নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা প্রেমী; একটু এলোমেলো; উড়নচণ্ডী; আর বই ভালবাসি। শব্দ নিয়ে খেলা আমার বড্ড প্রিয়। গল্প-কবিতা-মুক্ত গদ্য সব লিখতেই ভালো লাগে। \"কেননা লেখার চেয়ে ভালো ফক্কিকারি কিছু জানা নেই আর।\"

শিখা রহমান

পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....

শিখা রহমান › বিস্তারিত পোস্টঃ

সংবিধিবদ্ধ সতর্কীকরণ

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০১



ভাবছেন কি কবিতাটা আপনার জন্যে লেখা?
সংবিধিবদ্ধ সতর্কীকরণ জানাচ্ছি পাঠক,
কবিতাটা সেই ছেলেটার জন্য,
যে তাকালেই ভালোবাসা ঘাড়ে নিঃশ্বাস ফেলে চুমু দেয়,
বুকের মাঝে পালকি থেকে নেমে আসে রূপকথার রাজকন্যা,
তার রূপের ঝলকানিতে আকাশ চিরে বৃষ্টি নামে ঝমঝমিয়ে।

সেই ছেলেটা,
যে আমার কবিতার অনবদ্য পাঠক হবে ভাবতেই করোটিতে
ধাক্কা দেয় অজস্র ঝাঁঝালো শব্দেরা,
আশ্চর্যতম পংক্তিমালারা বুকের মাঝে কুচকাওয়াজ করে।
আড়মোড়া দিয়ে ঘুম ভাঙে বালিকাবেলার,
মনে হয় বাবা কপালে দিচ্ছেন স্নেহের চুমু,
মুখে ভাতের নলা তুলে দিচ্ছেন মমতাময়ী মা।
হুড়মুড়িয়ে শাদা পৃষ্ঠায় নেমে আসে অপ্রাপ্তবয়স্ক কবিতার দল।

তাকে ভাবলেই পাহাড়ের গা ঘেঁষে ঘাস রঙ ছোট্ট বাড়ি,
হাওয়ার দিনে জানালারা প্রতীক্ষায় কাঁপে থরথর।
ছুঁয়ে দিলে সে, আদর আদর মেঘেরা জল নামায় মন শহরে,
বৃষ্টির অবারিত পতনের ভাষা কবিতা হয়ে যায়।
সারা শরীরে জলের শব্দ, নারী নদী হয় কলকল ছলছল...
'কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলকানন্দা জলে।'

সংবিধিবদ্ধ সতর্কীকরণ জানাচ্ছি পাঠক,
কবিতাটা সেই ছেলেটার জন্যেই,
যে এলেই শব্দের শহরে কালবোশেখী।
প্লাবনে উদ্বাস্তু কবিতারা ঠিকানা খুঁজে নেয় তারই জমকালো বুকে,
তার গায়ের গন্ধ লেপ্টে থাকে কবিতার সারা শরীরে।
চলে যাওয়ার সামনে সে খুলে দেয়
দাঁড়িয়ে থেকে যাওয়ার এক নতুন আয়তন,
শব্দের বিশুদ্ধ অরণ্যে ক্রম থেকে ক্রমিক হয়ে ওঠার অজস্রতা
কেবল সেই ছেলেটার জন্যেই,
বারবার আজীবন দু'জীবন।

© শিখা রহমান (৮ই সেপ্টেম্বর, ২০২০)

মন্তব্য ৪৭ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৪

শিখা রহমান বলেছেন: সেলিম আপনি শব্দের ব্যাপারে খুব হিসেবী। :)

ধন্যবাদ।+++ কবিতার সাথে পথচলায় পাসে থাকার জন্যে।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৯

আলমগীর সরকার লিটন বলেছেন: লেখলেন বটে--------

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৪

শিখা রহমান বলেছেন: আলমগীর সরকার লিটন "--------" মানে কবিতা ভালো লেগেছে বুঝে নিলাম।

আমার লেখায় আপনাকে স্বাগতম।
আশা করছি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো।

সুস্থ ও নিরাপদে থাকুন আপনজনদের নিয়ে। শুভকামনা সতত!!

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




৭০ এর দশকে প্রজেক্টর আর পর্দা নিয়ে গাড়ি করে ঘুরে বেড়াতো বাংলাদেশের ডাকসআটে তামাক প্রতিষ্ঠানের দলবল। তারা গ্রামে গঞ্জে গান প্রদর্শন করতো আর কিছুক্ষণ পরপর বিজ্ঞাপণ “সংবিধিবদ্ধ সতর্কীকরণ বিজ্ঞপ্তি” - আপনার লেখায় ৭০ এর দশকে ফিরে গেছি।

***ছেলেটিকে আমি চিনি, পরন্ত বিকেলে রঙিন ঘুড়ি হাতে তাকে অনেক দেখেছি।

আপনি কেমেন আছেন বোন? আপনার জন্য শুভ কামনা রইলো।


১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪২

শিখা রহমান বলেছেন: ঠাকুরমাহমুদ মাস তিনেক পরে ব্লগে আসতেই আপনাকে লেখায় পেয়ে যা খুব ভালো লাগলো।

মন্তব্যে বরাবরের মতোই মন ভালো করে দিলেন আর নষ্টালজিকও। কবিতাটা একটু ক্ষোভ নিয়ে লেখা শুরু করেছিলাম। পাঠকেরা কেবলই কবিতা-গল্পের সাথে কবি-গল্পকারকে গুলিয়ে ফেলেন। কিন্তু কিভাবে যেন আমার সব কবিতাই ভালবাসার কবিতা হয়ে যায়।

"***ছেলেটিকে আমি চিনি, পরন্ত বিকেলে রঙিন ঘুড়ি হাতে তাকে অনেক দেখেছি।" --- সেই মেয়েটাকেও চেনেন নিশ্চয়ই তাহলে!!

আমি ও পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ্‌। আশা করছি আপনিও সুস্থ ও নিরাপদ আছেন আপনজনদের নিয়ে।

শুভকামনা নিরন্তর প্রিয় ব্লগার।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৭

এ.এস বাশার বলেছেন: ছেলেটার পরিচয় আমি পেয়ে গেছি ;) .....অসাধারন একটি কবিতা! শব্দ নিয়ে বেশ খেলেছেন তবুও বুঝতে কষ্ট হয়নি। একবার পড়েই মুগ্ধ। কবিতায় ++

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৮

শিখা রহমান বলেছেন: এ.এস বাশার প্রায় মাস তিনেক পরে ব্লগে এসেই নতুন পাঠক হিসেবে আপনাকে পেলাম। মন্তব্যে মুগ্ধ ও অনুপ্রাণিত হলাম।

"শব্দ নিয়ে বেশ খেলেছেন তবুও বুঝতে কষ্ট হয়নি। একবার পড়েই মুগ্ধ।" --- শব্দ নিয়ে খেলতে ভালো লাগেই বলে কবিতা লেখা, কবিতাকে ভালোবাসা। শব্দের খেলা বুঝতে পেরেছেন বলেই জানি আপনি কবিতা নিয়মিত পড়েন।

আমার শব্দের খেলায় আপনাকে স্বাগতম।
আশা করছি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো।

সুস্থ ও নিরাপদে থাকুন আপনজনদের নিয়ে। শুভকামনা সতত!!

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: সেই ছেলেটা ভাগ্যবান।

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৭

শিখা রহমান বলেছেন: রাজীব ছেলেটাকে জিজ্ঞাসা করে জানাবো তার নিজেকে ভাগ্যবান মনে হয় কিনা। :)

তবে ভালোবাসা খুঁজে পাওয়া ভাগ্যের ব্যাপার। ভালোবাসা পেতেও ভাগ্য লাগে।

মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা সতত প্রিয় ব্লগার।

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: কবিতা অতি মনোরম হয়েছে।

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৬

শিখা রহমান বলেছেন: রাজীব কবিতা লেখা হয় প্রতিদিনই। এটা হঠাত ব্লগে দিতে ইচ্ছে করলো। ইদানীং অবশ্য একটা রহস্য ধারাবাহিক নিয়ে ব্যস্ত থাকায় কবিতায় কম সময় দেয়া দচ্ছে।

কবিতা আপনার ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম। শুভকামনা সতত।

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর হয়েছে।

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৮

শিখা রহমান বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন অনেকদিন পরে ব্লগে এসেই আপনাকে লেখায় পেয়ে খুব ভালো লাগলো।

কবিতা ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম।

পাশে থাকার জন্য অশেষ ধন্যবাদ।
সুস্থ ও নিরাপদে থাকুন আপনজনদের নিয়ে।

শুভকামনা নিরন্তর প্রিয় ব্লগার।

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৮

রামিসা রোজা বলেছেন:
কবিতায় অমন বালকের ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার
সবার কপালে তা হয়না । আর সেজন্যই হয়তো লাকি/
আনলাকি এ দুটো শব্দের সৃষ্টি হয়েছে।

সুন্দর মন ও পবিত্র ভালোবাসা মিশ্রিত কবিতায় বালক
বালিকার জন্য আশীর্বাদ ।

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১২

শিখা রহমান বলেছেন: রামিসা রোজা প্রায় মাস তিনেক পরে ব্লগে এসেই নতুন পাঠক হিসেবে আপনাকে পেলাম। মন্তব্যে মুগ্ধ ও অনুপ্রাণিত হলাম।

"কবিতায় অমন বালকের ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার
সবার কপালে তা হয়না । আর সেজন্যই হয়তো লাকি/
আনলাকি এ দুটো শব্দের সৃষ্টি হয়েছে।" ---- বালক ভাগ্যবান সে বিষয়ে কবির সন্দেহ নাই। :P

কবিতার সাথে পথচলায় আপনাকে স্বাগতম।
আশা করছি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো।

সুস্থ ও নিরাপদে থাকুন প্রিয়জনদের নিয়ে। শুভকামনা নিরন্তর।

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওহ্ ! আপনি অনেক আগে থেকেই কবিতা লেখেন, তাই না?

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৮

শিখা রহমান বলেছেন: দেশ প্রেমিক বাঙালী অনেক আগে থেকে লিখি কিনা জানি না। সময়ের স্কেলে বছর দেড়েক অনেক আগে থেকে কিনা কে জানে। তবে কবিতা ভালোবাসি আজন্ম সেটা নিশ্চিত।

মন্তব্যে কৃতজ্ঞতা রইলো। কবিতা কেমন লেগেছে জানা হলো না অবশ্য।

সুস্থ ও নিরাপদে থাকুন প্রিয়জনদের নিয়ে। শুভকামনা নিরন্তর।

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪১

ডঃ এম এ আলী বলেছেন:





মনের মাধুরী মিশিয়ে লেখা কবিতা পাঠে মুগ্ধ।
শব্দের প্রয়োগ, ভাষার কারুার্যময়তা ও
কবিতার শৈলী সকলই লেগেছে
ভাল । সবইতো ভাল, এমনকি
ছেলে মেয়েটির নির্মল প্রেম,
ভাললাগা সবই সুন্দর ।
তাই এ সংবিধিবদ্ধ
সতর্কীকরণ কি
শুধু পাঠকের
জন্যই :)

শুভেচ্ছা রইল

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:১২

শিখা রহমান বলেছেন: ডঃ এম এ আলী সুন্দর ও সুচিন্তিত মন্তব্যে ভালোলাগা ও মুগ্ধতা রইলো।

"শব্দের প্রয়োগ, ভাষার কারুার্যময়তা ও
কবিতার শৈলী সকলই লেগেছে
ভাল । " --- অনুপ্রাণিত হলাম।

"এ সংবিধিবদ্ধ
সতর্কীকরণ কি
শুধু পাঠকের
জন্যই :) ।" --- একদম তাই!! :)

সুস্থ ও নিরাপদে থাকুন প্রিয়জনদের নিয়ে। শুভকামনা নিরন্তর।

১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: চমৎকার কবিতাটির জন্য শুভেচ্ছা রইল।

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:১৩

শিখা রহমান বলেছেন: বিএম বরকতউল্লাহ পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।

সুস্থ ও নিরাপদে থাকুন প্রিয়জনদের নিয়ে।
শুভকামনা নিরন্তর।

১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:



আপনি কি ভালোবাসার শহরে বাস করেন?

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:১৫

শিখা রহমান বলেছেন: চাঁদগাজী "ভালোবাসার শহরে" বসবাসের সিদ্ধান্ত যার যার নিজের কারণ সবারই নিজের "ভালোবাসার শহর" আছে।

পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা সতত।

১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৫৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এরা সুখের লাগি করে প্রেম
প্রেম মেলে না,শুধু সুখ চলে যায়।
এমনি মায়ার ছলনা।
রবি ঠাকুর

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:১৮

শিখা রহমান বলেছেন: নুরুলইসলা০৬০৪ পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন। আমার লেখায় স্বাগতম।

"এরা সুখের লাগি করে প্রেম
প্রেম মেলে না,শুধু সুখ চলে যায়।
এমনি মায়ার ছলনা।" ---- সুখতো নিজেরটা নিজেই তৈরী করে নিতে হয়। কবিগুরু জানতেন যে মায়ার ছলনা ছাড়া বেঁচে থাকা কঠিন।

শুভকামনা সতত।

১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৯

কালো যাদুকর বলেছেন: দুর্বোধ্য ও অসামান্য আবেগময় কবিতা। ভাল লাগলো। ধন্যবাদ।

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২০

শিখা রহমান বলেছেন: কালো যাদুকর "দুর্বোধ্য" কি কবিতাটা? :( তবুও ভালো লেগেছে জেনে আপ্লুত ও অনুপ্রাণিত হলাম।

পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা সতত।

১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১৫

কল্পদ্রুম বলেছেন: আপনার একটি ছোটগল্প পড়েছিলাম বিড়াল নিয়ে৷খুব মজার ছিলো। এই কবিতাটাও ভালো লেগেছে।

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২৩

শিখা রহমান বলেছেন: কল্পদ্রুম "আপনার একটি ছোটগল্প পড়েছিলাম বিড়াল নিয়ে৷খুব মজার ছিলো।" --- মাস তিনেক আগে পোস্ট করা গল্পটা আমনার মনে আছে দেখে অভিভূত হলাম।

গল্প কবিতা কাব্যকথা সবই লেখা হয়। গল্প ও কবিতা দুটোই আপনার ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম।

পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। শুভকামনা নিরন্তর।

১৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৮

নেওয়াজ আলি বলেছেন: অনন্য, অনুপম লেখা I

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২৪

শিখা রহমান বলেছেন: নেওয়াজ আলি কবিতা আপনার ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম।

পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। শুভকামনা নিরন্তর।

১৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পড়ার পরেই ভাবি,
এটিই প্রেমের শ্রেষ্ঠ কাব্য-
হোক সময়ের দাবী।

নতুন নয় এ ভাবনা,
'তুমি' পাঠের সঙ্কট ঐ এক
ভাবনা ভেবে লাভ না।

তুমি মানেই অমর কিছু সৃষ্টি,
তুমি মানেই শব্দঘোরেই
খেই হারানোর লিস্টি।

তুমি মানেই আবার স্বপ্ন দেখা,
খুব বলা সেই পংক্তি আবার
নতুন করেই লেখা।

কোন শহরে কোন প্রহরে-
প্রশ্ন মেলা এ-ওর;
কেউ জানেনা কোন সে কুমার
ঐ শহরের মেয়র।

থাকুক না হয় গল্প কিছু গুপ্ত,
কাব্যে দুটি বাঁচুক সুখে খুব তো।

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩৩

শিখা রহমান বলেছেন: আমি বলি পাগলামি,
তুমি বলো ভালোবাসা,
আমি বলি বাদঁরামি,
তুমি বলো নেশা নেশা।

যখনই রাগ অভিমান,
তুমি বলো 'দাও ঠোঁট!'
চোখে নিয়ে বরিষণ,
আমি বলি 'ছোটলোক!'

কি তুমুল ঝগড়াঝাটি,
শ্বাসের শাসন নালিশ,
হেসে বলো খুনসুটি,
'এ খেলা চোর পুলিশ!!'

আদরের জলপ্রপাত,
আমি বলি 'ইশশ থামো!!'
তুমি যে ঝড়ের রাত,
প্লাবন হয়েই নামো।

আমি বলি ইমপ্রাক্টিক্যাল,
তুমি বলো রোমান্টিক,
ভালোবাসি অনন্তকাল
তুমি আমি ঠিক ঠিক!!

ছন্দের যাদুকর অসাধারণ ছন্দকবিতাটার জন্য ভালোবাসা ও শুভকামনা। ভালো থেকো ভালোবাসায় ছেলে!!

১৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৬

মা.হাসান বলেছেন: আম্রিকায় নাকি আর মানুষ নাই , সব করোনায় সাফ, খালি ট্রাম্প , বাইডেন কাকু আর তাদের উপদেষ্টারা আছেন।

আপনি কি জীবিত? নাকি পরলোক হইতে লিখিলেন?

আপনাকে দেখিয়া ভালো লাগিলো।

ছেলে গুলা নিয়মিত গোসল করেনা বলিয়া অনেক কবির কবিতা হইতেই গন্ধ বাহির হয়। আপনার কবিতার ছেলেটা অনিন্দ ছিলো।

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪০

শিখা রহমান বলেছেন: মা.হাসান আপনি আমার কবিতা পোষ্টে মন্তব্যে করিয়াছেন দেখিয়া আমিও দ্বিধাগ্রস্থ। 8-| আমি কি জীবিত? নাকি পরলোকে? B:-)

অনেকদিন পরে ব্লগে আসিয়া আমারও আপনাকে দেখিয়া ভালো লাগিলো। আমার কবিতার মানুষ অনিন্দ্য না হয়ে পারে? আমার মতো ভালো যে তাকে আর কেউ বাসেনি।

প্রিয়জনদিগকে লইয়া সুস্থ ও নিরাপদে থাকিবেন।
শুভকামনা নিরন্তর।

১৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০০

নেয়ামুল নাহিদ বলেছেন: একটানে পড়া গেলো। ভালো লেগেছে বেশ।

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪১

শিখা রহমান বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম।

পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা।
শুভকামনা নিরন্তর।

২০| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:২০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ইদানীং অবশ্য একটা রহস্য ধারাবাহিক নিয়ে ব্যস্ত থাকায় কবিতায় কম সময় দেয়া হচ্ছে।

বোন, রহস্য ধারাবাহিক টি কোথায় প্রকাশ করছেন? সামুতে কি পোষ্ট করবেন?

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৯

শিখা রহমান বলেছেন: রাজীব আগেতো রহস্য ধারাবাহিকটা লেখা শেষ করি। মাঝপথে লেখা ছেড়ে দেবার খারাপ অভ্যেস আছে আমার। :(

"বোন, রহস্য ধারাবাহিক টি কোথায় প্রকাশ করছেন? সামুতে কি পোষ্ট করবেন?" --- টাটকা পোস্ট দিচ্ছি আমার পেইজ " রূপালী মানবী" তে। দেখা যাক পরে সামুতে দিতেও পারি।

ফিরে এসে মন্তব্য করার জন্য ধন্যবাদ। শুভকামনা প্রিয় ব্লগার।

২১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:৪৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যে তাকালেই ভালোবাসা ঘাড়ে নিঃশ্বাস ফেলে চুমু দেয়,
..................................................................................
করোনার যুগে এমন ভালবাসা বিরল, চারিদিগে তো অর্থনীতির
মারপ্যাচঁ আর হাহাকার !!!
ভালো থেকো আর মাঝে মাঝে
জলন্ত শিখায় আলোকিত হোক
সামুর সংসার !!!

...................................................................................

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫২

শিখা রহমান বলেছেন: স্বপ্নের শঙ্খচিল সুন্দর ছবি ও কাব্যিক মন্তব্যে মুগ্ধতা রইলো।

"করোনার যুগে এমন ভালবাসা বিরল, চারিদিগে তো অর্থনীতির
মারপ্যাচঁ আর হাহাকার !!!" ---- করোনার যুগ বলেই যে ভালোবাসা আঁকড়ে ধরে থাকতে হয়।

ভালো থাকুন ভালোবাসায়। শুভকামনা সতত প্রিয় ব্লগার।

২২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভাষা শৈলী, শব্দের প্রয়োগ ও কারুকার্যতা সত্যিই মুগ্ধ করে। ভালোলাগা রইলো অনন্তর।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৪

শিখা রহমান বলেছেন: দেশ প্রেমিক বাঙালী "ভাষা শৈলী, শব্দের প্রয়োগ ও কারুকার্যতা সত্যিই মুগ্ধ করে।" --- মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।

আপনার মন্তব্যে একরাশ মুগ্ধতা ও ভালোলাগা রইলো।

ভালো থাকুন ভালোবাসায়। দেখা হবে অন্য কোন কবিতায়।
শুভকামনা নিরন্তর।

২৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০০

ইসিয়াক বলেছেন: আহা দারুণ একটা কবিতা, যদিও আমি আগেই পড়েছি। আবারও ভালো লাগা। দেরিতে মন্তব্যে আমার জন্য ক্ষমা প্রার্থনা করছি প্রিয় কবি।
শুভকামনা সবসময়।

২৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৪

কালো যাদুকর বলেছেন: হা একটু কঠিন টো বটেই।

২৫| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৫

মনিরা সুলতানা বলেছেন: ব্লগেই কেমন অনিয়মিত, তোমার লেখায় অনেক দেরিতে এলাম।
ভালোলাগা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.