নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব তাহা বিশ্বাস করিব কিরুপে! উহা ছিলনা, আবার থাকিবেও না।তাহা হইলে বলিবার আর কিইবা বাকি রহিল!

শাব্দিক হিমু

অদ্ভুত সত্যের মুখোমুখি!

শাব্দিক হিমু › বিস্তারিত পোস্টঃ

অনুভূতির বিশ্রাম!

০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৫১

শুনতে পাচ্ছেন? এইযে! কেউ কি আছেন?
আমি পথিক। একটু আসবেন এদিকে?
আমি একটু বিশ্রাম নেব। আমার বোঝাটা নামিয়ে দিন না।
বড্ড ভারি লাগছে। আর পারছিনে।
দয়া করে একটু ধরুন। আমার বিশ্রাম দরকার।

- মাথার উপরে, কাঁধে এগুলো কি?
অনুভূতি! অপ্রাপ্তির, কষ্টের, স্বপ্ন ভাঙার, অবহেলার, হারানোর!
একটু ধরুন না, আর চলতে পারছিনে, এবার একটু বসি।
পা দুটোতো একবারে অবশ হয়ে এলো, মেরুদন্ড চিন চিন করছে।
বোজাটা ধরে নামিয়ে দিন না, প্লিজ।

- কতদুর থেকে এসেছি?
ঘড়ির কাটার সেকেন্ড, মিনিট, ঘন্টা পেরিয়ে সেতো অনেক পথ,
সঠিক হিসেবতো দিতে পারবোনা। ধরে নিন জীবনের দুরত্ব!

- এতো ভারি বোজা নিয়ে কেন পথ চলছি?
কে নেবে বলুন। এগুলোতো আমার, আমাকেই বইতে হবে।
সব দায় ভার কাঁধে তুলে নিয়েছি। হারিয়েছি, তবে হারতে শিখিনি!
বিলিয়েছি অকাতরে, ভালোবাসাকে জেতাতে, মনকে প্রশ্রয় দিতে
সব হিংসে, রাগ, অনুশুচনার উপরে।

অন্যের সুখের গন্ধে সান্তনা খুঁজেছি বেঁচে থাকার, রুগ্ন স্বপ্নগুলোকে
মুক্তি দিয়েছি, ওরা আজ বুনো উৎসব, কিংবা অন্য কোন খাঁচায়।
আমার প্রাপ্তির খাঁচায় ঝাকে ঝাকে অনুভূতি,
চিৎকার করে ডাকি, একটু সাহায্যের প্রত্যাশায়,
দুদন্ড বিশ্রামের লোভ! এই যে দেখুন, আপনিও চলে যাচ্ছেন!

শুনতে পাচ্ছেন? এইযে! কেউ কি আছেন?
আমি পথিক। একটু আসবেন এদিকে?
আমি একটু বিশ্রাম নেব। আমার বোঝাটা একটু নামিয়ে দিন না।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:০৫

কাশফুল মন (আহমদ) বলেছেন: দারুণ

০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:২৫

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ, অনুপ্রাণীত হলুম।

২| ০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:০৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনুভুতির বিশ্রাম নেই। ভালো লিখেছেন।

০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৩১

শাব্দিক হিমু বলেছেন: অনুভূতিদের ওজন অনেক বেশি। :)

৩| ০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৩৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: হে পথিক যে বোঝা আপনার সেত সবাই বইছে ....
অনেক ভাল লিখেছেন। ভাল লাগার শতভাগ।

০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৯

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ, কবি। অনুপ্রাণীত হলুম।

৪| ০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৪২

মোটা ফ্রেমের চশমা বলেছেন: চমৎকার লেখনী। ভাল্লাগলো।

০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:২৩

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ, কবি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.