নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব তাহা বিশ্বাস করিব কিরুপে! উহা ছিলনা, আবার থাকিবেও না।তাহা হইলে বলিবার আর কিইবা বাকি রহিল!

শাব্দিক হিমু

অদ্ভুত সত্যের মুখোমুখি!

শাব্দিক হিমু › বিস্তারিত পোস্টঃ

সুখ!

১৬ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:০৬



সুখ গুলো আজ ঘুমোতে যাবেনা,
ষোড়ষীর মনঘরে বসবে মুগ্ধ সভা।

বিষাক্ত সুখ,
নিষিদ্ধ সুখ,
বিজয়ী সুখ,

স্বপ্নের ঘেরাটোপে আলোকিত হবে জলসা ঘর!
হাসতে ভুলে যাবে নক্ষত্ররাশী, মেঘেরা সরাব জোগাবে।

পরাজিত সুখ,
নিগূঢ় সুখ,
মাতাল সুখ,

সবুজ পাতাগুলো ঝরে যাবে টুপটাপ, ঝড়।
মেঘেরা আছড়ে পড়বে তারাদের বুকে, প্রেম।

অশ্রু সুখ,
ক্লান্ত সুখ,
মগ্ন সুখ,

দুটো হৃদয় মিশে যাবে দুটো শরীরে, টান!
প্রত্যাশাগুলো গৃহবন্দি হবে ক্ষনিকে, অত:পর জোয়ার!

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:১৯

নাজনিন সন্ধি বলেছেন: লেখার ধরনটা বেশ সুন্দর, কবিতাটাও। এটার বিশেষ কোন নাম রয়েছে কি?

২| ১৬ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:২১

শাব্দিক হিমু বলেছেন: এটা কোন বিশেষ ধরনের গন্ডিতে পড়ে কিনা আমার জানা নেই। মাথায় ফরম্যাটটা বেশ কিছুদিন ধরে ঘুরছিল। তাই লিখে ফেলা। :)

৩| ১৬ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:২২

নাজনিন সন্ধি বলেছেন: নানা রকম সুখগুলো নিয়ে ভাবছিলাম। আসলেই এত ধরনের সুখের অস্তিত্ব আছে কি আমাদের মাঝে?

৪| ১৬ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:২৪

শাব্দিক হিমু বলেছেন: আমার কাছে মনে হয় কিছু সুখ আমরা চৈতন্য মনে অনুভব করি আবার কিছু সুখ আমরা অনুভব করি অবচেতন মনে। সুখের আরো অনেক ধরন থাকার কথা। ;)

৫| ১৬ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:২৫

নাজনিন সন্ধি বলেছেন: হা হা হা তা হবে হয়তো B-)

৬| ১৬ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:৫৬

বিলুনী বলেছেন:




ডালে কাল দানা
যাবে তা জানা

কবিতা হবে
পড়বে সবে

কেও বলবে
সুন্দর তবে

আমি বলব
সুন্দরই হবে

ধন্যবাদ টুকু
সাথেই রবে ।

১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:০৮

শাব্দিক হিমু বলেছেন: বাহ চমৎকার বলেছেন।

৭| ১৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

সাদা মনের মানুষ বলেছেন:

১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫১

শাব্দিক হিমু বলেছেন: প্রিয় পানীয় :)

৮| ১৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশ লেগেছে।

ষোড়শী হবে।

১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫০

শাব্দিক হিমু বলেছেন: ঠিক করে দিচ্ছি, ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.