নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা প্রেমী; একটু এলোমেলো; উড়নচণ্ডী; আর বই ভালবাসি। শব্দ নিয়ে খেলা আমার বড্ড প্রিয়। গল্প-কবিতা-মুক্ত গদ্য সব লিখতেই ভালো লাগে। \"কেননা লেখার চেয়ে ভালো ফক্কিকারি কিছু জানা নেই আর।\"

শিখা রহমান

পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....

শিখা রহমান › বিস্তারিত পোস্টঃ

তুমি আছো বলেই!!

২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০০



তুমি আছো বলেই সব সহ্য হয়ে যায়,
শুধু তুমি আছো বলেই...
গ্রীষ্ম আক্রান্ত শহরে যানজটের জঙ্গল তোমাকে ভাবলেই সুশীতল সমুদ্র,
ফুটপাতেরা রূপালী সৈকত,
গুমোট তপ্ত দুপুরে বইতে থাকে নোনাগন্ধ সতেজ সামুদ্রিক হাওয়া,
তীক্ষ হাইড্রলিক হর্ন বাজানো ডাবল ডেকার বাস হয়ে যায়
খুলি আঁকা পতাকা ওড়ানো জলদস্যু জাহাজ,
মনের দূরবীনে চোখ রাখতেই দেখি
জাহাজের ডেকে হাত নাড়ছো তুমি!!

তুমি আছো বলেই বিশ্বাস ফিরে পাই।
মিটিং-মিছিলে, রাজপথে-ময়দানে,
বক্তৃতা-শ্লোগান শুনে ভাবি আগুন জ্বলবেই,
এই দেশে, এ শহরে প্রমিথিউস হয়ে আসবে কেউ।
রাজনীতির গৎবাঁধা বুলি, সভা সমিতিতে গলা কাঁপিয়ে বলা কথামালা,
পোস্টারে সাঁটা নির্বাচনী প্রতিশ্রুতি সব পূরণ হবে বিশ্বাস হয়।
চোখে মুখে ৫৭ ধারা বেঁধে অন্ধ বধির আমি স্বপ্ন দেখি আরেকটা একাত্তুরের,
ভাংচুর শেষে নতুন সমাজের, কাঙ্ক্ষিত এক দেশের।
হরতাল স্ট্রাইকের দিনে পেট্রোল বোমা ইট পাটকেল লাঠিচার্জ,
১৪৪ ধারা উপেক্ষা করে পথে নামতে ইচ্ছে করে,
পুলিশকে ডেকে বলতে ইচ্ছে করে হাতকড়া পরাও,
বুকে ঠেকাও থ্রি নট থ্রি কি এসএমজি, ভয় পাইনা রিমান্ড-এনকাউন্টার,
শুধু তুমি আছো বলেই...

তুমি আছো বলেই আস্থা ফিরে পাই,
শুধু তুমি আছো বলেই…
সীমানা পেরোনো লক্ষ রোহিঙ্গা একদিন স্বদেশ ফিরে পাবে জানি,
সামরিক জান্তার অত্যাচার আর শান্তিদেবীর ছলাকলা শেষ হবে।
তিস্তার জল মেনে চলবে চুক্তি,
সড়কেরা নিরাপদ হবে।
ন্যায়বিচার নয়, নাটক মঞ্চস্থ হবে।
লাল ফিতা ফাইলের ঘের ছেড়ে শোভা পাবে কিশোরীর কলাবেনীতে,
ধর্ষণ-রাহাজানি-গুম-খুন খেলবে না কানামাছি আর দুর্নীতি-স্বজনপ্রীতির সাথে,
প্রকাশ্যে ঘুষ খাওয়া দন্ডনীয় হবে, তোমাকে চুমু খাওয়া নয়।

তুমি আছো বলেই সব ধ্রুপদী হয়ে যায়,
শুধু তুমি আছো বলেই…
বৃষ্টির ছন্দে বাজে মেঘমল্লার,
বিচ্ছেদে করুণ সানাই বিসমিল্লাহ খাঁ;
আদরে বাজে বেহাগ, কান্নায় সরোদ,
অভিমানে রবিশঙ্কর, কখনোবা তানপুরায় তানসেন।
ঝগড়ায় বাজে তবলার ঠুকঠাক জাকির হুসেন,
শব্দের ড্রিবলিঙয়ে তুখোড় মেসি,
কথার গুগলিতে সেঞ্চুরী হাঁকে সাকিব,
বাকবিতন্ডায় গিটারে তুমুল ঝড় আইয়ুব বাচ্চু,
বিরহে জীবনানন্দ, বিদ্রোহে নজরুল আর হৃদয়ে রবীন্দ্রনাথ!!

তুমি আছো বলেই সব পথেরা বাড়ি ফিরে যায়,
সিরিয়া-প্যালেস্টাইন, শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড-প্যারিস,
পৃথিবী জুড়ে যুদ্ধ মহামারী সন্ত্রাস,
সব পেরিয়ে আমি তোমার বুকেই ফিরে আসি।
শুধু তুমি আছো বলেই
ভালোবাসা বেঁচে আছে...
আর আমি!!

© শিখা রহমান

(Artist: Osnat Tzadok)

মন্তব্য ২৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১০

ইসিয়াক বলেছেন: তুমি আছো বলে দুঃখ করি জয়।
তুমি আছো বলে পৃথিবী মধুময়।।

২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৬

শিখা রহমান বলেছেন: ইসিয়াক প্রথম মন্তব্য ও লাইকের জন্য অনেক ধন্যবাদ।

কাব্যিক মন্তব্যে মুগ্ধতা রইলো।
পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রিয় কবি।

শুভকামনা সতত।
ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ।

২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৮

শিখা রহমান বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন ইদানীং আপনাকে নিয়মিত লেখায় পেয়ে আসলেই খুব ভালো লাগছে।

মন্তব্যে সবসময় অনুপ্রাণিত করার জন্য অনেক ধন্যবাদ।

ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।
অশেষ শুভকামনা প্রিয় ব্লগার।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৪

শিখা রহমান বলেছেন: সেলিম পাঠ, মন্তব্য ও লাইকের জন্যে ধন্যবাদ। +++

ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।
শুভকামনা প্রিয় কবি।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৮

শিখা রহমান বলেছেন: রাজীব আপনার "সহজ সরল সুন্দর" মন্তব্যের জন্য ধন্যবাদ।

ভালো থাকুন সবসময়।
শুভকামনা সতত!!

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২১

মি. বিকেল বলেছেন: কবিতাটি আমি আবৃত্তি করবো ভাবছি। +++

২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২২

শিখা রহমান বলেছেন: মি. বিকেল আমার লেখায় আপনাকে স্বাগতম। পাঠে, মন্তব্যে ও লাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানবেন।

মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
আবৃত্তি করলে প্লিজ জানাবেন ও লিঙ্ক দেবেন যাতে আমরা সবাই শুনতে পারি।

আশা করছি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো।
শুভকামনা নিরন্তর। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রাজীব আপনার "সহজ সরল সুন্দর" মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়।
শুভকামনা সতত!!

এবার বইমেলাতে আপনার কোনো বই আসবে?

২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৬

শিখা রহমান বলেছেন: রাজীব ফিরে এসে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

আমার ২০২০ বইমেলাতে বই প্রকাশের পরিকল্পনা নেই।
আপনার কি কোন বই আসছে এই বইমেলাতে?

শুভকামনা সতত!!

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৫

সাইন বোর্ড বলেছেন: অনবদ্য চেতনার প্রকাশ !

২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩১

শিখা রহমান বলেছেন: সাইন বোর্ড পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।

শুভকামনা সতত।
ভালো থাকুন সবসময়।

৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৫

আরোগ্য বলেছেন: এই তুমির আশায়ই বাঙালি সব সহ্য করে যাচ্ছে। তবে একদিন সত্যিই সেই তুমির আগমন ঘটবে।

আশা করি ভালো আছেন আপু।

২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৫

শিখা রহমান বলেছেন: আরোগ্য "এই তুমির আশায়ই বাঙালি সব সহ্য করে যাচ্ছে। তবে একদিন সত্যিই সেই তুমির আগমন ঘটবে।" ---- খুব সুন্দর বলেছেন। এই 'তুমি' আছেই হৃৎমাঝারে, কেবল জাগরণের অপেক্ষা।

পাঠে, মন্তব্যে ও লাইকের জন্য অশেষ ধন্যবাদ।
আশা করি আপনিও ভালো আছেন। আমি ও আমরা ভালো আছি।

শুভকামনা নিরন্তর প্রিত ব্লগার।
ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।

৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫০

মি. বিকেল বলেছেন: এই কবিতার আবৃত্তির লিংকঃ https://youtu.be/wAN89trcUjc

২৫ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১২

শিখা রহমান বলেছেন: বিকেল আপনার আবৃত্তিটা শুনলাম।

খুবই সুন্দর হয়েছে। আমি অভিভূত।
অশেষ কৃতজ্ঞতা।

আমার অন্যান্য কবিতাও আপনার ভালো লাগলে আবৃত্তি করতে পারেন।
আবৃত্তি করলে আমাকে লিঙ্ক দেবেন প্লিজ!!

অনেক অনেক অনেক ধন্যবাদ।
আমার দিনটাকে আপনি কি যে ঝলমল করে দিলেন।

শুভকামনা নিরন্তর।

১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২০

রাজীব নুর বলেছেন: না আমার কোনো বই আসবে না।
বই প্রকাশ করার মতো লেখক আমি না।
তাছাড়া বাংলাদেশে পাঠক খুব কম। একটা বই ৩০ কপি বিক্রি হবে না আমার।

তবে আমি চাই আপনি প্রতি বছর কমপক্ষে একটা বই বের করুন।

২৫ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৫

শিখা রহমান বলেছেন: রাজীব বাংলাদেশে পাঠক খুব কম হলে আমার কি প্রতিবছর বই প্রকাশ করাটা ঠিক হবে? :)

আমার লেখার ওপরে আপনার আস্থা আর ভালোবাসা দেখে ভালো লাগলো খুব।
পাশে থেকে অনুপ্রেরণার জন্য আন্তরিক ধন্যবাদ।

ভালো থাকুন প্রিয় ব্লগার, ভালোবাসায় থাকুন।
শুভকামনা সতত!!

১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তুমি আছ বলেই স্বপ্নের সীমানাটা এত বড়
হৃদয়ে রংধনু ছাড়ায় সাতরং..................

+++

২৫ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৬

শিখা রহমান বলেছেন: মাইদুল কাব্যিক মন্তব্যে ভালোলাগা ও মুগ্ধতা রইলো।

পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।
শুভকামনা নিরন্তর প্রিয় ব্লগার।

১২| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩১

ফয়সাল রকি বলেছেন: ছবিটাও সুন্দর।

২৫ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৭

শিখা রহমান বলেছেন: ফয়সাল চিত্রশিল্পীর নাম দেয়া আছে। :)

শুভকামনা অফুরন্ত!!

১৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৩

রূপম রিজওয়ান বলেছেন: অনবদ্য কবিতা!
দারুণ লেগেছে। ++

শুভকামনা

২৫ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৯

শিখা রহমান বলেছেন: রূপম মন্তব্যে অনুপ্রাণিত হলাম। লাইকের জন্য অনেক ধন্যবাদ।

আপনাকেও অফুরন্ত শুভকামনা নবীন ব্লগার।
ভালো থাকুন ভালোবাসায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.