নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব তাহা বিশ্বাস করিব কিরুপে! উহা ছিলনা, আবার থাকিবেও না।তাহা হইলে বলিবার আর কিইবা বাকি রহিল!

শাব্দিক হিমু

অদ্ভুত সত্যের মুখোমুখি!

শাব্দিক হিমু › বিস্তারিত পোস্টঃ

হঠাৎ !

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৬


হঠাৎ বাঁচার সাধ বাড়ে,
কৃষ্ণচুড়ারা আবার লাল রঙে ফোটে,
আকাশকে মনে হয় বিশাল, বিস্তৃত।
বাড়ির পেছন দিকটার ডুমুর গাছের ঝোপের পাশে
তিনটে কাঠবিড়ালির রোজগার সাধারন ঘোরাফেরা
একদিন কেন যেন মনে হয় 'খুব সুন্দর'।

অযত্নে ফুটে থাকা ডোবার কুচুরি ফুলগুলোকেও
বড্ড ছুঁয়ে দেখতে ইচ্ছে করে তখন।
ঘটঘট শব্দে ঘুরতে থাকা ঘরের সেকেলে ফ্যানটাকে
সেদিন আর বিরক্ত লাগে না।
অসহ্য মনে হয়না জানালার ছেড়া পর্দা ফুঁড়ে
ভেতরে ঢুকে পড়া ঘুম সকালের রোদগুলোকেও।

হঠাৎ মিলিয়ে যায় সব,
হিসেবের খাতায় একের পর এক শুন্য বসে,
গোড়ালিজুড়ে নেমে আসে স্থিরতা,
বাঁশিতে ভেসে ওঠে নীল সুর,
নিস্তেজ হতে শুরু করে সব খরস্রোতা স্বপ্নগুলো।
বেঁচে থাকার মানে দাঁড়ায় শুধুই বেঁচে থাকা,
মোড়ে মোড়ে মৌন বিলবোর্ড
শেষ-শেষ-শেষ!

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১:০০

নাজনিন সন্ধি বলেছেন: মুগ্ধ, সুন্দর বিন্যাস।

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫৮

শাব্দিক হিমু বলেছেন: কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

২| ১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা। ভাল লাগা রেখে গেলাম না আবার আসব নতুন কবিতায়

১২ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫৬

শাব্দিক হিমু বলেছেন: আমার ব্লগ বাড়িতে স্বাগতম।
কৃতজ্ঞতা জানবেন।

৩| ১০ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২৪

কানিজ ফাতেমা বলেছেন: // বেঁচে থাকার মানে দাঁড়ায় শুধুই বেঁচে থাকা//
ভাল লাগা রইল ।

শুভ কামনা ।

১২ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫৭

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ কবি।
শুভ কামনা রইলো সঙ্গে কৃতজ্ঞতা।

৪| ১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০০

মোস্তফা সোহেল বলেছেন: মাঝে মাঝে হয়তো খুব বাচতে ইচ্ছে করে তবে সেটা খুবই কম।
কবিতা ভাল লেগেছে।

১২ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫৭

শাব্দিক হিমু বলেছেন: কৃতজ্ঞতা ও ভালোবাসা, কবি।
অনুপ্রেনিত

৫| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১২:২৮

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

১২ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫৮

শাব্দিক হিমু বলেছেন: কৃতজ্ঞতা জানবেন, কবি।
অনুপ্রেরনার জন্য ধন্যবাদ।

৬| ১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৪৬

তানুন ইসলাম বলেছেন: কবিতার গাঁথুনিটা মজবুত ,অসাধারণ বললে ও কম বলা হবে ,এক কথায় দারুণ,

১২ ই জুলাই, ২০১৭ দুপুর ২:০১

শাব্দিক হিমু বলেছেন: ভিষন কৃতজ্ঞতা ও ভালোবাসা!
অনুপ্রেরনার জন্য আন্তরিক ধন্যবাদ।

৭| ১১ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২১

উম্মে সায়মা বলেছেন: বাহ! মন ছুঁয়ে যাওয়া কবিতায় ভালোলাগা.... শুভ কামনা।

১২ ই জুলাই, ২০১৭ দুপুর ২:০৩

শাব্দিক হিমু বলেছেন: আরেহ আরেহ, জন ডান এর আত্মা আমার ব্লগ বাড়িতে!

ধন্যবাদ, ধইন্যবাদ এবং ধইইন্যবাদ :P

৮| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১:১৬

উম্মে সায়মা বলেছেন: =p~ হাহাহা...দেখলে তোমার কি সৌভাগ্য! জন ডানের আত্মা আসাও কি কম কথা? :P

৯| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৯

Artcell Sabuj বলেছেন: কবিতার নির্যাসে সিক্ত হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.