নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা প্রেমী; একটু এলোমেলো; উড়নচণ্ডী; আর বই ভালবাসি। শব্দ নিয়ে খেলা আমার বড্ড প্রিয়। গল্প-কবিতা-মুক্ত গদ্য সব লিখতেই ভালো লাগে। \"কেননা লেখার চেয়ে ভালো ফক্কিকারি কিছু জানা নেই আর।\"

শিখা রহমান

পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....

শিখা রহমান › বিস্তারিত পোস্টঃ

জানি দেখা হবে!!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২১

জানি দেখা হবে ছোট গল্পের স্টলে!! :)

থাকছি ১৩, ১৪ ও ১৫ ফেব্রুয়ারীতে বই মেলায় প্রতিদিন ৪টা থেকে ৭টা !!

বিকেল ৪ টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত থাকবো স্টল নম্বরঃ ২১৬-২১৭ য়ে



বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত থাকবো প্যাভিলিয়ন নম্বরঃ ২৩ য়ে



গল্পগ্রন্থঃ আগুনের ফুল
প্রকাশকঃ ছায়াবিথী প্রকাশনী
স্টল নম্বরঃ ২১৬-২১৭

গল্পগ্রন্থঃ রঞ্জনের প্রেমিকারা
প্রকাশকঃ পার্ল পাবলিকেশন্স
প্যাভিলিয়ন নম্বরঃ ২৩

জানি দেখা হবে একুশের বইমেলাতে...

আর না হলে অনলাইনে তো দেখা হচ্ছেই rokomari.com এ!!
কোথাও না কোথাও জানি দেখা হবেই!!

বিঃদ্রঃ বইমেলায় থাকবো ২৮শে ফেব্রুয়ারী পর্যন্ত। পরের সপ্তাহগুলোতে কখন থাকবো সে দিন তারিখগুলো ব্লগে দিয়ে দেবো।
সুপ্রিয় ব্লগারদের সাথে দেখা করার ইচ্ছে!! জানি দেখা হবে। :)

মন্তব্য ৫০ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৬

সোহানী বলেছেন: শুভকামনা শিখা।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৬

শিখা রহমান বলেছেন: ধন্যবাদ সোহানী!! পাশে থেকে অনুপ্রাণিত করার জন্য ভালোবাসা।

বই দুটো অনলাইনে সংগ্রহ করে কেমন লাগলো জানালে ভালো লাগতো।

ভালোবাসা ও শুভকামনা প্রিয় ব্লগার।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৭

বলেছেন: আগুনের শিখা জ্বলে চলুক বইমেলায় রমণাভিলাষী রঞনের প্রেমিকার হাত ধরে --


একটা অটোগ্রাফ এন্ড ফটোগ্রাফ প্লিজ!!



অভিনন্দন মিষ্টি কবি ++

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০০

শিখা রহমান বলেছেন: ল বাহ!! সুন্দর মন্তব্যের জন্য ভালোলাগা রইলো কবি।

আপনাকেও অভিনন্দন ও বই দুটোর সাফল্য কামনা করছি।

আপনার বই দুটো সংগ্রহ করবো।
দেখা হবে নিশ্চিত!! আর আপনারও আটোগ্রাফ এবং ফটোগ্রাফ প্লিজ!! :)

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৫

কাওসার চৌধুরী বলেছেন:



আপা, আমার প্যাভিলিয়ন ২২ (উৎস প্রকাশন); আশা করি, ১৪ তারিখ থেকে থাকবো। দেখা হবে। বইও কেনা হবে। পরিচয় হবে। অটোগ্রাফ নেওয়া হবে। ++++

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৪

শিখা রহমান বলেছেন: কাওসার প্যাভিলিয়ন ২২ (উৎস প্রকাশন) আমার 'রঞ্জনের প্রেমিকারা' বইয়ের পার্ল পাবলিকেশন্স (প্যাভিলিয়ন ২৩) এর একদম পাশেই।

দেখা হবে অবশ্যই আর গল্পও হবে। :)

আপনার বইয়ের সাফল্য কামনা করছি। অটোগ্রাফ চাই কিন্তু!!

শুভকামনা প্রিয় ব্লগার।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:০২

রাফা বলেছেন: দেশে থাকলে অবশ্যই দেখা হতো।কারন আমি প্রতিদিন বিকেলে বইমেলাতে নিয়ম করেই যেতাম। আমার বই আমি পেয়ে যাবো কোন না কোনভাবে।আর দেখা হওয়ার থাকলে হয়েই যায়।সেটা বিধাতাই ভালো জানে।

ভালো থাকুন সব কিছু নিয়ে।ধন্যবাদ,শি.রহমান।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৪

শিখা রহমান বলেছেন: রাফা প্রবাসে থাকলে এই সময় গুলোতেই সবচেয়ে বেশী মনখারাপ হয়...বইমেলা, পহেলা বৈশাখ, বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারী!!

বই পেলে পড়ে জানাবেন কেমন লেগেছে। হুউউউউ...দেখা হওয়ার থাকলে দেখা হয়ে যাবেই!!

আপনিও ভালো থাকুন সবসময়, ভালোবাসায়!!
পাশে থেকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ। অফুরন্ত শুভকামনা প্রিয় ব্লগার।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:১৬

মাহের ইসলাম বলেছেন: শুভ কামনা রইল।

অনেক অনেক অভিনন্দন।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৭

শিখা রহমান বলেছেন: মাহের আপনাকেও অভিনন্দন ও শুভকামনা।

আপনাকে ফুচকা খাওয়ার আমন্ত্রণ থাকলো, যদিও এবারের বইমেলায় চটপটিটা খেতে বেশী ভালো!! :)

পাশে থেকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ। শুভকামনা সতত!!

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:৩১

চাঁদগাজী বলেছেন:



অভিনন্দন রলো।


১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৮

শিখা রহমান বলেছেন: ধন্যবাদ। শুভকামনা নিরন্তর!!

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪২

চাঙ্কু বলেছেন: শুভকামনা রইল!!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৯

শিখা রহমান বলেছেন: ধন্যবাদ। আপনাকেও অশেষ শুভকামনা।

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: আমি জানি দেখা হবে। হবেই।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪১

শিখা রহমান বলেছেন: রাজিব আপনার সাথেতো দেখা করার কথা ছিলোই সেই কবে থেকে আর সেলফি তোলার কথাও ছিলো।

চলে আসুন বইমেলাতে। বইয়ের সাথে অটোগ্রাফ ফ্রি আর আপনার জন্য বোনাস ফোটোগ্রাফ!! :)

দেখা হওয়ার অপেক্ষায় থাকলাম। শুভকামনা সতত!!

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৩

হাবিব বলেছেন: ইনশাআল্লাহ, আপনার বই কিনেছি। সময় করে কাঠগড়ায় দাঁড় করাবো।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৪

শিখা রহমান বলেছেন: হাবিব বই কিনে ফেলেছেন শুনে খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ কবি।

দেখা হবে কি বইমেলাতে? কিন্তু কাঠগড়ায় কেন বলুনতো? লেখক কেন আসামী?? B:-)

ভালো থাকবেন। অফুরন্ত শুভকামনা।

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২২

আর্কিওপটেরিক্স বলেছেন: শুভকামনা.....

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৫

শিখা রহমান বলেছেন: আর্কিওপটেরিক্স সবসময় পাশে থেকে অনুপ্রাণিত করার জন্য ভালোবাসা।

বই দুটো সংগ্রহ করে কেমন লাগলো জানালে খুব ভালো লাগতো।

অফুরন্ত শুভকামনা প্রাচীন পক্ষী।

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমমম ...

দেখা হবে :)
কবে?
অপেক্ষার পল
কাঁটা বিছায় ব্যস্ততার
ছটফট করে মন!
উচাটন! কখন?
----দেখা হবে!!!!

দেখা হবে নিয়ে অনুভবের অনুভাব :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৮

শিখা রহমান বলেছেন: বিদ্রোহী কবে দেখা হবে সেতো আপনারই জানার কথা!! :) আমিতো দিন তারিখ সময় দিয়েই দিয়েছি।

দেখা হবে আশা করছি।

ভালো থাকুন বিদ্রোহী কবি। শুভকামনা সতত!!

১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: তাহলে ছায়াবীথিতেই হবে হয়ত দেখা(!)


আপনার গল্পগ্রন্থে অগ্রিম একটা অটোগ্রাফ দিয়ে রাখেন ;)। আমি আবার ছবিগ্রাফে অভ্যস্ত না(!) অটোগ্রাফ চাই-ই চাই। সাহস থাকে অটোগ্রাফে ফ্রি লেইখা দিয়েন ;)


প্রকাশনীগুলো সবচেয়ে সৌভাগ্যবান।

নির্মল শুভকামনা রইলো আপু

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৪

শিখা রহমান বলেছেন: তাজুল ছায়াবীথিতলেই দেখা হোক তবে :)

অগ্রিম কেন? আপনাকে বইয়ের সাথে টাটকা অটোগ্রাফ দেয়া হবে।
সাহস থাকলে বলে দেবেন অটোগ্রাফ কোন বিশেষ জনকে লিখে দেবো আর কি লিখে দেবো। :)

অবশ্যই প্রকাশনীগুলো সৌভাগ্যবান। নাহলে আমার মতো নবীন লেখকরা তাদের পেছনে এমন ঘুরে মরে!! :(

আপনাকেও একদম সার্ফ এক্সেল শুভকামনা। :P

দেখা হওয়ার অপেক্ষায় থাকলাম। শুভকামনা প্রিয় ব্লগার।

১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভকামনা রইল । বইয়ের এবং লেখিকার সফল কামনা করছি আপু ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৬

শিখা রহমান বলেছেন: :):):)(:(:(:হাসু মামা পাশে থেকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ।
বই দুটো সংগ্রহ করে কেমন লাগলো জানালে খুব ভালো লাগতো।

অফুরন্ত শুভকামনা প্রিয় ব্লগার।

১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ১৪তারিখ খুব ভিড় হবে, সেদিন যাব না। ১৫তারিখে গেলে বই নিব। আমার সাহস কম, সামনে নাও আসতে পারি। অটোগ্রাফ না নিলেও ফটোগ্রাফ কিন্তু মিস হবে না। ;)

@বহি,
জানু, শিখাপুর সাথে তুমিও এসো। একসাথে ফুচকা খাওয়া হবে।


ছবি দেখে গানা, কইরো না কেউ মানাঃ
তোমার কাজল কালো চোখ
আর কালার করা চুল,
ঢাকাই শাড়ি পরলে তোমায়
লাগবে বিউটিফুল।


আমি পালাই...:P

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৮

শিখা রহমান বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া ! ১৫ তারিখই দেখা হবে তাহলে। :) অটোগ্রাফ আর ফোটোগ্রাফ দুটোই হবে। তোমার সহস কম থাকলেও আমার অনেক সাহস। =p~

বহ্নির নাম যে ঠিকমতো বলতে পারে না, তার সাথে সে ফুচকা খবে বলে মনে হয় না। 8-|

এই গানার পরে পচা ডিম না খেতে চাইলে পালানোই উচিত!! :P

১৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: একটা মেইল করুন,


কাওসার ভাই কী আটোগ্রাম দিছেন দেখাই ;)
[email protected]

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১১

শিখা রহমান বলেছেন: তাজুল আমার অটোগ্রাফ আমার মতোই হোক!! দেখা হলেই বুঝে নেবেন কেমন অটোগ্রাফ :)

আমি হাতে লিখেই দেবো। তবে হাতের লেখা বুঝে নেয়ার দ্বায়িত্ব আপনার :P

অপেক্ষায় থাকলাম দেখা হওয়ার। ভালো থাকুন সবসময়।

১৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা শ্রদ্ধেয়া আপুনিকে। তবে বই কিনে শুভেচ্ছা জানাতে পারলে কামনার ষোলকলা পূর্ণ হত । কিন্তু নিজের সেই সুযোগ না থাকার জন্য দূর থেকে শুকনো শুভকামনা জানিয়েই নিজেকে সন্তুষ্ট করলাম। আপুনির বই দুটিও দুকপির বানিজ্যিক সুবিধা থেকে বঞ্চিত হল। একটা অনুরোধ রাখবো, আগামীতে কোলকাতা বইমেলার বাংলাদেশ প্যাভিলিয়নে সংশ্লিষ্ট পাবলিশার্সের স্টলের ব্যবস্থা যদি রাখেন তাহলে আমরাও এপারে সরাসরি বইগুলো ক্রয় করতে পারি ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৩

শিখা রহমান বলেছেন: পদাতিক অনেক ধন্যবাদ। সবসময় পাশে থেকে অনুপ্রাণিত করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।

বই দুটো অনলাইনে সংগ্রহ করে কেমন লাগলো জানালে ভালো লাগতো। rokomari.com এ বই দুটো পাওয়া যাচ্ছে।

"একটা অনুরোধ রাখবো, আগামীতে কোলকাতা বইমেলার বাংলাদেশ প্যাভিলিয়নে সংশ্লিষ্ট পাবলিশার্সের স্টলের ব্যবস্থা যদি রাখেন তাহলে আমরাও এপারে সরাসরি বইগুলো ক্রয় করতে পারি । " --- প্রকাশকদের আমিও অনুরোধ করে দেখবো। সুন্দর আইডিয়াটার জন্য অনেক ধন্যবাদ।

ভালোবাসা ও শুভকামনা প্রিয় ব্লগার। ভালো থাকুন সবসময়।

১৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩২

রাকু হাসান বলেছেন:

আমি চুপি চুপি দেখা করে আসবো নে ;)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৫

শিখা রহমান বলেছেন: 8-| আমিও চুপি চুপি বলছি দেখা করতে চলে এসো!! :`> :P :)

১৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৫

শায়মা বলেছেন: গুড গুড তাহলে এসব দিনে গেলেই আপুর সাথে দেখা হয়ে যাবে .... :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৩

শিখা রহমান বলেছেন: শায়মামনি চলে এসো প্লিজ!! রাজকন্যার জন্যে থমকে দেবো বইমেলার ভীড় আর উপহার দেবো ফুলেল অঙ্গুরীয়। :)

১৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৬

শায়মা বলেছেন: কি বলো!!!!!!!

থমকে দেবে বইমেলার ভীড়!!!!!!!!


তাইলে যেতে পারি!


আমি তো লজ্জাবতী লতা!!!!!!!! ভীড় দেখলে কই লুকাবো??? কই পালাবো?

বইমেলার বইগুলো রাখা থাকে না! তার নীচে কি লুকানো যায় আপু??

আগে থেকে খবর নিতে হবে ! :P

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

শিখা রহমান বলেছেন: শায়মামনি চলে এসো রাজকন্যা, শুধু আমার জন্যেই এসো।

কথা দিচ্ছি কাউকে বলবো না আর নো ক্লিক!! :)

কবে আসবে জানিয়ে পত্র দিও। ভালোবাসা এত্তোগুলো।

২০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১১

আখেনাটেন বলেছেন:




জ্বালো জ্বালো আগুন জ্বালো!!
ঢালো ঢালো পানি ঢালো!!

আগুন তো বইমেলায় জ্বলার প্রস্তুতি নিচ্ছে, তাই বদনায় পানি নিয়ে উপস্থিত হওয়া যায় কিনা ভাবছি!!! :P

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

শিখা রহমান বলেছেন: আখেনাটেন বইমেলায় আগুন জ্বলেনি বলেই কি মিশরীয় সম্রাট ওরফে ফায়ার ফাইটারকে পেলাম না। :(

কথা দিচ্ছি সামনের দিনগুলোতে আগুন জ্বালানোর জন্যে আপ্রাণ চেস্টা করবো।

দেখা হবে আশা করছি। ভালো থাকুন মিশরীয় সম্রাট।

২১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৯

রাতু০১ বলেছেন: ভালোবাসা ও শুভকামনা আপু।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

শিখা রহমান বলেছেন: রাতু০১ পাশে থেকে অনুপ্রাণিত করার জন্য ভালোবাসা।

ভালোবাসা ও শুভকামনা প্রিয় ব্লগার।

২২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৮

ডার্ক ম্যান বলেছেন: এই বছর কারো বই কেনার সম্ভাবনা কম। গত বছর বেশ কয়েকজন ব্লগারের বই সংগ্রহ করেছিলাম।
ব্লগার মাহের ইসলাম তার বই পাঠিয়েছেন । সেটাও পড়া হবে না পুরো ।

১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৪৬

শিখা রহমান বলেছেন: ডার্ক ম্যান অন্য কোন এক বছরে হয়তো দেখা হয়ে যাবে ছোট গল্পের স্টলে বা কবিতার স্টলে!! ভালো থাকুন সবসময়। শুভকামনা নিরন্তর!!

২৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪১

মেহেদী হাসান হাসিব বলেছেন: অনেক শুভ কামনা আপি।

১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৪৭

শিখা রহমান বলেছেন: মেহেদী হাসান হাসিব ধন্যবাদ ও শুভকামনা।

২৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৮

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: শুভকামনা রইলো আপু। :)

১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৪৭

শিখা রহমান বলেছেন: স্বরচিতা স্বপ্নচারিণী ধন্যবাদ ও শুভকামনা।

২৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৯

খায়রুল আহসান বলেছেন: অবশেষে শেষ হয়ে যাবে আজ প্রাণের মেলা! আপনারাও তো বোধ হয় দেশে থাকার দিন ফুরিয়ে এলো।
আশাকরি, আপনার বই দুটো সমাদৃত হয়েছে, অবশ্য তেমন না হলেও সমস্যা নেই। বই লেখকের ভাবনার ফসল, শ্রমের ফসল। এর আবেদন আজ কালের মধ্যেই শেষ হবার নয়। শুধুমাত্র বিপণন সাফল্যই বই এর এবং লেখকের সাফল্য নয়।
ভাল থাকুন, নিরাপদে ফিরে যান নিজ পরবাসে। শুভকামনা.....

১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৪৯

শিখা রহমান বলেছেন: খায়রুল আহসান বইমেলায় আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লেগেছে। উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত।

আশা করি আবারো কোন এক বইমেলায় দেখা হয়ে যাবে ছোট গল্পের বা কবিতার স্টলে। ভালো থাকুন প্রিয় ব্লগার। শুভকামনা নিরন্তর!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.