নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা প্রেমী; একটু এলোমেলো; উড়নচণ্ডী; আর বই ভালবাসি। শব্দ নিয়ে খেলা আমার বড্ড প্রিয়। গল্প-কবিতা-মুক্ত গদ্য সব লিখতেই ভালো লাগে। \"কেননা লেখার চেয়ে ভালো ফক্কিকারি কিছু জানা নেই আর।\"

শিখা রহমান

পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....

শিখা রহমান › বিস্তারিত পোস্টঃ

একটি মূক কবিতা

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০১



এই কবিতায় আমি ন্যায়বিচারের কথা বলবো না,
শব্দের পিচকিরিতে ছুঁড়বো না রাজনীতির রঙ।
বুলবুলের কন্ঠমাধুর্য বা জলোচ্ছাস নিয়েও কিছু বলবো না,
উন্নয়নকে ভাসাবো জোয়ারে।

এই কবিতায় মাৎস্য-মাংস, আমিষগন্ধের লেশমাত্র থাকবে না,
ফরমালিন মাখা পচনবিরোধী শব্দে সাজাবো ভেজষ বাগান।
রাষ্ট্রের সীমানা, জল-হাওয়ার সুষম বন্টন নিয়ে কিচ্ছুটি বলবো না,
কবিতা হবে মহতী বিশ্বনাগরিক, শান্তিতে নোবেলবিজয়ী অং সান সু চি।

এই কবিতায় পাঁকে ফোটাবো না পদ্ম,
শব্দের ধান নিয়ে স্বর্গে যাবো, তবু ঢেঁকি নেবো না।
এই কবিতায় অফেন্সের উত্তরে ডিফেন্সে খেলবো,
হাতুড়ি বাটালি কাস্তের সাথে এক কাতারে নামিয়ে আনবো না কলমকে।

এই কবিতায় বাসনার গন্ধ মুছে রাখবো ঝকঝকে ইচ্ছেকে,
স্বমেহন কি পরকীয়ার যৌন জানালার কবাট বন্ধ,
বিবাহে বিবাহে ভরে দেবো স্বপ্নকুঞ্জের শব্দভ্রমর।
চূড়ান্ত জলে মেশাবো না কস্তূরী কুচিকুচি, গলে যাওয়া গন্ধর্ব এক শরীর,
জমজ চাঁদের জোছনাকে ফুঁসলে ফুঁসলে জঙ্ঘার অন্ধকারে নিয়ে কবিতার কি লাভ!!

এই কবিতায় লজ্জাবনত ভাবের আড়াল সরাবো না ধীরে,
রাতকে এনকাউন্টারে কিংবা গুম করে নিয়ে যাবোই ভোরের কাছে,
কুয়াশায় মেশাবো না কুহক, কেরুর সাথে ভদকা,
স্পোর্টস চ্যানেলে গিয়ে খুঁজবো না ক্রিকেটে দেশের জয়,
‍অথবা ন্যাশনাল জিওগ্রাফিকে পরাক্রমশালী বাঘের হরিণ শিকার।

এই কবিতায় শব্দের নতুন চাক বা বাক্যবিন্যাসে চিক্যের বাণ ডাকবো না।
গুটি গুটি পায়ে হাঁটাবো না শব্দের সং,
এই কবিতায় আমি নতুন কিছুই বলবো না।
অসাড় মন নিয়ে কেবল দেখবো মেয়েমানুষ অথবা দেশ
কেমন সহজেই হাত পা ছড়িয়ে চিৎ রোজকার ধর্ষণের আগে...

©️ শিখা রহমান

(Artist: Christo Dagorov)

মন্তব্য ৫৫ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৪

বিজন রয় বলেছেন: আচ্ছা মূক থাকলাম।

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১১

শিখা রহমান বলেছেন: বিজন মূক থাকলেও প্রথম মন্তব্য ও লাইকের জন্য ধন্যবাদ। :)

শুভকামনা নিরন্তর।

২| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৭

সেলিম আনোয়ার বলেছেন: ৫ম লাইনে বোধ হয় শেল মাত্র না লেশমাত্র হবে কি বলেন কবি?

সুন্দর+

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৫

শিখা রহমান বলেছেন: সেলিম আপনি এতো মন দিয়ে পড়েছেন বলে ভালোলাগায় আপ্লুত হলাম। "লেশমাত্র" হবে; ঠিক করে দিয়েছি। আন্তরিক ধন্যবাদ ভুলটা ধরিয়ে দেবার জন্য।

পাশে থাকার জন্য ভালোলাগা ও অশেষ শুভকামনা রইলো কবি।
ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

৩| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৭

বিজন রয় বলেছেন: আপনি সচারচার যে ধরনের কবিতা ইদানিং লিখছেন সেগুলো থেকে এটা অন্য রকম।
তাই "বিশেষ" ধন্যবাদ আপনি প্রাপ্য।

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৮

শিখা রহমান বলেছেন: বিজন 'ভালোবাসা' বা 'সম্পর্ক' নিয়ে কবিতা না লিখে আমার উপায় নেই। :) তবে মাঝে মাঝে অন্যরকম কবিতাও লেখা হয়। প্রতিদিনই কিছু না কিছু লিখি। সময়ের অভাবে ব্লগে আসা হয় না।

আপনি যে আমার কবিতার ধারা লক্ষ্য করেছেন সেজন্য ভালোলাগায় আপ্লুত হলাম।

শুভকামনা কবি। ভালো থাকুন কবিতায় ও ভালোবাসায়।

৪| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৭

আরাফআহনাফ বলেছেন: দ্রোহের কবিতায় ++++
অসাধারন লিখেছেন - চিৎকার করে কিছু না বলেও বলে গেলেন অনেক কিছুই

অসাড় মন নিয়ে কেবল দেখবো মেয়েমানুষ অথবা দেশ
কেমন সহজেই হাত পা ছড়িয়ে চিৎ রোজকার ধর্ষণের আগে...


আরো লিখতে থাকুন এমনি -
বন্ধ না হয়ে, অন্ধ না হয়ে - দারুন দ্রোহে
ফুটতে থাকুক কবিতা - শত শত।

ভালো থাকুন।

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩১

শিখা রহমান বলেছেন: আরাফআহনাফ আমার লেখায় স্বাগতম। প্রথম মন্তব্যেই অভিভূত ও অনুপ্রাণিত হলাম।

"আরো লিখতে থাকুন এমনি -
বন্ধ না হয়ে, অন্ধ না হয়ে - দারুন দ্রোহে
ফুটতে থাকুক কবিতা - শত শত।" --- মন্তব্যে কি দারুণ অনুপ্রাণিত করে গেলেন!!

আশা করছি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো।

শুভকামনা সতত। ভালো থাকুন সবসময়।

৫| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৯

নার্গিস জামান বলেছেন: অসাধারণ ছবি, অসাধারণ কবিতা :)

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৩

শিখা রহমান বলেছেন: নার্গিস জামান মন্তব্যে অনুপ্রাণিত হলাম। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।
শুভকামনা নিরন্তর।

৬| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২০

ইসিয়াক বলেছেন: আপনার কবিতা মানেই উথাল পাতাল ভালো লাগা..........।
আমি আপনার কবিতা পড়ে পাগোল না হয়ে যাই।
খুব ভালো লাগলো প্রিয় কবি।

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৫

শিখা রহমান বলেছেন: ইসিয়াক আপনার মন্তব্য মানেই একরাশ ভালোলাগা কবি।

কবিতা পড়ে না, কবিতা লিখেই না হয় পাগল হবেন। :) আপনার ভালোলাগা অনেক বড় পাওয়া।

শুভকামনা নিরন্তর প্রিয় কবি। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

৭| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই কবিতায় আমি ন্যায়বিচারের কথা বলবো না,
এই কবিতায় মাৎস্য-মাংস, আমিষগন্ধের লেশমাত্র থাকবে না,
এই কবিতায় পাঁকে ফোটাবো না পদ্ম,
এই কবিতায় বাসনার গন্ধ মুছে রাখবো ঝকঝকে ইচ্ছেকে,
এই কবিতায় লজ্জাবনত ভাবের আড়াল সরাবো না ধীরে,
এই কবিতায় শব্দের নতুন চাক বা বাক্যবিন্যাসে চিক্যের বাণ ডাকবো না।

.....................................................................................................
এই কবিতায় আমি নতুন কিছুই বলবো না।

হা হা হা,
কবিতা আজ তোমায় দিলেম ছুটি,
কবির খাতায় তুমি এখন গদ্যময় রুটি

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৩

শিখা রহমান বলেছেন: স্বপ্নের শঙ্খচিল হুউউউউ...কবিতাকে ছুটি দিতেও একটা কবিতাই লিখতে হলো। :)

ছবিটা খুব খুব সুন্দর। আপনি এমন সুন্দর সব ছবি চটজলদি কোথায় খুঁজে পান? মন্তব্যে বরাবরের মতোই একরাশ মুগ্ধতা।

ভালো থাকুন সবসময়, কবিতা ও ছবিতে। পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।
শুভকামনা সতত প্রিয় ব্লগার।

৮| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৪

বিজন রয় বলেছেন: গত পাক্ষিকে আপনি তিনটি কবিতা পোস্ট করেছিলেন। এ পাক্ষিকে আজকে করলেন একটু আগে।
ভাবছিলাম আপনার আবার কি হলো, কবিতা বা গল্প আপনার কোন পোস্ট তো প্রতি সপ্তাহে থাকে।

যাক, আজ পেলাম তবে আপনার মুল্যবান একটি কবিতা, আশাকরি এটা সেরা তালিকায় থাকতে পারবে।

আচ্ছা, আপনার কাছে কোন লেখা সহজ গল্প না কবিতা?
আমার কাছে কবিতা।

২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

শিখা রহমান বলেছেন: বিজন আসলে সেমিস্টার শেষ হয়ে আসলে কাজের চাপ বেড়ে যায়। আর দিনরাতের ওলটপালটের কারণে ব্লগে পোস্ট করা হয়ে ওঠে না। সেই জন্যেই ব্লগে আসা হয়নি কিছুদিন।

"আচ্ছা, আপনার কাছে কোন লেখা সহজ গল্প না কবিতা?
আমার কাছে কবিতা।" --- আমার লেখালেখির শুরু গল্প দিয়ে আর তখন প্রতি সপ্তাহে অন্তত একটা গল্প লেখা হতোই। দুই বছর গল্প লেখার পরে ক্লান্ত লাগছিলো। গত এক বছর গল্প লিখিনি। কবিতা লিখতে ভালো লাগছে।

আমি আসলে যা ভালো লাগে তাই লিখি। তবে গল্প লিখতে কয়েকঘন্টার প্রস্তুতি নিয়ে বসতে হয়। আর কবিতাতো মুহূর্তকে ধারণ করে। আজকাল মনে হয় কবিতা লেখাই সহজ। হয়তো কবিতায় ডুবে থাকা সহজ এজন্যেই এমন মনে হয়।

ব্লগে আপনার কবিতা তো দেখছি না ইদানীং। নাকি "সহজ কথা যায় না বলা সহজে..."

৯| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভিন্নমাত্রা পেলাম।উপভোগ করলাম সাবলীল কথামালা। পরিশেষে প্রচন্ড রকম ভাললাগা রইলো ++

২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১০

শিখা রহমান বলেছেন: স্বপ্নবাজ সৌরভ আপনার ভালোলাগা অনেক বড় পাওয়া। কবিতাটা আপনি উপভোগ করেছেন জেনে আসলেই মন আলো হয়ে গেলো।

লাইকের জন্য ও মন্তব্যের জন্য একরাশ ভালোলাগা ও ধন্যবাদ রইলো।

শুভকামনা নিরন্তর প্রিয় ব্লগার। ভালো থাকুন ভালোবাসায় ও স্বপ্নে।

১০| ২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: এই কবিতায় প্রায় সবকিছুই বলে ফেললেন।
বলবো না, বলে বলে; সব বলে ফেলার অনুভূতিটাই অন্যরকম!

কবিতাটা পড়ে অর্ধযুগ পূর্বের একটা স্মৃতি ভাঙ্গা ভাঙ্গা দৃশ্যে সুরসহ চোখে ভাসছে-
একদুপুরে কলেজগেটের অপজিটের চাস্টলের টেবিলে, বিপরীতে বসে কেউএকজন লিখেছিলো-
''আমি বলছি না, ক্যাম্পাসের ইটকংক্রিটের ভবন, কৃষ্ণচূড়ার ফুল, ভরা ক্লাসঘর সবাইকে সাক্ষী রেখে
তুমি আমাকে ভালোবাসি বলো!
আমি বলছি না, রোজ রোজ চা কফির বাহানায় দেখা করো-
আমাকে ক্যাম্পাসে না দেখলে, মোহনবাবুর মোবাইলে বারবার কল করে wrong nambar, wrong nambar বলো
আমি বলছি না,......

আমি অমন কিছুই বলছি না, প্রেমিকারা যেসব বলে
আমি শুধু বলছি তুমি নৈঃশব্দ্যের ভাষায় অন্তত একবার বলো, 'ভালোবাসি, ভালোবাসি...

হা হা...



কবিতা সুন্দর হয়েছে আপু।

২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

শিখা রহমান বলেছেন: জুনায়েদ "বলবো না, বলে বলে; সব বলে ফেলার অনুভূতিটাই অন্যরকম!" --- একদম। এভাবে বলার মজাই আলাদা আর সেজন্যেই কবিতাটা লিখে ফেলা। :)

আপনার স্মৃতিচারণ আর কবিতাটা পড়ে মুগ্ধ হলাম। "আমি অমন কিছুই বলছি না, প্রেমিকারা যেসব বলে
আমি শুধু বলছি তুমি নৈঃশব্দ্যের ভাষায় অন্তত একবার বলো, 'ভালোবাসি, ভালোবাসি..." -- কি আশ্চর্য সুন্দর কথামালা!!

মন্তব্যে একরাশ মুগ্ধতা ও ভালোলাগা রইলো।

শুভকামনা প্রিয় কবি। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

১১| ২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

অধীতি বলেছেন: আমি শুধু কবিতাই পড়বো।
মন্তব্যের ভাষা খুঁজবোনা।
বিষাদ বিষাদ বিষাদ তারপর কবিতা।

২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩২

শিখা রহমান বলেছেন: অধীতি আমার কবিতায় আপনাকে স্বাগতম। মন্তব্যের ভাষা ফেরারী থাকুক। কবিতা পড়লেই হবে।

আশা করছি মাঝে মাঝে কবিতায় আপনাকে পাবো।
শুভকামনা নিরন্তর।

১২| ২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৮

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

শিখা রহমান বলেছেন: রাজীব পাশে থেকে মন্তব্যে উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ।

ভালো থাকুন প্রিয় ব্লগার। শুভকামনা সতত।

১৩| ২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩২

কনফুসিয়াস বলেছেন: পড়ে গেলাম। অনেক সুন্দর। ধন্যবাদ

২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫

শিখা রহমান বলেছেন: Confucius আমার লেখায় আপনাকে স্বাগতম। পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।

আশা করছি মাঝে মাঝে কবিতায় আপনাকে পাবো।
শুভকামনা নিরন্তর।

১৪| ২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

কিরমানী লিটন বলেছেন: এই কবিতায় মাৎস্য-মাংস, আমিষগন্ধের লেশমাত্র থাকবে না,
ফরমালিন মাখা পচনবিরোধী শব্দে সাজাবো ভেজষ বাগান।
রাষ্ট্রের সীমানা, জল-হাওয়ার সুষম বন্টন নিয়ে কিচ্ছুটি বলবো না,
কবিতা হবে মহতী বিশ্বনাগরিক, শান্তিতে নোবেলবিজয়ী অং সান সু চি।

এই কবিতায় পাঁকে ফোটাবো না পদ্ম,
শব্দের ধান নিয়ে স্বর্গে যাবো, তবু ঢেঁকি নেবো না।
এই কবিতায় অফেন্সের উত্তরে ডিফেন্সে খেলবো,
হাতুড়ি বাটালি কাস্তের সাথে এক কাতারে নামিয়ে আনবো না কলমকে।

শব্দের পরতে পরতে দ্রোহের বারুদ। বধির বিকলাঙ্গ বিবেকের হৃদপিন্ডে ঠোক্কর কেলো। অসাধারণ কবিতায় স্যালুট প্রিয় কবি। অভিবাদন জানবেন।

২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৬

শিখা রহমান বলেছেন: কিরমানী লিটন আপনার মন্তব্যে অভিভূত ও ভীষন অনুপ্রাণিত হলাম। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

"শব্দের পরতে পরতে দ্রোহের বারুদ। বধির বিকলাঙ্গ বিবেকের হৃদপিন্ডে ঠোক্কর কেলো। অসাধারণ কবিতায় স্যালুট প্রিয় কবি। অভিবাদন জানবেন।" ---- কথাগুলো লিখতে অনুপ্রেরণা যোগাবে নিশ্চিত।

মন্তব্যে একরাশ ভালোলাগা ও মুগ্ধতা রইলো।
শুভকামনা নিরন্তর প্রিয় কবি।

১৫| ২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

সোনালী ডানার চিল বলেছেন:
এ কবিতায় নতুন এক কবিকে আবিস্কার করলাম।
কবিতা যখন সময়ের কথা বলে, তখন তা শুধু কবিতা থাকে না-
বোধের অলংকার হয়ে উঠে।

শুভকামনা কবি!

২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৬

শিখা রহমান বলেছেন: সোনালী ডানার চিল কাব্যিক মন্তব্যে একরাশ মুগ্ধতা কবি।

"কবিতা যখন সময়ের কথা বলে, তখন তা শুধু কবিতা থাকে না-
বোধের অলংকার হয়ে উঠে।" --- কি আশ্চর্য সুন্দর করে বলেছেন!! অভিভূত ও অনুপ্রাণিত হলাম।

আপনাকেও শুভকামনা প্রিয় কবি। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

১৬| ২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাড় মন নিয়ে কেবল দেখবো মেয়েমানুষ অথবা দেশ
কেমন সহজেই হাত পা ছড়িয়ে চিৎ রোজকার ধর্ষণের আগে...
অসাধারন !

২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৭

শিখা রহমান বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা। শুভকামনা নিরন্তর।

১৭| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:২৪

হাবিব বলেছেন: প্রেমের কবিতা থেকে সরে এসে আলাদা নির্যাসের কবিতা। উপভোগ্য........

২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৭

শিখা রহমান বলেছেন: হাবিব ব্লগে সব কবিতা দেয়া হয় না সময়ের অভাবে। প্রেমের কবিতা বেশী লিখলেও অন্য অনেক ধারার কবিতাও লেখা হয়। :)

কবিতা ভালো লেগেছে জেনে প্রীত হলাম। পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।

শুভকামনা নিরন্তর। ভালো থাকুন সবসময়।

১৮| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০৫

সাইন বোর্ড বলেছেন: বেশ ভাল লাগল ।

২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৮

শিখা রহমান বলেছেন: সাইন বোর্ড কবিতা ভালো লেগেছে জেনে প্রীত হলাম। পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।

শুভকামনা নিরন্তর। ভালো থাকুন সবসময়।

১৯| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১১

নুরহোসেন নুর বলেছেন: সমাজের নষ্টদের উচিত এই কবিতাটি পড়া,
পরিপাটি সাজানো গোছানো শব্দের ছন্দে তাদের মতিভ্রম ছুটে যেত।
চমৎকার লিখেছেন, শুভ কামনা রইলো।

২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৮

শিখা রহমান বলেছেন: নুরহোসেন নুর আমার লেখায় আপনাকে স্বাগতম। মন্তব্যে মন আলো করে দিলেন।

মন্তব্যে ভালোলাগা রইলো। আশা করছি মাঝে মাঝে আপনাকে লেখায় পাবো।
শুভকামনা সতত।

২০| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রাজীব পাশে থেকে মন্তব্যে উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকুন প্রিয় ব্লগার। শুভকামনা সতত।

আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৪

শিখা রহমান বলেছেন: রাজীব আপনি প্রায়ই ফিরে এসে প্রতিমন্তব্য করেন। ধন্যবাদ।

আপনার ও অন্যদের মন্তব্যের উত্তর সবসময়েই দেই।

ভালো থাকুন সবসময়। শুভকামনা সতত।

২১| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: শিখাপু, ভালো আছো তো?

শান্তির শ্লোগানেই বসত যত অশান্তির। উপভোগের ব্যনারেই লালিত হয় নির্যাতন; নিরব নির্যাতন। তার বিপরিতে আমরা দেখি যেখানে অশান্তির দাবী করেন কর্তা নিজে সেখানে কিছুটা হলেও শান্তি মিলে; শান্তির নোবেলে নয়।

'অসাড় মন নিয়ে কেবল দেখবো মেয়েমানুষ অথবা দেশ
কেমন সহজেই হাত পা ছড়িয়ে চিৎ রোজকার ধর্ষণের আগে... '
কবিতাকে এক অসম্ভব পূর্ণতা দিয়েছে শেষের কথাগুলো।


কবিতায় অসংখ্য প্লাস++++.....

২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৯

শিখা রহমান বলেছেন: সৈয়দ তাজুল ইসলাম ভালো আছি। আপনিও ভালো আছেন আশা করি।

"শান্তির শ্লোগানেই বসত যত অশান্তির। উপভোগের ব্যনারেই লালিত হয় নির্যাতন; নিরব নির্যাতন। তার বিপরিতে আমরা দেখি যেখানে অশান্তির দাবী করেন কর্তা নিজে সেখানে কিছুটা হলেও শান্তি মিলে; শান্তির নোবেলে নয়।" --- সুন্দর বলেছেন।

অসংখ্য প্লাসের জন্য অসংখ্য ধন্যবাদ। পাশে থেকে উৎসাহিত করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।

ভালো থাকুন, শান্তিতে ও ভালোবাসায় থাকুন। শুভকামনা সতত।

২২| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৫

নীল আকাশ বলেছেন: এই কবিতায় আমি ন্যায়বিচারের কথা বলবো না,..
অসাড় মন নিয়ে কেবল দেখবো মেয়েমানুষ অথবা দেশ
কেমন সহজেই হাত পা ছড়িয়ে চিৎ রোজকার ধর্ষণের আগে...


এইদেশে এখন শুধু কবিরা নয়, সারাদেশের মানুষই মূক, বিমূঢ় আর নিঃস্তব্ধ হয়ে আছে।
ন্যায় বিচার? এটা কি? নতুন বাংলা অভিধানে এই শব্দটা এখ্ন বাদ দিয়ে দেয়া হয়েছে অপ্রয়োজনীয় দেখে।

২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৪

শিখা রহমান বলেছেন: নীল সুন্দর ও প্রাসঙ্গিক মন্তব্যে একরাশ ভালোলাগা ও মুগ্ধতা রইলো।

পাশে থেকে মন্তব্যে উৎসাহ দেবার জন্য আন্তরিক ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়। শুভকামনা নিরন্তর প্রিয় ব্লগার।

২৩| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৪

মনিরা সুলতানা বলেছেন: দারুন লেখা শিখা !
এমন সব লেখা ই ভাবনার খোরাক।

২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫১

শিখা রহমান বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা। মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

শুভকামনা নিরন্তর।

২৪| ২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিতা তুমি নিজেই হয়ে উঠ প্রতিবাদী নারী......
ধর্ষকের জন্য হয়ে উঠ বিষাক্ত ফণীনি।

২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৭

শিখা রহমান বলেছেন: মোঃ মাইদুল সরকার মন্তব্যটা খুব ভালো লাগলো।

"কবিতা তুমি নিজেই হয়ে উঠ প্রতিবাদী নারী......
ধর্ষকের জন্য হয়ে উঠ বিষাক্ত ফণীনি।" --- কাব্যিক মন্তব্যে মুগ্ধতা রইলো।

পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা। শুভকামনা নিরন্তর প্রিয় ব্লগার।

২৫| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৫

রাজীব নুর বলেছেন: মন্তব্যের উত্তর দেওয়া ভালো গুন। যা আপনি সব সময় করেন।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৩

শিখা রহমান বলেছেন: ধন্যবাদ রাজীব। শুভকামনা সতত প্রিয় ব্লগার।

২৬| ২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

ডঃ এম এ আলী বলেছেন:



কবিতায় মুগ্ধ।
মুক থাকা দায়
লেখা যে কথা
বলার চেয়েও
অনেক বেশী
শক্তিশালী।

শুভেচ্ছা রইল

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৪

শিখা রহমান বলেছেন: ডঃ এম এ আলী মন্তব্যে অভিভুত ও অনুপ্রাণিত হলাম।

ভালো থাকুন সবসময়। শুভকামনা নিরন্তর।

২৭| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০০

আরোগ্য বলেছেন: বলবো না বলেও বলা হয়ে গেল বহু কথা।

কবিতায় মুগ্ধতা রইলো প্রিয় শিখাআপু।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৯

শিখা রহমান বলেছেন: আরোগ্য মন্তব্যের উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত। আসলে কাজে একটু ব্যস্ততা যাচ্ছে। :(

"বলবো না বলেও বলা হয়ে গেল বহু কথা।" --- হুউউউউ!! বলবো বলেই যে কবিতা লেখা। SOMETIME SILENCE IS THE LOUDEST KIND OF NOISE.

আপনাকেও শুভকামনা। শুভরাত্রি প্রিয় ব্লগার।

২৮| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৪৮

মিরোরডডল বলেছেন:






শব্দের ধান নিয়ে স্বর্গে যাবো, তবু ঢেঁকি নেবো না।
এই কবিতায় অফেন্সের উত্তরে ডিফেন্সে খেলবো,
হাতুড়ি বাটালি কাস্তের সাথে এক কাতারে নামিয়ে আনবো না কলমকে।



বাহ!!!
শিখাপু কবে আবার রেগুলার হবে এরকম লেখা নিয়ে?


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.