নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা প্রেমী; একটু এলোমেলো; উড়নচণ্ডী; আর বই ভালবাসি। শব্দ নিয়ে খেলা আমার বড্ড প্রিয়। গল্প-কবিতা-মুক্ত গদ্য সব লিখতেই ভালো লাগে। \"কেননা লেখার চেয়ে ভালো ফক্কিকারি কিছু জানা নেই আর।\"

শিখা রহমান

পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....

শিখা রহমান › বিস্তারিত পোস্টঃ

ততোখানিই ভালোবাসি

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫১



তোমাকে ভালোবাসি সামান্যই,
খুব বেশি না!! এই ধরো...
যতোখানি ভালোবাসলে
রাত্রি হেঁটে চলে ভোরের দিকে,
সমুদ্র শিখে নেয় জোয়ার ভাটার ব্যাকরণ,
নদী জেনে যায় তার গন্তব্য,
বসন্ত খুঁজে নেয় তার বুকে লুকিয়ে থাকা বর্ষা...
ঠিক ততোখানিই ভালোবাসি তোমাকে।

বিশ্বাস করো...
ঠিক যতটুকু ভালবাসলে
পপি ফুলের বনে ভাসে আফিমের মৌতাত,
দুপুরের রোদ্দুরে নামে শুদ্ধ সারং সুর,
উদাসীন মেঘে ফুটে থাকে থোকা থোকা আরক্ত করবী,
আলোতে ওড়ে ঝলমল প্রজাপতি ডানা...
ঠিক ততোটুকুই ভালোবাসি তোমাকে।

যতখানি ভালোবাসলে
শব্দ থেকে একরাশ স্বপ্ন উঠে ঘুঙ্গুর পরে নাচে,
শব্দ থেকে গড়িয়ে নামে রূপালী জলের ঝরনা,
বাউলের একতারা নিত্য বাঁধে নতুন প্রেমের গান,
গোপন ইচ্ছেরা অবাধ্য বালিকার মত হুড়মুড়িয়ে বেরিয়ে আসে,
তুমি চলে গেলে শব্দের চোখে জল আসে,
ঠিক ততোখানিই ভালোবাসি তোমায়।

মিথ্যে বলবো না ছেলে!!
সত্যি করে বলছি...
ঠিক যতোটা ভালবাসলে
কাঁথামুড়ি দেয় ভালোবাসা,
ঠোঁটেরা বুঝে নেয় সমুদ্রের স্বাদ,
নিজস্ব ত্রিকোণ খুঁজে পায় নাবিক,
বাসনার অন্তর্বাসে ফোঁটা ফোঁটা গূঢ় হেমলক...
ঠিক ততোটাই ভালোবাসি তোমাকে।

যতটুকু ভালোবাসলে
চড়ুই দম্পতি খড়কুটোয় সংসার পাতে ঘুলঘুলিতে,
শিঞ্জিনী ধ্বনিতে বাজে মায়া,
দু'গালে গোলাপ ফোটে, ঠোঁটে রক্তজবা,
লাল টিপে ধরা দেয় লাবণ্য,
আর আমি খুঁজে পাই আমাকে,
ঐটুকুই ভালোবাসি মাত্র...

বুকের যমজ সুগন্ধি কৌটায় মেপে মেপে
ঠিক ঐটুকুই ভালোবাসি তোমায়...
না একটু বেশী, না একটুও কম...
সামান্যই...তবুও যে ভালোবাসি শুধু তোমাকেই!!

© শিখা রহমান

(Artist: Raviraj Kumar)

মন্তব্য ৪৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন।
কবিতায় গভীরতা আছে, আন্তরিকতা আছে।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০০

শিখা রহমান বলেছেন: রাজীব আপনি কবিতাটা পড়েছেন ভেবেই ভালো লাগছে অনেক। মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

শুভকামনা ও শুভরাত্রি প্রিয় ব্লগার।

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২২

ইসিয়াক বলেছেন: ভালোবাসা বেচে থাকুক লক্ষ কোটি বছর।
জীবন বয়ে চলুক সুখ আর সাবলীলতায়।
ভালোবাসা এমনি করে ধরা দিক কবির কাব্যধারায়।
আমরা পাঠককুল ভাসি কবিতার রঙ রুপ মধুরতায় ।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৮

শিখা রহমান বলেছেন: ইসিয়াক আপনি কবি বলেই এমন মন্তব্য করতে পারেন। যা বলেন তাই যে কবিতা হয়ে যায়।
মন্তব্যে একরাশ মুগ্ধতা রইলো।

ভালোলাগা ও শুভকামনা নিরন্তর প্রিয় কবি।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩০

ইসিয়াক বলেছেন: প্রিয় কবি আপনার ৪২টা কবিতা পড়ে আজ দুপ্‌র বিকাল পার করেছি ।
বলুনতো কোথায় পড়লাম?
ধাঁধা.....।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৭

শিখা রহমান বলেছেন: ইসিয়াক বলেন কি? B:-)

আমি অবশ্য প্রতিদিনই লিখি। :``>> ফেবুই আমার খেরো খাতা। মাস শেষ হলে সব সরিয়ে ফেলি। নভেম্বরের সব লেখা হয়তো দু'একদিনের মধ্যেই সরিয়ে ফেলবো। :)

পড়তে কেমন লেগেছে তা কিন্তু বলেননি আপনি!! 8-|




৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৬

চাঁদগাজী বলেছেন:


শুরুটা ভালো ছিলো, লাইনের সংখ্যা বেশী হয়ে গেছে

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২২

শিখা রহমান বলেছেন: চাঁদগাজী আসলে একটানে লেখা হয় যখন, তখন লাইনের সংখ্যা খেয়াল থাকে না। :)

শুভকামনা নিরন্তর।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪২

নুরহোসেন নুর বলেছেন: চমৎকার সাঁজিয়ে মনের কথাগুলো উপস্হাপন করেছেন,
অসাধারণ কাব্য।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৩

শিখা রহমান বলেছেন: নুরহোসেন নুর মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম। পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।

শুভকামনা ও শুভরাত্রি। ভালো থাকুন সবসময়।

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৫

ফয়সাল রকি বলেছেন: চমৎকার। +++

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৮

শিখা রহমান বলেছেন: ফয়সাল মন্তব্যে ভালোলাগা। +++
পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।

শুভকামনা ও শুভরাত্রি প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৪

নার্গিস জামান বলেছেন: আপু, ভীষণ সুন্দর :)

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৯

শিখা রহমান বলেছেন: নার্গিস মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।

শুভকামনা ও শুভরাত্রি কবি। ভালো থাকুন সবসময়।

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:১৩

মুক্তা নীল বলেছেন:
শিখা আপা ,
কবিতায় ভালোবাসায় কোনো কার্পণ্য নেই । আর আমরা
মেয়েরা মনে হয় যাকে ভালোবাসি একটু বেহায়ার মতোন
বেশিই ভালোবাসি। এতো সুন্দর কবিতা পড়ে মুগ্ধ হয়ে
কবিতা ও আপনার প্রতি ভালোবাসা রেখে গেলাম ।
ভালোলাগা রইল রইলো আপু , শুভ রাত্রি।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:৩০

শিখা রহমান বলেছেন: মুক্তা নীল "কবিতায় ভালোবাসায় কোনো কার্পণ্য নেই । আর আমরা
মেয়েরা মনে হয় যাকে ভালোবাসি একটু বেহায়ার মতোন
বেশিই ভালোবাসি।" ---- আপনি আমার অনুভুতি ঠিক বুঝতে পেরেছেন।

সুন্দর মন্তব্যে একরাশ মুগ্ধতা রইলো।

আপনাকেও ভালোবাসা ও শুভরাত্রি। পাশে থাকার জন্য এত্তো ধন্যবাদ।
শুভকামনা নিরন্তর!!

৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:১৫

এমজেডএফ বলেছেন: ব্লগে তুলনামূলকভাবে কবিতা বেশি লেখা হয়। তাই ইচ্ছা থাকা স্বত্বেও সময়ের অভাবে সব কবিতা পড়া হয় না। "ততোখানিই ভালোবাসি" শিরোনাম দেখে ঢুকলাম ভালোবাসার পরিমাণটুকু জানার জন্যে!

চমৎকার কবিতা! বর্তমান যুগে ভালোবাসাও পণ্যের মতো মেপে মেপে দেওয়া হয়। এখন সবকিছু বাণ্যিজ্যিক হয়ে গেছে, ভালোবাসার ব্যালেন্সসশীটে ডেভিট ও ক্রেডিট, লাভ ও লোকসান সমান থাকা চাই। ভালোবাসা যে যতটুকু পাওয়ার যোগ্য ততটুকুই অথবা যতটুকু ভালোবাসা দিলে কাজ চলবে ততটুকুই–এর থেকে বেশিও নয় কমও নয়। তবে ভালোবাসার ব্যাপারে আপনি অনেক উদার। মেপে মেপে যতটুকু ভালোবাসা দিয়েছেন মানুষের জীবনে এর থেকে বেশি ভালোবাসার প্রয়োজন হয় না। আপনার কবিতার কোনো কোনো লাইন পড়ে আপনার মেপে ও হিসাব করে দেওয়া ভালোবাসা অনেক কৃপণের অন্তহীন ভালোবাসা থেকেও বেশি মনে হয়েছে। প্রকৃত ভালোবাসা এখন দুর্লভ বস্তু, তাই ভালোবাসার ব্যাপারে সবার মিতব্যয়ী হওয়া উচিত।

ভালোবাসার কবিতায় মুগ্ধ হয়ে একরাশ প্রীতি ও শুভেচ্ছা।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩২

শিখা রহমান বলেছেন: এমজেডএফ আমার লেখায় স্বাগতম। সময় করে আমার কবিতাটা পড়েছেন বলে আন্তরিক ধন্যবাদ।

মন্তব্যে অভিভূত হলাম। আপনার মন্তব্যটাই যে কবিতা হয়ে গেছে। " প্রকৃত ভালোবাসা এখন দুর্লভ বস্তু, তাই ভালোবাসার ব্যাপারে সবার মিতব্যয়ী হওয়া উচিত।" --- ভালোবাসা ততোক্ষণই ভালোবাসা যতোক্ষণ সে বেহিসেবী!!

লাইকের জন্য ও দারুণ একটা মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
আশা করছি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো।
ভালো থাকুন ভালোবাসায়। শুভকামনা নিরন্তর।

১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৫২

ইসিয়াক বলেছেন: আপু আপনার প্রতিটা কবিতা আমার খুবই ভালো লাগে।
অন্ধ ভক্ত যাকে বলে.......
যা হোক এককথায় সবগুলো কবিতা ই অসাধারণ ।আমি মুগ্ধ।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৪

শিখা রহমান বলেছেন: ইসিয়াক মন আলো মন ভালো করা কিছু কথা বললেন।
তবে কবি 'অন্ধ ভক্ত' না হোক। কবিতাকে ভালোবেসে কবি আমার ভুল ধরিয়ে দিক।

কবির ভালোলাগা অনেক বড় পাওয়া, তাও আবার প্রিয় কবির।
ভালো থাকুন ভালোবাসায় আর কবিতায়।
শুভকামনা সতত প্রিয় কবি।

১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: আমি সমস্ত ব্লগারদের লেখা এবং মন্তব্য গুলো খুটিয়ে খুটিয়ে পড়ি।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৭

শিখা রহমান বলেছেন: রাজীব আপনি ব্লগারদের যেভাবে মন্তব্যে ও পাশে থেকে উৎসাহ দেন তা সময় ও পরিশ্রমসাপেক্ষ।

অশেষ কৃতজ্ঞতা প্রিয় ব্লগার। আপনি পাশে থেকেন বলেই ব্লগের পথচলা অনন্দময় হয়ে ওঠে।
শুভকামনা নিরন্তর!!

১২| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৪

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: বিশেষ করে প্রথম দিকের লাইন গুলো অসাধারন ছিল।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৯

শিখা রহমান বলেছেন: প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন আমার ব্লগে স্বাগতম। আপনার ভালো লেগেছে জেনে প্রীত ও অনুপ্রাণিত হলাম।

আশা করছি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো।
ভালো থাকুন ভালোবাসায়। শুভকামনা নিরন্তর।

১৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ!

০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪২

শিখা রহমান বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন ভালোবাসায়। শুভকামনা নিরন্তর।

১৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এর আগের কবিতায় ভালবাসার নিষ্পেষণে ছেলেটার দমবন্ধ হওয়ার অবস্থা করে ছেড়েছিলেন আর এটায় ভালবাসার কিছুটা সুসংহত প্রকাশ দেখতে পেলাম। কি দারুণভাবেই না ভালবাসার উচ্ছ্বাসে কিছুটা লাগাম পরিয়ে দিলেন। যখন ভালবাসার জোয়ার আসে তখন দুকূল ছাপিয়ে যাওয়াই কাঙ্ক্ষিত। আর বাকি সময় স্থিতাবস্থা বিরাজ করলেই ভাল।

দারুণ কিছু শব্দ আর উপমার খেলা উপভোগ করলাম। কবিতা তো এমনই হওয়া উচিত। এমন সুন্দর একটি কবিতার জন্য আবারও ধন্যবাদ। লিখতে থাকুন এমন করে।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৭

শিখা রহমান বলেছেন: সম্রাট "এর আগের কবিতায় ভালবাসার নিষ্পেষণে ছেলেটার দমবন্ধ হওয়ার অবস্থা করে ছেড়েছিলেন আর এটায় ভালবাসার কিছুটা সুসংহত প্রকাশ দেখতে পেলাম।" --- ভালোবাসার রূপ অনেক। কবিতায় সবরকম অনুভূতিই আঁকার চেস্টা করি।

সুন্দর বিশ্লেষণধর্মী মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি আসলেই খুব মনোযোগী পাঠক। পাশে এমন পাঠক আর কবিকে পাওয়া ভাগ্যের ব্যাপার। :)

"দারুণ কিছু শব্দ আর উপমার খেলা উপভোগ করলাম।" --- শব্দ নিয়ে খেলবো বলেই কবিতা লিখি। আমার শব্দ নিয়ে খেলতে দারুণ লাগে।

আপনাকেও অশেষ ধন্যবাদ পাশে থেকে অনুপ্রেরণা দেওয়ার জন্য।
শুভকামনা নিরন্তর প্রিয় কবি ও ব্লগার। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

১৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালোবাসার গভীরতা জেনে গেলাম প্রিয় কবি। কবিতায় অসম্ভব ভালো লাগা।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৯

শিখা রহমান বলেছেন: স্বপ্নবাজ আপনার মন্তব্যেও অসম্ভব ভালোলাগা রইলো।

পাঠে ও মন্তব্যে অনুপ্রাণিত হলাম। ভালো থাকুন স্বপ্নবাজ কবি।
শুভকামনা সতত।

১৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৪

অব্যক্ত কাব্য বলেছেন: অসাধারন লিখেন কবি, বরাবরই আপনার লেখার পাঠক।
মুগ্ধতা একরাশ

০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০২

শিখা রহমান বলেছেন: কাব্য বরাবর কবিতা পড়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এই কবিতাটা মাস ছয়েক আগে লিখেছিলাম। হয়তো আগেই পড়েছেন। তারপরেও আবারো পড়ার জন্য কৃতজ্ঞতা।

পাঠে ও মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
আজকাল ব্লগে আপনাকে তেমন দেখছি না। ব্যস্ততা আছে এখনো? লেখা দেবেন ব্লগে।

ভালো থাকুন প্রিয় কবি। শুভকামনা সতত।

১৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার ধারণা মাঝ পথে খেই হারিয়ে ফেলছে আপনার কবিতা।
মনে হয়েছে অকারণে টেনে দীর্ঘ করা হয়েছে।
তার পরেও সুখপাঠ্য হযেছে। যা বুঝাতে চেয়েছেন তা বুঝা গেছে
ভাষা সহজ ও সরল ছিলো বিধায়। শুভকামনা আপনার জন্য।

০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৩

শিখা রহমান বলেছেন: নূর মোহাম্মদ নূরু পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।

আমার কবিতা মাঝপথে খেই হারালেও আপনি যে কবিতার শেষে শব্দ বিছানো পথে পৌঁছাতে পেরেছেন সে জন্য ধন্যবাদ।

শুভকামনা নিরন্তর।

১৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১১

আমি তুমি আমরা বলেছেন: মৌতাত মানে? মৌচাক?

০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৭

শিখা রহমান বলেছেন: আমি তুমি আমরা মন দিয়ে পড়েছেন বলে অনেক ধন্যবাদ। অভিধান মোতাবেক " মৌতাত /বিশেষ্য পদ/ মাদকদ্রব্য সেবনের বা নেশা করবার প্রবল স্পৃহা।" :)

পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। শুভকামনা নিরন্তর।

১৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

বিজন রয় বলেছেন: কতখানি ভালবাসেন?

০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১১

শিখা রহমান বলেছেন: বিজন কবিতাটাকে যতোখানি ভালোবেসেছেন, কবিতা ঠিক ততোখানিই ভালোবাসে। :)

পাশে থাকার জন্য এত্তো ধন্যবাদ। শুভকামনা প্রিয় ব্লগার ও কবি।

২০| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৪

সাজ্জাদ শুভ বলেছেন: গোছানো উপস্থাপন। একদম সহজ ভাষায়।

পড়তে গিয়ে হারিয়ে গিয়েছিলাম একদম।

০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১২

শিখা রহমান বলেছেন: সাজ্জাদ শুভ আমার ব্লগে স্বাগতম!! মন্তব্যে মন ভালো মন আলো হয়ে গেলো।

আশা করছি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো।
শুভকামনা নিরন্তর। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

২১| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৫

ভ্রমরের ডানা বলেছেন: কবিতায় প্রেমের মৌচাক, ভ্রমর তো আসবেই

০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৪

শিখা রহমান বলেছেন: ভ্রমরের ডানা হুউউউউ...এমন হুলুস্থুলু প্রেমের কবিতায় ভ্রমর না এলে তো কবিতাই ব্যর্থ!!

পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা। শুভকামনা নিরন্তর কবি।

২২| ১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:১০

অব্যক্ত কাব্য বলেছেন: প্রিয় কবি, আপনার কবিতা বারবার পড়তে ইচ্ছে করে।
ব্যস্ততা বাড়তেছে প্রতিনিয়ত।
কিছুটা ফ্রী হলে আবার নিয়মিত সময় দিবো।
ধন্যবাদ জানবেন প্রিয় কবি

১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪২

শিখা রহমান বলেছেন: কাব্য সবসময় পাশে থেকে উৎসাহ দেয়ার জন্য অশেষ কৃতজ্ঞতা।

জীবন অনেক কিছুই করতে দেয় না ইচ্ছে থাকলেও।
আপনি ব্যস্ততার ফাঁকে যে ব্লগে এসে মন্তব্য করেছেছেন এতেই আমি অভিভূত।
কবিতারা অপেক্ষায় থাকবে। আপনি সময় হলে এসে পড়বেন।

আপনাকেও আন্তরিক ধন্যবাদ। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।
শুভকামনা সতত কবি।

২৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৩

দৃষ্টিসীমানা বলেছেন: কবিতায় অনেক ভাল লাগা রইল ।

১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৩

শিখা রহমান বলেছেন: দৃষ্টিসীমানা মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

ভালো থাকুন সবসময়। পাশে থাকার জন্য আন্তপ্রিক ধন্যবাদ।
শুভকামনা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.