নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব তাহা বিশ্বাস করিব কিরুপে! উহা ছিলনা, আবার থাকিবেও না।তাহা হইলে বলিবার আর কিইবা বাকি রহিল!

শাব্দিক হিমু

অদ্ভুত সত্যের মুখোমুখি!

শাব্দিক হিমু › বিস্তারিত পোস্টঃ

রেইনা ঘাসফুল - আমার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৫





আমার প্রথম কাব্যগ্রন্থ 'রেইনা ঘাসফুল' প্রকাশীত হলো 'অমর একুশে গ্রন্থমেলা - ২০১৭' এর উৎসবে। জীবনের সিঁড়ি বেয়ে আরেকটা স্বপ্ন বাস্তবতার গায়ে হেলান দিয়ে দাঁড়ালো। ভালোলাগাগুলোর তীব্রতা হয়তো আমার যথাযথ ভাষা ফুঁড়ে বের হতে পারবেনা, তবে অনুভূতির উঠোন জুড়ে যে সুখের জলসা বসেছে সেটা আজ বড্ড স্পষ্ট!



প্রচ্ছদ করেছেন প্রিয় বড় ভাই খাইরুল হাসান টিটু। কাব্যগ্রন্থটি সম্পাদনা করেছেন এদেশে কবিতা আবৃত্তিতে একমাত্র ডক্টরেট ডিগ্রি অর্জনকারী ব্যক্তি স্যার ড. নিমাই মণ্ডলl দাঁড়িকমা প্রকাশনী থেকে প্রকাশীত এই কাব্যগ্রন্থটি পাওয়া যাচ্ছে সোহরোয়ার্দী উদ্যানের ৩৮৮ ও ৩৮৯ নং স্টলে এবং লিটল ম্যাগ চত্বরের ১০ নং স্টলে। বইমেলার শুরুর দিন থেকেই পাওয়া গেলেও ব্যস্ততার জন্য প্রিয় সামুতে আপডেট দেয়া হয়ে উঠেনি। প্রিয় ব্লগাররা মেলায় আসলে এই আড্ডাবাজকে ভুলবেন না। :P

এখনো পর্যন্ত কাব্যগ্রন্থটি ম্যাগনাম ওপাস ও দাঁড়িকমা প্রকাশনীর কবিতা ক্যাটাগরীতে সর্বাধিক বিক্রিত বই। আশির্বাদ পার্থী।

রেইনা ঘাসফুল হাতে পাঠক পাঠিকাদের ক্যামেরে বন্দি হবার কিছু দৃশ্যঃ B-)


























মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৬

জাহিদ অনিক বলেছেন: যাক ! আপনার কবিতার বইএর অন্তত বিক্রি তুঙ্গে ! এটা একটা ভালো খবর ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৭

শাব্দিক হিমু বলেছেন: তা বটে :)
ধন্যবাদ অনিক।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৬

বিজন রয় বলেছেন: অভিনন্দন।
আপনার স্বপ্ন পূরণ হয়েছে জেনে ভাল লাগল।

শুভকামনা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৯

শাব্দিক হিমু বলেছেন: বিজন রয়ের শুভকামনায় আপ্লুত হিমু। ;)
অনেক অনেক ধন্যবাদ।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০০

সামিউল ইসলাম বাবু বলেছেন: স্বাগতম ও শুভকামনা কবি।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৯

শাব্দিক হিমু বলেছেন: অনুপ্রেরনার জন্যে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

উম্মে সায়মা বলেছেন: শুভ কামনা হিমু।
বইয়ের সাফল্যে অভিনন্দন :)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০০

শাব্দিক হিমু বলেছেন: আরেহ কবি সাইমা :)

এখানে পেয়ে যার পর নাই আনন্দিত।

ধন্যবাদরে দিদি। ভালোবাসা জেনো।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

মৌলবাদীদের বিরুদ্ধে বলেছেন: আপনার হাতের লেখা বই কতগুলি বিক্রি হয়েছে? গ্রহকের সংখ্যা কত?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০২

শাব্দিক হিমু বলেছেন: শ চারেক। প্রথম কাব্যগ্রন্থ হিসেবে আমি খুশি। কবিতা মানুষতো পড়তে চায়না। তবুও এতটা বিক্রি হয়েছে ভেবে খুব ভালো লাগছে।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৯

সুমন কর বলেছেন: ছবি দেখে মনে হচ্ছে, ভালো প্ল্যান করে ছবি তুলেছেন।

অভিনন্দন !!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৬

শাব্দিক হিমু বলেছেন: পূর্ব পরিকল্পনা ছিলনা। মেলাতে তাতক্ষনীক নেয়া।

ধন্যবাদ সুমর কর।ভালোবাসা জানবেন।

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫২

উম্মে সায়মা বলেছেন: আরেহ কবি সাইমা :)
আবারো সাইমা? B:-/

যার পর নাই আনন্দিত
আমিও আনন্দিত।

সামুতে ১১বছর!!!
কত বছর বয়সে ব্লগে রেজিস্ট্রেশন করেছ ভাই?
জ্ঞান বুদ্ধি হবার আগেই নাকি! B-)

শুভ কামনা বইয়ের জন্য।
ভালো থেকো।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৪

শাব্দিক হিমু বলেছেন: তখনও স্কুলের গণ্ডি পার হওয়া হয়নি :) ঠিকই বলেছো দিদি, তখনতো ঠিক মত জ্ঞান বুদ্ধি হয়নি B-) সামুর সাথে পরিচয় হয়ে গেল ক্যামনে ক্যামনে যেন।
সায়মা আর সাইমার মধ্যে প্যাঁচ লাগে :P

শুভ কামনার জন্য অনেক ধন্যবাদ, ধইন্যবাদ, ধইইন্যবাদ।
ভালোবাসা জেনো!

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৩

গেম চেঞ্জার বলেছেন: অভিনন্দন!

প্রকাশীত বানানটা ঠিক করলে সুন্দর দেখায়!

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১০

কালীদাস বলেছেন: অভিনন্দন জানাইতে ঢুকছিলাম। শেষে বাকরুদ্ধ হয়া হাঁটা দিলাম উল্টাদিকে :((

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩২

মোস্তফা সোহেল বলেছেন: শুভ কামনা রইল আপনার জন্য

১১| ২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.