নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব তাহা বিশ্বাস করিব কিরুপে! উহা ছিলনা, আবার থাকিবেও না।তাহা হইলে বলিবার আর কিইবা বাকি রহিল!

শাব্দিক হিমু

অদ্ভুত সত্যের মুখোমুখি!

শাব্দিক হিমু › বিস্তারিত পোস্টঃ

দিট্টি

২৪ শে আগস্ট, ২০২২ রাত ১:০৭



যদি বলি ভালোবাসি, বলছিনে বিশ্বাস করো।
বলছি শুধু অনুভব করে দেখো।

যদি বলি তোমায় ছাড়া আমার চলবে না,
থমকে যাবে সময়, স্বপ্ন, সুখের স্রোত;
বলছিনে বিশ্বাস করো; বলছি চলো
ভিজে দেখি জোছনা রাতের বৃষ্টির ফোঁটায়।

যদি বলি তোমায় খুব দেখতে ইচ্ছে হচ্ছে,
তোমায় স্পর্শ করার লোভ,
তোমার আধখোলা চুলের মাদকি ঘ্রাণ,
তোমার অবারিত খুশির নিখাদ হাসি;
এসবে আমার গাঢ় আসক্তি।
আমি বলছিনে তুমি বিশ্বাস করো, বলছি
একটাবার আমার চোখে চোখ রেখে দেখো।


কতটা তোমায় চাই,
তোমায় হারানোর ভয়ে কতটা অস্থির আমি,
তুমি নামক ক্যানভাসে আমার স্বপ্নগুলো
কত রঙে আঁকা সেটাও আমি বলছিনে, বলছি
আমার হাত ধরে দেখো, বলছি
চলো কটা পা এক পথে হাটি ।


বলছিনে তুমি আমি সুখি হবো, বলছি
চলো আকাশ দেখি, একসাথে।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০২২ রাত ১:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর।

২| ২৪ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কবিতার হাত কিন্তু দারুণ। খুবই সাবলীল প্রকাশভঙ্গি।

নির্মলেন্দু গুণের একটা কবিতার কথা মনে পড়ে - বলছি না আমাকে ভালোবাস্তেই হবে।


শুভেচ্ছা।

৩| ২৪ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:০২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.