাসা ফিকে হয়ে যায়।
দাম্পত্যের পাঁচফোড়ন বেশ লাগল। তবে কবিতা আকারে দিলে অন্য ফ্লেভার আসতো।

শুভেচ্ছা নিয়েন আপু ।

২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৪

শিখা রহমান বলেছেন: পদাতিক সুন্দর ও সুচিন্তিত মন্তব্যে ভালোলাগা রইলো।

কবিতা লিখতে ইচ্ছা করেনি যে!! ইচ্ছা না হলে কবিতা লিখি না। :)

আপনাকেও শুভকামনা ও অশেষ ধন্যবাদ পাশে থাকার জন্য।

১২| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গদ্য কবিতার আদলে চমৎকার লিখা ।
( আপনার প্রায় সব লিখাই পড়া হয়, মোবাইল থেকে পড়ার কারনে মন্তব্য করা হয়ে উঠেনা।)

২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৬

শিখা রহমান বলেছেন: গিয়াস উদ্দিন লিটন মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আমার লেখা পড়ার জন্যে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমিও মোবাইল থেকে ব্লগের অনেক লেখাই পড়ি। কিন্তু মোবাইল থেকে মন্তব্য করা হয় না। :(

পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা প্রিয় ব্লগার।

১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:
আমার প্রোপিকটা কেমন লাগছে???


চলো, দুজনে মিলে একদিন ফাইট করা হোক। কে কেমন টাইপিং পারে..:P

BWT,
কবিতা তো এমনিই বুঝিনা, ইদানিং গল্পও বুঝতে পারছি না। ধ্যাত্তেরি..

২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫২

শিখা রহমান বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া ! অনেকদিন পরে আমার ব্লগে যে :) প্রোপিকটা ভালো হয়েছে, ঠিক তোমার মতোই।

আমার সাথে হঠাত ফাইট কেন? অন্য কোথাও বুঝি ঝগড়ায় সুবিধা হচ্ছে না। 8-| আমার কিন্তু প্রাচীন পক্ষী আর নিজামকেই তোমার চেয়ে বেশী ভালো লাগে। :)

কবিতা বা গল্প যাই হোক না কেন, না পড়লে বুঝবে কিভাবে বলতো? :P

ভালো থেকো ঝগড়ায় আর খুনসুটিতে। শুভকামনা।

১৪| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫১

মুক্তা নীল বলেছেন: আমার এক আপা বলেছিলেন,
মাঝরাতে ঘরের বউয়ের আঁচল সরিয়ে তিল খুজলেই কিংবা টুলপরা গালে চুমু দেওয়ার নাম সংসার না, সংসার মানে ঘরের বউয়ের বুকে মাথ রেখে পাজঁর বরাবর কান পেতে আরেকটি বার বলতে হয়, তুমি ভালো আছোতো???
সংসার মানেই জটিলতা । এই জটিলতাকে জয় করেই সংসারে ভালোবাসা অটুট থাকে, পরেই তো দাম্পত্য জীবনের সফলতা।
শিখা আপু , অনেক বক বক করে ফেললাম। শুভকামনা রইলো আপনার জন্যে ।।

২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৫

শিখা রহমান বলেছেন: মুক্তা নীল বাহ!! আপনার আপা খুব চমৎকার করে সংসারে ভালোবাসা জিইয়ে রাখার মূলকথা বলেছেন। :)

"সংসার মানেই জটিলতা । এই জটিলতাকে জয় করেই সংসারে ভালোবাসা অটুট থাকে, পরেই তো দাম্পত্য জীবনের সফলতা।" --- আমার লেখার বক্তব্য আপনি বরাবরের মতোই বুঝতে পেরেছেন।

আপনার বকবক এতো সুন্দর যে শুনতে বেশ লাগলো। আপনাকে পাশে থেকে সুন্দর সব মন্তব্যে অনুপ্রাণিত করার জন্য একরাশ ভালোলাগা ও শুভকামনা রইলো।

১৫| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫০

রাফা বলেছেন: না শুনছিলামনা ।পড়ার সময়ে নয় , আপনার উত্তরের পরিপ্রেক্ষিতে এটাই মনে হলো সঠিক প্রকাশ। কোন ভালবাসা থেকেই বেরিয়ে আসা যায়না।সংসার - আমার আম্মা‘কে দেখেছি কিভাবে আকড়ে ধরে রাখতে চাইতেন।ধন্যবাদ, প্রতি উত্তরের জন্য।শি.রহমান।

২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৮

শিখা রহমান বলেছেন: রাফা "কোন ভালবাসা থেকেই বেরিয়ে আসা যায়না।" --- আসলে ভালোবাসার কাছে আমাদের এক টুকরো রয়েই যায় আর তাই বার বার ফিরে আসতেই হয়।

আপনাকেও আবার আমার লেখায় ফিরে আসার জন্য ধন্যবাদ ও ভালোলাগা রইলো। শুভকামনা সতত!!

বিঃ দ্রঃ আপনার এই মন্তব্যটা পড়ে আমার লেখা একটা কবিতার কথা মনে পড়ে গেলো। ব্লগে দিলে জানাবো।

১৬| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:০৪

বলেছেন: মুক্তা নীল বলেছেন: আমার এক আপা বলেছিলেন,
মাঝরাতে ঘরের বউয়ের আঁচল সরিয়ে তিল খুজলেই কিংবা টুলপরা গালে চুমু দেওয়ার নাম সংসার না, সংসার মানে ঘরের বউয়ের বুকে মাথ রেখে পাজঁর বরাবর কান পেতে আরেকটি বার বলতে হয়, তুমি ভালো আছোতো???
সংসার মানেই জটিলতা । এই জটিলতাকে জয় করেই সংসারে ভালোবাসা অটুট থাকে,--- এটাই মনে হয় লেখার মর্মকথা।


ভালো লাগা।

২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০০

শিখা রহমান বলেছেন: ল মুক্তানীল খুব সুন্দর করে বলেছেন আর এটাই লেখার মর্মকথা। :)

আপনাকেও পাশে থাকার জন্য ভালোলাগা ও শুভকামনা। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

১৭| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩০

আমি তুমি আমরা বলেছেন: জটিলতাগুলো অতিক্রম করে যাওয়ার নামই ভালবাসা।

দশম ভাললাগা রইল।

০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০১

শিখা রহমান বলেছেন: আমি তুমি আমরা এই লেখাটা আমার নিজের খুব প্রিয়। আপনি খুঁজে পড়েছেন ও লাইক দিয়েছেন দেখে মন খুব ভালো হয়ে গেলো।

ধন্যবাদ ও শুভকামনা লেখক। ভালো থাকুন সবসময়।
দেখা হবে অন্য কোন লেখায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.