নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা প্রেমী; একটু এলোমেলো; উড়নচণ্ডী; আর বই ভালবাসি। শব্দ নিয়ে খেলা আমার বড্ড প্রিয়। গল্প-কবিতা-মুক্ত গদ্য সব লিখতেই ভালো লাগে। \"কেননা লেখার চেয়ে ভালো ফক্কিকারি কিছু জানা নেই আর।\"

শিখা রহমান

পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....

শিখা রহমান › বিস্তারিত পোস্টঃ

তুমি সময়ের মতো অন্তহীন এক নদী!!

০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫১



তুমি যা বলার বলে ফেলেছো, প্রতিদিন বলো,
বলবে আগামী বছরেও, বলবে অনন্তকাল।
ভালোবাসার কাছে বছরের শুরু কি শেষ অর্থহীন,
ভালোবাসা আর তুমি সময়ের মতো অন্তহীন এক নদী।

জানি এই পৃথিবী শুদ্ধ হবেনা কোনোদিন,
অভিজ্ঞতার মেঘে বৃষ্টি নামে,
বিস্ময়ের মরণ হয় প্রতিদিন একটু একটু করে,
তবুও তুমি আছো তাই
ভালোবাসা আজও বিস্মিত করে,
অশুদ্ধতাকেও বরণ করি, শুধু তুমি আছো বলেই।

সম্পর্কেরা বুড়ো হয়ে যায়, কুঁজো হয়, মেয়াদ উত্তীর্ণ হয়,
কখনোবা অপ্রাসঙ্গিক হয়ে যায় পোস্ট কার্ড-চিঠির মতো,
হারিয়ে যায় ক্যাসেট প্লেয়ারের মতো,
সাদা কালো টিভির এন্টেনা কি ক্রস কানেকশনের মতো,
ছোটবেলার অনাবিল সারল্যের মতো।
সব সম্পর্ক প্রত্যাবর্তন যোগ্য নয়,
থাকুক তারা সুখস্মৃতি জাগানিয়া কি কৃতঘ্নতার উদাহরণ হয়ে,
আমিও রয়ে যাবো কোথাও,
কারো অবচেতনে ঈর্ষা বা অহংকার হয়ে।

তবুও তুমি আছো বলেই
সময় থমকে আছে আনাড়ি কাব্য লেখার বয়সে।
ঐ বয়সে কবি হতেই হয়,
নয়তো নীল শার্টে তামাটে রং স্বপ্ন স্বপ্ন চোখ ছেলেটার
দিকে তাকানো যায় না,
তাকালেই শিরায় উপশিরায় বিষ, রক্তস্রোতে শিরশিরানি,
বুকের ভেতরে আছড়ে পড়ে নরম বজ্রবিদ্যুত শব্দহীন,
আর তখনই কবিতা জন্মায়।

তুমি আছো বলেই,
রাতবিরেতের দোলাচল-অপেক্ষা, তীব্র আকাঙ্খা-অভিমান,
নিকোটিন মাখা আদরে একাকারে ছিলো।
ভাগ্যিস ছিলো।

ভাগ্যিস তুমি ছিলে তাই
এখনো ছুঁয়ে দেখতে পারি আমার বাসন্তিক অভিসার।
থেকো তুমি,
জ্বালিয়ে রেখো সেই আশ্চর্য প্রদীপ,
বেঁচে থাকুক রূপকথারা সময়ের বেড়াজাল পেরিয়ে,
তুমি থেকো কবিতায়, থেকো থরথর আকাঙ্খার শব্দরূপে!!

©️ শিখা রহমান (৩১শে ডিসেম্বর, ২০১৯)

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা!!
ভাল থাকুন ভালোবাসায়।

মন্তব্য ৫৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৯

বিজন রয় বলেছেন: শুভসন্ধ্যা।
ব্লগে আসতেই আপনার এই কবিতা।

নতুন দিনের শুভকামনা রইল।

০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৩

শিখা রহমান বলেছেন: বিজন আপনাকে অনেকদিন ব্লগে দেখিনি। ভালো আছেন আশা করি।
আমাদের মাত্র ঘন্টা তিনেক আগে নতুন বছর শুরু হলো।

আমিও ব্লগে আসতেই কবিতায় আপনাকে পেলাম বছরের প্রথম দিনেই। :)
মন্তব্য ও লাইকের জন্য ধন্যবাদ।

নতুন বছরের শুভেচ্ছা রইলো। ২০২০ হোক ভালোবাসা ও কবিতাময়।

২| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০১

সেলিম আনোয়ার বলেছেন: শুভ অপরাহ্ন । শুভ নববর্ষ।

০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৫

শিখা রহমান বলেছেন: সেলিম আমাদের মাত্র ঘন্টা তিনেক আগে নতুন বছর শুরু হলো।

মন্তব্য ও লাইকের জন্য ধন্যবাদ। বছরের প্রথম দিনেই আপনাকে কবিতায় পেয়ে ভালো লাগছে।

নতুন বছরের শুভেচ্ছা রইলো। ২০২০ হোক ভালোবাসা ও কবিতাময়।
শুভকামনা সতত প্রিয় কবি।

৩| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৮

বিজন রয় বলেছেন: হ্যাঁ, গত মাসের ১৫ তারিখ থেকে আমি অনলাইনে আসিনি বললেই চলে।
আজকে থেকে আবার আসছি।

আপনিও ভাল আছেন নিশ্চয়ই।
আশাকরি আপনাদের নতুন নতুন লেখায় ব্লগ মুখরিত হয়ে উঠবে,
আর হরেক রকম অভিজ্ঞতায় সমৃদ্ধ হবো।

আবার হারিয়ে না যান!!

০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৩

শিখা রহমান বলেছেন: বিজন আমিতো কখনো হারাই না। বিরতিতে থাকি হয়তো কখনো, সেও ব্যস্ততা বা অলসতার কারণে।
আজকাল নিয়মিত লেখা দেওয়ার চেস্টা করি। লেখাতো হয়ই প্রতিদিন, শুধু ব্লগে দেয়া হয় না।

ভালো আছি। সামনের সপ্তাহে ক্লাস শুরু হলে আবার ব্যস্ততা বাড়বে।
তবুও জানি দেখা হবেই ব্লগের পথে, কবিতায় বা অন্য কোন লেখায়।

ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

৪| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৯

নিয়াজ সুমন বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা

০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৪

শিখা রহমান বলেছেন: নিয়াজ সুমন আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা রইলো।

শুভকামনা সতত!!

৫| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৩

ইসিয়াক বলেছেন: কবিতায় মুগ্ধতা,
বিবরনে সরলতা ।
হৃদয়ের যত কথা ,
যা বলো সব কবিতা।
ভালোলাগা ও শুভকামনা।

০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৮

শিখা রহমান বলেছেন: ইসিয়াক পাঠে ও মন্তব্যে অভিভূত হলাম। লাইকের জন্য অশেষ ধন্যবাদ।

হৃদয়ের সব কথাই যে কবিতা, সে কথাতো কবিরই জানার কথা।
শুভকামনা প্রিয় কবি। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

৬| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শুভ সন্ধ্যার আগ মুহূর্ত। শুভ নববর্ষ।
কবিতায় ভালো লাগা নিন।
আমাদের সমস্ত কথামালায় , না বলা কথা গুলো অনন্ত নদীর মত বয়ে চলবে।
হয়তো 'তুমি ' আছে বলেই স্বপ্ন স্বপ্ন চোখের ছেলেটার চোখ বড়ো বেশি স্বপ্নতুর হয় , লাল হয় ইদানিং।

কবিতায় ভালো লাগা। কবি বেঁচে থাক।

০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৫

শিখা রহমান বলেছেন: সৌরভ শুভ নববর্ষ। আমাদের শহরে অবশ্য মোটে ঘন্টা তিনেক আগে নতুন বছর এলো।

সুন্দর কাব্যিক মন্তব্যের জন্য আপনাকেও একরাশ ভালোলাগা ও মুগ্ধতা রইলো।

"আমাদের সমস্ত কথামালায় , না বলা কথা গুলো অনন্ত নদীর মত বয়ে চলবে।
হয়তো 'তুমি ' আছে বলেই স্বপ্ন স্বপ্ন চোখের ছেলেটার চোখ বড়ো বেশি স্বপ্নতুর হয় , লাল হয় ইদানিং।" --- কথাগুলো কি যে ঘোর লাগায়!!

উহুউউউউ কবি নয়, কবিতা বেঁচে থাকুক।
শুভকামনা স্বপ্নবাজ কবি। নতুন বছরে স্বপ্ন বুনে দেবেন কবিতায়-গল্পে-কথায়।

৭| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৯

কালো যাদুকর বলেছেন: এরকম কবিতা না থাকলে জীবন টা ব্র নিরস হত। নতুন বছরের শভেচ্ছা। শুভ সকাল।

০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৫

শিখা রহমান বলেছেন: কালো যাদুকর আমার কবিতায় আপনাকে স্বাগতম!! মন্তব্যে এত্তো ভালোলাগা রইলো।
লাইকের জন্য ধন্যবাদ।

আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা ও শুভ সকাল।
আমাদের শহরে অবশ্য মোটে ঘন্টা তিনেক আগে নতুন বছর এলো। এখনো ভোর আসেনি।

দেখা হবে অন্য কোন কবিতায় আবারো।
শুভকামনা সতত। ভালো থাকুন ভালোবাসায়।

৮| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৬

সেজুতি_শিপু বলেছেন: শুভ নববর্ষ। এত সুন্দর কবিতা দিয়ে যে বছরের যাত্রা শুরু হয় সে বছর ভালো না হয়ে পারেই না । ভালো হোক , শুভ হোক।

০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪০

শিখা রহমান বলেছেন: সেজুতি_শিপু আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। মন্তব্যে বছরের শুরুটা ঝলমলে করে দিলেন প্রিয় ব্লগার।

ভালো থাকুন সবসময় ভালোবাসায় ও কবিতায়।
সুন্দর ও শুভ হোক অনাগত দিনগুলো।

৯| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৭

রাজীব নুর বলেছেন: বোন আপনি দেখতে ভীষন মিষ্টি।

০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪২

শিখা রহমান বলেছেন: রাজীব ধন্যবাদ। ভাইদের চোখে বোনেরা সবসময়ে এমনটাই!! :)

ভালো থাকুন সবসময়।
সুন্দর ও শুভ হোক অনাগত দিনগুলো।

১০| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৫

নার্গিস জামান বলেছেন: কি যে ভালো :)

০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৮

শিখা রহমান বলেছেন: নার্গিস তবুও আপনার মতো এমন ঘোর লাগাতে পারি কই!!

আপনার ভালো লেগেছে জেনেই বছরের শুরুটা ঝলমল। কবিদের ভালোলাগা অনেক বড় পাওয়া।

দেখা হবে অন্য কোন কবিতায়।
শুভকামনা নিরন্তর!!

১১| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৬

সোনালী ডানার চিল বলেছেন: নষ্টালজিক কবিতা বয়স কমিয়ে দেয়;
অথচ নতুন একটি বছর চোখের পর্দাকে আরও গাঢ় করছে নিয়ত।
তবুও শব্দ কাঙাল শব্দই স্বস্তি ভেবে ভোগ করছে সময়ের যাতনা!

কবিতায় ভালো লাগা রাখলাম-

০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২১

শিখা রহমান বলেছেন: ইশশ!! আপনার মন্তব্যরাও এমন কবিতা!!
এমন মন্তব্যের জন্য এক পৃথিবী লিখতে পারি কবি।

বছরের শুরুটা কি যে সুন্দর করে দিলেন আপনার কবিতায় ও এই মন্তব্যে।
আপনাকেও একরাশ ভালোলাগা ও শুভকামনা প্রিয় কবি।

১২| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৪

ডঃ এম এ আলী বলেছেন:



নব বর্ষের শুভেচ্ছা রইল ।
অন্তহীন নদীকে নিয়ে কবিতা হয়েছে সুন্দর
অতপর..অন্তহীন নদী সামনে বয়ে চলে সাগর পানে
নিয়ত যুদ্ধরত হতভাগ্য জীবনের আকাবাঁকা পথে
নিয়তির নিষ্ঠুর বিষাক্ত ছোবল জ্বালা ধরায় বুকে
সূর্যের কোমল আলো আর দূর কুয়াশার ফাঁকে
আর দেখে তাকে অস্পষ্ট আল্পনায় ভালবাসার সাঁঝে
ক্ষত-বিক্ষত হয়ে ছুটে চলে অফুরন্ত দিগন্তের মাঝে
হঠাৎ উধাও হয়ে ভালে লাগায় সূর্য শ্রান্ত নদীর জল
মেঘলা রঙের শাড়ী পরে মেশে রাতের অন্ধকারে
যার চোখ কভু দেখেনি ভালবাসা তারই আহ্বানে
ছুটে চলে অজানা পথে অচিন খেয়া পাণে
থমকে গিয়ে চোখে স্বপ্ন আঁকে ক্ষুধার্ত মনে।

০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৮

শিখা রহমান বলেছেন: ডঃ এম এ আলী আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।

কাব্যিক মন্তব্যে অভিভূত ও মুগ্ধ হলাম।
"মেঘলা রঙের শাড়ী পরে মেশে রাতের অন্ধকারে
যার চোখ কভু দেখেনি ভালবাসা তারই আহ্বানে
ছুটে চলে অজানা পথে অচিন খেয়া পাণে
থমকে গিয়ে চোখে স্বপ্ন আঁকে ক্ষুধার্ত মনে।" --- দারুণ লিখেছেন কবি।

ভালো থাকুন সবসময় ভালোবাসায় ও কবিতায়।
সুন্দর ও শুভ হোক অনাগত দিনগুলো।

১৩| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: জাগতিক নিয়মে আসাযাওয়া চলতেই থাকে। পুরনো মোড়ক খুলে আসে চকচকে রোদ। কিন্তু...... কিন্তুটুকু রয়ে যায়।


বছরের প্রথম কবিতায় ভালোলাগা.........

০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৫

শিখা রহমান বলেছেন: আর্কিওপটেরিক্স "পুরনো মোড়ক খুলে আসে চকচকে রোদ। কিন্তু...... কিন্তুটুকু রয়ে যায়।" --- কি সুন্দর করে বললেন!! ঠিক এক লাইনেই কবিতা।

বছরের প্রথম কবিতায় আপনার মন্তব্য দিনটা আলো করে দিলো। লাইকের জন্য এত্তো ধন্যবাদ।
ভালো থাকুন প্রাচীন পক্ষী। অনাগত দিনগুলো হোক ভালোবাসায়ময় ও কবিতাময়।

১৪| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

ফয়সাল রকি বলেছেন: শুভ নববর্ষ।

০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫১

শিখা রহমান বলেছেন: ফয়সাল আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। বছরের প্রথম দিনেই আপনাকে লেখায় পেয়ে ভালো লাগছে।
লাইকের জন্য এত্তো ধন্যবাদ।

সুন্দর ও শুভ হোক আগামী দিনগুলো।
পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা।

শুভকামনা সতত প্রিয় ব্লগার।

১৫| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা প্রাঞ্জল, উপভোগ্য কবিতা। কবিতার গাঁথুনি খুবই সাবলীল। প্রতিটা পঙ্‌ক্তি টেনে নিয়ে যায় সামনের দিকে। উদ্ধৃত করার মতো অসংখ্যা পঙ্‌ক্তি আছে কবিতায়। প্রচলিত বা গতানুগতিক কোনো বিশেষণ বা শব্দবন্ধ আমার চোখে পড়ে নি, শব্দ প্রয়োগও আপনার নিজস্বতায় ভাস্বর।

খুব ভালো লাগলো আপু। কবিতা বা গদ্যে আপনার লেখনি সমান শক্তিমান।

এতখানি তো টাইপ করা যায় না, তাই ভালো লাগা দু লাইন দিলাম :

ভালোবাসার কাছে বছরের শুরু কি শেষ অর্থহীন
ভালোবাসা আর তুমি সময়ের মতো এক অন্তহীন নদী




০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৫

শিখা রহমান বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বছরের প্রথম দিনেই আপনাকে লেখায় পেয়ে ভালো লাগছে। কবিতার এমন মনোযোগী ও বিশ্লেষণধর্মী মন্তব্য কবির জন্য বিশাল পাওয়া। বছরের শুরুটা ঝলমল করে দেবার জন্য অশেষ কৃতজ্ঞতা।

"প্রচলিত বা গতানুগতিক কোনো বিশেষণ বা শব্দবন্ধ আমার চোখে পড়ে নি, শব্দ প্রয়োগও আপনার নিজস্বতায় ভাস্বর।" --- এই কথাগুলো আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে। এমন সহজ ভাষায় লিখি যে মনে হয় এমনতো কতোবার কতো কবি বলে গেছেন। তবে আমার কবিতারা আমাকেই লেখে তা সত্যি। কবিতাটা গতানুগতিকতা দোষে দুষ্ট নয় জেনে খুব ভালো লাগলো।

দেখা হবে অন্য কোন কবিতায় আবারো। নতুন বছরের শুভেচ্ছা রইলো।
শুভকামনা সতত। ভালো থাকুন ভালোবাসায়।

১৬| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৪

হাবিব বলেছেন: দারুণ কবিতা। তবে সম্পর্করা বুড়ো হয় কথাটা মানা গেল না ....... বরং বলা যায় পরিপক্ব হয়

০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১১

শিখা রহমান বলেছেন: হাবিব স্যার বছরের প্রথম দিনেই কবিতায় আপনাকে পেয়ে ভালো লাগছে। নতুন বছরের শুভেচ্ছা রইলো।

"তবে সম্পর্করা বুড়ো হয় কথাটা মানা গেল না ....... বরং বলা যায় পরিপক্ব হয়।" --- 'বুড়ো' বলতে আমি সেটাই বুঝিয়েছি। :)

কবিতা ভালো লেগেছে জেনে প্রীত হলাম। লাইকের জন্য এত্তো ধন্যবাদ।
অনেকদিন আপনার কবিতা পাচ্ছি না। আপনার ২০২০ ভালোবাসাময় ও কবিতাময় হোক!!

শুভকামনা নিরন্তর প্রিয় ব্লগার।

১৭| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৯

জুল ভার্ন বলেছেন: কীভাবে যে এতো সুন্দর করে লেখেন!!!
ভালো লেগেছে।

০২ রা জানুয়ারি, ২০২০ সকাল ৭:০৩

শিখা রহমান বলেছেন: জুল ভার্ন আমার ব্লগে স্বাগতম। আপনার নিক আমার প্রিয় একজন লেখকের নামে। :)

কবিতা ভালো লেগেছে জেনে প্রীত হলাম। মন্তব্য ও লাইকের জন্য কৃতজ্ঞতা।
মাঝে মাঝে আপনাকে লেখায় পাবো আশা করছি।

নতুন বছরের শুভেচ্ছা রইলো।
শুভকামনা নিরন্তর। দেখা হবে অন্য কোন লেখায় আবারো।

১৮| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩২

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: সুন্দর লিখেছেন।ভালো লাগলো।

০২ রা জানুয়ারি, ২০২০ সকাল ৭:০৫

শিখা রহমান বলেছেন: জাহিদুল ইসলাম ২৭ আমার লেখায় স্বাগতম।

পাঠে ও মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
মাঝে মাঝে আপনাকে লেখায় পাবো আশা করছি।

নতুন বছরের শুভেচ্ছা রইলো।
শুভকামনা নিরন্তর। দেখা হবে অন্য কোন লেখায় আবারো।

১৯| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ৮:২৭

আরোগ্য বলেছেন:
happy T20 year শিখা আপু।

০২ রা জানুয়ারি, ২০২০ সকাল ৭:০৭

শিখা রহমান বলেছেন: আরোগ্য বছরের প্রথম দিনেই আপনাকে পেয়ে কি যে ভালো লাগছে!!
আপনি না এলে বছরের শুরুটা সুন্দর হতো না।

আশা করছি ব্লগে পাশাপাশি পথ চলবো আগামী দিনগুলোতেও।
নতুন বছরের শুভেচ্ছা রইলো।

শুভকামনা নিরন্তর। দেখা হবে অন্য কোন লেখায় আবারো।

২০| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ৮:৪১

সামু পাগলা০০৭ বলেছেন: আপু! তুমি দেখতে কি সুন্দর গো! আবার ভালো লেখোও! রূপবতী + গুণবতী! :)
পোস্টে লাইক!

০২ রা জানুয়ারি, ২০২০ সকাল ৭:১১

শিখা রহমান বলেছেন: সামু পাগলা০০৭ আরেহ পাগলী মেয়েটা আমার লেখাতে কত্তোদিন পরে। :)
বছরের শুরুতেই তোমাকে আবার খুঁজে পেয়ে কি যে ভালো লাগছে।

লাইক আর আদুরে মন্তব্যটার জন্য এত্তো ভালোবাসা। ভালোবাসার চোখে সবকিছুই যে সুন্দর মেয়ে!! :)
এমনটাই ভালোবেসো আর ভালোবাসায় থেকো সামনের দিনগুলোতে।

নতুন বছরের শুভেচ্ছা রইলো।
শুভকামনা ও ভালোবাসা অফুরন্ত।

২১| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ৯:০৭

নুরহোসেন নুর বলেছেন: চমৎকার লিখেছেন ভালো লাগলো।
নববর্ষের শুভেচ্ছা রইলো।

০২ রা জানুয়ারি, ২০২০ সকাল ৭:১২

শিখা রহমান বলেছেন: নুরহোসেন নুর পাঠে ও মন্তব্যে অনুপ্রাণিত হলাম। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

নতুন বছরের শুভেচ্ছা রইলো।
শুভকামনা নিরন্তর। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

২২| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১০:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
Happy new year.
Best wishes for you and your family.

০২ রা জানুয়ারি, ২০২০ সকাল ৭:১৪

শিখা রহমান বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন Thanks a bunch. Same to you and your family.
Stay happy, healthy and blessed always.

২৩| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১১:৪৩

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সবাই ভালো বলেছে। বিপক্ষে বলার সাহস আমার নাই। :)

শুভেচ্ছা আপু। ;)

০২ রা জানুয়ারি, ২০২০ সকাল ৭:১৭

শিখা রহমান বলেছেন: সাইয়িদ রফিকুল হক আমার লেখায় স্বাগতম।

আপনার ভালো না লাগলে অবশ্যই বলবেন। :)
এতে তো সাহসের কিছু নেই। পাঠকের মন্তব্য না পেলে তো আর লেখার মান উন্নতি সম্ভব নয়।

পাঠে ও মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
মাঝে মাঝে আপনাকে লেখায় পাবো আশা করছি। আর প্লিজ পাঠানুভুতি নিঃসংকোচে জানাবেন।

নতুন বছরের শুভেচ্ছা রইলো।
শুভকামনা নিরন্তর। দেখা হবে অন্য কোন লেখায় আবারো।

২৪| ০২ রা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রাজীব ধন্যবাদ। ভাইদের চোখে বোনেরা সবসময়ে এমনটাই!! :)

ভালো থাকুন সবসময়।
সুন্দর ও শুভ হোক অনাগত দিনগুলো।


শুকরিয়া।

১২ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৭

শিখা রহমান বলেছেন: রাজীব ফিরে এসে প্রতিমন্তব্য করার জন্য কৃতজ্ঞতা।

ভালো থাকুন ভালোবাসায়।

২৫| ০২ রা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৮

কামরুন নাহার বীথি বলেছেন:
কী অদ্ভুত সুন্দর লেখেন আপনি।
যতবার পড়ি বিস্মিত হই আমি!

নতুন বছরের শুভেচ্ছা রইলো আপু।

১২ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৯

শিখা রহমান বলেছেন: কামরুন নাহার বীথি আমার ব্লগে ফুলের রানীকে স্বাগতম।
আপনার মন্তব্যের উচ্ছাস মন ছুঁয়ে গেলো।

ভালো থাকুন ভালোবাসায় সবসময়। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।
শুভকামনা নিরন্তর প্রিয় লেখিকা ও ব্লগার।

২৬| ০২ রা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরিব্বাস! সেকি আবেগ !

থরথর কম্প হৃদয়ে
শব্দহীন বজ্রবিদ্যুত... আনকোোড়া অনুভব গুলো দারু উপমায় ফুটে উঠেছে :)

কারো এমন তুমি হতে ইচ্ছে হয় খুব! কিন্তু সেই "কেউ" টা - একটুও বুঝতে চায় না ;)
হা হা হা

হ্যাপি নিউ ইয়ার :) কবি
অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা রইল

১২ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৯

শিখা রহমান বলেছেন: ধন্যবাদ।

২৭| ০২ রা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শীতের এই বিষন্ন সন্ধ্যায় আপনার
কবিতা পাঠে উজ্জিবীত হলাম।
আপনার কবিতা সকল পাঠককে
উজ্জিবীত করবে বলে আমার বিশ্বাস।
ভালো থাকবেন।

১২ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩০

শিখা রহমান বলেছেন: নূর মোহাম্মদ নূরু সুন্দর ও কাব্যিক মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

আপনিও ভালো থাকবেন। শুভকামনা নিরন্তর!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.