নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব তাহা বিশ্বাস করিব কিরুপে! উহা ছিলনা, আবার থাকিবেও না।তাহা হইলে বলিবার আর কিইবা বাকি রহিল!

শাব্দিক হিমু

অদ্ভুত সত্যের মুখোমুখি!

শাব্দিক হিমু › বিস্তারিত পোস্টঃ

বিধু!

২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:০০


আজ আমার কলমে তুমিই ভর করেছো,
এতটা উষ্ণ, উত্তাল এর আগে এই কলমকে কখনই হতে দেখিনি আমি!
অনুভূতিদের বর্ণমালায় আজ তৈরি হবে শব্দ, বিমুগ্ধ শব্দ, বিস্মিত শব্দ!
শব্দে-বর্ণে আজ তোমায় আঁকবো!

ঘোমটা সরাও, জোছনা ঝরুক।

তোমার চোখের ভাঁজে ভাঁজে উপচে পড়া ফেনীল,
অনায়াসে ভেসে যায় সৌন্দর্য্যের পূজারী সহস্র চক্ষু,
মোহনীয়তার বালুঝড়ে থমকে যায় অযুত হৃদয়,
মস্তিস্কে জমা হয় তোমায় ঘিরে নিযুত স্বপ্নের নিউরন,
মুগ্ধতার উপমা হও তুমি!
পৃথিবীর গোলার্ধ ভুলে তৈরি হয় নতুন পৃথিবী, নব রাজ্য,
তুমি ঘোষীত হও সে রাজ্যের রাণী, দেবী!

এদিকে তাকাও, এ পৃথিবী আরেকবার অবাক হোক!

উদ্ভ্রান্ত কোন কবি নিশ্চল হয় তোমার আঁখি রেখায়,
ছন্দ, কাব্য আর সুরের গভির সমুদ্র তোমার দুচোখ,
অবলিলায় সাতটা জন্ম যেন পার করা যায়
তোমার এক ঝলক চোখের পলকের ছন্দ লিখতে লিখতে,
ইচ্ছেবৃক্ষগুলো সতেজ হয়, বেঁচে থাকার রসদ পায় কবিতা।

আরেকটু থাকো, তৃষ্ণা মিটবেনা জানি,
তবু ত্রিচোখ ভরে তোমায় দেখবো।

আচ্ছা, তোমার একটা নাম দিয়ে নিলে কেমন হয়, আমার মত করে!
হেলেন অব ট্রয়, কুইন অব সেবা, ক্লিওপেট্রা
এদের পাশে বসবে সে নাম।
যে নামের গন্ধ হবে বেলী ফুলের। রঙ হবে চাঁদের আলোর!

তবে তাই হোক তোমায় আমি 'বিধু' ডাকবো!



ছবি স্বত্বঃ পিন্টারেস্ট

মন্তব্য ২৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:০৬

দুপুরের সন্ধে বলেছেন: বেশ লাগলো, প্রেমিকাকে খুশি করতে বেশি কাজে লাগবে ;)

২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৮

শাব্দিক হিমু বলেছেন: ;) উতসাহের এক বড় জায়গা সেটা বৈকি ;)

২| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৩

নাজনিন সন্ধি বলেছেন: খুব সুন্দর!


তোমার চোখের ভাঁজে ভাঁজে উপচে পড়া ফেনীল,
অনায়াসে ভেসে যায় সৌন্দর্য্যের পূজারী সহস্র চক্ষু,
মোহনীয়তার বালুঝড়ে থমকে যায় অযুত হৃদয়,
মস্তিস্কে জমা হয় তোমায় ঘিরে নিযুত স্বপ্নের নিউরন,
মুগ্ধতার উপমা হও তুমি!

২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৮

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ জানবেন, কবি।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:২১

সুর বেসুর বলেছেন:



ঘোমটা সরাও, জ্যোৎস্না ঝরুক।

সুন্দর শব্দ বুনন, অনেক শুভ কামনা রইলো

২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:২২

শাব্দিক হিমু বলেছেন: প্রেমের বুননেই শব্দ তৈরি হয়। ধন্যবাদ তারই প্রাপ্য।

৪| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:






কবিহৃদয়ে প্রেমের পূর্ণিমাতিথি কবিতায় ভর করেছে। ঘোমটা খুলে জোছনা নামুক...

২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৫

শাব্দিক হিমু বলেছেন: জোছনার কোমলতাগুলোও আজ অস্থির উষ্ণ,
প্রকৃতির আদিমতায় ডুব দিতে ইচ্ছে করে প্রেম সাগরে,
আসুক, হৃদয়ের পুরোটা জুড়ে আসুক, সুখ, স্বস্তি।

৫| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন:
মুগ্ধ ................

শুভ কামনা।

২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৬

শাব্দিক হিমু বলেছেন: জীবনের সব গুলো মুগ্ধতা বিক্রি করেও কখনো কখনো একটি ইচ্ছেকেও পুরণ করা যায়না।
নিঃস্ব হোক ইচ্ছেগুলো।

৬| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫১

সামিউল ইসলাম বাবু বলেছেন: শুভ কামনা

২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৮

শাব্দিক হিমু বলেছেন: কামনায় শুভ থাকে, আবার থাকেনা,
স্বস্তিতেও যেন বড় অস্বস্তি।

৭| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৭

আহা রুবন বলেছেন: আহ মেয়েটি কত ভাগ্যবান! সেকি কি এমন করে ভাবে কবিকে? মুগ্ধ...মুগ্ধ...

২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৯

শাব্দিক হিমু বলেছেন: সরল স্বিকারোক্তি গুলোতেও দ্বিধা থেকে যায়,
হয়তো কিংবা হয়তো না।

৮| ২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫৮

বিজন রয় বলেছেন: হৃদয়ে ভরপুর আবেগ!!

কিছু টাইপো আছে।

২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

শাব্দিক হিমু বলেছেন: ঠিক করে ফেলবো, ২য় বার রিভাইস করা উচিত ছিল আমার।

আবেগই ভরসা। :)

৯| ২৩ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২৩

নূর আলম হিরণ বলেছেন: বিধু আপনি কোথায়? দেখে যান আপনার কবিকে :)
ভালো লাগলো।

২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

শাব্দিক হিমু বলেছেন: আমারও ইচ্ছে করছে বিধুকে নেমন্তন্য করতে ;)

১০| ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:২৬

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার খুবই চমৎকার !

২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৩১

শাব্দিক হিমু বলেছেন: আপনার ভালো লেগেছে দেখে বেশ খুশি হলাম।

১১| ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৫০

আহমেদ জী এস বলেছেন: শাব্দিক হিমু ,



"বিধু" নামের কবিতায় বেলী ফুলের গন্ধ ।

মোটামুটি লেগেছে । "বিজন রয়" এর মতো আমিও বলতে চেয়েছিলুম - কিছু টাইপো আছে।

২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৩৫

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ মুল্যবান মতামতের জন্যে। টাইপোটা ঠিক করে ফেলবো।

১২| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১:২১

অশ্রু সিক্ত তোমার স্মৃতি বলেছেন: অসাদারান লাগলো কথা গুল

১৩| ২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: এত ভাল ভাল কবিতা আপনার মাথা থেকে কি করে যে আসে তাই ভাবি। যাই হোক এভাবেই কবিতা লিখে আমাদের মুগদ্ধতায় ভরিয়ে দিন। অনেক শুভ কামনা রইল

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৯

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অনুভূতিগুলোকে কলম দিয়ে আঁকতে চেষ্টা করছি নিছক।

শুভেচ্ছা জানবেন।

১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩১

গেম চেঞ্জার বলেছেন: পড়তে খুব ভাল লাগল! (+)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.