নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি: কবিতা, প্রবন্ধ। প্রশংসা, নিন্দা- সবই ভুলে যাই।

সরওয়ার ফারুকী

লিখি।

সরওয়ার ফারুকী › বিস্তারিত পোস্টঃ

আমার আপন

০৩ রা জুন, ২০১৬ রাত ১১:৪৬

আমারও কিছু গোপন অশ্রু আছে
আমার প্রাণেও দুখের প্রবাহ বয়,
যতো ফুল দেখো তুলতুল এই ঠোঁটে
সবকটি তার ফুল নয় ফুল নয়!

অগণন কাঁটা বিঁধে আছে চারপাশে
ঠোঁটের আড়ালে শক্ত দাঁতের মতো,
দশদিশি জুড়ে বিদ্যুৎ করে খেলা
বাউল বেণীতে ফণাদল উদ্যত।

যতো উন্মাদ ভেবেছো আমারে তুমি
তা'রো উন্মাদ বুকের বিরহ ভূমি,
নির্ঘুম আজো রাতের পেয়ালা হাতে
ভোরের খোয়াবে শুধুশুধু যাই চুমি।

ঘোরাঘুরি করি আজব রাতের দেশে
এ রাতের বুঝি শেষ নেই প্রিয়তম,
বহতা জীবন অন্ধকূপের তীরে
চারধার যার কেবলি আঁধার সম!

আমার বুকেও ব্যথা কিছু আছে নীল
ব্যথার তারারা বড়ো বেশি ঝিলমিল,
শুকনো হৃদয় দারুণ আহত কেঁদে
বড় হয়রান- হাসিও না খিলখিল।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৬ রাত ১১:৫৯

বিজন রয় বলেছেন: আমারও কিছু গোপন অশ্রু আছে
আমার প্রাণেও দুখের প্রবাহ বয়,
যতো ফুল দেখো তুলতুল এই ঠোঁটে
সবকটি তার ফুল নয় ফুল নয়!

এই প্রধমটুকু বেশি ভাল লেগেছে।

২| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১২:৩৪

শাহজালাল হাওলাদার বলেছেন: ভালো লাগলো।

৩| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১২:৫৩

মুসাফির নামা বলেছেন: চমৎকার কবিতা,দারুণ+

৪| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ২:৫৯

সরওয়ার ফারুকী বলেছেন: প্রেরণাদায়ক মন্তব্য। ধন্যবাদ বন্ধুগণ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.