নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি: কবিতা, প্রবন্ধ। প্রশংসা, নিন্দা- সবই ভুলে যাই।

সরওয়ার ফারুকী

লিখি।

সরওয়ার ফারুকী › বিস্তারিত পোস্টঃ

গাধা-গদি

০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১১

গাধা যদি কাবা ঘুরে আসে সাতবার
হাজী না হইবে গাধা হক কথা সার!- শেখ সাদী
আলহাজ্ব আবুজেহেল, আবুলাহাব, উৎবা, শায়বা সবাই হাজী ছিল! এমনকি আল্লাহর রাসুলকে মক্কা থেকে তারাই বের করে দিয়েছিল!
পৃথিবীতে কতো নবী, কতো রাসুল, গউস-কুতুব গুজরে গিয়েছেন যারা কাবা-র গিলাফ স্পর্শের সুযোগ পাননি। বিপরীতে শত-সহস্র আবুজেহেল, জল্লাদ, মোনাফেক কাবা-র গিলাফ ধরেছে, হাজরে আসওয়াদ চুমু খেয়েছে, অনেক অশ্রু ঝরিয়েছে!
আল্লাহর রাসুল (সঃ) এমনি একজনের ক্রন্দন দেখে বলেছিলেন, কিভাবে ওই কান্না আরশ পর্যন্ত পৌঁছবে: যার আপাদমস্তক হারামে ঢাকা!
আল্লাহর রহস্য বুঝা মানুষের সাধ্যে কুলায়?
ইবরাহিম তশ্না (রঃ)র গানের একটি কলি এমন, যেখানে তিনি প্রশ্ন করেছিলেন,
'নমরুদের রাজ মিলে খলিল ভিখারি,
কে বুঝিতে পারে তোমার কুদরতের শান রে
তুমি হান্নান মান্নান বন্ধু রে-।"
আহ! যিনি আল্লাহর খলিল সেই নবী ইবরাহিম অগ্নিকুণ্ডে! আর যে আল্লাহর শত্রু সে নমরুদ পেলো তখতেতাউস!
যে আল্লাহর বিধান জমিনে কায়েম করতে চায়, সে ফাঁসির দড়িতে ঝুলে! আর যে ওয়ারিছুন্নবীদের ফাঁসিতে ঝুলায় সে কাবা-র গিলাফ ধরে কাঁদে!

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

লক্ষ্মীছেলে বলেছেন: আল্লাহর রাসুল (সঃ) এমনি একজনের ক্রন্দন দেখে বলেছিলেন, কিভাবে ওই কান্না আরশ পর্যন্ত পৌঁছবে: যার আপাদমস্তক হারামে ঢাকা।

কাবা ছোঁয়ার আগেই বিঁধির কাছে পৌঁছে যায় প্রবিত্র দিলের কান্না, যে হারাম থেকে মুক্ত। ভালো থাকুন কবি সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.