নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব তাহা বিশ্বাস করিব কিরুপে! উহা ছিলনা, আবার থাকিবেও না।তাহা হইলে বলিবার আর কিইবা বাকি রহিল!

শাব্দিক হিমু

অদ্ভুত সত্যের মুখোমুখি!

শাব্দিক হিমু › বিস্তারিত পোস্টঃ

বখাটে ভালোবাসা

১০ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৭

মনের চৌরাস্তায় রোজ দাড়িয়ে থাকি,
তুমি আসো দেহে ছন্দ তুলে, লাবন্যের ছন্দ,
চলার গতিতে শব্দহীন রিনিঝিনি সুর,
আমি শিষ বাজায় তোমায় দেখে,
তুমি তাকাতেই চোখ টিপে বলি
"Hi সুন্দরী, একটু স্পর্শ্ব দেবে?"

আচ্ছা তুমি কি বিরক্ত হও, আমার বখাটে ভালোবাসা দেখে?
আমার হাজারো ভাবনার ট্রাফিক জ্যামে যখন
তুমি অস্থির চিত্তে থমকে দাড়াও,
মনের চৌরাস্তার ট্রাফিক সিগন্যালে তুমি দির্ঘক্ষন
রিক্সায় বসে ভাবছো কখন মুক্তি পাবে,
ঠিক তখনই আমি তোমার পাশে গিয়ে বলি
"Hi প্রেয়সী, তোমার পাশে একটু জায়গা হবে?"

আচ্ছা আমার বখাটে ভালোবাসা তোমার ভালোলাগে?
নাকি মনে মনে বলো - "যত্তোসব!"
রোজ দাড়িয়ে থাকি আমি, মনের ওলিতে গলিতে,
কখনো চৌরাস্তায়, আবার কখনো তোমার বারান্দা বরাবর,
তোমাকে এক পলক দেখবো বলে,
তোমায় দেখে শিষ বাজাবো, তোমার ছন্দে ঘেরা
পথচলা দেখবো কিংবা বকুনির ছলে তোমার মিষ্টি
কন্ঠে ভিজবো বলে।
এসব কত শত বখাটে ভালোবাসা ভিড় করে, তোমার জন্যে।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩২

দুপুরের সন্ধে বলেছেন: মজার, ভালো লাগলো B-)

১০ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৪

শাব্দিক হিমু বলেছেন: মজা করেই লেখা ;)

২| ১০ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৫

নাজনিন সন্ধি বলেছেন: ঠিক তখনই আমি তোমার পাশে গিয়ে বলি
"Hi প্রেয়সী, তোমার পাশে একটু জায়গা হবে?" =p~ =p~ B-))

১৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৯

শাব্দিক হিমু বলেছেন: লাইনটা আমারও বেশ ভালো লাগে।

ধন্যবাদ।

৩| ১০ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:০২

সুর বেসুর বলেছেন: ভালো লাগা থাকলো

১৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২০

শাব্দিক হিমু বলেছেন: অনুপ্রেরণার জন্য ধন্যবাদ।

৪| ১০ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:

প্রেম বখাটেপনা বা রাস্তায় খুঁজে দেখার জিনিস নয়। আর এটি প্রেমের কোন চিত্রই নয় বরং অবক্ষয়। স্পর্শেন্দ্রিয় মানেই কি ভালবাসা?

১০ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

শাব্দিক হিমু বলেছেন: আপনি সম্ভাবত আমার কবিতাটা মনযোগ দিয়ে পড়েন নি!
মনের চৌরাস্তা, ভাবনার ট্রাফিক জ্যাম আর মনের ওলি গলি! এই তিনটা জিনিস আপনার নজরে পড়লে হয়তো কমেন্টটা অন্যরকম হতে পারতো আপনার।
ধন্যবাদ মন্তব্যের জন্য।

৫| ১১ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৪

রমজান আহমেদ সিয়াম বলেছেন: মনের ভিতরেও বখাটে ভালোবাসা!

১৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৬

শাব্দিক হিমু বলেছেন: বখাটেপনা ভালোবাসা্য় দিব্যি মানিয়ে যা্য়।

৬| ১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:


আমি আমার আগের কমেন্টের জন্য আন্তরিক ভাবেই দুঃখিত লেখক! আমার কথায় আহত হবেন না প্লিজ।


কবিতাটি যথেষ্ট রোমান্টিক! শুভকামনা!

১৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৮

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ। আহত হইনি। আমি শুধু আমার দিকটা ব্যাখ্যা করছিলাম।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.