নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব তাহা বিশ্বাস করিব কিরুপে! উহা ছিলনা, আবার থাকিবেও না।তাহা হইলে বলিবার আর কিইবা বাকি রহিল!

শাব্দিক হিমু

অদ্ভুত সত্যের মুখোমুখি!

শাব্দিক হিমু › বিস্তারিত পোস্টঃ

দারিকা

২০ শে মে, ২০১৭ দুপুর ১:১৮


তোমায় আমি প্রেমের রোদে শুকাবো,
অভিমানের আগুনে পুড়িয়ে বানাবো স্ফুলিঙ্গ,
ঠোটে এঁকে দেব দুঠোটের দাগ,
উত্তাল শরীরে ভাসাবো ভালোবাসার তরী,
ইচ্ছে সাগরে তোমায় নিয়ে সাতরে বেড়াবো বেঘোরে,
সন্ধের কচুরী পাতায় সাজিয়ে,
তোমার চরনে পুজো দেব হৃদপিন্ড,
হে দারিকা, প্রসাদ দিও বুনো ফুলের গন্ধ!

মন্তব্য ২৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৭ দুপুর ১:৩০

মৃত অর্ধ্মৃত বলেছেন: সন্ধের কচুরী পাতায় সাজিয়ে,
তোমার চরনে পুজো দেব হৃদপিন্ড


ভালো লিখেছেন। শুভ কামনা কবি।

২০ শে মে, ২০১৭ বিকাল ৪:৩৩

শাব্দিক হিমু বলেছেন: কৃতজ্ঞতা ও ভালোবাসা জানবেন।

২| ২০ শে মে, ২০১৭ দুপুর ১:৩২

সেলিম আনোয়ার বলেছেন: সন্ধের কচুরী পাতায় সাজিয়ে,
তোমার চরনে পুজো দেব হৃদপিন্ড,
হে দারিকা, প্রসাদ দিও বুনো ফুলের গন্ধ!

সুন্দর +

২০ শে মে, ২০১৭ বিকাল ৪:৩৩

শাব্দিক হিমু বলেছেন: অনুপ্রেরনার জন্যে ভালোবাসা মাখা ধন্যবাদ।

৩| ২০ শে মে, ২০১৭ দুপুর ১:৪১

দুপুরের সন্ধে বলেছেন: অনেকদিন পর, স্বাগতম কবি। B-)

২০ শে মে, ২০১৭ বিকাল ৪:৩৪

শাব্দিক হিমু বলেছেন: হ্যায়, বেশ ব্যস্ততা যাচ্ছিল। ফিরলাম। আপনাদের ভালোবাসার জন্যে.।।

৪| ২০ শে মে, ২০১৭ বিকাল ৩:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো আশা গুলো +++

২৫ শে মে, ২০১৭ সকাল ১১:১০

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ কবি, শুভকামনা ও ভালোবাসা জানবেন।

৫| ২০ শে মে, ২০১৭ বিকাল ৩:৫০

জেন রসি বলেছেন: সেনসুয়াল।

++

২৫ শে মে, ২০১৭ সকাল ১১:১০

শাব্দিক হিমু বলেছেন: ভালোবাসা জানবেন কবি।

৬| ২০ শে মে, ২০১৭ বিকাল ৪:৫১

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর কবিতা +

২৫ শে মে, ২০১৭ সকাল ১১:২২

শাব্দিক হিমু বলেছেন: ভালোবাসা জানবেন, কবি।

৭| ২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +

২৫ শে মে, ২০১৭ সকাল ১১:২৪

শাব্দিক হিমু বলেছেন: অনুপ্রেরণার জন্য ভালোবাসা ও কৃতজ্ঞতা।

৮| ২০ শে মে, ২০১৭ রাত ১১:৩০

আখেনাটেন বলেছেন: আপনার হৃদপিণ্ড পূজো দেওয়ার কথা পড়ে কেন যেন জলিল সাহেবের সেই মহার্ঘ দৃশ্য চোখে ভেসে উঠল। ;)

++++

২৫ শে মে, ২০১৭ সকাল ১১:২৬

শাব্দিক হিমু বলেছেন: ;) :P B-)

ভালো বলেছেন

৯| ২১ শে মে, ২০১৭ সকাল ৯:১১

মোস্তফা সোহেল বলেছেন: অনেক দিন পরে এলেন। কেমন আছেন?

২৫ শে মে, ২০১৭ সকাল ১১:৩১

শাব্দিক হিমু বলেছেন: হ্যায়, অনেকদিন পরই বটে। একটু ব্যস্ততায় ছিলুম। দুদিন জ্বরের কোলে সময় কাটিয়ে আজ উঠলুম। বেশ আছি, মন্দ নয়। এখন থেকে নিয়মিত দেখা হবে।

১০| ২৩ শে মে, ২০১৭ রাত ২:৪০

উম্মে সায়মা বলেছেন: দারিকা বুনোফুলের গন্ধ নিয়ে তৈরি থাকবে এমন পূজো পেলে। খুব সুন্দর হিমু।

২৫ শে মে, ২০১৭ সকাল ১১:৩৩

শাব্দিক হিমু বলেছেন: থাকেনা। পূজোর অভাব ছিলনা। তবে প্রসাদ মেলেনি। মেলেনা এখনো।

১১| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

সালমান মাহফুজ বলেছেন: একটা উষ্ণ অনুভূতির শিহরণ খেলে গেল ভিতরে ।

কবিতায় ভালো লাগা ।

২৭ শে মে, ২০১৭ সকাল ৭:৫০

শাব্দিক হিমু বলেছেন: ভালোবাসা জানবেন কবি, অনুপ্রেরনার জন্য।

শুভকামনা ও কৃতজ্ঞতা।

১২| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

কানিজ রিনা বলেছেন: আমাকেও একজন পুজো দিত কিন্তু তার
পুজো দেওয়ার অভ্যাস ছিল অনেক দারিকা
দেবীর। যা ছিল গোপন কিন্তু সে জানে আমিই তার মহাদেবী। প্রসাদ ফুল কিছুই
চায় না। ভাল লাগল কবিতা। ধন্যবাদ,

২৭ শে মে, ২০১৭ সকাল ৭:৪৮

শাব্দিক হিমু বলেছেন: মানব হৃদয় বড় অদ্ভুত জায়গা। এর হিসেব গণীতে নয়, জ্যামিতিক। ভালো থাকুক ভালোবাসারা।

১৩| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

উম্মে সায়মা বলেছেন: তবে হয়তো ভুল পাত্রে পূজা অর্পিত হয়েছে #:-S

২৭ শে মে, ২০১৭ সকাল ৭:৪৩

শাব্দিক হিমু বলেছেন: প্রসাদ না দিতে পারাটা দেবীর ব্যর্থতা, পুজোতে তবু কার্পন্য থাকার কথা নয় পুজারীর।

১৪| ২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.