নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা প্রেমী; একটু এলোমেলো; উড়নচণ্ডী; আর বই ভালবাসি। শব্দ নিয়ে খেলা আমার বড্ড প্রিয়। গল্প-কবিতা-মুক্ত গদ্য সব লিখতেই ভালো লাগে। \"কেননা লেখার চেয়ে ভালো ফক্কিকারি কিছু জানা নেই আর।\"

শিখা রহমান

পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....

শিখা রহমান › বিস্তারিত পোস্টঃ

শেষ চুমুটা!!

১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৫


বড় দেরী হয়ে গেলো!!
হতে পারিনি তোমার প্রথম প্রেম,
পাশের বাড়ির সেই শ্যামলা মায়াবী কিশোরী,
এক ঝলক যাকে দেখার জন্য
গলির মোড়ে ঘন্টা সাবাড় তোমার।
হতে পারিনি তোমার প্রথম চুম্বন,
সন্ধ্যা নামার আগে চিলেকোঠায়
হঠাৎ কাছাকাছি থরোথরো ঠোঁট,
ভয়ার্ত লাজুক চোখ,
রুদ্ধশ্বাস মাতাল মুহুর্ত,
নারী ঠোঁটের তড়িঘড়ি প্রথম স্পর্শ।

হতে পারিনি কলেজের সেই দামাল সহপাঠিনী,
দমকা হাওয়ার মতো যার হাসি ছুঁয়ে যেত তোমায়,
ভেসে আসা হাস্নাহেনার সুবাসে
রাত্রি গভীরে তোমার সেই স্বপ্নচারিনী।
অথবা ক্যাম্পাসের অপরূপা সেই মেয়েটি,
যাকে ভাবলেই কবিতারা ধরা দিতো তোমার কাছে,
তার পায়ের নুপুরের ছন্দে বাধঁতে তোমার শব্দদের।

হতে পারিনি তোমার প্রথম কবিতা,
প্রথম সঙ্গম, প্রথম শরীরী স্বাদ,
গোপন সব মুগ্ধতা...
আলতা পরা পায়ের ডৌল,
শাড়ীর ফাঁকে চিলতে কোমর,
বুকের ভাজঁ, ঠোঁটের কোমল...
হাওয়ার দিনে খোলা চুল,
হাইহিলের টরেটক্কা, নিতম্বের ওঠানামা,
বৃষ্টিদিনে রিক্সা চুমু,
কৃষ্ণচূড়ার আগুন দুপুর,
তোমার প্রথম উথাল-পাথাল!!

হতে পারিনি তোমার প্রথম অনেককিছুই...
কিন্তু জেনো আমিই হবো তোমার শেষ...
শেষ কবিতা আমার ছেলে...
শেষ চুমুটা আমার জন্যেই!!

© শিখা রহমান

(Artist:Shreeharsha Kulkarni)

মন্তব্য ৫৮ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৯

জাহিদ অনিক বলেছেন:
দুর্দান্ত কবিতা শিখা আপু।
সমাপ্তীনি... প্রবল প্রেম আর ভালোবাসায়, যেখানে এসে সমাপ্ত হতে বাধ্য সব অবাধ্যতা।

১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৭

শিখা রহমান বলেছেন: প্রথম মন্তব্য ও লাইকের জন্য ধন্যবাদ কবি।

কাব্যিক মন্তব্যে মুগ্ধতা রইলো।
শুভকামনা নিরন্তর!!

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৮

শিখা রহমান বলেছেন: রাজীব পাশে থাকার জন্য অশেষ ধন্যবাদ।

অফুরন্ত শুভকামনা। ভালো থাকুন ভালোবাসায় প্রিয় ব্লগার।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২২

রাজীব নুর বলেছেন: ইতিহাস সাক্ষী আছে..

পৃথিবীতে সবচেয়ে বেশি চুমু হেডফোনের মাইকগুলোই পেয়েছে।

১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩২

শিখা রহমান বলেছেন: রাজীব "ইতিহাস সাক্ষী আছে..

পৃথিবীতে সবচেয়ে বেশি চুমু হেডফোনের মাইকগুলোই পেয়েছে।" --- B:-) :) :) :)

এভাবে ভেবে দেখিনিতো। ভাগ্যবান হেডফোনের মাইকেরা। :P

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: রবীন্দ্রনাথ পর্যন্ত বলেছেন- গোপনে একটি চুম্বন দাও।

১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৮

শিখা রহমান বলেছেন: রাজিব "রবীন্দ্রনাথ পর্যন্ত বলেছেন- গোপনে একটি চুম্বন দাও।" --- গোপন চুমুর মতো আশ্চর্য সুন্দর আর কিছুই নেই। এমন চুমু মহাকবিরও কাম্য হওয়ারই কথা।

ফিরে এসে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: সব প্রথম থাকে না আজীবন। শেষটাই থাকে। অতীতের পাতা উল্টে আসে বর্তমান।

সব প্রথমই পরম। মানসপটে আঁকা এক তৈলচিত্র।


মনোলোভা কবিতায় ভাপার ধোঁয়া ছড়ানো মুগ্ধতা :)

১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩

শিখা রহমান বলেছেন: আর্কিওপটেরিক্স সুন্দর কাব্যিক মন্তব্যে একরাশ ভালোলাগা রইলো।

"মনোলোভা কবিতায় ভাপার ধোঁয়া ছড়ানো মুগ্ধতা" ---- শীতের ভোরের কথা মনে করিয়ে দিলেন। আপনাকেও শীতের সকালের ওম ওম শুভেচ্ছা।

ভালো থাকুন ভালোবাসায়, প্রথম কিংবা শেষে!!

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১০

ইসিয়াক বলেছেন: দূর্দান্ত...।ভালোবাসা ,আবেগ ,প্রেম.....।দম বন্ধ করা ভালো লাগা ।
অসম্ভব ভালো লাগা কবিতায়।
মুগ্ধতা!মুগ্ধতা!!মুগ্ধতা!!!

১৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

শিখা রহমান বলেছেন: ইসিয়াক আপনার মন্তব্যের উচ্ছাস মন ছুঁয়ে গেলো।
কবিদের এমন উচ্ছসিত ভালোলাগা অনেক বড় পাওয়া।

আপনার মন্তব্যেও এত্তো ভালোলাগা রইলো। পাশে থেকে অনুপ্রেরণার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।

শুভকামনা নিরন্তর প্রিয় কবি।
ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

সোনালী ডানার চিল বলেছেন:
কবিতার শরীর, প্রেম আর হাহাকার ছুয়ে গেল-
কবিতার উষ্ণিষে আবেগ সবচে বড় কোহিনূর!

ভালোলাগা-

১৮ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:০৬

শিখা রহমান বলেছেন: সোনালী ডানার চিল কাব্যিক মন্তব্যে অভিভূত ও মুগ্ধ হলাম।

"কবিতার উষ্ণিষে আবেগ সবচে বড় কোহিনূর!" --- কি দারুণ করে বললেন!!

আপনাকেও এত্তো ভাললাগা ও অফুরান শুভকামনা।
ভালো থাকুন কবিতায় ও ভালোবাসায় প্রিয় কবি।

৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

নুরহোসেন নুর বলেছেন: অসাধারণ কবিতা ভাল লাগলো।

১৮ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:০৭

শিখা রহমান বলেছেন: নুরহোসেন নুর পাঠে ও মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

পাশে থাকার জন্য এত্তো ধন্যবাদ।
অফুরন্ত শুভকামনা রইলো।

৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

হাবিব বলেছেন:
আপনি শ্যামলা মেয়ে কেন হতে যাবেন?
আপনি তো ধবধবে সুন্দরী ......

১৮ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:০৯

শিখা রহমান বলেছেন: হাবিব কবিতার বিষয়ে মন্তব্য করুন।

পাঠে ধন্যবাদ ও শুভকামনা রইলো।

১০| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

মনিরা সুলতানা বলেছেন: দারুণ কবিতা !!
শেষ, সমাপ্ত হতে পারা টা ও বিশেষ কিছু।

১৮ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:১০

শিখা রহমান বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।

শুভকামনা নিরন্তর প্রিয় ব্লগার।

১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এককথায় দুর্দান্ত! কবিতারা আপনার আঙুলের স্পর্শের অপেক্ষায় কাতর হয়ে থাকে। কী-বোর্ডে আঙুলের আলতো ছোঁয়ায় কেমন বিমূর্ত হয়ে ওঠে শব্দগুলো। একরাশ মুগ্ধতা!

১৮ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:১৩

শিখা রহমান বলেছেন: সম্রাট আপনার ভান্ডারে সুন্দর কথামালা অফুরন্ত!!
আপনার অনুপ্রেরণায় কবিতার সাথে পথ চলতেও ভালো লাগছে প্রিয় কবি ও ব্লগার।

মন্তব্যে অভিভূত হলাম। এমন একটা মন্তব্যই যথেষ্ট কবিতা লেখার জন্যে।

ভালো থাকুন সবসময়। পাশে থাকার জন্য এত্তো ধন্যবাদ কবিসম্রাট।

১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বাস্তবে কি প্রথম এবং শেষ টাই মনে থাকে। ইতিহাস হয়ে যায় হৃদয়। মাঝের গুলি হয়ে যায় গতানুগতিক। প্রথম ও শেষ আসলেই অসাধারণ স্মৃতি। দুর্দান্ত কবিতায় ভালোলাগা।

১৮ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:১৪

শিখা রহমান বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেনবাস্তবে কি প্রথম এবং শেষ টাই মনে থাকে। ইতিহাস হয়ে যায় হৃদয়। মাঝের গুলি হয়ে যায় গতানুগতিক। প্রথম ও শেষ আসলেই অসাধারণ স্মৃতি।" --- খুব সুন্দর বলেছেন।

মন্তব্যে ভালোলাগা রইলো আর আপনাকে অফুরান শুভকামনা।
ভালো থাকুন ভালোবাসায়।

১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪৫

এমজেডএফ বলেছেন: ছবি, কথা, আক্ষেপ, পরিতৃপ্ততা এবং প্রতিশ্রুতি সব মিলিয়ে আপনার রোমান্টিক কবিতা চমৎকার হয়েছে।
প্রেমের মধ্যে হারাবার ভয় না থাকলে কামনার রস নিবিড় হয় না :)। "আমিই কি তোমার প্রথম? অথবা আমার প্রথম তুমি?" –যুগল জীবনের এই জটিল ও বিব্রত প্রশ্নকে পেছনে রেখে প্রথম প্রেমের ভুলত্রুটির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে "আমিই তোমার শেষ! অথবা আমার শেষ তুমি।"–প্রত্যয়ে সবকিছু উজাড় করে পাওয়া ও দেওয়ার মধ্য দিয়ে কবির শেষ প্রেম দীর্ঘায়িত হউক। শুভকামনা রইলো।

১৮ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:১৮

শিখা রহমান বলেছেন: এমজেডএফ এমন সুন্দর করে কবিতাটার বিশ্লেষন করেছেন যে আমি মুগ্ধ ও অভিভূত। কবিতাটা আপনাকে ভাবিয়েছে দেখে লেখা সার্থক মনে হলো। আপনি কবিতার আদর্শ পাঠক। কবিতা পড়ে অনুভুতিটা আত্মস্থ করেছেন। :)

পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনার মন্তব্যের অপেক্ষায় থাকবে আমার অনাগত কবিতারা।

শুভকামনা নিরন্তর প্রিয় ব্লগার ও পাঠক। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

১৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: ভালোবাসার প্রথম প্রকাশই হয় চুমুর মধ্যে।
সবাই সবাইকে ভালোবেসে চুমু দিক। হিংস্রা বিদ্বেষ দূর হয়ে যাক।
মধ্যে প্রাচ্যের দেশ গুলো একজন আরেকজনকে চুমু দিয়ে স্বাগত জানায়।

১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৫

শিখা রহমান বলেছেন: রাজীব "সবাই সবাইকে ভালোবেসে চুমু দিক। হিংস্রা বিদ্বেষ দূর হয়ে যাক।
মধ্যে প্রাচ্যের দেশ গুলো একজন আরেকজনকে চুমু দিয়ে স্বাগত জানায়।" --- সম্পর্কের ব্যাপারটা খেয়াল রাখলেই সব ঠিকঠাক!!

আবারো এসে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
শুভকামনা সতত।

১৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৩

ইসিয়াক বলেছেন:

কৃষ্ণচূড়ার আগুন দুপুর তোমার প্রথম উথাল পাতাল ।
সেই মদিরায় মন যে মম হতে চায় বদ্ধ মাতাল।
শেষটায় তবে আমার হবে এই আশাতো করতে ই পারি,
প্রেম ভালোবাসায় বইবে তখন সুখ সোহাগ রকমারি ।

কবিতায় আবারো ফিরে এলাম ,পড়লাম। আবারো ভালো লাগা ছুঁয়ে গেলো।
শুভকামনা প্রিয় কবি।

১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৭

শিখা রহমান বলেছেন: ইসিয়াক কবিতায় আবারো ফিরে এসে কাব্যিক মন্তব্য রেখে যাওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

আপনাকেও অফুরন্ত শুভকামনা। উচ্ছাস আর কাব্যময় মন্তব্য মন ছুঁয়ে গেলো।
ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায় প্রিয় কবি।

১৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৪

সেলিম আনোয়ার বলেছেন:
শিখা
শুধু শেষ চুমু হবে কেন এখন থেকে প্রতিটি চুমু আপনার হোক । হ্যা শেষটাও :)

আবারো চমৎকার কবিতা । সুন্দর +

১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪০

শিখা রহমান বলেছেন: সেলিম যাকে উদ্দেশ্য করে লিখেছি তার সমস্ত চুমুই আমার, প্রথম থেকে শেষ, আজীবন। :)

"সুন্দর +"এর সাথে আরো কিছু কথা বলেছেন তাই ধন্যবাদ +++

শুভকামনা নিরন্তর প্রিয় কবি।

১৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তোমার শেষ থেকেই না হয় আমি শুরু হব
সেখানে সব না বলা কথা কব।

১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪১

শিখা রহমান বলেছেন: মোঃ মাইদুল সরকার "তোমার শেষ থেকেই না হয় আমি শুরু হব" --- খুব সুন্দর বলেছেন।

পাঠে ও কাব্যিক মন্তব্যে ভালোলাগা রইলো।
শুভকামনা সতত প্রিয় ব্লগার।

১৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১১

ইসিয়াক বলেছেন: শিখা আপু ব্লগে চার বছর হয়ে গেলো আপনার....।দীর্ঘ সময় ।
শুভকামনা ও ফুলেল শুভেচ্ছা রইলো্।
ভালো থাকুন সবসময়। শুভকামনা ।

১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৭

শিখা রহমান বলেছেন: ইসিয়াক মন্তব্যে অভিভূত হলাম। আমিতো খেয়ালই করিনি।

আসলেই যে অনেকদিন হয়ে গেলো। তবে প্রথম দিকে মোটেও একটিভ ছিলাম না।
২০১৭য়ের শেষ থেকে ব্লগে নিয়মিত হওয়ার চেস্টা করেছি।

আপনার শুভেচ্ছায় আসলেই অভিভূত হয়েছি।
আশা করছি ব্লগের পথে আপনি ও অন্যান্য প্রিয় ব্লগাররা পাশে থাকবেন আরো বহু বছর।

শুভকামনা ও এত্তো ভালোলাগা প্রিয় কবি।
আপনার এই মন্তব্যটা গতানুগতিক দিনটাকে অসাধারণ করে দিলো।

১৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এ শহরে গোধূলি নামে প্রেমিকার সুতীব্র চুম্বনে !
চমৎকার কবিতা। +++
আপনার কবিতা পড়ে লাইনটা মাথায় এলো।

১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫০

শিখা রহমান বলেছেন: সৌরভ ইশশ!! "এ শহরে গোধূলি নামে প্রেমিকার সুতীব্র চুম্বনে !" --- কি দুর্দান্ত একটা লাইন!!
আমার কবিতা এমন ভাবনা সৃষ্টি করতে পারে ভাবতেই কি যে ভালোলাগায় আপ্লুত হই।

কবিতা লিখলে জানাবেন অবশ্যই। আমি নিশ্চিত যে আমরা আপনার কাছে থেকে একটা দুর্দান্ত কবিতা পেতে যাচ্ছি।

শুভকামনা স্বপ্নবাজ কবি। আপনি আসলেই স্বপ্ন তৈরী করেন।

২০| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩০

ফয়সাল রকি বলেছেন: হতে পারিনি প্রথম মন্তব্যকারী, শেষও হতে পারবো না B-)

১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫২

শিখা রহমান বলেছেন: ফয়সাল মন্তব্যের হিসেবটা কিন্তু আলাদা। প্রথম, শেষ বা যে কোন মন্তব্যই খুব মূল্যবান। :)

পাশে থাকার জন্য ধন্যবাদ। মন্তব্য ও লাইকের জন্য কৃতজ্ঞতা।
শুভকামনা নিরন্তর প্রিয় ব্লগার।

২১| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রেমটাসটিক মাইরি !!!

"কিবোর্ড ছোঁয়ালে তুমি ধ্রুপদিই হয়ে যায়
আবেশিত পাঠ আর রেশ তার রয়ে যায়"

২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬

শিখা রহমান বলেছেন: আরেহ!! কত্তোদিন পরে লেখায় তোমার মন্তব্য পেলাম। :)
ভালো আছো আশা করি।

তোমার ফ্যাণ্টাবুলাস মন্তব্যের জন্য এত্তো ভাললাগা ছেলে।
"মন্তব্য পেলেই তোমার লেখারা প্রেমটাস্টিক হয়ে যায়,
তুমি এলেই দিনগুলো সব ফ্যান্টাস্টিক হয়ে যায়। "

ভালো থেকো।
ভালোবাসায় থেকো আর ভালোবাসায় রেখো।
শুভকামনা নিরন্তর ছেলে!!

২২| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০২

টারজান০০০০৭ বলেছেন: এই চরম শীতে আপনার উষ্ণ কবিতা পরম উপকারে আসিল ! ধন্যবাদ ! :D

২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১০

শিখা রহমান বলেছেন: টারজান০০০০৭ মহাকবি রবীন্দ্রনাথ এইজন্যেই বলিয়াছেন "কবিতা আর কম্বল যে এক নয় বাঙ্গালী তাহা কবে অনুধাবন করিবে। কবিতা খাদ্য-বস্ত্র-বাসস্থান নহে। উহা কেবলই মনের খোরাক মাত্র!!"

ভালো থাকুন। আশা করি এই শীতে কম্বল সংগ্রহে আছে।
পাঠে কৃতজ্ঞতা। শুভকামনা সতত!!

২৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

ফয়সাল রকি বলেছেন: মন্তব্যের বিষয়টা অবশ্যই আলাদা, মিলিয়ে বলেছি মাত্র ...

২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১১

শিখা রহমান বলেছেন: ফয়সাল রকি ফিরে এসে মন্তব্য করার জন্য ধন্যবাদ। আপনি যে মিলিয়ে বলেছেন সেটা বুঝতে পেরেছি প্রিয় ব্লগার।

ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।
শুভকামনা নিরন্তর!!

২৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪৮

আমি তুমি আমরা বলেছেন: প্রথম প্রেম হওয়াটা কাজের কিছু না। শেষ প্রেম হওয়াটাই ভাল, কারণ শেষ প্রেমের সাথেই মানুষের বাকি জীবন কাটে।

পোস্টে ভাল লাগা রইল।

২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৫

শিখা রহমান বলেছেন: আমি তুমি আমরা প্রথম প্রেম একদমই কাজের নয় তাই বা কি করে বলি। প্রেমের হাতেখড়িতো হতেই হবে কখনো না কখনো। :)

তবে অবশ্যই প্রেম যার সাথে পরিনতি পায় সেটাই চুড়ান্ত আর শেষ প্রেম। :)

পাঠে, মন্তব্যে ও লাইকের জন্য অশেষ কৃতজ্ঞতা।
ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

শুভকামনা অফুরন্ত প্রিয় ব্লগার।

২৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২২

ডঃ এম এ আলী বলেছেন:
কবিতায় ভাললাগা রেখে গেলাম
আর অনুপ্রেরনাটুকু নিয়ে গেলাম ।

০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৪

শিখা রহমান বলেছেন: ডঃ এম এ আলী পাঠে ও মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

নববর্ষের শুভেচ্ছা রইলো। শুভকামনা সতত!!

২৬| ০৩ রা জানুয়ারি, ২০২০ রাত ২:০৭

শের শায়রী বলেছেন: ব্লগের কবিতা পড়ছিলাম, বিভিন্ন জনের আপনার এটায় চোখ আটকে গেল দ্বিতীয়বার পড়লাম। ভালোলাগা জিনিয়ে গেলাম।

১২ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৪

শিখা রহমান বলেছেন: শের শায়রী আমার ব্লগে স্বাগতম।
কবিতা পড়েছেন আর ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম।

আশা করিছি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো।
শুভকামনা সতত!!

২৭| ১৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৪

নবীন বাহক বলেছেন: সত্যি চমৎকার। একেবারে হৃদয় ছুঁয়ে গেছে।

১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৩

শিখা রহমান বলেছেন: নবীন বাহক আমার ব্লগে স্বাগতম।
কবিতা হৃদয় ছুঁয়ে গেছে জেনে অনুপ্রাণিত হলাম।

আশা করিছি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো।
সুস্থ ও নিরাপদে থাকুন আপনজনদের নিয়ে। শুভকামনা সতত!!

২৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২০

অভি চৌধুরী বলেছেন: পারেনও আপনি ভাই, আমি মুগ্ধ

২৯| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৪

শিখা রহমান বলেছেন: অভি চৌধুরী আমার ব্লগে স্বাগতম। কবিতা মুগ্ধ করেছে জেনে অনুপ্রাণিত হলাম।

আশা করিছি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো।
সুস্থ ও নিরাপদে থাকুন আপনজনদের নিয়ে। শুভকামনা সতত!!

৩০| ৩১ শে মে, ২০২০ সকাল ১১:৩১

একাকি উনমন বলেছেন: অসাধারণ লেখনি, মুগ্ধতা রেখে গেলাম লেখার জন্য

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৬

শিখা রহমান বলেছেন: অনেকদিন পরে ব্লগে এলাম। বিলম্বিত উত্তরের জন্য দুঃখিত।

কবিতা মুগ্ধ করেছে জেনে অনুপ্রাণিত হলাম।

আশা করিছি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো।
সুস্থ ও নিরাপদে থাকুন আপনজনদের নিয়ে। শুভকামনা সতত!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.