নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি: কবিতা, প্রবন্ধ। প্রশংসা, নিন্দা- সবই ভুলে যাই।

সরওয়ার ফারুকী

লিখি।

সরওয়ার ফারুকী › বিস্তারিত পোস্টঃ

এ কোন কবিতা নয়

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:২৮

এ কোন কবিতা নয়-
সরওয়ার ফারুকি

অপূর্ব তোমার চোখ, মুখ, হাসি-
প্রথম যেদিন দেখেছিলাম লণ্ঠন আলোয়
সেদিন থেকেই ভালবাসি।

এখন তোমার ঘর-সংসার খুব ফিটফাট সে-ও
আমারও চারপাশ ঘেরা কত অভাজন-
কতশত ফাপড় বেঁধেছে দুজনা'র স্বজন!

তুমি আর নও সে তুমি
আমিও নই আর আমি
আমাদের কোল ভরা প্রাণ, প্রাণ ভরা বিনোদন, বিচিত্রে যায় রজনী।

বিগত কল্পকথা সচিত্র ফিতার মতো জাগে।
তুমিহীন কল্পের কারুকাজ, গল্পের খাতা মাঝে-
হেটে যেতাম অনন্ত আবেগে।

ঋতু বদলায়, ফাগুন আসে-যায়
আমাদের কত কথা ঝরে গেছে কালের তলায়।
ভেবেছো?
সেই পথ পীচঢালা হয়ে গেছে আজ-
দেখেছো?
স্কুল মাঠে অদ্ভুত এক দালান; বড় বিশ্রী তার রঙ-
শুনেছো?

চিটিপত্র এখন "সে কোন জনমের কথা!"
তোমার জন্যে হাটতে হয় না অন্তহীন মেঠোপথ।
কোমরে তাবিজ বাঁধা তাই! হনহন পায়ের গতি-
হায়! কেমন ছিল সে উন্মাদ; একপক্ষীয় পিরিতি!

লণ্ঠন উঠেছে শিকোয়,
আমার মেয়ে বলে "বাবা, লণ্ঠন কি?"
আহারে! লণ্ঠন আমার স্মৃতি, বাল্যের পিরিতি!

এ পত্র দীর্ঘ হবে না আর
তুমিও পড়বে না জানি
কত হর্ষ-বিমর্ষ খেয়ে নেয় কাল-স্রোতস্বিনী!

এ কোন কবিতা নয় প্রিয়,
যদি কোন ঘুরপথে ফিরে আসে লণ্ঠন-রজনি
একটু বসতে বলিও, আরেকটা হাসি দিও।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.