নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব তাহা বিশ্বাস করিব কিরুপে! উহা ছিলনা, আবার থাকিবেও না।তাহা হইলে বলিবার আর কিইবা বাকি রহিল!

শাব্দিক হিমু

অদ্ভুত সত্যের মুখোমুখি!

শাব্দিক হিমু › বিস্তারিত পোস্টঃ

তুই আমি আর মুগ্ধতা!

১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:৪৯


ভেনিস লেক, লেক কমো, মানারোলা
কিংবা ইতালিয়ান কলিসীয়াম এ তোকে হয়তো
কখনো নিতে পারবো না আমি!
নিতে পারবো না ক্যানাডিয়ান ভ্যাঙকুভার,
নায়াগ্রা ফল্‌স কিংবা বরফাচ্ছন্ন হুইসলারে।
আমি তোকে স্বপ্ন দেখাতে চাইনা
লাস ভেগাস, দা রয়্যেল পেন্টহাউজ স্যুট
কিংবা বিলাসিতার PER AQUUM Niyama এর।

দুর্গাপুরের পদ্ম দিঘির পাড়ে যাবি আমার সাথে?
সেখানে নিয়ে যাবো তোকে আমি।
স্বচ্ছ দিঘির জলে ঢেউ খেলা তোর অবয়ব,
কলমিলতারা উকি মেরে জল ছুঁতে চাইবে,
এক পাল চঞ্চলা হাঁস সেথায় সাতরে বেড়ায়,
যেন চলন্ত সাদা পুষ্প কানন!

শত বছরের পুরোনো সান বাঁধানো ঘাট
শিতল জল, পা ডোবাবি তুই, তোর
দিঘির বুকে শিহরোন খেলবে, কঙ্কন কাঁপুনি,
ঢেউয়ের মৃদু তরঙ্গ বয়ে যাবে
এপার হতে অন্য অন্য পারে।

বিকেল গড়িয়ে সন্ধে হবে, আঁধারে ভেসে আসবে গভিরতা,
জোনাকিদের আলো উৎসব, খেজুর পাতার রনঝনা,
হালকা বাতাসে ভেসে আসা বেলি ফুলের নিঃশ্বাস,
তুই-আমি আর মুগ্ধতা,
যাবি? দুর্গাপুরের পদ্ম দিঘির পাড়ে যাবি আমার সাথে?

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:০৪

মন কিবোর্ড বলেছেন: বাহ চমৎকার, ভালো লাগলো।

১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৩৯

শাব্দিক হিমু বলেছেন: খুব সাধারনভাবে লিখতে চেষ্টা করেছি। গেটলক টাইপের লেখা :)

২| ১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:২৬

নিযুত বলেছেন: শত বছরের পুরোনো সান বাঁধানো ঘাট
শিতল জল, পা ডোবাবি তুই, তোর
দিঘির বুকে শিহরোন খেলবে, কঙ্কন কাঁপুনি,
ঢেউয়ের মৃদু তরঙ্গ বয়ে যাবে
এপার হতে অন্য অন্য পারে।

ভালো লাগা রেখে গেলাম

১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪০

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ।

৩| ১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:২৭

সাদা মনের মানুষ বলেছেন:
দুর্গাপুরের পদ্ম দিঘির পাড়ে যাবি আমার সাথে?
সেখানে নিয়ে যাবো তোকে আমি।
স্বচ্ছ দিঘির জলে ঢেউ খেলা তোর অবয়ব,
কলমিলতারা উকি মেরে জল ছুঁতে চাইবে,
এক পাল চঞ্চলা হাঁস সেথায় সাতরে বেড়ায়,
যেন চলন্ত সাদা পুষ্প কানন!


...........কথাগুলো মন ছুয়ে গেলো ভাই, ঠিক আমি যেমনটি ভালোবাসি, শুভেচ্ছা অবিরত।

১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪১

শাব্দিক হিমু বলেছেন: কষে গোটা পাঁচেক ধন্যবাদ গ্রহণ করবেন। শুভ সকাল। :)

৪| ১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:০৮

নাজনিন সন্ধি বলেছেন: প্রেমেপুর্ণ কবিতা, আমি হলে লালদিঘীই বেছে নিতাম

১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৫

শাব্দিক হিমু বলেছেন: প্রেমই কবিতা ;)

৫| ১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:২৪

সাদা মনের মানুষ বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.