নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি: কবিতা, প্রবন্ধ। প্রশংসা, নিন্দা- সবই ভুলে যাই।

সরওয়ার ফারুকী

লিখি।

সরওয়ার ফারুকী › বিস্তারিত পোস্টঃ

মানবধর্ম

০৭ ই নভেম্বর, ২০১৬ ভোর ৪:৫৭

ধর্মই তো মানুষকে 'মানুষ' ঘোষণা করেছে, ধর্মই মানুষকে 'সৃষ্টির শ্রেষ্ঠ জীব' ঘোষণা করেছে। যারা আগবাড়িয়ে, ধর্মকে এড়িয়ে 'মানবধর্ম' নামে আরেকটা ধর্ম খাড়া করে; তারা তো ছাগলের সতেরো নম্বর বাচ্চার মতো। তাদের প্যাঁদাপ্যাদিতে আপ্লুত হওয়ার কিছু নেই।

'আমি হিন্দু/মুসলমান/বৌদ্ধ-/খ্রিস্টান অথবা মানুষকে ধর্মের নামে ভাগাভাগি করি না, মানুষকে মানুষ হিসেবে দেখি' বলে চটকদার ডায়লগ ছুঁড়ে, তারা প্রকারান্তরে ধর্মকে অস্বীকার করে। তারা বুঝাতে চায়, ধর্ম মানুষের নিরাপত্তা বিঘ্নিত করেছে, তিনি এবার মানবতাকে উদ্ধারের মহান দায়িত্ব নিয়ে নাজিল হয়েছেন! এদের চুটকির চেয়ে মহামূল্যবান অমৃত আমার রয়েছে বলে শরাবিদের চুটকিতে মগজ মোচড় দিয়ে ওঠে না।
ধর্মই আমাকে শিক্ষা দেয় 'বাড়াবাড়ি না করতে', 'ফাসাদ হত্যার চেয়ে জঘন্য', 'নিরপরাধের হত্যা সমগ্র মানবের হত্যাতুল্য'। ধর্মই আমাকে শিক্ষা দেয় 'সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠের আমানত', 'মানুষের ওপর ইহসানের' । নরম দিল, অশ্রুপূর্ণ চোখ, সহাস্যমুখ অথবা আল্লাহর ভয়ে কম্পিত হৃদয়- এসব তো ধর্মেরই শিক্ষা।

ওরা যারা সিগারেটের ধোয়া ছুঁড়তে ছুঁড়তে, এস্তেঞ্জাহীন নাপাক প্যান্ট পরে 'ভাবধরা ধর্ম' উৎপাদন করে, তারাই মানবজাতির জন্যে বেশি হুমকিদায়ক।

'মানবতাবাদী ধর্মের আবিষ্কারকদের চেয়ে মানুষের স্রষ্টার ধর্মই মানুষের জন্যে অধিক কল্যাণকর।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:৪৭

সম্রাট৯০ বলেছেন: ধর্ম নিয়ে বলতে গেলে অনেক বেশি স্মার্টনেস দরকার হয়,প্যাশেন্ট থাকতে হয়, ধর্মের সাথে কোন রুক্ষতা যায়না, একটা নরম কোমল অনুভুতি নিয়ে বলতে হয়, নিজেকে একদম সহজ সুন্দর করে অন্যের চোখে তুলে ধরতে হয়, উপস্থাপণায় থাকতে হবে মাধুর্য্যতা।

ভালো থাকবেন

২| ০৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: আজকে যারা নাসির নগরে আগুন নিয়ে খেলছে তারা তো ধর্মীয় লোক, কিন্তু মানবতার জয়গান যারা গায় তারা এমনটি কখনো করতে পারবেনা........সুতরাং আমি অবশ্যই বলবো সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই।

কবি নজরুলের আরো একটা চরণ আমি গাইতে চাই......... মূর্খরা সব শোন/ মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.