নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব তাহা বিশ্বাস করিব কিরুপে! উহা ছিলনা, আবার থাকিবেও না।তাহা হইলে বলিবার আর কিইবা বাকি রহিল!

শাব্দিক হিমু

অদ্ভুত সত্যের মুখোমুখি!

শাব্দিক হিমু › বিস্তারিত পোস্টঃ

চিঠি

১৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০৫



তবে তাই হোক
তোকে আমি চিঠি নামেই ডাকবো,
সন্ধে-সকাল-ভরদুপুরে তোতেই কথা রাখবো,
তোর আকাশে ঘুমিয়ে যাবো, তোর ছোঁয়াতে জাগবো,
তোর অপেক্ষায় পথের পানে, উদাস চেয়ে থাকবো।

তবে তাই হোক,
তোকে আমি, চিঠি নামেই ডাকবো।

তোর কথারই সুর ভরা সব বৃষ্টি গায়ে মাখবো,
কষ্ট-বেদন, না পাওয়া রেশ তোর চোখেতে ঢাকবো,
তোর চরনে ছন্দ দেব, উজান প্রেমে ভাসবো।
তবে তাই হোক,
তোকে আমি চিঠি নামেই ডাকবো।

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: চিঠি ভাল থাকুক

সুন্দর হয়েছে

১৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪০

শাব্দিক হিমু বলেছেন: কৃতজ্ঞতা জানবেন কবি। আমার ব্লগবাড়িতে পদধুলো দেবার জন্যে ধন্যবাদ

২| ১৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১৪

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর কবিতা।

১৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪১

শাব্দিক হিমু বলেছেন: অনুপ্রেরণার জন্যে ধন্যবাদ কবি। ভালোবাসা জানবেন।

৩| ১৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। শুভ কামনা।

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১:৩৫

শাব্দিক হিমু বলেছেন: কৃতজ্ঞতা জানবেন, কবি।

৪| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০০

কথাকথিকেথিকথন বলেছেন:



চিঠি নামে ডাকা ! চমৎকার আবেগ তো !! ভাল লেগেছে ।

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১:৩৭

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ কবি, এই আবেগ দিয়েই জগতের বন্ধনগুলো টিকে আছে। :)

৫| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৬

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ ও শুভ কামনা কবি।

৬| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০৫

উম্মে সায়মা বলেছেন: বাহ! নিজে শব্দ আর সে চিঠি। বেশ বেশ....

১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

শাব্দিক হিমু বলেছেন: শব্দে শব্দে বিহ্বল চিঠি, কোথাও বিস্ময় আবার কোথাওবা উতলে পড়া ভালোবাসা। হঠাৎ একটু আদুরে শব্দেও চোখ ভিজে যায় ভালোবাসার বাষ্পে। তবু চিঠি মানেই যেন দূরত্ব। ভালো থাক চিঠি'রা, ভালো থাক।

৭| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪১

জাহিদ অনিক বলেছেন: তবে তাই হোক,
তোকে আমি, চিঠি নামেই ডাকবো।
দারুণ

১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

শাব্দিক হিমু বলেছেন: ধন্যবাদ ও শুভ কামনা কবি। জানবাসা জানবেন। আমার ব্লগ কুঠিরে স্বাগতম।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৮

ভ্রমরের ডানা বলেছেন:




তোর কথারই সুর ভরা সব বৃষ্টি গায়ে মাখবো,
কষ্ট-বেদন, না পাওয়া রেশ তোর চোখেতে ঢাকবো,
তোর চরনে ছন্দ দেব, উজান প্রেমে ভাসবো।
তবে তাই হোক,
তোকে আমি চিঠি নামেই ডাকবো
।-- বাহ! বাহ! বেশ রোমান্টিক কবিতা.... উপভোগ্য...

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৪২

উদাস মাঝি বলেছেন: তো আর কি, আমরাও ডাকুম ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.