নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব তাহা বিশ্বাস করিব কিরুপে! উহা ছিলনা, আবার থাকিবেও না।তাহা হইলে বলিবার আর কিইবা বাকি রহিল!

শাব্দিক হিমু

অদ্ভুত সত্যের মুখোমুখি!

শাব্দিক হিমু › বিস্তারিত পোস্টঃ

ভালো আছি!

০১ লা নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৪

হৃদয়ের সমাধিভূমির মিনারে দাড়িয়ে
সজ্ঞানে, সুস্থ মস্তিস্কে, অন্যের বিনা প্ররোচনায়
আমি স্বইচ্ছায় বলতে চাই-
"ভালো আছি"।



নোনতা জলের স্রোত শুকিয়ে
চোখদুটোয় যখন চৈত্রের খরা
একটু কান পাতলেই শুনতে পাওয়া যায়
বুকের বামপাশ থেকে টুপটাপ রক্তক্ষরনের শব্দ।
জীবনের সবগুলো স্বপ্ন যখন ভুমিকম্পে ধ্বস নামে,
তার নিচে চাপা পড়ে কাতরাতে থাকে
শেষ বেঁচে থাকার সম্বলটুকুও,
সেই ধ্বংস স্তুপের উপরে হেলান দিয়ে বসে
দামি সিগারেটের প্রথম ধোঁয়াটা ছাড়তে ছাড়তে
সজ্ঞানে, সুস্থ মস্তিস্কে, অন্যের বিনা প্ররোচনায়
আমি স্বইচ্ছায় দৃঢ় কন্ঠে বলতে চাই -
"ভালো আছি"।

আমি বিয়োগের অংক কষতে চাই যোগে,
জীবনের হিসেবে যত শুন্যই জমা হোক
তার বামপাশে ঠিকই বসাবো একটি সংখ্যা,
ডায়রীর শেষ পাতাটায় যখন লিখতে হবে
হারিয়েছি, হারিয়েছি, হারিয়েছি,
সব হারানোগুলোর ধোঁয়াউঠা সন্ধার বুকে মাথা রেখে,
সজ্ঞানে, সুস্থ মস্তিস্কে, অন্যের বিনা প্ররোচনায়
আমি স্বইচ্ছায় চিৎকার করে বলতে চাই -
"ভালো আছি"।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ৮:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: টাইপো আছে।

০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৯

শাব্দিক হিমু বলেছেন: ঠিক করে ফেলবো ;)

২| ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ৮:২৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতা মন্দ লাগেনি।

০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১১:০১

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ। :)

৩| ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: হারিকেনটা বেশ ভালোলেগেছে।

২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৩০

শাব্দিক হিমু বলেছেন: হারিকেনের আলোয় আলো খুঁজে ফেরা ;)

৪| ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ৯:০৬

খায়রুল আহসান বলেছেন: ভাল থাকুন!
হৃদয়টা সমাধিভূমি হলো কবে? সমাধিভূমির উপর কি কোন দাঁড়ানোর মত মিনার থাকে?

০৩ রা নভেম্বর, ২০১৬ ভোর ৫:১০

শাব্দিক হিমু বলেছেন: হৃদয়টাই তো সবচেয়ে বড় সমাধিভূমি। এখানেই কবর দিতে হয় কত রকমের কষ্ট, দুঃখ, যন্ত্রনা। আর হ্যা, সমাধিভূমির মিনার থাকে। সেই সমাধিভূমি যদি হয় হৃদয়। আমরা হাজারো কষ্ট চাপা দিয়ে সেই আশা/স্বপ্ন/প্রত্যাশার মিনারে দাড়িয়ে নতুন করে বাঁচতে সামনে এগিয়ে যাবার শপথ নেই।

৫| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১:১৭

ভ্রমরের ডানা বলেছেন:



দামি সিগারেটের প্রথম ধোঁয়াটা ছাড়তে ছাড়তে
সজ্ঞানে, সুস্থ মস্তিস্কে, অন্যের বিনা প্ররোচনায়
আমি স্বইচ্ছায় দৃঢ় কন্ঠে বলতে চাই -
"ভালো আছি"।



অ্যান্ড প্লিজ বি লাইক দিস। অলওয়েজ পজিটিভ। বি হ্যাপি হুয়াট ইউ আর্ন!


ইউ অ্যান্ড ইয়োর ওয়ার্ডস আর হারমোনিয়াস। আই এম আ ফ্যান অফ ইউ। নাইস রাইটিং। কিপ গোয়িং। ইউ হ্যাভ মি ইন ইয়োর ইচ পয়েট্রি। আই লাভ অল অফ ইট।


গুড লাক।,ডোন্ট মাইন্ড। গুড নাইট এগেইন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.