নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব তাহা বিশ্বাস করিব কিরুপে! উহা ছিলনা, আবার থাকিবেও না।তাহা হইলে বলিবার আর কিইবা বাকি রহিল!

শাব্দিক হিমু

অদ্ভুত সত্যের মুখোমুখি!

শাব্দিক হিমু › বিস্তারিত পোস্টঃ

রেইনা!

১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:০১


কবিতার মত করে তুমি বেড়ে উঠছো আমার জীবন কাব্যে,
প্রতিটা মুহুর্তে তৈরি হচ্ছে নতুন কোন অনুভূতির বীজ!
আমার দশদিক জুড়ে তোমার সুবাস, ওরা ডাকে আমায়,
প্রেম স্বরে!

পৃথিবীর কেউ জানে না তোমার আমার সত্য,
কতটা ভালোবাসা সেখানে উপোস করে! নাহ, কেউ জানেনা।
কেউ জানবেনা কতটা আমরাময় তুমিআমি, এ অমূল্য,
জাগতিক দাম-দরে!

ভিষন মুগ্ধতা নিয়ে রোজ পড়ি তোমায় আমি, রোজ।
তোমার এক চিলতে হাসির মাঝে যেন শতকোটি কাব্য,
নির্ঘাত বিধাতা রঙ পেন্সিলে একেছিলেন তোমার হাসি,
সৌন্দর্য্যের উপমা-তরে।

তুমি রেইনা মম হৃদয় তটে, দৃশ্যমান সুখের চোরাবালী,
হারাতে ইচ্ছে করে তোমার সময় জুড়ে, পিছুটান ছুড়ে ফেলে!
থাকবে আমার? তাহলে মনপুরে সুখের হালখাতা বসবে,
অনুভূতির দোয়ারে দোয়ারে!

আজ তবে চলো আমাদের বন্ধক রাখি, ভালোবাসার কাছে,
বিনিময়ে মন ভরে চাইবো সুখ, তোমার চরনে পুজো দেব বলে।
পঞ্চাশ বসন্ত পেরিয়েও আমি তোমার সবুজে মুগ্ধ হবো,
তোমায় আঁকবো ছন্দ ভরে!

মন্তব্য ৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:১৩

আলী আজম গওহর বলেছেন: ১ম,ঘরে যা আছে দেন।

২| ১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:২০

নাজনিন সন্ধি বলেছেন: চমৎকার

৩| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১:১০

ভ্রমরের ডানা বলেছেন:

আজ তবে চলো আমাদের বন্ধক রাখি, ভালোবাসার কাছে,
বিনিময়ে মন ভরে চাইবো সুখ, তোমার চরনে পুজো দেব বলে।



নাজনিন সন্ধি ঘুমাও। আমিই বলছি এই লাইন গুলো চমৎকার। যারা পড়েন নি পড়ে নিন! দুর্দান্ত কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.