নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব তাহা বিশ্বাস করিব কিরুপে! উহা ছিলনা, আবার থাকিবেও না।তাহা হইলে বলিবার আর কিইবা বাকি রহিল!

শাব্দিক হিমু

অদ্ভুত সত্যের মুখোমুখি!

শাব্দিক হিমু › বিস্তারিত পোস্টঃ

মওজ

২৬ শে জুন, ২০১৭ রাত ১২:৩৫



এইতো সেদিন তোমায় দেখলুম। খুব আনমনে বসে ছিলে,
দিঘির ঘাটের যেদিকটাতে দুটো পদ্ম ফুটেছিল,
ঠিক তার উল্টো দিকে।
জারুল গাছের ঝোপের আড়াল থেকে
স্বচ্ছ জলে আমি তোমার হেলতে দুলতে থাকা
ধ্যানমগ্ন প্রতিবিম্বের দিকে খানিক্ষন
অপলক তাকিয়ে থাকার পর মনে মনে বলেছিলুম
'কিগো, আমারো যে আজ ঘরে ফিরতে ইচ্ছে করছে না'।

ভাবলুম তোমায় বলি, তোমায় বলি চলো
মুঠো মুঠো প্রেম ছিটাই, গায়ে লাগুক শিহরোন,
ভিজে যাক আত্মার শিরা উপশিরাও।
একটু দুরে ভাসতে থাকা এক ঝাক অপরিচিত মাছের মত
আমি তোমার দিকে তাকিয়ে।

পুব দিকের কোনায় একটা ছোট্ট ডিঙি নৌকো বাঁধা,
পশ্চিমের আকাশ রাঙানো সন্ধায়
পুবের ডিঙিটাও প্রেমে লালচে আভা পেয়েছে।
এক ঝাক বিহঙ্গম মারুত ছড়িয়ে উড়ে গেল উত্তরে,
আচ্ছা দিঘির শান্ত জলে, ডিঙি নৌকোয় চড়ে,
তোমাকে সন্ধ্যে দেখার নেমন্তন্য করলে কেমন হয়।

খোলা কুন্তল উদ্ভ্রান্তের মত
তোমার মুখ, লোচন, অধর স্পর্শ করছে,
সোনলি ত্বকে গোধুলির লাল মিশে আরেকটা পৃথিবী যেন
তোমার দুচোখ।

ততক্ষনে ঘুম ভেঙেছে আমার।
মাথার উপরে ঘুরতে থাকা বৈদ্যুতিক পাখার শো শো আওয়াজ,
জানালায় আছাড়ে পড়তে থাকা ভারি পর্দা,
বাহিরে দুটো কলার পাতার বাতাসে এক অন্যকে স্পর্শ করা,
আর সকালের আলোর পৃথিবীতে ছড়িয়ে পড়ার প্রস্তুতি।

আমি তখন নেমন্তন্য পত্রখানা দূরাশার খামে ভরে
অপেক্ষার কালিতে তোমার ঠিকানা লিখছি।

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৭ রাত ১২:৪৬

ঋতো আহমেদ বলেছেন: দেখলুম.. ভাবলুম .. নেমন্তন্য..আপনি এপারের নাকি ওপারের bro

২৬ শে জুন, ২০১৭ রাত ১২:৫৫

শাব্দিক হিমু বলেছেন: এপারের, খাটি এপারের। ওপারে শেকড়ও নেই। :P

২| ২৬ শে জুন, ২০১৭ রাত ১২:৫১

দ্যা ফয়েজ ভাই বলেছেন: বরাবরের মতই ভালো। +++
তবে,একটা সাধারণ লেখাই হতো যদি না এই লেখাগুলো শেষে থাকতো।

ততক্ষনে ঘুম ভেঙেছে আমার।
মাথার উপরে ঘুরতে থাকা বৈদ্যুতিক পাখার শো শো আওয়াজ,
জানালায় আছাড়ে পড়তে থাকা ভারি পর্দা,
বাহিরে দুটো কলার পাতার বাতাসে এক অন্যকে স্পর্শ করা,
আর সকালের আলোর পৃথিবীতে ছড়িয়ে পড়ার প্রস্তুতি।

আমি তখন নেমন্তন্য পত্রখানা দূরাশার খামে ভরে
অপেক্ষার কালিতে তোমার ঠিকানা লিখছি।

২৬ শে জুন, ২০১৭ রাত ১২:৫৮

শাব্দিক হিমু বলেছেন: ফয়েজ ভাই, আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা।

৩| ২৬ শে জুন, ২০১৭ রাত ১২:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:



যদিওবা পুরো কবিতা জুড়ে ভাল লাগা তবুও এই লাইন গুলোগুন গুনিয়ে গাইছি-

ভাবলুম তোমায় বলি, তোমায় বলি চলো
মুঠো মুঠো প্রেম ছিটাই, গায়ে লাগুক শিহরোন,
ভিজে যাক আত্মার শিরা উপশিরাও।
একটু দুরে ভাসতে থাকা এক ঝাক অপরিচিত মাছের মত
আমি তোমার দিকে তাকিয়ে।

২৬ শে জুন, ২০১৭ রাত ১:০৩

শাব্দিক হিমু বলেছেন: ভিষন কৃতজ্ঞতা ও ভালোবাসা জানবেন।
এমন অনুপ্রেরনার জন্যেই এগিয়ে চলা।

৪| ২৬ শে জুন, ২০১৭ ভোর ৬:৪৮

বিজন রয় বলেছেন: শিহরণ বানানটি ঠিক করে দিন। কোন কোন যায়গায় 'তোমার' শব্দাটি বেশি ব্যবহৃত হয়েছে।

মওজ মানে কি?

ঈদ মোবারক।
ভাল থাকুন।

২৬ শে জুন, ২০১৭ বিকাল ৩:৪৪

শাব্দিক হিমু বলেছেন: মওজ মানে ঢেউ।
শিহরণ আর তোমার ঠিক করে নিচ্ছি।

ইদ মুবারাক।
আন্তরিক শুভ কামনা।

৫| ২৬ শে জুন, ২০১৭ সকাল ৮:৪২

উম্মে সায়মা বলেছেন: ভাবলুম তোমায় বলি, তোমায় বলি চলো
মুঠো মুঠো প্রেম ছিটাই, গায়ে লাগুক শিহরোন,
ভিজে যাক আত্মার শিরা উপশিরাও।

খুব খুব সুন্দর হিমু :)
ঈদ মোবারক!

২৬ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫২

শাব্দিক হিমু বলেছেন: ইদ মুবারাক, সায়মা!
আবারো কৃতজ্ঞতা ও প্রচন্ড গরমে এক ঘন্টা দক্ষিনা বাতাসের ভালোবাসা। :P

৬| ২৬ শে জুন, ২০১৭ সকাল ৯:২০

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: Brilliant

২৬ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫৪

শাব্দিক হিমু বলেছেন: প্রথমবার আসলেন আমার বাড়িতে, কি দিয়ে যে আপ্যায়ন করি। গরিবের নীড়! দুমুঠো কৃতজ্ঞতা ও ভালোবাসা জানবেন। :)

৭| ২৬ শে জুন, ২০১৭ সকাল ৯:৩৭

ধ্রুবক আলো বলেছেন: বেশ সুন্দর লাগলো +++

ঈদের শুভেচ্ছা রইলো, ঈদ মোবারক।

৮| ২৬ শে জুন, ২০১৭ সকাল ১১:০০

নাগরিক কবি বলেছেন: সুন্দর
ঈদ মুবারক B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.