নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা প্রেমী; একটু এলোমেলো; উড়নচণ্ডী; আর বই ভালবাসি। শব্দ নিয়ে খেলা আমার বড্ড প্রিয়। গল্প-কবিতা-মুক্ত গদ্য সব লিখতেই ভালো লাগে। \"কেননা লেখার চেয়ে ভালো ফক্কিকারি কিছু জানা নেই আর।\"

শিখা রহমান

পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....

শিখা রহমান › বিস্তারিত পোস্টঃ

স্বেচ্ছা নির্বাসন

১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৮



তোমাকে চাইছি হৃদয়ের কাছে পেতে,
স্নায়ুর সকল শক্তি দিয়ে,
তোমাকেই চাইছি চেতনার কাছে অনিশ্চিতের ভয়ে!!

দু’জন মাত্র মানুষের পৃথিবী আশ্চর্যরকম স্থির,
চারপাশে সময়টা আমাদেরই মতো নির্ঘুম অস্থির!
বদলে গেছে ভালবাসার ধরন,
লক্ষণরেখা এঁকেছে মরনব্যাধি।
তোমার ছোঁয়ার জন্যেই বাঁচছি, জানি সে ছোঁয়াতেই মরবো।

কাঁচের ওপাশে ফাগুন থমকে জানালার চৌকা ফ্রেমে।
অসময়ে নামলে শ্রাবণ বুঝে নিয়ো,
দিগন্তরেখার ওপার থেকে মোষরঙ্গা খামে দামাল মেঘেদের পাঠিয়েছি আমি।
শার্শিতে চঞ্চল জলবিন্দুদের ছোঁয়াছুঁয়ি খেলা
দেখে জেনে নিয়ো এমনটাই চাইছি তোমায় শরীরের কাছে...
পুরো শহরে কৃষ্ণচুড়ার বান,
ঠিক এমনই সর্বগ্রাসী দাবানল তৃষ্ণার মরুতে...

শহর জুড়ে অসংখ্য আয়নাঘর,
আরশীনগরে আমার আয়নায় শুধু তোমারই প্রতিচ্ছবি।
মেধার সকল সুক্ষতা দিয়ে,
শব্দের সকল কারুকাজ এঁকে,
কথাদের সব নিঃশব্দতা দিয়ে,
এই স্বেচ্ছা নির্বাসনে চাইছি তোমাকে জীবনের কাছে পেতে...

© শিখা রহমান (২২শে মার্চ, ২০২০)

মন্তব্য ৫৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩১

বিজন রয় বলেছেন: ভাবিনি যে এখনই আপনার পোস্ট আসবে।

কেমন আছেন সেটা আগে বলুন।

১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৮

শিখা রহমান বলেছেন: বিজন প্রায় মাস তিনেক পরে ব্লগে এলাম। ব্লগের সবাইকে খুব মনে পড়েছে এই দুঃসময়ে। আশা করি আপনি ও আপনার প্রিয়জনেরা সুস্থ ও নিরাপদে আছেন।

আমরা এখনো পর্যন্ত সুস্থ আছি। তবে একমাসের ওপরে গৃহবন্দী। সবাই বাসা থেকেই অফিস করছি।

গতসপ্তাহ থেকে আমাদের ইউনিভার্সিটিতে স্প্রিং কোয়ার্টারের ক্লাস শুরু হয়ে গেলো। অনলাইনে এই প্রথম ক্লাস নিচ্ছি, তাও আবার মোটে ৮/১০ দিনের প্রস্তুতিতে। কখনো ভাবিনি যে ক্লাসে সরাসরি পড়ানো এমন মিস করবো।

ভালো আছি, যতোখানি থাকা যায় এই দুঃসময়ে।

এখন বলুন আপনি কেমন আছেন?

২| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩২

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার কথাই ভাবছিলাম আজ....
হঠাৎ দেখি এই পোস্ট !!!

কেমন আছেন ?

কবিতার দিকে কুশলাদির পরে হাত বাড়াবো :)

১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪১

শিখা রহমান বলেছেন: আর্কিওপটেরিক্স কেমন আছেন? আশা করি সুস্থ ও নিরাপদে আছেন আপনজনদের নিয়ে।

আমরা এখনো পর্যন্ত সুস্থ আছি।একমাসের ওপরে বাসাতেই আছি সবাই।
কেমন জানি হয়ে গেছে সময়েরা, দিন আর রাত্রি পরষ্পরের মাঝে মিলিয়ে গেছে। ক্যালেন্ডারের দিন তারিখ সবই এক।

গতসপ্তাহ থেকে আমাদের ইউনিভার্সিটিতে স্প্রিং কোয়ার্টারের ক্লাস শুরু হয়ে গেলো। অনলাইনে এই প্রথম ক্লাস নিচ্ছি, তাও আবার মোটে ৮/১০ দিনের প্রস্তুতিতে। কখনো ভাবিনি যে ক্লাসে সরাসরি পড়ানো আর মানুষের সঙ্গ এমন মিস করবো।

ভালো আছি, যতোখানি থাকা যায় এই দুঃসময়ে।

এখন বলুন আপনি কেমন আছেন?

৩| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৪

বিজন রয় বলেছেন: এখনো ভাল আছি। আমার প্রিয়জনেরাও ভাল আছে।

গত ২৪ মার্চ থেকে বাসা থেকে অফিস বা অন্যান্য কাজ করছি। অনেক কাজ ছিল, তাই ব্লগেও নিয়মিত আসতে পারিনি।

এর মাঝে আমরা কয়েক হাজার হ্যান্ড স্যানিটাইজার তৈরী করে বিতরন করেছি, করছি।
ঢাকাতে কয়েক জায়গায় হতদরিদ্রদের মাঝে খারাপ পৌছে দিয়েছি, দিচ্ছি। এটা অব্যাহত থাকবে।

অনেক দিন লেখায় মন দিতে পারিনি। ভাবছি এবার দিব।

আপনাদের ভাল থাকার খবরে ভাল লাগল।
শুভকামনা।

১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০১

শিখা রহমান বলেছেন: বিজন জেনে আশ্বস্ত হলাম যে আপনারা সবাই ভালো আছেন। এই সময়ে আসলেই ব্লগে সময় দেয়া কঠিন, যদিও বাসায় থেকেই সব কাজ তবুও মন বিক্ষিপ্ত হয়ে থাকে দুঃসংবাদে।

"এর মাঝে আমরা কয়েক হাজার হ্যান্ড স্যানিটাইজার তৈরী করে বিতরন করেছি, করছি।
ঢাকাতে কয়েক জায়গায় হতদরিদ্রদের মাঝে খারাপ পৌছে দিয়েছি, দিচ্ছি। এটা অব্যাহত থাকবে।" --- দারুণ কাজ করছেন আপনারা। সোশ্যাল মিডিয়াতে খারাপ খবরের মাঝেও এই সব খবর পড়েই মন ভালো হয়ে যায়।

"অনেক দিন লেখায় মন দিতে পারিনি। ভাবছি এবার দিব।" --- লিখে ফেলুন আর ব্লগেও পোস্ট দেবেন। কাজের ফাঁকে এসে পড়ে যাবো নিশ্চয়ই।

ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন।
শুভকামনা নিরন্তর!!

৪| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৫

বিজন রয় বলেছেন: ও হ্যাঁ, আমরা ঘরে বসে পহেলা বৈশাখ পালন করবো।
আপনাকে বৈশাখী শুভেচ্ছা।

১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৯

শিখা রহমান বলেছেন: বিজন বৈশাখের কথা ভুলেই গিয়েছিলাম। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।
বৈশাখ উড়িয়ে নিয়ে যাক মৃত্যু আর দুঃসংবাদ। পৃথিবী আবার প্রানভরে খোলা হাওয়ায় শ্বাস নিক।

শুভকামনা নিরন্তর!!

৫| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৭

বিজন রয় বলেছেন: "দামাল মেঘেদের সাথে মোষরঙ্গা খাম" মিলেছে ভাল।

১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১১

শিখা রহমান বলেছেন: ধন্যবাদ কবিতাটা এতো মনোযোগ দিয়ে পড়ার জন্য।
দুঃসময়টাকে ধরে রাখতে চাইছি কবিতায়। কিন্তু কবিতায় মৃত্যু আর অসুন্দরের কথা লিখতে ভালো লাগে না।

৬| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৪

বিজন রয় বলেছেন: ঢাকাতে কয়েক জায়গায় হতদরিদ্রদের মাঝে খারাপ পৌছে দিয়েছি, দিচ্ছি।

ওখানে....... খাবার.....হবে।

১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৫

শিখা রহমান বলেছেন: টাইপো বুঝতে পেরেছি কবি। ধন্যবাদ।

৭| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৯

মা.হাসান বলেছেন: বাংলাদেশ তো খবর পাচ্ছি আমেরিকাতে নাকি সব বাংলাদেশী মরে শেষ। আপনাকে এখানে দেখে বুঝলাম সব ভুয়া খবর।

ব্লগের কবিরা অনেকেই অনুপস্থিত থাকায় মডারেটর কাল্পনিক ভালোবাসা ভাই অনেক মনোকষ্টে আছেন, পড়ার মতো ভালো কিছু পাচ্ছেন না। আপনি আসায় খুব ভালো হলো। B-))

অনেক শুভকামনা।

১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৬

শিখা রহমান বলেছেন: মা.হাসান কেমন আছেন প্রিয় ব্লগার? আমি ক্যালিফোর্নিয়াতে থাকি, প্রশান্ত মহাসাগরের তীরে। অ্যাটলান্টিকের উপকূলে স্টেটগুলোতে, বিশেষ করে নিউইয়র্কে, আসলেই অনেক বাংলাদেশী মারা গেছেন। :( আমাদের বন্ধুদের আত্মীয় আর বুয়েটের কয়েকজন মারা গেছেন।

"ব্লগের কবিরা অনেকেই অনুপস্থিত থাকায় মডারেটর কাল্পনিক ভালোবাসা ভাই অনেক মনোকষ্টে আছেন, পড়ার মতো ভালো কিছু পাচ্ছেন না। আপনি আসায় খুব ভালো হলো।" --- বলেন কি? আমিতো ভাবছিলাম যে আপনার জন্যেই এখনকার দিনলিপি দেবো। কবিতায় এই সময়কে লিখতে কষ্ট হয়, চারপাশে এতো দুঃসংবাদ আর মৃত্যুর গন্ধ!!

দোয়া ও শুভকামনা রইলো। ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন প্রিয়জনদের নিয়ে।

৮| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনি ভালো আছেন জেনে খুশি হলাম। সত্যি দিনগুলো আজ সেই ডায়েরির পাতা, যার লেখাগুলো একই শুধু সংখ্যাগুলো এগিয়ে চলে !

আর আমি.....
ভালো আছি। হয়তোবা শরীরের কথাটা বললাম। তব মনটা ভালো নেই। পৃথিবীর এই অবস্থা চোখে দেখার কষ্ট জমে আছে যে !

দেশে আছি। যতটুকু পারি মানুষকে সাহায্য করছি।

ভালো থাকবেন :)

১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৫

শিখা রহমান বলেছেন: আর্কিওপটেরিক্স "ভালো আছি। হয়তোবা শরীরের কথাটা বললাম। তব মনটা ভালো নেই। পৃথিবীর এই অবস্থা চোখে দেখার কষ্ট জমে আছে যে !" --- একদম মনের কথাটা বলেছেন প্রিয় ব্লগার।

"দেশে আছি। যতটুকু পারি মানুষকে সাহায্য করছি।" --- আপনারা ভাগ্যবান যে দেশকে সাহায্য করতে পারছেন। আমরা তো বিদেশ থেকে ডোনেশন করেই দ্বায়িত্ব শেষ করি। আপনাকে ও আপনার মতো যারা এই দুঃসময়ে মানুষকে সাহায্য করছেন তাদের অশেষ কৃতজ্ঞতা।

আপনিও ভালো থাকুন। সাবধানে থাকবেন। এই দুঃসময় শেষে আবারো দেখা হবে নিশ্চয়ই!!

৯| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৫

নেওয়াজ আলি বলেছেন: সুপাঠ্য  ও শ্রুতিমধুর  লেখা

১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৭

শিখা রহমান বলেছেন: নেওয়াজ আলি পাঠে ও মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

শুভকামনা রইলো। ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন প্রিয়জনদের নিয়ে।

১০| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: জীবন-মৃত্যুর সন্ধিক্ষণেও মানুষ যেমন প্রিয়জনের নাম, ভুল বকার মতোই বলে চলে তেমনি দূর্যোগের সময় প্রিয়জনকে মানুষ কাছাকাছিই রাখতে চায়। প্রেমিক চায় প্রেমিকাকে, আপন করে।

করোনার এই অসময়ে, যখন জীবনের চাকা বিপর্যস্ত তখনও, প্রিয়জনকে দেখার আকুলতা যেমন আছে তেমনি আছে মুহূর্তের ছোয়ায় মৃত্যুর ছোবল। তবুও চলে এই ছোঁয়াছুঁয়ির খেলা.... জীবন বয়ে চলে কোয়ারান্টাইনে.....

কবিতায় লিখে গেলাম ভালোলাগাটুকু ......

১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২২

শিখা রহমান বলেছেন: আর্কিওপটেরিক্স "জীবন-মৃত্যুর সন্ধিক্ষণেও মানুষ যেমন প্রিয়জনের নাম, ভুল বকার মতোই বলে চলে তেমনি দূর্যোগের সময় প্রিয়জনকে মানুষ কাছাকাছিই রাখতে চায়।" ---- এখন এমনই দুঃসময় যে মৃত্যুশয্যার পাশে প্রিয়জনেরা থাকতে পারছে না। একাকী মৃত্যুর চাইতে নিষ্ঠুর আর বেদনাদায়ক আর কিছুই নেই। :(

"করোনার এই অসময়ে, যখন জীবনের চাকা বিপর্যস্ত তখনও, প্রিয়জনকে দেখার আকুলতা যেমন আছে তেমনি আছে মুহূর্তের ছোয়ায় মৃত্যুর ছোবল। তবুও চলে এই ছোঁয়াছুঁয়ির খেলা.... জীবন বয়ে চলে কোয়ারান্টাইনে....." --- আপনার মন্তব্যটা একটা কবিতা হয়ে গেছে। কি অদ্ভুত সুন্দর কথাগুলো!!

আপনার মন্তব্য সবসময়েই অভিভূত করে। আমার কবিতাকে আপনি এমন সুন্দর করে ব্যবচ্ছেদ করেন যে মুগ্ধ হই।

মন্তব্যে ভালোলাগায় মন আলো করে ্দিলেন।

ভালো থাকুন প্রাচীন পক্ষী!!

১১| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৫

সেলিম আনোয়ার বলেছেন: বহুদিন পর শিখা মণি সুস্বাগতম। এই স্বেচ্ছা নির্বাসনে কবিতা সঙ্গী হতে পারে স্রষ্টার আশীর্বাদ হয়ে।

১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৬

শিখা রহমান বলেছেন: সেলিম ভালো আছেন আশাকরি প্রিয়জনদের নিয়ে।

"এই স্বেচ্ছা নির্বাসনে কবিতা সঙ্গী হতে পারে স্রষ্টার আশীর্বাদ হয়ে।" --- দুঃসংবাদ এড়াতে আজকাল চেষ্টা করি কবিতাতেই ডুবে থাকতে। তাও মাঝে সাঝেই মৃতুগন্ধী হাওয়া এসে শব্দদের বিক্ষিপ্ত করে দেয়।

আপনার কবিতা পড়ছি প্রতিদিনই। কবিতা আপনাকে এমন সহজেই ধরা দেয় যে অভিভূত হই।

শুভকামনা কবি। পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা।
ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন প্রিয়জনদের নিয়ে।

১২| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৪

মনিমালা বলেছেন: অসাধারণ

১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৭

শিখা রহমান বলেছেন: মনিমালা পাঠে ও মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
আমার ব্লগে স্বাগতম। আশা করি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো।

শুভকামনা রইলো।
ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন প্রিয়জনদের নিয়ে।

১৩| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে ভালোলাগা রইলো আপু।

১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১:০৩

শিখা রহমান বলেছেন: শাহরিয়ার কবীর পাঠে ও মন্তব্যে ভালোলাগা রইলো।

ইতিমিতিমনি আর পরীর ছানাটাকে নিয়ে সুস্থ থাকুন, সাবধানে থাকুন।
শুভকামনা ও দোয়া রইলো।

১৪| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৪

ইসিয়াক বলেছেন: এক ঝলক আলো হয়ে এলেন যেন প্রিয় কবি তার কবিতা নিয়ে।
কবিতার স্পর্শে আলোকিত হলো ব্লগ।যদিও এখন মন খারাপের সময়, তবু মুগ্ধতার আবেশ ছুয়ে গেলো প্রাণে ।
কবিতায় ভালো লাগা । ভালো থাকুন প্রিয় কবি ।
শুভকামনা জানবেন।

১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১:০৮

শিখা রহমান বলেছেন: ইসিয়াক আপনার মন্তব্য মানেই অনুপ্রেরণা ও মুগ্ধতা।

এই দুঃসময়ের ছায়া কবিতায় চলেই আসে। আজকাল তাই আর কবিতা লিখতেও ভালো লাগে না। তাও না লিখে পারি কই?
কবিতা পড়ে আপনার ভালো লেগেছে জেনে মন ভরে গেলো। পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা।

ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
শুভকামনা সতত প্রিয় কবি।

১৫| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৩

শের শায়রী বলেছেন: অনেকদিন পর আপনার উপস্থিতি দেখে ভালো লাগল। শব্দের তুলিতে কবিতার ক্যানভাসে ভালো লাগা জানবেন।

১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১:১১

শিখা রহমান বলেছেন: শের শায়রী ব্লগে অনেকদিন পরে এসেই আপনাকে লেখায় পেয়ে ভালো লাগলো।
সময় করে উঠতে পারিনি আগে। আসলে 'নতুন স্বাভাবিকে'র সাথে মানিয়ে নেয়া সময় সাপেক্ষ ব্যাপার!! সময় করে আপনার পোষ্টগুলো পড়তে হবে,

আশা করি সুস্থ ও নিরাপদে আছেন প্রিয়জনদের নিয়ে।
শুভকামনা নিরন্তর!!

১৬| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৬

আরোগ্য বলেছেন: অবশেষে প্রিয় শিখা আপুর আবির্ভাব হলো। আশা করি আপু সপরিবারে প্রবাসে সুস্থ ও ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি।
কবিতায় বরাবরের মত ভালোলাগা। কিন্তু আপু আপনার এ ধরনের কবিতাগুলো চোখে আঙুল দিয়ে নিজের একাকিত্বকে ভালো করে দেখিয়ে দেয়। :( :((

১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১:১৭

শিখা রহমান বলেছেন: আরোগ্য আপনি ভালো আছেন শুনে ভালো লাগলো। আলহামদুলিল্লাহ আমি ও পরিবারের অন্যরাও ভালো আছে, সুস্থ আছে।

ইচ্ছে করে যে আসিনি তা কিন্তু নয়। হঠাত করে বাসা গৃহবন্দী হয়ে গেলাম, একমাস হয়ে গেলো। বাসা থেকে আমার ও পরিবারের সবাইয়ের কাজ/ পড়াশোনা সামলাতে সামলাতে আর সময় করে উঠতে পারিনি। তবে ব্লগের সবাইয়ের কথা ভেবেছি অনেক। ব্লগ পরিবারের সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন সেই দোয়াই করেছি।

"কিন্তু আপু আপনার এ ধরনের কবিতাগুলো চোখে আঙুল দিয়ে নিজের একাকিত্বকে ভালো করে দেখিয়ে দেয়। " --- এই দুঃসময়ের ছায়া কবিতায় চলেই আসে। আজকাল তাই আর কবিতা লিখতেও ভালো লাগে না। তাও না লিখে পারি কই?

ইনশাআল্লাহ্‌ এই দুঃসময় কেটে যাবে। পৃথিবী আবার প্রানভরে খোলা হাওয়ায় শ্বাস নেবে।

পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা ও দোয়া রইলো।
সুস্থ থকুন, সাবধানে থাকুন।

১৭| ১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১৭

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১:১৯

শিখা রহমান বলেছেন: রাজীব ধন্যবাদ। আপনার "অত্যন্ত মনোমুগ্ধকর" মন্তব্য মিস করছিলাম।

পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা। আশা করি সুস্থ ও নিরাপদে আছেন আপনজনদের নিয়ে।

১৮| ১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৯

রাজীব নুর বলেছেন: বহু দিন পর আপনার পোষ্ট দেখলাম। এতদিন থায় ছিলেন??

পোষ্ট কিন্তু হিট করেছে।

১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১:২৩

শিখা রহমান বলেছেন: রাজীব প্রায় মাস তিনেক পরে ব্লগে এলাম। ব্লগের সবাইকে খুব মনে পড়েছে এই দুঃসময়ে। আশা করি আপনি ও আপনার প্রিয়জনেরা সুস্থ ও নিরাপদে আছেন।

এখনো পর্যন্ত সুস্থ আছি। ভালো আছি, যতোখানি থাকা যায় এই দুঃসময়ে। তবে একমাসের ওপরে গৃহবন্দী। সবাই বাসা থেকেই অফিস করছি। গতসপ্তাহ থেকে আমাদের ইউনিভার্সিটিতে স্প্রিং কোয়ার্টারের ক্লাস শুরু হয়ে গেলো। অনলাইনে এই প্রথম ক্লাস নিচ্ছি, তাও আবার মোটে ৮/১০ দিনের প্রস্তুতিতে। কখনো ভাবিনি যে ক্লাসে সরাসরি পড়ানো এমন মিস করবো।

পোস্ট হিট না করলেও কিছু যায় আসে না। আপনারা পোস্টে এলেন আর আপনাদের সবাইয়ের খবর পেলাম এতেই মন ভালো হয়ে গেছে।

ভালো থাকুন প্রিয় ব্লগার। শুভকামনা নিরন্তর!!

১৯| ১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১১

অক্পটে বলেছেন: সময়টা আসলেই নিদারুণ দুঃসময়। পৃথিবীকে বড় ভয়ানকভাবে গ্রাস করেছে করোনার আগ্রাসন। এই যুগে এসে মানুষ বোধহয় ভাইরাসের এমন প্রচন্ড তান্ডবের কথা কল্পনাতেই আনেনি। মানবজাতি কেমন অসহায় হয়েগেছে দেখেছেন।

মন ভালো নেই, ব্লগেও ভাল লাগছিলনা। হঠাৎ আপনার লেখা দেখে পড়ে ফেললাম। দারুণ লিখেছেন, কবিতায় গেথে রাখলেন এই ছোয়াঁচে ভাইরাসের বিভিষিকা।

ভাল আছেন জেনে ভাল লাগল।

১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১:২৭

শিখা রহমান বলেছেন: অকপটে আজকাল কবিতা লিখতেও ভালো লাগে না। আমি কবিতা লিখি সুন্দরের কাছে যাওয়ার জন্য। অথচ সময়টা এমন যে কবিতায় দুঃসময়ের আর অসহায়ত্বের ছায়া পড়ে। মৃত্যুগন্ধী শব্দদের কবিতায় গাঁথতে কষ্ট হয়।

"মন ভালো নেই, ব্লগেও ভাল লাগছিলনা। হঠাৎ আপনার লেখা দেখে পড়ে ফেললাম। দারুণ লিখেছেন, কবিতায় গেথে রাখলেন এই ছোয়াঁচে ভাইরাসের বিভিষিকা।" ---- মন ভালো নেই তাও আমার কবিতাটা পড়েছেন শুনে আসলেই ভালো লাগলো।

আপনিও আশা করি সুস্থ ও নিরাপদে আছেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন। দুঃসময়ের শেষে মুক্ত পৃথিবীতে ঝলমলে কোন কবিতায় নিশ্চয়ই আবার দেখা হবে।
শুভকামনা নিরন্তর!!

২০| ১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫১

জাহিদ অনিক বলেছেন: অনেকদিন পর আপনার কবিতা ভালো লাগছে প্রিয় কবি।

১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১:২৯

শিখা রহমান বলেছেন: জাহিদ অনিক ধন্যবাদ ও শুভকামনা।
সুস্থ ও নিরাপদে থাকুন প্রিয়জনদের নিয়ে।

২১| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৩৬

আহমেদ জী এস বলেছেন: শিখা রহমান,




স্বেচ্ছা নির্বাসনের সংক্রামে কবিতার ভাষা হয়ে উঠেছে ভাবনার দ্বারা অন্তঃসত্তা। যক্ষপ্রিয়ার মতো বিরহে কাতর হয়ে ঘরবন্দি শহরের আয়নায় কেবল নিজেকে দেখে যাওয়া!

সুন্দর কবিতা।

১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১:৩১

শিখা রহমান বলেছেন: আহমেদ জী এস্ ব্লগে অনেকদিন পরে এসেই আপনাকে লেখায় পেয়ে ভালো লাগলো। আশা করি সুস্থ ও নিরাপদে আছে আপনজনদের নিয়ে।

বরাবরের মতোই মন্তব্যে অভিভূত করলেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।

শুভকামনা সতত মন্তব্যের যাদুকর!!

২২| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৪৩

টারজান০০০০৭ বলেছেন: স্বাগতম! আপনার মাইট্যা হুরদের সংগ্রহশালা খুব সমৃদ্ধ ! কবিতা আগে না দেখিয়া তাই হুরদেরই আগে দেখি !
কবিতা পড়িলে মাথা ভনভন করে শনশন ! তাই হুর দেখিয়াই বুইজ্যা লৈ কবিতা কেমন সুন্দর হইবে !

জেসনের খবর কি ?

১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১:৩৯

শিখা রহমান বলেছেন: টারজান০০০০৭ কবিতা আর কয়জনই বা পড়ে? কবিরা গদ্য পড়ে কিন্তু গদ্যকারদের আবার কবিদের ব্যাপারে একটু শুচিবাই আছে। কবিতার সাথে মানানসই ছবি দেয়াটাও যে প্রয়োজন কোন কোন পাঠকের জন্য। আর কবিতা যখন আমার তখন তো ছবিগুলো হুরেরই হবে তাই না? :)

জেসন ভারতে চিকিৎসাধীন আছে। আপনাকে জানিয়েছিলাম যে ও মাঝে খুব অসুস্থ ছিলো, কয়েকদিন লাইফ সাপোর্টে ছিলো। আল্লাহ্‌র রহমতে এখন সুস্থ হয়ে উঠছে। ওর জন্য দোয়া করবেন। এই করোনা আক্রান্ত পরিবেশে খুব চিন্তায় থাকি ওর জন্যে। আপনার কথা ওকে বলেছি।

শুভকামনা নিরন্তর। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।

২৩| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৫৭

কথার ফুলঝুরি! বলেছেন: ঠিক এই মুহূর্তে মন ভালো লাগছিলো না । কবিতাটি যেন একদম সময়ের সাথে পারফেক্ট মিলে গেলো ।

সব জায়গায় করোনা। এমন একটি কবিতা মিস করছিলাম খুব । করোনা ভয়ে হৃদয় যেন পাথর হয়ে গিয়েছে । তবে ভালোবাসার আবেগ অনুভূতি গুলোরও যে যত্ন নেওয়া চাই ।

কবিতায় ভালোবাসা ।

১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১:৪২

শিখা রহমান বলেছেন: কথার ফুলঝুরি! "সব জায়গায় করোনা। এমন একটি কবিতা মিস করছিলাম খুব । করোনা ভয়ে হৃদয় যেন পাথর হয়ে গিয়েছে । তবে ভালোবাসার আবেগ অনুভূতি গুলোরও যে যত্ন নেওয়া চাই ।" --- শুধু এমন একটা মন্তব্যের জন্যেই বার বার ব্লগে ফিরে আসতে হয়।

কেমন আছেন প্রিয় ব্লগার? আশা করি সুস্থ ও নিরাপদে আছেন।

ভালো থাকুন, সুস্থ থাকুন। দুঃসময়ের শেষে মুক্ত পৃথিবীতে ঝলমলে কোন কবিতায় নিশ্চয়ই আবার দেখা হবে।
শুভকামনা ও ভালোবাসা নিরন্তর!!

২৪| ১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৩৩

আমি তুমি আমরা বলেছেন: স্বেচ্ছা নির্বাসন দিয়ে কি হোম কোয়েরেন্টাইনকে ইঙ্গিত করলেন?

১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১:৪৪

শিখা রহমান বলেছেন: আমি তুমি আমরা "স্বেচ্ছা নির্বাসন দিয়ে কি হোম কোয়েরেন্টাইনকে ইঙ্গিত করলেন?" --- হুউউউউ!! তেমনটাই বলতে চেয়েছি।

পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা। আশা করি সুস্থ ও নিরাপদে আছেন।

ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা নিরন্তর!!

২৫| ১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ বেশ ভালো লিখেছেন আপু।
এক অর্থে মরমিয়া স্বেচ্ছানির্বাসন।

শুভকামনা জানবেন।

২৪ শে মে, ২০২০ রাত ১০:১৮

শিখা রহমান বলেছেন: ঈদ মোবারক পদাতিক!! অনেকদিন পরে ব্লগে এলাম। বিলম্বিত উত্তরের জন্য দুঃখিত।

আশা করি ভালো আছেন। সুস্থ ও নিরাপদে আছেন।

ভালো থাকুন ভালোবাসায়। ঈদের আনন্দ ছুঁয়ে যাক সব মানুষকে।

২৬| ১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১০

মনিরা সুলতানা বলেছেন: শুভ নববর্ষ শিখা !
কবিতা' য় ভালোলাগা।

২৪ শে মে, ২০২০ রাত ১০:১৮

শিখা রহমান বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।

২৭| ১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৪

অব্যক্ত কাব্য বলেছেন: কবিতা পাঠে মুগ্ধতা।
শুভ নববর্ষ

২৪ শে মে, ২০২০ রাত ১০:১৯

শিখা রহমান বলেছেন: অব্যক্ত কাব্য ঈদ মোবারক!! অনেকদিন পরে ব্লগে এলাম। বিলম্বিত উত্তরের জন্য দুঃখিত।

আশা করি ভালো আছেন। সুস্থ ও নিরাপদে আছেন। ঈদের দিনটা সুন্দর কাটুক প্রিয়জনদের নিয়ে।

ভালো থাকুন ভালোবাসায়। ঈদের আনন্দ ছুঁয়ে যাক সব মানুষকে।

২৮| ২৫ শে মে, ২০২০ রাত ৩:১৩

ভ্রমরের ডানা বলেছেন:




মরমে লাগার মত কবিতা....

২৫ শে মে, ২০২০ রাত ৩:১৫

শিখা রহমান বলেছেন: ভ্রমরের ডানা মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।

ভালো আছেন আশা করি।
ঈদের শুভেচ্ছা রইলো। ভালো থাকুন প্রিয়জনদের নিয়ে।

শুভকামনা সতত!!

২৯| ৩১ শে মে, ২০২০ বিকাল ৩:০৭

একাকি উনমন বলেছেন: খুব সুন্দর

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৪

শিখা রহমান বলেছেন: একাকি উনমন অনেকদিন পরে ব্লগে এলাম। বিলম্বিত উত্তরের জন্য দুঃখিত

আমার লেখায় আপনাকে স্বাগতম।

সুস্থ ও নিরাপদ থাকুন প্রিয়জনদের নিয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.