নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি: কবিতা, প্রবন্ধ। প্রশংসা, নিন্দা- সবই ভুলে যাই।

সরওয়ার ফারুকী

লিখি।

সরওয়ার ফারুকী › বিস্তারিত পোস্টঃ

চাক্কুলারিজ্যাম

০৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৮

ছ্যাকুলারিজ্যামে আটকে পড়া ছানা যখন অবমুক্ত হয় তখন তার কোনো পরিচয় থাকে না। বেওয়ারিশ এসকল পোনার ঔরসেই জন্ম নেয় আই.এস.এস, দায়ুশ, জেম্বি অথবা লাওয়ারিশ জঙ্গিপাল ।

এরা গতরের পড়া শিখে, কাপড়ের পড়া শিখে, ভোগের তছবি টিপে। এরা রূহের খবরে বেখবর, ত্যাগের মহিমায় শূন্য; এরা অশ্রুবিন্দু চিনে না, উপবাসী উদরের পরিচয় পায় না, ভাবের পাঠ পড়ে না।

হাটতে এরা হাত নাড়ায়, এদিকওদিক টিপ মারে, চামড়ায় কুত্তা-কুত্তির চিত্র আঁকে, চলতে চলতে হাবিজাবি আওয়াজ করে, বন্য গোটাগোটা গায়ে বাঁধে আর ভাবে 'স্মার্ট হলুম' !

হৃদয়ের সাথে সম্পর্কহীন এরা ভোগের পণ্যে ঘাটতি পেলে মা-বাবার গলায় চাক্কু বিঁধে, নেশায় বুঁদ এরা নিরপরাধের উপর গ্রেনেড ছুঁড়ে ছুঁড়ে জীবনের খেলাঘর থেকে হারিয়ে যায় !

'নারী' এদের কাছে কেবলি এক মাংসখণ্ড; একখণ্ডের পরে আরেকখণ্ডে খাবলা মারে, মজলিশি আয়োজনে হৃৎপিণ্ডে দাঁত বসায় খিলখিল হাসে, উৎসব শেষে নালা-নর্দমায় ছুঁড়ে ফেলে, সেঞ্চুরিয়ানি আনন্দে আকাশ-বাতাস নাড়ায়, জিভে জিভে হালুয়া বিলায় ।

গুরু-শিষ্যের প্রাচীন ধারণার থুতে লাথি মেরে 'বিপ্লবী' ভাবে । নির্দেশনার খেলাফ পথে কেউ তাকালে চোখ খুলে নেয়, হাতে 'পা' ধরিয়ে দেয়, গুরুপাছায় ফ্লাইং-কিক মেরে বৃষ্টিস্নান করায়।

এদের মর্জিমাফিক চলতে শেখার প্রচেষ্টা আম-জনতার নিত্যদনের ধ্যান। এদের খুশিখুশি ভাব দেখতে পারা আম-পালের জীবনের একমাত্র খাব, একটু এদিকওদিক হলে ওরা পেটের-ধন গ্যান্থিরাঘাতে খুলে আনে, অসহায় মায়ের চোখ পীচপথে হাবুডুবু খায় ।

এরা পিপাসী,
সমুদ্রবক্ষে ওরা ভুল-জল ভুল ভাবে খুঁজে ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

সেলিম৮৩ বলেছেন: অক্সফোর্ড ডিকশনারী দেখুন।
The man who has no religion means secularist.
সুতরাং চাক্কুলারিজ্যাম মাষ্ট বি বেওয়ারিস।

২| ০৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

সরওয়ার ফারুকী বলেছেন: সত্যে সহমত পাওয়া আনন্দের। ধন্যবাদ ভাই

৩| ০৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

SwornoLota বলেছেন: আজকাল বুদ্ধু-জীবি মাত্রেই কড়া মাত্রায় "ছাক্কু"

৪| ০৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১১

ক্যামেরার প্রতিবাদ বলেছেন: যতশব আজাইরা প্যাচাল। এসবে লাভ কি সৌদি কি টিকিট ফ্রি করে দিব নাকি তুরস্ক?

৫| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩৩

নোমান প্রধান বলেছেন: ভালো বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.