নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব তাহা বিশ্বাস করিব কিরুপে! উহা ছিলনা, আবার থাকিবেও না।তাহা হইলে বলিবার আর কিইবা বাকি রহিল!

শাব্দিক হিমু

অদ্ভুত সত্যের মুখোমুখি!

শাব্দিক হিমু › বিস্তারিত পোস্টঃ

তুই কাব্য (৩) !

১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:১৬



তুই আমার সরষে ইলিশ, পান্তা পেয়াজ,
ঝাল মুড়িতে ঝোল,
তুই আমার মনের বালিশ, জৈষ্টে পাকা
চৈত্রে আমের বোল।

তুই আমার টাটকা ভাপা, গুড়ের পায়েস,
দেশ-পেয়াজের ঝাঁঝ।
তুই আমার দোলন চাপা, আলু ভাজি,
গোলাপ কুড়ির ভাঁজ!

মন্তব্য ১২ টি রেটিং +৬/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:২৭

আলী আজম গওহর বলেছেন: বরাবরের মতো চমৎকার।ধন্যবাদ শাব্দিক হিমু ভাই।

১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৫১

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ জানবেন, শুভেচ্ছা রইলো অনুপ্রেরণার জন্য।

২| ১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৩৭

সুর বেসুর বলেছেন: বেশ বেশ, মজার আবেশ

১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৪৮

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ জানবেন :(

৩| ১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১:১৩

ভ্রমরের ডানা বলেছেন:
হাম তুমারে হে, তুমারে ছানম,
জানে মান মোহাব্বত কি কসম-
হাম তোমহারে হে....

ওয়াও!

১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৪৮

শাব্দিক হিমু বলেছেন: :( হিন্দি বুঝিনা, পছন্দও করিনা :(

৪| ১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১:২৯

ফরিদ আহমাদ বলেছেন: খিদায় তুইরে খাইয়া ফেলছি :D

১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৪৭

শাব্দিক হিমু বলেছেন: ;) ;)

৫| ১৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৭

কানিজ রিনা বলেছেন: তুই আমার পিঠা পুলি কুলি পিঠার গুলি।
তুই আমার খেজুর রসের পায়েস,
তাই বলে কি এভাবে গায়ে লেপ্টে
থাকা চলে। দেখিসনা পানির অভাব।
হুদাই রম্য

২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:০১

শাব্দিক হিমু বলেছেন: রম্যে প্রীতি আমার। কিন্তু নিজে রম্য রচনায় ভরসা পাইনে। কেন যেন বোধ হয় রম্যে আমি ভালো নই। হতে পারেই এটাই সত্য। কখনো চেষ্টাও করে দেখিনি খুব একটা।

তাই রম্য দেখলেই হিংসে হয় ;)

৬| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:১৪

মনিরা সুলতানা বলেছেন: আরেয়ে বাহ!
সব প্রিয়তেই তুই থাক।
শুভ কামনা :)

২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:১২

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ। তুইয়েই রস বেশি। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.