নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব তাহা বিশ্বাস করিব কিরুপে! উহা ছিলনা, আবার থাকিবেও না।তাহা হইলে বলিবার আর কিইবা বাকি রহিল!

শাব্দিক হিমু

অদ্ভুত সত্যের মুখোমুখি!

শাব্দিক হিমু › বিস্তারিত পোস্টঃ

তুই কাব্য - ৯

২৪ শে জুন, ২০১৭ রাত ১০:৫২



তুই আমার জানলা খোলা, রোজ অবেলা,
বিষুম লাগা ক্ষন,
তুই আমার পাতার বাশি, শান্তি রাশি
উদাসপুরের বন।

তুই আমার বড্ড ব্যাথা, নকশি কাঁথা
বৃষ্টি ভেজা চাঁদ,
তুই আমার শীতল পাটি, স্মৃতির ঘাটি
জোয়ার ভাটা ফাঁদ।

তুই আমার বইয়ের পাতা, সাদা খাতা
টেক্কা-সাহেব তাস
তুই আমার ইজি চেয়ার, আত্ম কেয়ার
ভিষন ঘন শ্বাস।

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৭ রাত ১০:৫৬

দুপুরের সন্ধে বলেছেন: প্রিয় সিরিয়াল। যথারিতি +

২৪ শে জুন, ২০১৭ রাত ১১:০২

শাব্দিক হিমু বলেছেন: কৃতজ্ঞতা ও শুভ কামনা জানবেন।

২| ২৪ শে জুন, ২০১৭ রাত ১০:৫৬

তেল আবিব বলেছেন: ওলে ভাইয়ুউউউউউউ!!!!!!!!!

ইহা কি লিখিয়াছো!!!!!!!!!!!

পড়িয়া তোমাকে করল্লার মিষ্টি বানাই খাওয়াতে ইচ্ছা করিতেছে!!!!!!!!!

:P

২৪ শে জুন, ২০১৭ রাত ১১:০১

শাব্দিক হিমু বলেছেন: কি জানি কি লিখিয়াছি। =p~
বিচারের ভার নিজের কাঁধে রাখিবার মত বোকামি করিব কেন, করিব না।

করল্লার মিষ্টি মন্দ হইবে না, মিষ্টি তৈরির বিশেষ সুখ্যাতি রহিয়াছে আপনার বোধ হইতেছে। আমার খাইতে আপত্তি থাকিল না। :P

৩| ২৪ শে জুন, ২০১৭ রাত ১১:০২

আঁকবার বলেছেন: ভালবাসার বহিপ্রকাশ ------ চলতে থাকুক ---

২৪ শে জুন, ২০১৭ রাত ১১:০৫

শাব্দিক হিমু বলেছেন: লক্ষ সেঞ্চুরি।
অনুপ্রেরনার জন্য আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা জানবেন।

৪| ২৪ শে জুন, ২০১৭ রাত ১১:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর আর সুন্দর

২৪ শে জুন, ২০১৭ রাত ১১:১০

শাব্দিক হিমু বলেছেন: এপাশে কৃতজ্ঞ আত্মা, সঙ্গে এক সমুদ্র শুভ কামনা।
ভালোবাসা জানবেন কবি।

৫| ২৪ শে জুন, ২০১৭ রাত ১১:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: #তেল আবিব

কাল আমার পোস্টেও এমন হুবুহু মন্তব্য দেখলাম

২৪ শে জুন, ২০১৭ রাত ১১:০৬

শাব্দিক হিমু বলেছেন: উনি সম্ভাবত মন্তব্য কোটায় আছেন, দৃষ্টি আকর্ষন পর্ব। একখান লিখে কপি পেষ্টে কম্য সাবাড়। =p~
বাচ্চামি B-)

৬| ২৪ শে জুন, ২০১৭ রাত ১১:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: তালহা রুদ্র র মন্তব্য

সামান্য চেঞ্জ আছে হা হা

আপুমণিইইইইই!!!!!!সুন্দর পোস্ট!!!!!!!তোমাকে এমন পোস্টের জন্য করল্লার লাচ্ছি বানাইয়া খাওয়াব!!!!!!!!!হা হা হা হা!!!!!!!!!!!!

৭| ২৪ শে জুন, ২০১৭ রাত ১১:১২

উম্মে সায়মা বলেছেন: তুই আমার বইয়ের পাতা, সাদা খাতা
টেক্কা-সাহেব তাস

খুব সুন্দর হয়েছে। :)
অগ্রিম ঈদ শুভেচ্ছা হিমু.....

২৪ শে জুন, ২০১৭ রাত ১১:২৪

শাব্দিক হিমু বলেছেন: শুধু শুভেচ্ছা দিলে হবে না সায়মা, সাথে নেমন্তন্যও চাই। আটপৌড়ে নেমন্তন্য হলেও চলবে। :P

৮| ২৪ শে জুন, ২০১৭ রাত ১১:৫৬

উম্মে সায়মা বলেছেন: বিপদে ফেললে তো! এখন এই নেমন্তন্ন কোথায় পাই? ওকে তোমার থেকেই ধার করে দিয়ে দিলাম। নাও নেমন্তন্ন :)

২৫ শে জুন, ২০১৭ সকাল ৮:০৯

শাব্দিক হিমু বলেছেন: এ অন্যায়, এ অবিচার জাতি জাতি মেনে নেবেনা,
কোথায় আজ মানবতা, মহানুভবতা, উদারতা?
কোথায় নেমন্তন্য ওয়ালা মানুষগুলো,
কোথায়-কোথায়-কোথায়?

(যাত্রার সংলাপের ঢঙে পড়ো) :P

৯| ২৫ শে জুন, ২০১৭ রাত ১২:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২৫ শে জুন, ২০১৭ সকাল ৮:১০

শাব্দিক হিমু বলেছেন: ভালোবাসা জানবেন। অনুপ্রেরনার জন্যে কৃতজ্ঞতা।

১০| ২৫ শে জুন, ২০১৭ ভোর ৫:১৬

রাফসান পৃথু বলেছেন: সব তুলনার ঊর্ধে তুমি-

২৫ শে জুন, ২০১৭ সকাল ৮:১১

শাব্দিক হিমু বলেছেন: হ্যায়, তা ঠিক। তবু প্রিয়জনকে আমরা তুলনা করতে চাই, নিজের মত করে।

শুভ কামনা।

১১| ২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

বিজন রয় বলেছেন: চিরাচরিত।
+++

২৬ শে জুন, ২০১৭ রাত ১:০১

শাব্দিক হিমু বলেছেন: ভিষন কৃতজ্ঞতা ও ভালোবাসা।
অনেকদিন পরে পেলাম আপনাকে আমার বাড়িতে।

১২| ২৬ শে জুন, ২০১৭ সকাল ৮:৩৮

উম্মে সায়মা বলেছেন: আবার যাত্রাপালাও লেখা শুরু করেছো নাকি? বেশ বেশ ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.