নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব তাহা বিশ্বাস করিব কিরুপে! উহা ছিলনা, আবার থাকিবেও না।তাহা হইলে বলিবার আর কিইবা বাকি রহিল!

শাব্দিক হিমু

অদ্ভুত সত্যের মুখোমুখি!

শাব্দিক হিমু › বিস্তারিত পোস্টঃ

হালে বেহাল!

১৩ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪৩



নামেতে বাঙালী
হিন্দিতে বাহুবলী
ইংলিশে দেই গালি!

মারো তালি! মাম্মা, মারো তালি!

আমি এদেশের মানুষ
হুশেতে বেহুশ
কথা বলি ঠাসঠুস!

প্রিয় খাবার? ঘুষ!

করি রাজনীতি
নেই ভয়ভিতি
আমারে কে করবে ক্ষতি?

ধুরর! আমার আবার রিতিনীতি!

অত শত বুঝিনে
আদর্শ খুঁজিনে
আছিতো বেশ সুদিনে!

দেখেন না? কোটিপতি দুদিনে!

মন্তব্য ৩০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫১

দুপুরের সন্ধে বলেছেন: হা হা হা মজারতো

১৪ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৭

শাব্দিক হিমু বলেছেন: হুম আরেকটু মজার করার ইচ্ছে ছিল। সময় হয়ে উঠে না

২| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫১

শাহরিয়ার কবীর বলেছেন:
দারুন লিখেছেন ++++ ;)

১৪ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৬

শাব্দিক হিমু বলেছেন: অনুপ্রেরনার জন্যে অসংখ্য ধন্যবাদ। সাথে কৃতজ্ঞতা ও ভালোবাসা।

৩| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫৫

বিষাদ সময় বলেছেন: ভাল লাগলো, ছন্দটি আমার কাছে একেবারে নতুন মনে হলো...........

১৪ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৬

শাব্দিক হিমু বলেছেন: হ্যায়, আলাদা ধরন নিয়ে ভাবছিলাম কিছুদিন যাবত। সময় করে উঠতে পারছিলাম না বাস্তবে রুপায়িত করতে। আজ খানিকটা সময় করে লিখে ফেললাম। ধরনটার পক্ষে মতামত বেশি হলে আরো দু একটা এই ছন্দে লেখার ইচ্ছে আছে।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আমার ব্লগবাড়িতে স্বাগতম।

৪| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪৭

সুমন কর বলেছেন: সুন্দর।

১৪ ই জুলাই, ২০১৭ রাত ১:২৩

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ কবি। মন্তব্যে অনুপ্রেরনা মেশানোর জন্যে।

৫| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১:১১

উম্মে সায়মা বলেছেন: :P হক কথা.....

১৪ ই জুলাই, ২০১৭ রাত ১:২৭

শাব্দিক হিমু বলেছেন: তোমার নাম শায়মা কেন লিখতাম সেটা আজ আবিস্কার করতে পেরেছি, আরেহ শায়মা নাকে আরেকজন ব্লগার আছে, আজ থাকে অনলাইনে দেখেই মনে পড়লো এ জন্যই সায়মা তখন শায়মা হয়ে গেয়েছিল।

:P

৬| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১:১৩

সচেতনহ্যাপী বলেছেন: আমার কাছেতো ভালই লাগলো।।

১৪ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৪৬

শাব্দিক হিমু বলেছেন: ভালোবাসা জানবেন, সঙ্গে কৃতজ্ঞতা ও শুভকামনা।

ব্লগ বাড়িতে স্বাগতম।

৭| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১:৪৫

উম্মে সায়মা বলেছেন: আমার নাম শায়মা লিখতে না। সাইমা লিখতে B:-/ কৈফিয়ত রিজেক্টেড..... :P

১৪ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৪৬

শাব্দিক হিমু বলেছেন: ধুররর, আবার ভুল করলাম। :( আসলে বুড়ো হয়ে গেছিতো, কিছু মনে রাখতে পারিনা :P

৮| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ২:০৯

নূর-ই-হাফসা বলেছেন: বাহ ছন্দ টা ভাল লাগল

১৬ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৪৭

শাব্দিক হিমু বলেছেন: শুভ কামনা কবি, কৃতজ্ঞতা ও ভালোবাসা!

অনুপ্রেরনার জন্য ধন্যবাদ।

৯| ১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কোটিপতি দুদিনে! এদের হাতে আলদিনের চেরাগ আছে।

১৬ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৪৮

শাব্দিক হিমু বলেছেন: হ্যায়, সেই চেরাগের আরেকটা নামও আছে, সরকারি ক্ষমতা। সেটা ঘষা মারলেই টেকা আর টেকা

১০| ১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২১

ওমেরা বলেছেন: দুই দিনে কোটি পতি !! পেয়েগেছি আলাউদ্দিনের চেরাগ ।

ধন্যবাদ ।

১৬ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৪৮

শাব্দিক হিমু বলেছেন: হ্যায়, এই চেরাগের যন্ত্রনায় আমরা সাধারন মানুষ অতিষ্ঠ! :(

১১| ১৪ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

ৈতয়ব খান বলেছেন: সমাজের বাস্তবতা।
কবিরা আসলে সত্য কথা বলে।

১৬ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৪৯

শাব্দিক হিমু বলেছেন: অমর কবিতার স্রষ্টরা। কবিতারা বেঁচে থাক ঠোটে আর অন্তরে।

১২| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ ছড়া লিখেছেন কবি ভাই, সবি সত্য কথামালায় সাজিয়ে।
মুগ্ধতা রেখে গেলাম পাঠে।

শুভকামনা আপনার জন্য।

১৬ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৫০

শাব্দিক হিমু বলেছেন: অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা।

অনুপ্রেরনার জন্য ধন্যবাদ ও শুভকামনা।

১৩| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:২১

আরিফ শাহরিয়ার জয় বলেছেন: মজার ছড়া কবিতা। ভালো লিখেছেন সত্য কথাগুলো সাজিয়ে। ++++++

১৬ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৫০

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ কবি, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানবেন।

আমার ব্লগবাড়িতে স্বাগতম।

১৪| ১৫ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৪০

ধ্রুবক আলো বলেছেন: বেশ ভালো লিখেছেন +++

১৬ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৫২

শাব্দিক হিমু বলেছেন: কৃতজ্ঞতা ও ভালোবাসা জানবেন।

১৫| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৯:১০

উম্মে সায়মা বলেছেন: এ বয়সেই বুড়ো হয়ে গেলে কিভাবে হবে? বুড়ো বয়সে বুড়ো হয়ো। :-B

১৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৯

বর্ষন হোমস বলেছেন:
সমসাময়িক বিষ্য নিয়ে সেরা ছড়া।অসাধারণ ভাবে সাজিয়েছেন।

শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.