নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি: কবিতা, প্রবন্ধ। প্রশংসা, নিন্দা- সবই ভুলে যাই।

সরওয়ার ফারুকী

লিখি।

সরওয়ার ফারুকী › বিস্তারিত পোস্টঃ

ছমছম

২২ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০৮

খুলির বেণিতে ফেনফেন ঘুরে আখাটা জবান
কুকুরের কীড়া মগজের মাঠে ঘেউঘেউ করে
উথলায় চোখে অগ্নিগিরির বেশুমার ক্ষত,
আর কত ভাড়া খাটাবি আমায় কাফ্রির মতো !

শেয়াল-করোটি বধ্যের খাবে খামচায় খিমা
শত তম্বুরা কুত্তার ঠোঁটে দুমদুম নাচে
সুশীল ঠোঁটের বর্ণধ্বনিতে বেশ্যার স্বর,
আদুমচুদুম আর নয় ওরে বিজাতি বাঁদর ।

দূর হও শালা চিলতে হাসির কুশীল কপোত
ধুতরা ফুলের আউলে মাতাল চিত্র আমার
মাছির থাবায় নড়ে ওঠে ওই প্রসাদ-প্রবাল,
বেনামি লুটের আড্ডাখানায় আর কতকাল ?

এবার না হয় খবিশের মতো অভ্যেস হলো
নষ্ট গন্ধে আবার না হয় জালিম হলাম
জঙ্গি খুরের খাবলায় যদি নাচে জঙ্গল,
কুকুরের মতো ছুটবো তড়িৎ ছুটাবো যুগল ।

পুরাণ বাণীর মনকাড়া সুর নড়বে না রূহে
উষ্ঠা মেরেছি কোমল কাঁথার আদিম আদরে
মাছুম দিনের খোয়াবে মাতাল পোয়াতির ঘর,
চোয়ালের নিব দোজখের জিভ পুড়াবে শহর ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.