নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব তাহা বিশ্বাস করিব কিরুপে! উহা ছিলনা, আবার থাকিবেও না।তাহা হইলে বলিবার আর কিইবা বাকি রহিল!

শাব্দিক হিমু

অদ্ভুত সত্যের মুখোমুখি!

শাব্দিক হিমু › বিস্তারিত পোস্টঃ

সে কাব্য!

১৭ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:৪৫




তুই আমার পুর্ণিমা রাতের অমাবস্যা। এত স্পষ্ট কিন্তু ধরতে পারিনে।


তুমি হাজিরা খাতা হও আমি প্রতিদিন হাজিরা দেব!


তোমার জন্য আমি নিজস্ব অর্থায়নে মনের মধ্যে পদ্মা সেতু বানাবো!


না থাকিয়াও পুরোটা জুড়ে তুমিই রহিয়াছো!


তোমার সবাই আছে, আমার তুমি!


বৃষ্টি আছে কিন্তু নেশা নেই, তুমি ছাড়া নেশাগুলো অচল। তুমি পুরোটাই নেশা।


তার এক দৃষ্টিতে যে মুগ্ধতা থাকে সেটা ভেবেই দিব্যি একটা বসন্ত পার করে দেয়া যায়।


তুমি বৃষ্টি হও, আমি ভেজা গন্ধ হবো!


সে মানেই সুখের হাওয়া,
বুক ভরা স্বস্তির নিঃশ্বাস!

১০
ভাবনার রাজ্যে তুমি দেয়াল ঘড়ি, সারাক্ষন টিক-টিক টিক-টিক!

১১
তুমি রসে ভেজা চিতই পিঠা,
শিতের সকালে ধোঁয়া উঠা এক কাপ গরম চা!

১২
তুমি ভালোবাসার মুগ্ধতা নামক ভাইরাস! যার কোন এন্টি ভাইরাস নেই!

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:৪৭

নাজনিন সন্ধি বলেছেন: ৩ নম্বরটা অসাধারন ;)

১৭ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:৫৩

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ কবি :)

২| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৩৩

আনিসা নাসরীন বলেছেন: প্রত্যেকটাই মজার

১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪৫

শাব্দিক হিমু বলেছেন: বিভিন্ন সময় ফেসবুকে পোষ্ট করা কথাগুলোকে একসাথে করছি। সেখান থেকেই কিস্তি আঁকারে প্রকাশ আর কি। ধন্যবাদ।

৩| ১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:
প্রেমের জোয়ার ওঠেছে অনুকাব্যে সুন্দর!

১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৩৮

শাব্দিক হিমু বলেছেন: প্রেমের দেবীকে নিয়েই যে লেখা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.