নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব তাহা বিশ্বাস করিব কিরুপে! উহা ছিলনা, আবার থাকিবেও না।তাহা হইলে বলিবার আর কিইবা বাকি রহিল!

শাব্দিক হিমু

অদ্ভুত সত্যের মুখোমুখি!

শাব্দিক হিমু › বিস্তারিত পোস্টঃ

নানা হিসেব-নিকেশঃ আজকের ম্যাচে এগিয়ে বাংলাদেশ!

০৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৫২

সাতপাঁচ ভেবে সাতে-পাঁচে প্যাঁচানোর কিছু নেই। সহজ হিসেব, আজকের ম্যাচে এগিয়ে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার স্পট লাইট ওয়ার্নার – ম্যাক্সওয়েলদের পাঙ্গা নিতে টাইগারদের আছে সৌম্য-সাব্বির। সাকিব-তামিম পর্যন্ত পৌঁছানোর দরকার পড়বে না।

অস্ট্রেলিয়ার স্বর্ণযুগের অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথিউ হেডেন, মাইক হাসি, ডেভিড হাসি, মাইকেল ক্লার্ক, রিকি পন্টিংদের সাথে বাংলাদেশের আজকের দলের খেলেছেন অনেকেই। তামিম, মুশফিক, সাকিব, মাশরাফি, মাহমুদুল্লাহদের পাশে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, অ্যারোন ফিন্স, গ্লেন ম্যাক্সওয়েলদের অভিজ্ঞতা নিতান্তই খোকা খোকা মনে হবে।

অজি দলে ১০০ ওডিআই খেলেছেন এমন কোন ক্রিকেটারই নেই। অন্যদিকে ১৭০ এর বেশি ম্যাচ খেলেছেন টাইগার তামিম, সাকিব, মাশরাফি, মুশফিকরা। ১৫০ এর কাছাকাছি একদিনের ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে মিষ্টার ডিপেন্ডেন্ট মাহমুদুল্লাহ রিয়াদের।
বোলিং এ মিচেল স্টার্ক, হ্যাজলউড, প্যাটিনসনদের চেয়ে কোন অংশে কম যান না মুস্তাফিজ, মাশারাফি, রুবেলরা।

কন্ডিশনের বিচারে অস্ট্রেলিয়া এগিয়ে থাকলেও এক মাসের বেশি সময়ে নিজেদেরকে ভালই থিতু করে ফেলেছেন টাইগার বাহিনি। দুদলের ২০১১ সালে শেষ লড়াইয়ের বাংলাদেশ আর আজকের বাংলাদেশের মধ্যে যে বহুগুন পার্থক্য সেটা সমগ্র ক্রিকেট বিশ্বও যেমন স্বীকার করে নেবে তেমনি অজি ক্রিকেটেরদেরও মানতে নারাজ হবার কথা না।

১৯৯০ থেকে ২০১৫, দুদল মুখোমুখি হয়েছে গোটা বিশেক বার। শেষ ম্যাচটা পরিত্যাক্ত হওয়াই পরিসংখ্যান মতে বাংলাদেশ ১, অস্ট্রেলিয়া ১৮। সামর্থের পার্থক্যের সাথে সাথে পরিসংখ্যানের সংখ্যাগুলোও বদলাতে শুরু করে। বদলাতে শুরু করে জয়ের হিসেব নিকেশও।



সেই বদলানোর শুরুটা হয়তো আজ থেকেই। বাংলাদেশ সময় সন্ধা সাড়ে ৬ টায় শুরু হওয়া আজকের ম্যাচ শুধু একটা ম্যাচই না, দির্ঘ দিনের একটা হিসেব বদলানোর ম্যাচ, বাংলাদেশের খাতায় জয়ের সংখ্যা বাড়ানোর ম্যাচ, ১৮-২ করার ম্যাচ, সেমিফাইনালের যাবার পথ প্রশস্থ করার করার ম্যাচ।
বাকিটা মাঠে।

আমার এই আর্টিকেলটি আজ প্রথম প্রকাশিত হয় ক্রিকেট বিস্ময় মাচাও এঃ http://bit.ly/2susV2H

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৫৬

সামু পাগলা০০৭ বলেছেন: আপনার পোস্টটি পড়ে অনেক বেশি আত্মবিশ্বাস পাচ্ছি ভাই। আশা করি আমরাই জিতব! জিততে হবেই!

শুভকামনা জানবেন!

২| ০৫ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৩

নতুন বলেছেন: সামু পাগলা০০৭ বলেছেন: আপনার পোস্টটি পড়ে অনেক বেশি আত্মবিশ্বাস পাচ্ছি ভাই। আশা করি আমরাই জিতব! জিততে হবেই!

শুভকামনা জানবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.