নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা প্রেমী; একটু এলোমেলো; উড়নচণ্ডী; আর বই ভালবাসি। শব্দ নিয়ে খেলা আমার বড্ড প্রিয়। গল্প-কবিতা-মুক্ত গদ্য সব লিখতেই ভালো লাগে। \"কেননা লেখার চেয়ে ভালো ফক্কিকারি কিছু জানা নেই আর।\"

শিখা রহমান

পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....

শিখা রহমান › বিস্তারিত পোস্টঃ

অঙ্গীকার

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৪



"I know a girl...she puts the Colours inside of my World!!"

সেই মেয়েটা,
যাকে দেখলেই বুকের মাঝে ডানা মেলে লক্ষ প্রজাপতি...
যার পোরসেলিন ত্বকে পিছলে যায় আলো...
একবার শুধু
তার চোখে চোখ রেখে দেখো ওই নিখুঁত মেয়েটার আত্মায় অজস্র বলিরেখা এঁকেছে কষ্ট।

তার শব্দে যাদু, তার দেহ ভঙ্গীমায় মুগ্ধ হয়ে থমকে যায় সময়...
তার কবিতারা ভালোবাসার কথা বলে...
অহর্নিশ তার শব্দেরা বুনে চলে আনন্দ আশা স্বপ্নের মায়াজাল...
একবার শুধু
হৃদয় দিয়ে শুনে দেখো তার শব্দেরা লেখা আলতা রঙ বুকের রক্তে...
তার কবিতারা দাঁড়িয়ে ফায়ারিং স্কোয়াডের সামনে...

তাকে ছুঁয়ে দিলেই লক্ষ যোজন পেরিয়ে মনেরা বসে পাশাপাশি...
ওই আঙুলে যে বিদ্যুৎ খেলা করে,তা দিয়ে পুড়িয়ে দেয়া যায় পুরোটা শহর...
তাকে ছুঁয়ে দিলেই পাশাপাশি পথ হাঁটো তুমি ছায়াপথে, ভয়ংকর সুন্দর...
একবার শুধু
তার হাত মুঠিবদ্ধ করে বুঝে নাও আঙুলদের ভয়ার্ত কাপঁন...

একবার শুধু
বুঝে নাও সেই মেয়েটার সন্ত্রস্ততা...
চেয়ে দেখো তার রক্তাক্ত বুকে সামাজিক নখের আচঁড়...
বুঝে নাও সে দাঁড়িয়ে সমাজের উদ্যত বেয়োনেটের সামনে সম্পুর্ন একা...

তাকে দেখলেই তুমি জেনে যাও
এই সেই মেয়ে যে রাঙিয়ে দেয় তোমার ভুবন...
অথচ তার ভুবন সাদাকালো...তার পৃথিবী ধূসর...
সেই মেয়েটাকে দেখলে তুমি তার আচঁলে মেখে দিও রং...
তার অন্ধকার আকাশে উড়িয়ে দিও একশো ফানুস...

তাকে শুধুই ভালোবেসো না...তার ভালোবাসা শুধু সমর্পণ নয়, অংগীকারও দাবী করে...
When you see her, don't just fall for her...RISE ALONGSIDE HER...

© শিখা রহমান

ছবিঃ আমার তৈরী করা

মন্তব্য ৪১ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
বাহ্ বাহ্, কবিতার সাথে ছবি তৈরিতে দেখি বেসম্ভব সৌন্দর্য লেপ্টে দিলে। মুগ্ধ না হয়ে থাকা গেলো না।


সে যেন বুঝে নিতে পারে ;) !

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:১২

শিখা রহমান বলেছেন: সৈয়দ তাজুল ইসলাম প্রথম মন্তব্য ও লাইকের জন্য ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

একসময় ছবি আঁকার শখ ও নেশা ছিলো। আজকাল রংতুলি হাতে নেবার সময় পাইনা। তবে প্রযুক্তির যুগে এখনো ছবি নিয়ে খেলতে ভালো লাগে।

"সে যেন বুঝে নিতে পারে ;) !" --- আমিও তাই চাই!! ভালোবাসলে যে বুঝে নিতেই হয়। :)

শুভকামনা সতত। ভালো থাকুন সবসময়।

২| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:১৩

ইসিয়াক বলেছেন: অন্যরকম ভালো লাগলো । সত্যি অনেক ভালো কবিতা ।

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:১৬

শিখা রহমান বলেছেন: ইসিয়াক কবিদের ভালোলাগা পাওয়া অন্যরকম করে দেয় চারপাশের আলো, সারাটা দিন।

পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।
শুভকামনা কবি। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

৩| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:১৯

শিখা রহমান বলেছেন: সেলিম আনোয়ার ধন্যবাদ +++ কবি।

মন্তব্য আর লাইকের জন্য একরাশ ভালোলাগা রইলো।
পাশে থাকার জন্য এত্তো ধন্যবাদ। ভালো থাকুন কবিতায় ও ভালোবাসায়।

৪| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২২

আরোগ্য বলেছেন: মন্তব্য করার ভাষা হারিয়ে ফেলেছি। তাই প্রিয়তে নিয়ে আক্ষেপ মেটালাম।
আশা করি ভালো আছেন আপু।

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২৮

শিখা রহমান বলেছেন: আরোগ্য আমি এক্ষুনি আপনার কথা ভাবছিলাম জানেন? পোস্ট দিলেই কি যেন যাদুমন্ত্রবলে আপনি লেখায় চলে আসেন আর আমার দিনটা আলো করে দেন। ভাবতে ভালো লাগে যে কোথাও ভালোবাসা বার্তা পাঠায় অবচেতনে।

ভালো আছি আর প্রবাসে সংসারে যে ভালো থাকতেই হয়, নিজের জন্য না হলেও ভালোবাসার মানুষদের জন্যে।
আপনিও ভালো আছেন আশা করছি।

পাশে থাকার জন্য অফুরন্ত ভালোবাসা। ভালো থাকুন সবসময়।

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২৮

শিখা রহমান বলেছেন: ওহহহ!! লাইকের জন্য ও প্রিয়তে কবিতাটা রাখার জন্য একরাশ ভালোবাসা রইলো।

৫| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩২

আরোগ্য বলেছেন: আলহামদুলিল্লাহ প্রিয় আপু আমি ভালো আছি। এটাই ব্লগীয় বন্ধন। এবার তাহলে ভাবুন আপনার দীর্ঘদিন অনুপস্থিতিতে আপনাকে কতটা মিস করেছি। শিখা রহমান নামটি ব্লগে শিখার মত জ্বলতে থাকে। এভাবেই আপনি ব্লগে দ্যুতি ছড়ান এবং আমাদের মুগ্ধ করুন তাই কামনা করি।

অনেক শুভ কামনা প্রিয় শিখা আপু। সদা আরোগ্য থাকুন।

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৫১

শিখা রহমান বলেছেন: আরোগ্য মন্তব্যে মন আলো করে দিলেন আবারও। আপনার মতো কিছু মানুষ আমাকে আর আমার লেখাকে ভালোবাসে বলেই শত ব্যস্ততার মাঝেও ব্লগে আসতে ভালো লাগে।

"শিখা রহমান নামটি ব্লগে শিখার মত জ্বলতে থাকে। এভাবেই আপনি ব্লগে দ্যুতি ছড়ান এবং আমাদের মুগ্ধ করুন তাই কামনা করি।" --- ইশশ!! কি যে সুন্দর করে বললেন। দোয়া করবেন যেন মানসম্মত লেখা দিয়ে আপনার ভালোবাসার মর্যাদা রাখতে পারি।

শুভকামনা সতত প্রিয় ব্লগার। ভালো থাকুন ভালবাসায়।

৬| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৭

ইসিয়াক বলেছেন: দ্বিতীয় লাইকটা কিন্তু আমার .........

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৫

শিখা রহমান বলেছেন: ইসিয়াক প্রিয় কবি লাইকের জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার মন্তব্য পেয়ে এতো অভিভূত ছিলাম যে দুঃখিত, আগের মন্তব্যে উল্লেখ করতে ভুলে গেছি।

শুভকামনা কবি পাশে থাকার জন্য।

৭| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:০৪

বলেছেন: জাস্ট এ ওয়াও।।
This girl deserve best place in the heart...

এমন মেয়েকে ভালোবাসা অলীক কিছু নয় সেটা হোক মনের অঙ্গীকার....
ভালোবাসার উজ্জ্বল প্রতিশ্রুতি ...



বিমুগ্ধ ভালোলাগা +++

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:২০

শিখা রহমান বলেছেন: ল মন্তব্যে অভিভূত ও মুগ্ধ হলাম।

"This girl deserve best place in the heart...

এমন মেয়েকে ভালোবাসা অলীক কিছু নয় সেটা হোক মনের অঙ্গীকার....
ভালোবাসার উজ্জ্বল প্রতিশ্রুতি ..." --- ধন্যবাদ। এমন কোন মেয়ে খুঁজে পাক ভালোবাসা কবিতা ও কবিতে সেই শুভকামনা রইলো।

আপনার মন্তব্যেও "বিমুগ্ধ ভালোলাগা +++"
লাইকের জন্য ও পাশে থাকার জন্য শুভকামনা ও অশেষ কৃতজ্ঞতা।

ভালো থাকুন কবি। দেখা হবে আবারও অন্য কোন কবিতায় বা লেখায়।

৮| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১:২০

কিরমানী লিটন বলেছেন: কবিতার সৌন্দর্য উপচে পড়লো ছায়াচিত্র। অসাধারণ ভালোলাগা ছড়ালো কবিতার আঙিনা। শুভকামনা কবি.....

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ৩:৪১

শিখা রহমান বলেছেন: কিরমানী লিটন কবিদের এমন একটা মন্তব্য যে কবিতাই!! মন্তব্যে একরাশ ভালোলাগা ও মুগ্ধতা।

পাঠে ও মন্তব্যে অনুপ্রাণিত হলাম। ভালো থাকুন কবি ভালোবাসায় ও কবিতায়।

৯| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১:২৩

মোঃ মঈনুল ইসলামঢ় তুষার বলেছেন: আপনার কবিতা প্রথম পড়লাম,এবং মুগ্ধ হলাম,তারপর আবার পড়লাম

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ৩:৪৩

শিখা রহমান বলেছেন: মোঃ মঈনুল ইসলামঢ় তুষার আমার লেখায় আপনাকে স্বাগতম। আপনার মুগ্ধতা হৃদয় ছুঁয়ে গেলো।

আশাকরি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো। শুভকামনা সতত।

১০| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৫৯

জগতারন বলেছেন:
কবিতা ভালো লাগল।
লাইক দিলাম।

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ৩:৪৪

শিখা রহমান বলেছেন: জগতারন আমার লেখায় আপনাকে স্বাগতম। পাঠে ও মন্তব্যে অনুপ্রাণিত হলাম। লাইকের জন্য ধন্যবাদ।

আশাকরি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো। শুভকামনা সতত।

১১| ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: কবিতা নয় যেন একটুকরো আবেগ।

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩১

শিখা রহমান বলেছেন: রাজীব নুর কবিতা শব্দের খেলা হলেও আবেগকেই যে ধারণ করে।

সুন্দর মন্তব্যের জন্য ও সবসময় পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা।
শুভকামনা সত প্রিয় ব্লগার।

১২| ৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০৩

সাহসী সন্তান বলেছেন: আমি আপনার গুণের কথা ভাবতেছি। ছবিটা কিন্তু চমৎকার হইছে! কবিতাও সুন্দর! "আলতা রং" শব্দ দু'টো আলাদা করে লিখলে ভালো হতো। অবশ্য এক সাথে লেখার কোন যুক্তি আছে কিনা জানি না। আমি প্রথমবার পড়তে গিয়ে হোঁচট খাওয়ার মত অবস্থা... /:)

আর "রাংগিয়ে" শব্দটা রাঙিয়ে লিখলে পড়তে ভালো লাগতো! তবে ওভারঅল চমৎকার কবিতা!

শুভ কামনা জানবেন!

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪০

শিখা রহমান বলেছেন: সাহসী সন্তান অনেকদিন পরে আপনাকে লেখায় পেলাম। ভালো আছেন আশা করি। :)

অনেক অনেক ধন্যবাদ এতো মনোযোগ দিয়ে কবিতাটা পড়ার জন্য। ""আলতা রং" আসলেই আলাদা হবে আর "রাঙিয়ে" "আঙুল" এই বানানগুলো ঠিক করে দিলাম। আসলে কবিতা লেখা হয় ফোনে। কেন যেন অনেকসময়ে এই "ঙ" টাইপ হয় না। দুঃখিত যে পড়তে গিয়ে হোঁচট খেয়েছেন। বানান ভুল খাওয়ার সময়ে দাঁতে কাঁকর পড়ার পতোই খারাপ লাগায়।

গঠনমূলক মন্তব্যের জন্য একরাশ ভালোলাগা ও এত্তো ধন্যবাদ রইলো।
শুভকামনা নিরন্তর। আবারও দেখা হবে অন্য কোন লেখায়।

১৩| ৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চেয়ে দেখো তার রক্তাক্ত বুকে সামাজিক নখের আচঁড়...
বুঝে নাও সে দাঁড়িয়ে সমাজের উদ্যত বেয়োনেটের সামনে সম্পুর্ন একা...

চমৎকার কবি। ++

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৪

শিখা রহমান বলেছেন: স্বপ্নবাজ সৌরভ কবিদের মন্তব্য অন্যরকম ভাললাগায় ডুবিয়ে দেয়।

লাইক ও মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
ভালো থাকুন কবি ভালোবাসায় ও কবিতায়।

১৪| ৩১ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২৫

মোস্তফা সোহেল বলেছেন: অনেক দিন পরে আপনার কবিতা পড়লাম!
ভাল লাগল।
আশা করি আপনি ভাল আছেন?

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৭

শিখা রহমান বলেছেন: মোস্তফা সোহেল ব্লগ বন্ধ থাকায় অনেকদিন নিয়মিত আসা হয়নি। আপনাকে লেখায় পেয়ে খুব ভালো লাগলো।

আমি ভালো। আশাকরি আপনিও ভালো আছেন।

পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা। শুভকামনা প্রিয় ব্লগার।

১৫| ৩১ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

আখেনাটেন বলেছেন: শিখাপা বহুদিন পর। :D

আপনার কবিতা মানেই অন্যরকম একটি ভালোলাগা। শব্দের ব্যাঞ্জনা। শব্দগুলোকে কাদামাটির মতো হাতের মুঠোয় নিয়ে ইচ্ছেমতো সাজানো।

অসাধারণ।

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০২

শিখা রহমান বলেছেন: আখেনাটেন আরেহ!! মিশরীয় সম্রাট কেমন আছেন? আশাকরি ভালো আছেন পিরামিডের দেশে।
আপনাকে লেখায় পেয়ে মন ভালো হয়ে গেলো।

"আপনার কবিতা মানেই অন্যরকম একটি ভালোলাগা। শব্দের ব্যাঞ্জনা। শব্দগুলোকে কাদামাটির মতো হাতের মুঠোয় নিয়ে ইচ্ছেমতো সাজানো।" -- কি সুন্দর করেই না বললেন!! মন্তব্যটা লেখার অনুপ্রেরণা যোগাবে সে নিশ্চিত।

পাঠে ও মন্তব্যে একরাশ মুগ্ধতা ও কৃতজ্ঞতা। ভালো থাকুন সবসময়।
আবার দেখা হবে অন্য কোন লেখায় নিশ্চয়ই।

১৬| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:১৪

ফাহমিদা বারী বলেছেন: আপা আপনি আমার ফেসবুকে এড নেই। তাই এখানে মন্তব্য কলামেই একটা মজার কথা জানিয়ে দিই।
ইউকে থেকে ফেরার পথে দুবাই এয়ারপোর্টের ট্রানজিটে আমার দেখা হয়েছিল আমাদের দুলাভাইয়ের সাথে। কথায় কথায় আপনার কথা বেরিয়ে এলো। আমিও নিজের পরিচয় দিয়ে বললাম, 'আপাকে বলবেন কিন্তু!'

দুলাভাই নিশ্চয়ই বলতে ভুলে গেছেন! এক বছরের বেশি হয়ে গেল! এখন হয়ত আর মনেও নেই!

০১ লা নভেম্বর, ২০১৯ ভোর ৬:১৯

শিখা রহমান বলেছেন: ফাহমিদা বারী মন্তব্যের জন্য ধন্যবাদ। ও আপনার কথা বলেছিলো। নাম ভুলে গিয়েছিলো। আমি আন্দাজ করে নিয়েছি যে আপনিই হবেন।

শুভকামনা নিরন্তর। ভালো থাকবেন সবসময়।

১৭| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: নতুন করে প্রশংসার কিছু নেই। আপনার কবিতা, আর প্রশংসার জোয়ারে ভাসবে না এটা কখনও হতেই পারে না। আমি বলি কী, আপনি আপনার কবিতাগুলোকে মলাটবন্দি করে পাঠকের হাতে পৌঁছে দেয়ার ব্যবস্থা করে ফেলুন।

০১ লা নভেম্বর, ২০১৯ ভোর ৬:২২

শিখা রহমান বলেছেন: সম্রাট আপনার মন্তব্যে সবসময়েই অনুপ্রাণিত ও অভিভূত হই। কবিতা লেখা যখন শুরু করেছি, সেই প্রথম থেকেই আপনি পাশে আছেন আর উৎসাহ দিয়ে আসছেন। অশেষ কৃতজ্ঞতা জানবেন।

কবিতা মলাটবন্দী হয়তো করবো কোন একদিন। তবে কবিতা তো চর্চার ব্যাপার। আমার নিজেরই মনে হয় যে আমার কবিতার পথচলা অনেক বাকী। মলাটবন্দী করলে অবশ্যই আপনি জানবেন।

শুভকামনা কবিসম্রাট। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

১৮| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০২

ইসিয়াক বলেছেন:
নতুন বছরের ফুলেল শুভেচ্ছা রইলো প্রিয় কবি।
শুভকামনা ও শুভ নববর্ষ ।

০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৩

শিখা রহমান বলেছেন: ইসিয়াক আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা রইলো।

ভালো থাকুন সবসময় প্রিয় কবি। আর ব্লগ মাতিয়ে রাখুন কবিতায়।

১৯| ০৭ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:২৬

রাফা বলেছেন: কেমন আছেন এই দুঃসময়ে⁉️

১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩২

শিখা রহমান বলেছেন: আপনি কেমন আছেন রাফা? মাস তিনেক ব্লগে আসা হয়নি। আর একমাস হলো ঘরের বাইরে পা রাখিনি।
এখনো পর্যন্ত আমি আর প্রিয়জনেরা সুস্থ আছি।

আশা করি আপনিও সুস্থ ও নিরাপদ আছেন আপনজনদের নিয়ে। ভালো থাকুন, সাবধানে থাকুন।

শুভকামনা নিরন্তর!!

২০| ১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৪

রাফা বলেছেন: আমরা আমেরিকার এপিক সেন্টারে বসে আছি।সারা দুনিয়ায় যত বাংলাদেশি করোনার কাছে হার মেনেছে।তার চাইতে বেশি প্রাণ দিয়েেছে শুধু নিউ ইয়র্কেই। ২ সপ্তাহ হলো সব কিছু থেকে বিরতি নিয়েছি। কিন্তু ভাগ্নী ও এক ভাই ডাক্তার হওয়ার সুবাদে আতংকেই কাটে দিন।বাকি সবাইকে নিয়ে ভালোই আছি।ধন্যবাদ,শি.রহমান।

২৪ শে মে, ২০২০ রাত ১০:১০

শিখা রহমান বলেছেন: ঈদ মোবারক রাফা!!

আশা করি ভালো আছেন। সুস্থ ও নিরাপদে আছেন। ঈদের দিনটা সুন্দর কাটুক প্রিয়জনদের নিয়ে।

ভালো থাকুন ভালোবাসায়। ঈদের আনন্দ ছুঁয়ে যাক সব মানুষকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.