নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব তাহা বিশ্বাস করিব কিরুপে! উহা ছিলনা, আবার থাকিবেও না।তাহা হইলে বলিবার আর কিইবা বাকি রহিল!

শাব্দিক হিমু

অদ্ভুত সত্যের মুখোমুখি!

শাব্দিক হিমু › বিস্তারিত পোস্টঃ

এক অংক!

২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩


ঢাক ঢোল, শোরগোল
মনপোড়া গন্ধ
আগাগোড়া, তালিজোড়া
সুখবোধ বন্ধ!

টক ঝাল, বেসামাল
ইচ্ছরা ঘুম যায়,
রঙতুলি, সুর ভুলি
চুপচাপ দাড় বায়।

তুমি একা, আমি একা,
অংকতো তায় কয়,
হার জিত, এক ভিত
দূর হোক দুখ ভয়।

মন্তব্য ২৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: দারুণ লেখনি আপনার।

২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

শাব্দিক হিমু বলেছেন: লেখার ইচ্ছেরা বেঁচে থাকুক আপনার অনুপ্রেরণায় ভর করে।
ধন্যবাদ পাঠালুম, গ্রহন করবেন।

২| ২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:
ভাল। চলে আর কি

২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

শাব্দিক হিমু বলেছেন: চললেই হলো। গন্তব্যে পৌঁছানো দিয়ে কথা। ম্যারাথন দৌড়ের মত। :)

৩| ২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

মৃত অর্ধ্মৃত বলেছেন: অসাধারন ছন্দ বুনন। চমৎকার দাদা। শুভ কামনা উজ্জ্বল ভবিষ্যতের জন্য।

২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

শাব্দিক হিমু বলেছেন: লেখার ইচ্ছেরা বেঁচে থাকুক আপনার অনুপ্রেরণায় ভর করে।
ধন্যবাদ পাঠালুম, গ্রহন করবেন।

৪| ২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

নাজনিন সন্ধি বলেছেন: খুব সত্যি কথাঃ


তুমি একা, আমি একা,
অংকতো তায় কয়,
হার জিত, এক ভিত
দুর হোক দুখ ভয়।

২৫ শে নভেম্বর, ২০১৬ ভোর ৫:৪৪

শাব্দিক হিমু বলেছেন: একাকিত্বেই স্বস্তি

৫| ২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২২

ভ্রমরের ডানা বলেছেন:
বাতাসের জন্য যায়গা লাগে না।

২৫ শে নভেম্বর, ২০১৬ ভোর ৫:৪৫

শাব্দিক হিমু বলেছেন: ডানাতে কি আজকাল বেশি প্রেশার যাচ্ছে?

৬| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০০

জওয়াদুল করিম খান বলেছেন: খুব ভাল। অনেকটা সুকুমার রায়ের স্টাইল।

২৫ শে নভেম্বর, ২০১৬ ভোর ৫:৪৩

শাব্দিক হিমু বলেছেন: আরেহ, আপনিতো আমার পুরোদিনটাই ভালো করে দিলেন।
তাজা তাজা ধন্যবাদ গ্রহন করবেন :)

৭| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: শেষ স্তবক ভালো ছিল। বাকিটা সাধারণ।

২৫ শে নভেম্বর, ২০১৬ ভোর ৫:৪৩

শাব্দিক হিমু বলেছেন: সাধারনেই স্বস্তিঃ
মুল্যবান মতামতের জন্য ধন্যবাদ। :)

৮| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:০২

সুমন কর বলেছেন: ভালো লাগল।

দুর < দূর, টাইপো'টা ঠিক করে দিয়েন। দুখ কি এমনি করেই লিখেছেন?

২৫ শে নভেম্বর, ২০১৬ ভোর ৫:৪২

শাব্দিক হিমু বলেছেন: ছন্দ মিলাতে দুখটা ওভাবে লেখা হয়েছে। দূর ঠিক করে দিয়েছি।

অনেকগুলো ধন্যবাদ।

৯| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৪৯

অন্তু নীল বলেছেন:
ভালো।

২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০১

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ :)

১০| ২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪২

মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: ভাল্লাগছে।

১১| ২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৩

মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: ভাল্লাগছে। একাকীত্বই জীবন।

২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০২

শাব্দিক হিমু বলেছেন: হাজারো মানুষের মাঝেও আমরা একা।

১২| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০৩

উল্টা দূরবীন বলেছেন: ছন্দময়।

মনপোড়া গন্ধটা কেমন আসলে? ;)

২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:২৬

শাব্দিক হিমু বলেছেন: মন পুড়িলে বুঝিতে আর বাকি রহিবে না, বৎসো! ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.