নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব তাহা বিশ্বাস করিব কিরুপে! উহা ছিলনা, আবার থাকিবেও না।তাহা হইলে বলিবার আর কিইবা বাকি রহিল!

শাব্দিক হিমু

অদ্ভুত সত্যের মুখোমুখি!

শাব্দিক হিমু › বিস্তারিত পোস্টঃ

ছড়া প্রশ্ন!

১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭


তোমার মন ভালো না? বড্ড খারাপ?
আস্ত দিনে, অকারনে
লাগছে বিষুম, ইশুম-পিষুম?
নিজের সাথে হচ্ছেনা ভাব?

আহা! তোমার মন ভালোনা? ছন্ন ছাড়া?
গাচ্ছে অতিত, বেসুরো গীত?
টলছে সময়, লময়-ঝময়?
হচ্ছো ভিষন আত্ম হারা?

আহা! তোমার মন ভালো না? বেজায় দুখে ?
থাকছো একা, কষ্ট মাখা?
লাগবে ঔষুধ, ইষুদ-বিষুধ?
ঢাকছো ব্যাথা নিজের বুকে?

মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ

অনেক অনেক ভালো লাগলো

২| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৩

ডঃ এম এ আলী বলেছেন:
বাঃ চমৎকার কবিতা


আহা! তোমার মন ভালো না? বেজায় দুখে ?
থাকছো একা, কষ্ট মাখা?
লাগবে ঔষুধ, ইষুদ-বিষুধ?
ঢাকছো ব্যাথা নিজের বুকে?


কবিতায় +++++

৩| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৯

হাবীব রহমান বলেছেন: ভাল লাগার ছড়া

৪| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভাল লাগলো+

৫| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৮

শূন্যনীড় বলেছেন: সুন্দর +++++

৬| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩২

উম্মে সায়মা বলেছেন: আরেহ হিমু সাহেব, পথ ভুলে চলে এলে নাকি? :-B
ছন্দের খেলা ভালো লাগলো খুব। ভালো থেকো.....

৭| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৯

ধ্রুবক আলো বলেছেন: কবিতা ভালো লাগলো।

৮| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৭

সচেতনহ্যাপী বলেছেন: আহ্ আমিও যদি এমন করেই নিজেকে প্রকাশ করতে পারতাম!!

৯| ১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: নড়ছে চরছে মাথার মধ্যে, খানিক গদ্যে খানিক পদ্যে !

আপনার লেখা গুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। :)

কবিতায় ভালো লাগা নিন। +++

১০| ২৬ শে মার্চ, ২০২১ রাত ৩:২২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.