নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব তাহা বিশ্বাস করিব কিরুপে! উহা ছিলনা, আবার থাকিবেও না।তাহা হইলে বলিবার আর কিইবা বাকি রহিল!

শাব্দিক হিমু

অদ্ভুত সত্যের মুখোমুখি!

শাব্দিক হিমু › বিস্তারিত পোস্টঃ

তৃষ্ণা বেলা

১৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৮

চুমুর চিহ্নের মত মুছে গেছে নির্বাক স্বপ্নগুলো
তোমাকে দেখার দাবি নিয়ে
মিছিলে নামেনা আর কোন রাত!



তামাটে হৃদপিন্ডে ঝুলছে পরিত্যাক্ত বিশ্বাস
সাদা পৃষ্টায় অজস্র না লেখা চিঠি পড়ে আছে স্তুপ হয়ে,
ধুলো জমা লাল ডায়েরিটা তোমার ছবি
বুকে চেপে বলে না 'তুমি কবিতা হও!'

তবে অবষাদ বেলায় খুব তৃষ্ণা পায় আমার
'তোমার কণ্ঠের, তোমার চোখের,
মুগ্ধতা মাখা তোমার দুফোটা হাসির!'

মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪২

দুপুরের সন্ধে বলেছেন: বেশ ভালও লাগলো

১৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:১১

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ অনুপ্রেরনার জন্য।

২| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৬

ইফতেখারুল মবিন বলেছেন: বাহ বাহ !!

১৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:১২

শাব্দিক হিমু বলেছেন: কৃতজ্ঞতা ও ভালোবাসা জানবেন।

৩| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৮

নদীর মোহনা বলেছেন: তামাটে হৃদপিন্ডে ঝুলছে পরিত্যাক্ত বিশ্বাস
সাদা পৃষ্টায় অজস্র না লেখা চিঠি পড়ে আছে স্তুপ হয়ে,
ধুলো জমা লাল ডায়েরিটা তোমার ছবি
বুকে চেপে বলে না 'তুমি কবিতা হও!
বেশ। ভাল লাগল কবি। শুভ কামনা।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:১২

শাব্দিক হিমু বলেছেন: অনুপ্রেরনার জন্য নিখাদ কৃতজ্ঞতা ও ভালোবাসা জানেবন।
শুভকামনা রইলো এবং ধন্যবাদ।

৪| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:২৮

কানিজ রিনা বলেছেন: অনেক সুন্দর হয়েছে ভাল লাগল। ধন্যবাদ।

২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪৬

শাব্দিক হিমু বলেছেন: কৃতজ্ঞতা ও শুভকামনা জানবেন।

৫| ২০ শে জুলাই, ২০১৭ রাত ১২:১২

ভ্রমরের ডানা বলেছেন:

চমৎকার!

২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪৬

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ কবি।

৬| ২০ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৩১

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা। +++

২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪৭

শাব্দিক হিমু বলেছেন: ভালোবাসা ও শুভকামনা।

৭| ২০ শে জুলাই, ২০১৭ সকাল ১১:০১

সাগর শরীফ বলেছেন: ”তামাটে হৃদপিন্ডে ঝুলছে পরিত্যাক্ত বিশ্বাস” ।
সুন্দর একটি কবিতার মাঝে সুন্দর একটি লাইন +++++

২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪৭

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালোবাসা জানবেন।

৮| ২০ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩২

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪৯

শাব্দিক হিমু বলেছেন: শুভ কামনা জানবেন, সঙ্গে ভালোবাসা।

৯| ২১ শে জুলাই, ২০১৭ রাত ১:০১

নূর-ই-হাফসা বলেছেন:
তবে অবষাদ বেলায় খুব তৃষ্ণা পায় আমার
'তোমার কণ্ঠের, তোমার চোখের,
মুগ্ধতা মাখা তোমার দুফোটা হাসির!


এই লাইন গুলো চমৎকার ।

২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫০

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ কবি, শুভ কামনা জানবেন।

১০| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

উম্মে সায়মা বলেছেন: ধুলো জমা লাল ডায়েরিটা তোমার ছবি
বুকে চেপে বলে না 'তুমি কবিতা হও!'

বাহ কবি! বেশ বেশ....

২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫১

শাব্দিক হিমু বলেছেন: কৃতজ্ঞতা ও ভালোবাসা জেনো কবি, সঙ্গে ভালোবাসা।

১১| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ৯:০৮

ইউসুফ হাওলাদার শাওন বলেছেন: অসাধারন লিখেছেন

২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০৯

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ কবি।

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: নড়ছে চরছে মাথার মধ্যে, খানিক গদ্যে খানিক পদ্যে !

আপনার লেখা গুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। :)

কবিতায় ভালো লাগা নিন। +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.