নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব তাহা বিশ্বাস করিব কিরুপে! উহা ছিলনা, আবার থাকিবেও না।তাহা হইলে বলিবার আর কিইবা বাকি রহিল!

শাব্দিক হিমু

অদ্ভুত সত্যের মুখোমুখি!

শাব্দিক হিমু › বিস্তারিত পোস্টঃ

লাশঘর!

০৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:০৩

আমি কাঁদছি কিনা সে আমায় দেখে বুঝবার সাধ্যি কি!
অশ্রুহীন কান্নাগুলোই বেশি ধারালো, উদ্ভ্রান্ত!
কলমে গেঁথে গেছে আজ প্রেমিকের হৃদপিন্ড,
বর্ণে বর্ণে মেশা ভালোবাসার নিকোটিন,
আত্না জুড়ে শুধু অবহেলার গন্ধ, স্ট্রোক।

কে যেন কানের পাশে ফিস ফিস করে বললে -
"হেরে গেছ"
মর্গ থেকে হাক আসে-
"ওটাকে এদিকে নিয়ে আসো, লাশঘরে"

লাশকাটা ঘর, খন্ড বিখন্ড হয় বিশ্বাস গুলো।
স্মৃতির কফিনে ঢুকে ভালোবাসার অধ্যায়,
স্বপ্নগুলোকে দায়িত্ব দেয়া হয় বরফের,
সতেজ মৃত ভালোবাসা!
কে যেন কানের পাশে ফিস ফিস করে বললে -
"তুমি, হেরে গেছ"
আজ আঁধারের ভাঁজে ভাঁজে লালসা, ঝড়!
আমি ফুল শয্যা সাজাই একাকিত্বের,
দির্ঘ নিঃশ্বাস ছেড়ে বলি -
"হেরে গেছি" !

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:১৮

সুর বেসুর বলেছেন: লাশকাটা ঘর, খন্ড বিখন্ড হয় বিশ্বাস গুলো।
স্মৃতির কফিনে ঢুকে ভালোবাসার অধ্যায়,
স্বপ্নগুলোকে দায়িত্ব দেয়া হয় বরফের,
সতেজ মৃত ভালোবাসা!

অসাধারন! ভালো লাগলো!

০৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:২৯

শাব্দিক হিমু বলেছেন: মরে যাওয়া ভালোবাসারা সতেজ থাকে।

২| ০৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:২৬

নাজনিন সন্ধি বলেছেন: ভালো লাগলো। ছবিটাও সুন্দর অনেক................

০৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩০

শাব্দিক হিমু বলেছেন: ছবিটাতে কেমন যেন একটা হতাশা ভাব আছে।

৩| ০৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:২৮

মেহেদী রবিন বলেছেন: একদম ঠিক, এমনই হয়। সুন্দর কবিতা

০৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩১

শাব্দিক হিমু বলেছেন: জীবনের স্বরুপ রুপ।

৪| ০৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫২

ক্লে ডল বলেছেন: আমি ফুল শয্যা সাজাই একাকিত্বের,
দির্ঘ নিঃশ্বাস ছেড়ে বলি -
"হেরে গেছি" !


সুন্দর বলেছেন।

হেরে গেলে বোধহয় একাকী হয়ে যেতে হয়, মননে অথবা বাস্তবতায়।

০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:১৪

শাব্দিক হিমু বলেছেন: হাজারো মানুষের মাঝেও মানুষ তখন একা হয়ে যায়।

৫| ০৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৭

খোরশেদ আলম সৈকত বলেছেন: ভালো লাগলো।

০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:১৬

শাব্দিক হিমু বলেছেন: এগিয়ে যাবার অনুপ্রেরণার জন্য ধন্যবাদ।

৬| ০৮ ই নভেম্বর, ২০১৬ ভোর ৪:১৯

ফরিদ আহমাদ বলেছেন: অসম্ভবতা ভালো লেগেছে

০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:১৭

শাব্দিক হিমু বলেছেন: এগিয়ে যাবার অনুপ্রেরণার জন্য ধন্যবাদ।

৭| ১৫ ই নভেম্বর, ২০১৬ ভোর ৫:০৬

কানিজ রিনা বলেছেন: আবার কেউ লাসকাটা ঘরে থেকেউ বলে
জিতে গেছে। বাল লাগল।

৮| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১:০১

ভ্রমরের ডানা বলেছেন: শুভ রাত্রি!


এন্ড প্লিজ ডোন্ট সে লাইক ইউর কবিতা-


আমি ফুল শয্যা সাজাই একাকিত্বের,
দির্ঘ নিঃশ্বাস ছেড়ে বলি -
"হেরে গেছি" !




কিপ রাইটিং।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.