নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি: কবিতা, প্রবন্ধ। প্রশংসা, নিন্দা- সবই ভুলে যাই।

সরওয়ার ফারুকী

লিখি।

সরওয়ার ফারুকী › বিস্তারিত পোস্টঃ

বক্ষবাক

২০ শে জুন, ২০১৬ রাত ২:৪১

কেমন তুমি গো জানালার ধারে বসি
হাতের আদরে কাগজের ফুল বুনো,
বাসি কাগজের পানসে পাপড়ি হায়
ধরবে কি আর হৃদয়ের ব্যথা কোনো?

দিন চলে গেছে খুয়ে গেছে শীতরাত
মোটেও শোনে নি নিহত মনের কথা,
জানালায় বসে বৃথা করো গুনগান
মৃত প্রান্তরে বৃথা ঝাড়ো আকুলতা!

বাতাসের ফাঁকে শুকায় শোকের ধারা
কেন আনমনা দূরের প্রহেলী ফাঁদে!
বিদেশের পাখি বিদেশি প্রেমের মোহে,
হায় অভাজন! সুদূরেই বসে কাঁদে!

আঁধারের সাথে মিতালি পেতেছো সই
আমার বুকেতে আলোর নহর বয়
দূরের ফাঁদেরে যতই আদরে বাঁধো
প্রতারিতা চাঁদ জানিও প্রেয়সী নয়!

কামনার বানে হাজার সাগরে আজ
তুলেছি তুফান তবুও পাই না তাঁজ,
অতল পাথরে বৃথা আঁকি যতো ফুল;
সে তো ফুল নয় পাঁজরেরি কারুকাজ!

কেমন তুমি গো জানালার ধারে বসি
ভখিল প্রাণের খোয়াবে দুয়ার খুলো,
এ বুকের বাগে রুহের মাদুরী সই
এসো আনমনা! দুজনা'র কথা কই।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৬ সকাল ৭:১৭

বিজন রয় বলেছেন: আঁধারের সাথে মিতালি পেতেছো সই
আমার বুকেতে আলোর নহর বয়
দূরের ফাঁদেরে যতই আদরে বাঁধো
প্রতারিতা চাঁদ জানিও প্রেয়সী নয়!

চাঁদ প্রতারিতা হয় কিভাবে।
কবিতায় ++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.