নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি: কবিতা, প্রবন্ধ। প্রশংসা, নিন্দা- সবই ভুলে যাই।

সরওয়ার ফারুকী

লিখি।

সরওয়ার ফারুকী › বিস্তারিত পোস্টঃ

কয়লাক্ষর

০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৪:২৬

একটু উর্বর হও হে সুফলা - হাইব্রীড অঙ্কুরে নাচো
দেখো বেআব্রু হয়ে গেছে খোলসের আরক্তিম ভাঁজ।
উতলা বলয়ে ঢেলে দাও জৈবের উদগ্র নির্যাস
তিমি-র বমির কুমে দাওয়াইয়ের নিমক করে পান
আমাদের বসুন্ধরায় আনো- আনো তুমি নীহারির গান।

টেস্টটিউবের রন্ধ্রমুখে যে-বর্ণ উদগ্রীব হয়ে জ্বলে
সৃপি চলে তোমার কৈছালি বন্ধ্যাকেশর, রঙধনু ঠোঁটে।
খৈয়ামের নূর ঝরে আমাদের আঙিনায় সকাল-দুপুর
জমে আছে বাঙ্ময় উন্মাদ যুবক - অঙ্কুরে সঁপে দিতে প্রাণ
তারই স্বপ্নে বিভোর হে সুজলা - আমাদের সূর্যাভিযান!

ইলেক্ট্রোক্ষরে যে-বৃত্ত নৃত্য করে রোজ তারই তর্জমা এঁকো
সাবধানে পরখি ঐ মরিচ অধর দিও মিসরির লেপ।
এখনো যে যন্ত্রণা সমাধির ওপর ছাড়ে গান্ধিজবান
সৈকতে শুনি প্রিয় শিশিরের ধ্বনি এক মিনতিপ্রয়াণ
তোমার অথৈ খোপে তার কালি ঢেলে তোলো চন্দ্রীয় তান!

অ্যাটোমিকার্ষণে কেয়ামত রাঙে ঐ প্রণয়কলহকুঞ্জে
এইবার এঁকে দাও বর্ণফুলের ছায়া নূপুরের গায়।
সমাপ্তিশ্রবণে যদি প্রতীক্ষা পুড়ে যায় আবালের রূহে
খোয়াবনামার স্বরে ভর করে বাজে ঐ পুতুলের জান
আখেরে আধারকুমে তামাম প্রহর তো হবে মেহমান!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৪:৩১

বিজন রয় বলেছেন: ভাষার ব্যবহারে কিছু নতুন রূপ ভাল লেগেছে। আর কবিতার বিষয়বস্তু অনেক উঁচুমানের হয়েছে।
++++

২| ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

সরওয়ার ফারুকী বলেছেন: উচ্চাঙ্গের মন্তব্যে ভাল লাগল বিজন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.