নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি: কবিতা, প্রবন্ধ। প্রশংসা, নিন্দা- সবই ভুলে যাই।

সরওয়ার ফারুকী

লিখি।

সরওয়ার ফারুকী › বিস্তারিত পোস্টঃ

লুট হয়ে গেছে

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০৫

লুট হয়ে গেছে প্রাণ,
লুট হয়ে গেছে ঝরাপাতা ঝিঁঝিঁ পোকা কাজল রেখার গান
লুট হয়ে গেছে চরের পাখি ছলাৎছলাৎ কূলের বধূ
চৈত্র-দুপুর প্রাচীন পুকুর রাখল ঠোঁটের মাতাল মধু।

কাস্তেচরা চখাচখি ধবল ঘুঘু টুনটুনি
লুট হয়ে গেছে কানকুয়া প্যারাশুমচা বুলবুলি
লুট হয়ে গেছে রাঙামানিক শালিক ধনেশ শঙ্খনীল
গঙ্গাকৈতর কোয়েল দোয়েল ময়না-চড়ুই গাঙচিল
শ্বেতকাঞ্চন সর্পগন্ধা ধুতরা বেগুন জারুল ফুল
লুট হয়ে গেছে হিজল করচ গামার গদা চুন্দুল ।

বংশী বুনা খামি লুসাই মারমা মনিপুরী
লুট হয়ে গেছে টিপরা গারো উসাই খিয়াং হরি
কোঁচ খাসিয়া চাক পাহাড়ি রাখাইন ত্রিপুরা
লুট হয়ে গেছে মুন্ডা মুরং ওঁরাও উরুয়া
ছন্দ গন্ধ ভৈরবীরাগ পাহাড়িয়া ঝর্না-ঝড়
লুট হয়ে গেছে কিচিরমিচির নৃ-কিশোরী বনজ-ঘর ।

লুট হয়ে গেছে রেশমি রুমাল বাঁশের লাটি খুরের ঢেউ
লাল পবনের উথল থুতে মজনু শাহের ফকির কেউ
শাহজালালের জঙ্গি আজান, বালাকোটের লাল নিশান
লুট হয়ে গেছে পলাশীরবন সিরাজশাহী শিরস্ত্রাণ
সুঁই-জবানি দর্জি মেহের দুদু শাহের তর্জনী
লুট হয়ে গেছে বখতিয়ারের লাল তাগড়াই শেরোয়ানি।

শীতলপিটা চিরলপাঠি মাঘ-ফাগুনের গাঁও
কলার ভেলা, যাত্রাপালা ময়ুরপঙখী নাও
লুট হয়ে গেছে বিলের ধারে পরীবিবির নাওয়া
লুট হয়ে গেছে অ আ সোনার বাংলা গাওয়া
লুট হয়ে গেছে দেশ
সব শেষ সব শেষ
লুট হয়ে গেছে তোমার আমার সোনার বাংলাদেশ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১১

বিজন রয় বলেছেন: অসাধারণ!! মন ভরে উঠল।

বাংলা প্রকৃতি।

২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১:৪২

সরওয়ার ফারুকী বলেছেন: আপনাকে ধন্যবাদ

২| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫৯

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার

২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১:৪২

সরওয়ার ফারুকী বলেছেন: কৃতজ্ঞতা জানাই

৩| ২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৩১

মাকার মাহিতা বলেছেন: সত্যিকথা বলতে কি, আমি সামু তে প্রায় এর প্রতিষ্ঠালগ্ন থেকে, ব্লগ মানে সামুতেই আমি ডু মারি,অন্য কোন ব্লগ আমার তেমন ভাল লাগে না। যাই হোক, প্রথম দিকে সামুতে অনেক কবি,লেখক দের আনাগোনায় ভরপুর হয়ে থাকত। কিন্তু এখন ভাল কোন কবি বা লেখক কে কদাচিৎ মেলা ভার । এরই ধারাবাহিকতায় আর সামুতে অনেকক্ষণ ধরে বিচরণ করলাম। অবশেষে সামুর ৪ নং পাতায় আপনার মত একজন গুণি কবি কে পেয়ে গেলাম। আপনার এই কবিতাটা আমার হৃদয়ে নাড়া দিল। যার ফলশ্রুতিতেই আমার এই লেখার অবতারণা। সত্যিই অনেক ভাল লিখেছেন আপনি...!

ভাল থাকুন সবসময়, আরও ভাল লিখুন, এই প্রত্যাশায়...(মাকার মাহিতা)

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৫

সরওয়ার ফারুকী বলেছেন: আপনার এমন মন্তব্যে লিখাটি সার্থকতা পেল। কৃতজ্ঞতা জানাই মাকার মাহিতা

৪| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:০১

fa siam বলেছেন: বেশ ভাল লাগল

৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২৯

সরওয়ার ফারুকী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.