নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব তাহা বিশ্বাস করিব কিরুপে! উহা ছিলনা, আবার থাকিবেও না।তাহা হইলে বলিবার আর কিইবা বাকি রহিল!

শাব্দিক হিমু

অদ্ভুত সত্যের মুখোমুখি!

শাব্দিক হিমু › বিস্তারিত পোস্টঃ

মিশ্রণ!

১২ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩০

আমি তোর জানালায় রৌদ্র হবো,
রোজ সকালের ভাঁজে,
আমি তোর উঠোনে বৃষ্টি হবো,
ঝরবো মুখর সাজে।


আমি তোর ঘুমেতে শান্তি হবো,
স্বপ্ন হবো চোখে,
আমি তোর গানেতে বাজনা হবো,
সুর হব তোর বুকে।

আমি তোর কবিতায় ছন্দ হবো,
রঙ হবো তোর মনে,
আমি ছাউনি ছাড়া ঘর বানাবো
তোর হৃদয়ের কোণে।

আমি তোর বিকেলে আকাশ হবো
লাল গোধুলী মাখা,
আমি তোর হাসিতে রঙ ছড়াবো,
মুগ্ধ মোহ আঁকা!

মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৩

সুর বেসুর বলেছেন: বাহ সুন্দর - ভালো লাগলো

১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৮

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ।

২| ১২ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৫০

দুপুরের সন্ধে বলেছেন: আমি তোর বিকেলে আকাশ হবো
লাল গোধুলী মাখা,
আমি তোর হাসিতে রঙ ছড়াবো,
মুগ্ধ মোহ আঁকা!
ভালো লাগলো

১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৫০

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ জানবেন।

৩| ১২ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:০৪

নাজনিন সন্ধি বলেছেন: প্রেমে ভরা, খুব খুব খুব ভালো লাগলো :)

১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৫১

শাব্দিক হিমু বলেছেন: খুব খুব খুব ধন্যবাদ ;)

৪| ১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:২২

মোটা ফ্রেমের চশমা বলেছেন: একদমে পড়ে ফেললাম! খুবই ভাল্লাগলো। তবে, ছবিটা শুরুরতে বা শেষে দিতে পারেন। কবিতার মাঝে দেখতে কিছুটা দৃষ্টিকটু লাগছে।

১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৩

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ মুল্যবান পরামর্শ্বর জন্য। শুভেচ্ছা জানবেন।

৫| ১৫ ই নভেম্বর, ২০১৬ ভোর ৪:৫৫

কানিজ রিনা বলেছেন: অতি অভিজ্ঞ প্রেম কাব্য,

৬| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:


আপনি ভাল লেখেন। তার জন্য আপনি একদিন দেখবেন অনেক লাইক কমেন্ট পাবেন। বলে দিলাম।



সময় হলে এক বার আমার শুরুর দিকের কবিতা পড়ে দেখিয়েন।




আমি অর্জন করেছি।।।।।।।



তাই আপনার দেওয়া অপমানটা হজম করতে পারি না।





তাই একটু গোয়েন্দাগিরি।


আর কিন্তু আমাকে অন্য কোন ভাবে যাচাই করবেন না প্লিজ।



ধন্যবাদান্তে ....


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.