নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব তাহা বিশ্বাস করিব কিরুপে! উহা ছিলনা, আবার থাকিবেও না।তাহা হইলে বলিবার আর কিইবা বাকি রহিল!

শাব্দিক হিমু

অদ্ভুত সত্যের মুখোমুখি!

শাব্দিক হিমু › বিস্তারিত পোস্টঃ

তুই কাব্য (২)!

১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৪৯

তুই আমার ঘোড়ার ডিমের পোচ,
তুই আমার বিয়ে বাড়ির ভোজ!

তুই আমার ডুমুর ফুলের ঘোর,
তুই আমার দিন দুপুরে ভোর!

তুই আমার হলুদ রঙে লাল,
তুই আমার মিষ্টে পানে ঝাল।

তুই আমার চাঁদে ভেজা দিন,
তুই আমার মন সাপুড়ের বিন।

তুই আমার গড়ের মাঠের রেস,
তুই আমার লিলিপুটের দেশ।
তুই আমার সুখ অসুখের ডোজ,
তুই আমার আগাম দিনের রোজ!

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন: দারুন লিখেছেন ! B-) B-)

১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৩৩

শাব্দিক হিমু বলেছেন: অনেকদিন বাদে ছন্দমিল নিয়ে খেললাম।
ধন্যবাদ অনুপ্রেরণার জন্যে।

২| ১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:১৩

নাজনিন সন্ধি বলেছেন: তুই আমার ঘোড়ার ডিমের পোচ =p~ =p~ :)

১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৩৪

শাব্দিক হিমু বলেছেন: হুম অনেক মজার ;)

৩| ১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:২৩

সুর বেসুর বলেছেন: চমৎকার আর মজার :)

১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৩৪

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ :)

৪| ১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:২৬

সুর বেসুর বলেছেন: চমৎকার আর মজার :)

৫| ১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৪৮

আলী আজম গওহর বলেছেন: চমৎকার!পুরোপুরি তুই কাব্য হলো না।একটা তুমি আছে।

১১ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:২৫

শাব্দিক হিমু বলেছেন: 'তুমি' টা ভুল ছিল। ;)

৬| ১১ ই নভেম্বর, ২০১৬ রাত ২:০২

সংক্ষিপ্ত যোগাযোগ বলেছেন: কথায় নতুনত্ব পেলাম! ধন্যবাদ।

১১ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:২৫

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ। অনুপ্রাণিত হলুম।

৭| ১১ ই নভেম্বর, ২০১৬ ভোর ৪:০০

ডঃ এম এ আলী বলেছেন:




ভাল লাগল কবিতা ।
তবে হাতে ধরা ও দুটা নিয়ে তো কিছু বললেন না
এটা হতে পারতো ( কিছু মনে করবেননা নিছক ফান)
তুই যে আমার হাতে ধরা বাহারী চটি
বেশী বক বকালে লাগিয়ে দিব পট পটি !!!!!

তুই কে নিয়া লিখা কবিতাটির জন্য ধন্যবাদ

১১ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩০

শাব্দিক হিমু বলেছেন: তুই কাব্যের নায়িকা স্বয়ং হয়তো লেখাটা পড়বেন। তার প্রতি কবি হৃদয়ের ভালোবাসার কমতি নেই। ;)

৮| ১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫২

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , যিনি পড়বেন তার জন্যও রয়েছে শুভেচ্ছা ও শ্রদ্ধা ।

১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:০৫

শাব্দিক হিমু বলেছেন: তাকে শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ ও শুভকামনা। :)

৯| ১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: কথা পাল্টা উল্টা হলেও বেশ ছান্দিক......ভালোলাগা একরাশ।

১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:০১

শাব্দিক হিমু বলেছেন: পাল্টা-উল্টা ছাড়া জমতো না। :)
ধন্যবাদ।

১০| ১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪০

সাদা মনের মানুষ বলেছেন:
তুই আমার সাদা গোলাপের লাল
তুই আমার মিষ্টির দোকানের ঝাল

১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:০৭

শাব্দিক হিমু বলেছেন: ভালো লিখেছেন, সুন্দর!

১১| ১১ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

জুন বলেছেন: তুই আমার হলদে রঙা ফুল,
তুই আমার ঝুমকো জবার দুল !


১২ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:১০

শাব্দিক হিমু বলেছেন: সুন্দর লিখেছেন ;)

১২| ১১ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:২৮

ডঃ এম এ আলী বলেছেন:



তুই আমার মন ভালরে তুই আমার ফুল আর ফুল

১২ ই নভেম্বর, ২০১৬ রাত ২:৪৭

শাব্দিক হিমু বলেছেন: হা হা হা
ভালো বলেছেন :)

১৩| ১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:

তুমি শুন্যতায় পুর্নতা।বাহ! দারুণ রোমান্টিক!

১২ ই নভেম্বর, ২০১৬ রাত ২:৪৮

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ :)

১৪| ১২ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশ হাসিমুখে পড়ে গেলাম। সুখপাঠ্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.