নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব তাহা বিশ্বাস করিব কিরুপে! উহা ছিলনা, আবার থাকিবেও না।তাহা হইলে বলিবার আর কিইবা বাকি রহিল!

শাব্দিক হিমু

অদ্ভুত সত্যের মুখোমুখি!

শাব্দিক হিমু › বিস্তারিত পোস্টঃ

১০ বছর ১০ মাস পর ব্লগে ফেরা! B-)

০১ লা নভেম্বর, ২০১৬ রাত ৮:১৩


শুরুটা সেই প্রায় ১১ বছর আগে। বলতে গেলে সামুর শুরুর সময় থেকে। তবে কোন এক ভৌতিক কারনে হারিয়ে যাওয়া। ফিরে আসাটাও দৈব চক্রে। ব্লগের বয়সকালটা দেখে ১০ মাস ১০ দিনের কথা মনে পড়ছে !:#P
নিয়মিত থাকার ইচ্ছে।

মন্তব্য ৩৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ৮:২৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: স্বাগতম

০১ লা নভেম্বর, ২০১৬ রাত ৮:২৬

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ চৌধুরী সাহেব। চলতি পথে আশাকরি পাশে পাবো।

২| ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ৮:৩১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পাশে থাকার চেষ্টা করব।

৩| ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: পূণর্জন্ম

০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ২:২১

শাব্দিক হিমু বলেছেন: তা বটে :)

৪| ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: মানে হল ১০মাস ১০ দিন নয় ১০ বাছর ১০ মাস! :-B

০১ লা নভেম্বর, ২০১৬ রাত ৯:২৭

শাব্দিক হিমু বলেছেন: সংখ্যাটাতো এক ;)

৫| ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৭

হাতুড়ে লেখক বলেছেন: হঠাৎ ভূতেরা কি মনে কইরা ছাইড়া দিলো মহাশয়কে? ;)

সু-স্বাগতম। পোষ্টের সংখ্যা বাড়তে থাকুক। B-)

০১ লা নভেম্বর, ২০১৬ রাত ৯:২২

শাব্দিক হিমু বলেছেন: ছেড়ে দিলোতো। তবে একই নীড়ে ফিরে আসা সহজ ছিলনা। সামু কতৃপক্ষের সহোযোগিতা সত্যিই প্রশংশনীয়।
আর হ্যা, পোষ্টের সংখ্যা বাড়বে ইনশাল্লাহ।

৬| ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৯

অবনি মণি বলেছেন: স্বাগতম !

০১ লা নভেম্বর, ২০১৬ রাত ৯:১৮

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ, পথিককে পথ এগুলোতে অনুপ্রেরণার জন্যে।

৭| ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৬

জয়িতা জামান বলেছেন: ওয়েলকাম।

০১ লা নভেম্বর, ২০১৬ রাত ৯:১৬

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ।
নির্মল - সুন্দর দিনের প্রত্যাশা।

৮| ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ৯:০৪

প্রামানিক বলেছেন: স্বাগতম

০১ লা নভেম্বর, ২০১৬ রাত ৯:১৪

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ। পথ চলা হোক জ্ঞানের সম্মৃদ্ধ ধাঁরায়।

৯| ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ৯:১০

সুমন কর বলেছেন: এবার কি নিয়মিত হবেন ?

০১ লা নভেম্বর, ২০১৬ রাত ৯:১২

শাব্দিক হিমু বলেছেন: পুরোদমে নিয়মিত হবার ইচ্ছে। গুনিজনদের পাশে থাকার প্রচেষ্টা আর কি :)

১০| ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ১০:০৪

আহমেদ জী এস বলেছেন: শাব্দিক হিমু ,



এই থাকার ইচ্ছেটা যেন স্থায়ী হয় ।
স্বাগতম ।

০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ৭:৫৯

শাব্দিক হিমু বলেছেন: ইচ্ছেগুলো মরে যায় উচিতের বেত্রাঘাতে। ইচ্ছে যে আছে ১৬ আনা।

১১| ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ১০:০৫

চাঁদগাজী বলেছেন:




ব্লগিং জগতের বিস্ময়!

০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ২:১০

শাব্দিক হিমু বলেছেন: তা বটে ;)

১২| ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ৩:৩০

রক্তিম দিগন্ত বলেছেন:
১০ বছর ১০ দিন পর ব্লগে নিয়মিত হবার ইচ্ছা?
খাইছে! যাই হোক - ১০ বছরের মাঝেই তো ইচ্ছাটা আসলো। এটুকুই যথেষ্ট।

যাই হোক - সামুর সবচেয়ে পুরোনো আইডিগুলোর একটা আপনার। আপনি এতদিন ব্লগে আসেন নাই কেন?

০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ২:১৪

শাব্দিক হিমু বলেছেন: লেখক হিসেব হ্য়তো ছিলাম না, তবে পাঠক হিসেবে ছিলুম। সামু কতৃপক্ষের অকৃত্রিম সহোযোগিতায় আইডি খানা ফেরত পাওয়া। তা না হলে হয়তো আসাটাই হয়ে উঠতো না। :)

১৩| ০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ৭:২৭

নিরব জ্ঞানী বলেছেন: পাইছি, পাইছি, আমার থেকেও বড় কুঁইড়া পাইছি ( সরি ভাইয়া, একটু দুষ্টামি করলাম)।

০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ২:১৮

শাব্দিক হিমু বলেছেন: আরেহ ব্যাপার না। আমি অলসই বটে। ক্রিয়েটিভ লোকজন একটু অলস হয় ;)

১৪| ০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন: নিয়মিত হোন। শুভকামনা।

০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ২:২২

শাব্দিক হিমু বলেছেন: উৎসাহের জন্য ধন্যবাদ।

১৫| ০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ফিরে আসায় স্বাগতম।

ফিরে আসাটা যেন স্থায়ী হয় আগের মতো অস্থায়ী হলে চলবে না।

২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১:২৬

শাব্দিক হিমু বলেছেন: নিয়মিত থাকার চেষ্টা করছি ।
ধন্যবাদ।

১৬| ০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৬

এস এম ওবায়দুল্লাহ তানযিম বলেছেন: পোষ্ট পড়ে ভালো লেগেছে ।

১৭| ০২ রা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

এডওয়ার্ড মায়া বলেছেন: সামু কতবার হ্যাক হইছে -সেই ঐতিহাসিক ঘটনা গুলো আপনার কাছে জানতে পারব !

১৮| ০২ রা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

সাহসী সন্তান বলেছেন: গত দশ বছর দশ মাসে মাত্র ১টা পোস্ট!! =p~ ক্যামনে কি? আপনি তো ভাই রেকর্ডবুকে নাম লেখাইয়া ফেলাইবেন! মাল্টি নাকি? আমি তো আবার কোন কিছুকেই চট করে বাতিল করে দিতে পারি না! ;)

তবে সবার মত আশা রাখবো এখন থেকে নিয়মিত হবেন! না হইলে আমার কমেন্ট ফিরাই দিয়ে যাইয়েন! অনিয়মিত কারো পোস্টে মন্তব্য করে তো আমি আমার মূল্যবান একটা কমেন্ট বিফলে যেতে দিতে পারি না! :P

শুভ কামনা!

১৯| ০২ রা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: উরিব্বাস!!!

সেই একদেশে ছিল এক রাজা আর এক ছিল রানীর আমল ;) এর লুক

অনেক অনেক ভাল লাগল ফিরতে দেখে। অভিনন্দন শুভ প্রত্যাবর্তনে...

২০| ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৪

খায়রুল আহসান বলেছেন: প্রত্যাবর্তনে সুস্বাগতম! নিয়মিতভাবে সামুর ঘরে উঠতে থাকুক আপনার চিন্তার ফসল।
আমিতো এখানে আছি মাত্র ১৪ মাস। ১০ বছরের কথা চিন্তাও করতে পারিনা।
১১ নং মন্তব্য আর ১০ নং প্রতিমন্তব্য ভাল লেগেছে- 'লাইক'।

২১| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:

আপনার আগমনে জুনিয়র ব্লগারগন আশাকরি সুস্থ পরিবেশ বজায় রেখে সমপ্রতিযোগিতায় নিজেদের অবস্থানকে সুসংহত করতে পারবে সেই সাথে সকলে ফ্লাডিং বা এক্সপোজড হওয়ার হাত থেকে নিস্তার পাইবে। আমরা আশা করছি যে আপনার সামনের দিনগুলিতে সামুর বিচরণ ক্ষেত্রে একজন বিচক্ষণ, বিবেচক ও বৎসল সহব্লগার পাব।



আপনার আগমনী শুভেচ্ছা!

;)

২২| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৫

গেম চেঞ্জার বলেছেন: সব অলস লোক ক্রিয়েটিভ না, সব ক্রিয়েটিভ অলস না তবে বেশিরভাগ ক্রিয়েটিভই অলস!


চামে একটা বাণী খেইচ্চা দিলাম! ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.