নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা প্রেমী; একটু এলোমেলো; উড়নচণ্ডী; আর বই ভালবাসি। শব্দ নিয়ে খেলা আমার বড্ড প্রিয়। গল্প-কবিতা-মুক্ত গদ্য সব লিখতেই ভালো লাগে। \"কেননা লেখার চেয়ে ভালো ফক্কিকারি কিছু জানা নেই আর।\"

শিখা রহমান

পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....

শিখা রহমান › বিস্তারিত পোস্টঃ

সেই ব্যাপারটা!!

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৯



ব্যাপারটা এমন নয় যে আজ সূর্য ওঠেনি।
একদল উচ্ছল স্কুলবালিকার মতো
আলোরা কোলাহলে মেতেছে সারা তল্লাটময়।
চায়ের সুগন্ধ ধোঁয়ার সুক্ষ কারুকাজ একেঁছে
বাতাসের বুকে অন্য সবদিনের মতোই,
মাধবীলতার কলি চোখ মেলেই শুনেছে
চড়ুই দম্পতির কিচিরমিচির ঝগড়া।

ব্যাপারটা এমন নয় যে
ক্লান্ত দুপুরে পাড়া জুড়ে নামেনি আজ ভাতঘুম।
চৌরাস্তার মোড়ে স্কুল ছুটির ঘন্টা বাজতেই
বাতাসে ভেসেছে তুমুল হর্ষধ্বনি।
গলির মুখে চায়ের দোকানে ঝিমিয়ে পড়েছে চামচের টুংটাং,
ঘুম শেষে রোয়াকে ভুলু কুকুরটা আড়মোড়া ভেংগেছে অন্য সবদিনের মতোই।

ব্যাপারটা এমন নয় যে
বিকেলের আলো ফুটবল দাপায়নি রোদেজ্বলা মাঠে।
গোধূলি আর সন্ধ্যা ছোঁয়াছুঁয়ি খেলতে খেলতে
ঘুমিয়ে পড়েছে রাত্রির কোলে মাথা রেখে।
আধখানা চাঁদ উঠলেও বখাটে জোৎস্নারা
হুটোপুটি করেছে এক চিলতে বারান্দায়।

ব্যাপারটা এমন নয় যে
কোথাও আজ গুম খুন রাহাজানি হয়নি,
মারধোর হুংকার শেষে রাত গভীরে পাশের বাড়ির বউটার
আজ চাপা কান্না শোনা যায়নি।
এমন নয় যে আবরারের হত্যার সুষ্ঠ বিচার হয়েছে,
ফেনী বা তিস্তা নদীর পানি বন্টন সুষম হয়েছে,
বা পেঁয়াজের দাম কমে গেছে।

ব্যাপারটা এমন নয় যে
শহরে আজ হরতাল স্ট্রাইক মিছিল কি জ্বালাও পোড়াও,
হেমন্ত এসেছে তাই কালো পোশাক ছেড়ে র‍্যাবের দল পড়েছে কাঁচা হলুদ জামা,
অথবা জলপাই রংগের স্যালুট ঠোকা মানুষগুলো
বুট ছেড়ে পড়েছে হাওয়াই চপ্পল।

ব্যাপারটা হচ্ছে
আজ তোমাকে গলির মোড়ে দেখিনি কেন?

©️ শিখা রহমান
(ছবি অন্তর্জালে সংগৃহীত)

মন্তব্য ৪৯ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:০৩

ইসিয়াক বলেছেন: বাহ

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:০৮

শিখা রহমান বলেছেন: ইসিয়াক একটা শব্দই ভালোলাগায় জড়িয়ে দিলো।

শুভকামনা প্রিয় কবি।

২| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:০৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালোবাসা অনেক সময় অন্ধত্ব এনে দেয় !

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১১

শিখা রহমান বলেছেন: আর্কিওপটেরিক্স ভালোবাসা যে গান্ধারীবিলাসই। তবে এও ঠিক যে সমস্ত অস্থিরতা এড়িয়ে ভালোবাসার কাছেই যে বারবার ফিরে আসতে হয়। কঠিন বাস্তবতা থেকে একমাত্র আশ্রয় ভালোবাসাই।

পাশে থাকার জন্য ধন্যবাদ ও শুভকামনা। ভালো থাকুন প্রাচীন পক্ষী।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:০৬

ইসিয়াক বলেছেন: জীবন, কবিতা, প্রকৃতি, বর্তমান সময়, রাজনীতি মিলে মিশে একাকার ।
চমৎকার সুখ পাঠ্য কাব্য ।

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১৯

শিখা রহমান বলেছেন: ইসিয়াক মন্তব্যে একরাশ ভাললাগা। আপনি কবিতাটার বক্তব্য ঠিক বুঝতে পেরেছেন। আমার কবিতারা সবসময়েই ভালোবাসার কাছে ফিরে আসে। চেয়েছিলাম ভালোবাসার সাথে যেন "জীবন, কবিতা, প্রকৃতি, বর্তমান সময়, রাজনীতি মিলে মিশে একাকার" হয়ে যায়।

শুভকামনা প্রিয় কবি। পাশে থাকার জন্য ধন্যবাদ।

৪| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:০৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২২

শিখা রহমান বলেছেন: সেলিম আনোয়ার পাশে থেকে অনুপ্রাণিত করার জন্য আপনাকেও ধন্যবাদ। +++

শুভকামনা কবি। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

৫| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১০

রাজীব নুর বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে।

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২৩

শিখা রহমান বলেছেন: রাজীব মন্তব্যে মন ভালো করে দিলেন। পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।

শুভকামনা নিরন্তর।

৬| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১১

রাজীব নুর বলেছেন: ছবিতে মেয়েটি কি দাঁড়িয়েছে আছে? না বসে আছে?? নাকি মেয়েটার পায়ে বা কোমরে সমস্যা??

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২৫

শিখা রহমান বলেছেন: রাজীব ছবিতে মেয়েটি বারান্দার রেলিঙয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। :)

ছবিটা এতো মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ।

৭| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৫০

ধ্যত্তেরিকাষতড়এএতধ্যত্তেরিকা বলেছেন: আপনার গলি তো এখন গিজগিজ করছে দেখছি!

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৮

শিখা রহমান বলেছেন: ধ্যত্তেরিকাষতড়এএতধ্যত্তেরিকা B:-/ দেশে জনসংখ্যা বিস্ফোরণ!! গলিতে তো সবসময়েই অনেক মানুষ থাকে। কিন্তু আমি খুঁজছি আমার 'তাকে।' :)

পাশে থাকার জন্য ধন্যবাদ। শুভকামনা নিরন্তর।

৮| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:০৮

আরোগ্য বলেছেন: ব্যাপারটা এমন যে তোমার দর্শন পাইনি বলে সব স্বাভাবিক ব্যাপারগুলো অস্বাভাবিক বোধ হচ্ছে।

সুন্দর কাব্যিক প্রকাশ শিখা আপু।

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:১২

শিখা রহমান বলেছেন: আরোগ্য আপনাকে লেখায় পেলেই মন ভালো হয়ে যায়।

"ব্যাপারটা এমন যে তোমার দর্শন পাইনি বলে সব স্বাভাবিক ব্যাপারগুলো অস্বাভাবিক বোধ হচ্ছে।" --- একদম!! খুব সুন্দর বলেছেন।

পাশে থেকে অনুপ্রাণিত করার জন্য একরাশ ভালোবাসা রইলো। শুভকামনা প্রিয় ব্লগার।

৯| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:১০

আরোগ্য বলেছেন: প্রিয় শিখাআপু এই কবিতাটিতে আপনার মূল্যবান মন্তব্য কামনা করছি।

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:২৩

শিখা রহমান বলেছেন: আরোগ্য অনেক অনেক ধন্যবাদ এমন সুন্দর কবিতাটা আমাকে পড়তে দেয়ার জন্য।
কবিতায় মন্তব্য পড়ে নেবেন প্লিজ!!

শুভকামনা সতত প্রিয় কবি।

১০| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:১৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্যপারটা হচ্ছে আজ তোমাকে গলির মোড়ে দেখিনি কেন?
....................................................................................
আমি যে, ঝড়ের কবলে পড়ে
১০ নং সংকেতে পড়ে হারায়ে গেছি

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩১

শিখা রহমান বলেছেন: স্বপ্নের শঙ্খচিল ঘূর্ণিঝড় কি আপনার এলাকায় আঘাত হেনেছে নাকি? :( আশাকরি আপনি ও প্রিয়জনেরা সুস্থ ও নিরাপদ আছেন।

"ঝড়ের কবলে পড়ে
১০ নং সংকেতে পড়ে" হারিয়ে গেলেও ব্লগে এসে জানাতে পেরেছেন সেজন্য ধন্যবাদ। :)

আসলে ব্যাপারটা হচ্ছে যে মন্তব্যে আজকাল আপনি ছবি দিচ্ছেন না কেন? =p~

পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা। শুভকামনা সতত। ভালো থাকুন, নিরাপদ থাকুন।

১১| ১০ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:০৫

ধ্যত্তেরিকাষতড়এএতধ্যত্তেরিকা বলেছেন: মোটামুটি রোমিওর বিস্ফোরন। আগে হাবিব স্যার, সনেট কবি, ভৃগু-টিগু এদের বেশ উত্তর কাব্যটাব্য দেখা যেতো। যদিও কাব্যমান এবং সৃজনশীলতার মাপকাঠিতে এদের মাঝে সনেট কবিই তূলণামূলক শক্তিশালী এবং একমাত্র উল্লেখযোগ্য। আজকালকার রোমিও সব অলস হয়ে পরেছে দেখছি!

১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৯

শিখা রহমান বলেছেন: ধ্যত্তেরিকাষতড়এএতধ্যত্তেরিকা ফিরে এসে প্রতিমন্তব্য করার জন্য ধন্যবাদ।

সনেট কবিকে ব্লগে ইদানীং দেখছি না। ব্লগ বন্ধ থাকায় অনেকেই অনিয়মিত হয়ে পড়েছেন। আশা করছি ব্লগ আবার আগের মতোই সরব ও সুন্দর হয়ে উঠবে।

পাঠে ও মন্তব্যে আন্তরিক ধন্যবাদ। শুভকামনা রইলো।

১২| ১০ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:০৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হা হা হা হা হা
........................................................................
এই দুর্যোগেও আপনি ছবি চান ?
এতদিনে বুঝলাম আমার ছবির ইমেজে কেউ কেউ মহিত ।
ব্যাপারটা হচ্ছে, আধখানা চাঁদ উঠলেও আমি মহা খুশী
ওতে বরং প্রিয়তমার মুখখানি রহস্যময় আকর্ষনে টানে .....

১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৪

শিখা রহমান বলেছেন: স্বপ্নের শঙ্খচিল প্রত্যেকের কিছু নিজস্বতা থাকে, যা মন্তব্যকে সুন্দর আর আপন করে দেয়। আপনি প্রথম থেকেই সব মন্তব্যে ছবি দেওয়াতে অভ্যাস হয়ে গেছে। ছবি না পেলে মনে হয় কি যেন নেই, মনে হয় আপনার মন্তব্যটা সম্পূর্ণ হয়নি।

বরাবরের মতোই খুব সুন্দর ছবিটার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ ও নিরাপদ থাকবেন।
পাশে থাকার জন্য ভালোলাগা ও শুভকামনা রইলো।

১৩| ১০ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:১০

কিরমানী লিটন বলেছেন: প্রেম আর দ্রোহ মিলেমিশে একাকার। হৃদয়ের মুগ্ধ বীণার ঝংকারে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, এক হাতে রণ- তূর্য.....

মন ছুঁয়ে গেলো কবি- এককথায় অসাধারণ.....

১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৬

শিখা রহমান বলেছেন: কিরমানী লিটন "প্রেম আর দ্রোহ মিলেমিশে একাকার। হৃদয়ের মুগ্ধ বীণার ঝংকারে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, এক হাতে রণ- তূর্য....." --- কবিরা যাই বলেন কবিতা হয়ে যায়। খুব সুন্দর কাব্যিক মন্তব্যে একরাশ ভালোলাগা ও মুগ্ধতা রইলো।

কবির মন ছুঁয়েছে আমার কবিতা শুনেই মন ভালো হয়ে গেলো।

শুভকামনা কবি। ভালো থাকুন সবসময়।

১৪| ১০ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:২১

গোধুলী বেলা বলেছেন: গলির মোরে বুলবুল এসেছিলো তাই

১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২২

শিখা রহমান বলেছেন: গোধুলী বেলা আশা করছি আপনি ও প্রিয়জনেরা সুস্থ ও নিরাপদ আছে।

তেমন ভালোবাসলে ঘূর্ণিঝড় উপেক্ষা করেই গলির মোড়ে আসা যায়। :)

পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।
ভালো থাকুন সবসময়। শুভকামনা সতত।

১৫| ১০ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৬

নীল আকাশ বলেছেন: ধ্যত্তেরিকাষতড়এএতধ্যত্তেরিকা বলেছেন: আপনার গলি তো এখন গিজগিজ করছে দেখছি!
একদিন অপেক্ষা করলাম যদি ফাকা হয়! লাভ নেই। কি আর করার?
একদম শেষের আগের লাইনে ব্যাপার বানান ভুল হয়েছে। কারও চোখেই পরল না?
@ স্বপ্নের শঙ্খচিল: আপুর মতো আমিও আপনার ছবির ভক্ত। রাজীব ভাইয়ের মনে হয় চশমা নিতে হবে!
কবিতায় সব কিছু চলে এসেছে শুধুই প্রেমিক ছাড়া! তাই তো এত বড় আক্ষেপ!
ধন্যবাদ।

১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৪

শিখা রহমান বলেছেন: নীল "কবিতায় সব কিছু চলে এসেছে শুধুই প্রেমিক ছাড়া! তাই তো এত বড় আক্ষেপ!" --- ইশশ!! কেবল আপনিই অপেক্ষা আর কষ্ট বুঝতে পেরেছেন।

আশা করছি আপনি এবং প্রিয়জনেরা সুস্থ ও নিরাপদ আছেন।

পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।
ভালো থাকুন সবসময়। শুভকামনা সতত।

১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৬

শিখা রহমান বলেছেন: নীল বানান ভুল ধরিয়ে দেবার জন্য এত্তো ধন্যবাদ। এমন মনোযোগ দিয়ে কবিতাটা পড়ার জন্য একরাশ ভালোলাগা রইলো।

শুভকামনা নিরন্তর প্রিয় ব্লগার।

১৬| ১০ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫১

হাবিব বলেছেন: আহা.......... কি শব্দ! কি ভাব!

১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৬

শিখা রহমান বলেছেন: হাবিব আপনার মন্তব্যে একরাশ ভালোলাগা রইলো।

পাশে থাকার জন্য ধন্যবাদ ও শুভকামনা।
ভালো থাকুন সবসময় ভালোবাসায় ও কবিতায়।

১৭| ১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রেম ও দ্রোহে কবিকে সবসময় খুঁজে পেতে চাই। একরাশ মুগ্ধতা!

১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৯

শিখা রহমান বলেছেন: সম্রাট আপনার মন্তব্য মানেই একরাশ ভালোলাগায় আপ্লুত হওয়া।

অনুপ্রেরণার জন্য আন্তরিক ধন্যবাদ। শুভকামনা প্রিয় কবিসম্রাট।

১৮| ১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:০২

জুনায়েদ বি রাহমান বলেছেন: বাহ! কবিতায় বর্তমান সময়চিত্র এবং প্রেম, বেশ চমৎকারভাবে ফুটিয়েছেন।

+

১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৬

শিখা রহমান বলেছেন: জুনায়েদ পাঠে ও মন্তব্যে অনুপ্রাণিত হলাম। কবিদের ভালোলাগা অনেক বড় পাওয়া।

প্লাসের জন্য ও পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা।
ভালো থাকুন কবি ভালোবাসায় ও কবিতায়।

১৯| ১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:১০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: @নীল আকাশ : ব্যাপারটা হচ্ছে যে,
..........................................................................
প্রেম ভালবাসার কবিতায় ভূল ধরতে নেই !!!
আমি যখন কোট করি, চোখে পড়েছে, তবে
ব্যাপারটা এমন নয় যে,তোমাকে গলির মোড়ে দেখিনি বলে
ভালবাসা থাকবে না ।

.......................................................................................

১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩০

শিখা রহমান বলেছেন: স্বপ্নের শঙ্খচিল ফিরে এসে মন্তব্য করার জন্য ধন্যবাদ। এই সুবাদে আরেকটা মনকাড়া ছবি পাওয়া গেলো। :)

"প্রেম ভালবাসার কবিতায় ভূল ধরতে নেই !!!" --- একদম!! ভালোবাসায় কোন ভুলই ধরতে হয় না।

"ব্যাপারটা এমন নয় যে,তোমাকে গলির মোড়ে দেখিনি বলে
ভালবাসা থাকবে না ।" --- ভালোবাসা না থাকলে তো আর কবিতা লেখা হতো না। :``>>

শুভকামনা প্রিয় ব্লগার। ভালো থাকুন ভালোবাসায়, গলির মোড়ে বা অন্য কোথাও।

২০| ১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫১

সোনালী ডানার চিল বলেছেন: দারুন লিখেছেন কবি;
দ্রোহ আর প্রেমের নির্মেদ কথপকথন!

( ছবিটি কবিতার সাথে সাথে নান্দনিক হয়ে উঠে নি- ব্যক্তিগত মতামত, মন্তব্যের অংশ নয়)

১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৩

শিখা রহমান বলেছেন: সোনালী ডানার চিল মন্তব্যে অভিভূত হলাম। পাশে থেকে অনুপ্রাণিত করার জন্য অনেক ধন্যবাদ।

ভালো থাকুন প্রিয় কবি। শুভকামনা নিরন্তর।

২১| ১০ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৪

সাইফুল আলম সবুজ বলেছেন: দারুন

১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৪

শিখা রহমান বলেছেন: সাইফুল আলম সবুজ আমার লেখায় আপনাকে স্বাগতম!!

কবিতা ভালো লেগেছে জেনে প্রীত হলাম। আশা করি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো।

শুভকামনা নিরন্তর। ভালো থাকুন সবসময়।

২২| ১০ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৬

বলেছেন: কবিতায় ঘুর্ণিঝড় বুলবুল সৃষ্টি হলো।।।

চমৎকার বললে কম হবে......

১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৬

শিখা রহমান বলেছেন: ল "কবিতায় ঘুর্ণিঝড় বুলবুল সৃষ্টি হলো।।।" --- আর আপনার মন্তব্যে ভালোলাগার ঝড় সৃষ্টি হলো কবি।

পাশে থেকে মন্তব্যে উৎসাহিত করার জন্য অশেষ কৃতজ্ঞতা।
ভালো থাকুন প্রিয় কবি। শুভকামনা সতত!!

২৩| ১০ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: ব্যাপারটা রয়েই গেছে তবে পেঁয়াজের দাম কমেনি বরং উর্ধ্বমুখী। আমি বিকল্প ধনিয়া পাতা ব্যবহার করছি পরিবারের পরামর্শে।
গদ্য কবিতা ভালো লেগেছে আপু।
শুভকামনা জানবেন।

১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৯

শিখা রহমান বলেছেন: পদাতিক চৌধুরি লেখায় আপনাকে পেয়ে ভালো লাগলো।

"ব্যাপারটা রয়েই গেছে তবে পেঁয়াজের দাম কমেনি বরং উর্ধ্বমুখী।" --- ভালোবাসা রয়ে যায় আর সাথে প্রত্যাহিক সমস্যাগুলোও।

কবিতা ভালো লেগেছে জেনে প্রীত হলাম।
শুভকামনা নিরন্তর। ভালো থাকুন ভালোবাসায়।

২৪| ১০ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩০

ফুলফোটে বলেছেন:

১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪০

শিখা রহমান বলেছেন: ফুলফোটে আপনার মন্তব্যটা কোন কারণে পোস্ট হয়নি।

তারপরেও কবিতা পড়ার জন্য ধন্যবাদ। আমার লেখায় স্বাগতম।
আশা করছি অন্য কোন লেখায় আপনার মন্তব্য পাবো।

শুভকামনা সতত!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.