নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

{♥ যদি কখনো নিজেকে একা ভাবো, তাহলে ঐ দূর আকাশের অসীম সীমান্তের দিকে তাকিয়ে থাকো! কখনো নিরাশ হয়ে যেও না! হয়তো বা একটা বাজপাখিও তোমার দিকে উড়ে আসতে পারে! ♥}

সাহসী সন্তান

আমাকে তোর ভালোবাসার দরকার নেই। শুধু পাশে থেকে একটু সাহস যোগাস, দেখবি তখন ভালোবাসাটা এমনিতেই চলে আসবে!!

সাহসী সন্তান › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যারইন ব্লগের মন্ত্রী পরিষদের সদস্যদেরকে নিয়ে একটি মজার কবিতা-\'সামুর মামুরা\'

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫০


সামুর মামুরা
-সাহসী সন্তান

রাষ্ট্রপতি নেই তার গতি ঘাটের মড়া নোটিশ বোর্ড,
ক্যামনে যে সে ব্লগ চালায় শুধুই ভোলে চাবি কোড।
প্রধানমন্ত্রী জানা আপু সামু ব্লগের নেত্রী,
আমরা সবাই তাহার সাথে একই পথের যাত্রী।
সামুর যত দুষ্ট ব্লগার কাঁপছে সবাই থরথর,
স্বরাষ্ট্রমন্ত্রী হাসান মাহবুব এই বুঝি দেয় ক্রস ফায়ার।
অর্থের নাকি 'অ' বোঝে না :P অর্থমন্ত্রী আরিল ভাই,
যার কারনে প্রধানমন্ত্রী আছেন বড় দুশ্চিন্তায়।
পররাষ্ট্রমন্ত্রী জুন আপুকে একটা কথা বলিবে,
এতই যদি বিদেশ থাকেন; দেশের লোকের কি হবে?
ঘুষ খায় না উপহার চায় আইনমন্ত্রী সুমন কর,
এবার ঈদে আশা তাহার তুলবে একটা নতুন ঘর।
ঈদের সময় বাড়ি যাব ঈদ প্রায়তো এসে গেছে,
যোগাযোগ মন্ত্রী আমিনুর ভাই পথ-ঘাট সব ঠিক আছে?
সবার তরে একটি কথা বোকা মানুষ বলতে চায়,
পর্যটন মন্ত্রী আছি বলে দেশের মানুষ সুখে খায়।
খাদ্যাভাবে মরছে মানুষ করছে সবাই হাহাকার,
মন্ত্রী হয়েও শায়মা আপুর প্রিয় জায়গা রান্নাঘর। ;)
রাজাকারের বিচার নিয়ে আছেন বড় যন্ত্রনায়,
মুক্তিযোদ্ধা না হয়েও এই পদে আছেন নদী ভাই।
সমাজ বলে কিচ্ছুটি নাই বিরোধীদল ঘোল পাকায়,
এসব বলে চাঁদগাজী ভাই ঘুমিয়ে দেখ নাক ডাকায়।
শিশু দেখার সময় নেই তার নারীকে নিয়ে খুব আশা,
এই মন্ত্রনালয়ের পদে আছেন কাল্পনিক_ভালবাসা।
সাংস্কৃতির বেহাল দশা নেই কোন তার খোঁজ খবর,
মেকাপ মেখে চেহারা ঢেকে রিকি চালায় এই দপ্তর।
প্রশ্ন ফাঁস আর নকল করলে ছাড় দেবো না কাউকে আর,
শিক্ষামন্ত্রী শঙ্কু বাবুর টাইটেল কিন্তু প্রফেসর!
নিজের স্বাস্থের খোঁজ খবর নাই অন্যকে দেয় ইঞ্জেকশন,
দমকা হাওয়ায় কে যে দেবে রমিত ভাইয়ের প্রটেকশন! :`>
কদুর (লাউ) দাম নাই ছাগলে সব খায়(!) কৃষকের মাথায় হাত,
কৃষিমন্ত্রী মনিরা আপায় খাচ্ছেন দেখো পোলাও ভাত।
টাকার নেশায় ঘুম আসে না বাংলাদেশের নন্দ,
শিল্পমন্ত্রী পদে আছেন নাম দিপংকর চন্দ।
রেলমন্ত্রী প্রামানিক ভাই একটাই কথা তার মুখএ,
বিয়ে একটা করলেই হলো আজ-কাল বা সত্তরএ। :P
একটা কথা জানার জন্য খুতখুত করছে আমার মন,
পুরান ইঞ্জিন নতুন বগি একসাথ হয়ে চলছে কেমন? :`>
সমবায়ের ঋনের ঠ্যালায় মানুষ এখন ঘরছাড়া,
কাবিল ভাই যে এই মন্ত্রী তাইতো আমরা দিশেহারা।
যুবমন্ত্রী হয়েও দেখ তাহার কত তজ-খাতির,
অপু তানভির আপনার নামে নালিশ আছে যুবতীর!
যেখান যত দখলদাররা সবাই এবার সাবধান হন,
এখন কিন্তু ভূমিমন্ত্রী আহমেদ জি এস ভাই জান।
বানিজ্যমন্ত্রীর ঠিকুজীটা লিখতে বড় মনটা চায়,
ঠিক তখনই কলমের কালি শেষ করছি এখন হায়রে হায়!
বানের ঠেলায় ঘুম ছুটে যায় চারি দিকে পনি থৈ,
এহসান সাবির পানিমন্ত্রী বরশি দিয়ে ধরছে কৈ।
নতুন নাকি পুরান ঢাকা জানি না তার ঘর কোথায়,
তবুও তিনি ঢাকা বাসী বলে গেলাম এই সভায়।
ধর্মের নামে অধর্ম হয় তারপরও নাই তাহার হুশ,
ধর্মমন্ত্রী মঞ্জুর চৌধুরী মারবো নাকি একটা ঢুশ? ;)
প্রবাসিদের পাঠক সেঁজে আছেন তিনি খুব সুখে,
সারা জীবন বিদেশ করে দেশে আসবেন কোন মুখে?
বিজ্ঞান মন্ত্রী বিজ্ঞান নিয়ে আছেন বড় বেকায়দায়,
পোস্ট দিয়েই সে হঠাৎ করে কোথায় যেন উধাও হয়।
বশর সিদ্দিকী ভাইয়ের কাছে একটাই দাবী বলে যাই,
পোস্ট করিলেই হবে না তো কমেন্টেরও উত্তর চাই!
কি জানি নাম (?) খায় শুধু জাম শালবন না প্লাবন,
তথ্য মন্ত্রনালয় কোন দিকে ভাই (?) শুধায় তিনি জনে জন।
দেশের যত আগান বাগান করবো আমি পরিষ্কার,
আমারটা নয় জেন রসি কয় বনমন্ত্রী না সমঝদার?
বউ-শালী আর বান্ধবী নিয়ে আছেন যারা টেনশনে,
লুলমন্ত্রী আনোয়ার ভাইকে বলতে পারেন গোপনে! :P
এত জনের মাইনকা চিপায় সামু বড় বেকায়দায়,
চিনে রাখো নতুন যারা মামু-খালার পরিচয়!
পরিশেষে একটি কথা বলবো হেথায় সব জনে,
সাহসী সন্তান নামে আমি ব্লগ চালাই এই খানে।
যেদিন আমি হারিয়ে যাবো এই পৃথিবীর মাঝ থেকে,
সেদিন কি কেউ খুঁজবে আমায় ডাকবে কেঁদে ভাই বলে?
ইচ্ছা আছে নিজের কাছে থাকবো বেঁচে যতক্ষন,
আমার প্রিয় ব্লগটাকে রাখবো করে আপনজন।
শেষের কথা বলবো হেথা আমরা যার ব্লগার,
সত্য লেখায় ভয় পাবো না আসুক যত তুফান-ঝড়।
ছোট থাকতে সবাই দেখতে আলিফ লায়লার সিন্দাবাদ,
লেখার জন্য প্রিয় জায়গা সামু ব্লগ জিন্দাবাদ!

কবিতাটি আমার নিজেরই রচনা করা। তবে এই কবিতাটি রচনা করা হয়েছে সামু ব্লগেরই সিনিয়র ব্লগার জনাব 'সুমন কর' ভাইয়ের করা 'সামুর পরিবর্তিত ও সংশোধিত মন্ত্রী পরিষদ এবং ঈদ ফান পোস্ট !:#P' নামক পোস্টের উদ্ধৃতি থেকে। এবং ছবিটাও ঐ পোস্ট থেকে সংগ্রহ করা। পোস্টটার লিংকঃ-http://www.somewhereinblog.net/blog/S_Kar/30055483#nogo

এখানে সেই বিখ্যাত পোস্টের কিছু অংশ তুলে দেওয়া হলোঃ-
সম্মানিত ব্লগারগণ,
আপনারা সকলে অবগত আছেন, গত ০৪ ঠা নভেম্বর, ২০১৪ ইং তারিখে সন্ধ্যা ৭:২৫ মিনিটে সামহোয়্যারইন ব্লগের গোপন নির্বাচন পদ্ধতিতে ব্লগীয় মন্ত্রীপরিষদ গঠন করা হয়েছিল।
পোস্টটা পড়তে হলে এখানে ক্লিক করুনঃ- Click This Link আজ প্রায় আট মাস পর, এ মন্ত্রীপরিষদে ব্যাপক পরিবর্তন করা হয়েছে। যার মূল কারণ হিসেবে যে বিষয়গুলো প্রাধান্য পেয়েছে তার মধ্যে পারিবারিক ব্যস্ততা, ব্যক্তিগত ব্যস্ততা, অসুস্থতা, মন্ত্রণালয়ে গরহাজির, নিজ নিজ এলাকার উন্নতি না করা এবং অতি মাত্রায় বিদেশ সফর - এগুলোকে বিবেচনা করা হয়েছে। [ দুর্নীতি, ঘুষ, টাকা আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, চাঁদা-বাজি - এগুলোকে নগণ্য বিষয় হিসেবে বাদ দেয়া হয়েছে। কারণ এসব কুকীর্তি উপর থেকে নীচ মহল পর্যন্ত সবাই কম-বেশী করে থাকেন। :P ]

এক নজরে সামুর মন্ত্রী পরিষদঃ-
০১. রাষ্ট্রপতিঃ নোটিশবোর্ড; ০২. প্রধানমন্ত্রীঃ জানা; ০৩. স্বরাষ্ট্র মন্ত্রীঃ হাসান মাহবুব; ০৪. অর্থ মন্ত্রীঃ আরিল; ০৫. পররাষ্ট্র মন্ত্রীঃ জুন; ০৬. আইন মন্ত্রীঃ সুমন কর; ০৭. যোগাযোগ মন্ত্রীঃ আমিনুর রহমান; ০৮. পর্যটন মন্ত্রীঃ বোকা মানুষ বলতে চায়; ০৯. খাদ্য মন্ত্রীঃ শায়মা; ১০. মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীঃ শতদ্রু একটি নদী...; ১১. সমাজকল্যাণ মন্ত্রীঃ চাঁদগাজী; ১২. নারী ও শিশু কল্যাণ মন্ত্রীঃ কাল্পনিক_ভালোবাসা; ১৩. সংস্কৃতি বিষয়ক মন্ত্রীঃ রিকি; ১৪. শিক্ষা মন্ত্রীঃ প্রোফেসর শঙ্কু; ১৫. স্বাস্থ্য মন্ত্রীঃ রমিত; ১৬. কৃষি মন্ত্রীঃ মনিরা সুলতানা; ১৭. শিল্প মন্ত্রীঃ দীপংকর চন্দ; ১৮. রেল মন্ত্রীঃ প্রামািনক; ১৯. পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীঃ কাবিল; ২০. যুব ও ক্রীড়া মন্ত্রীঃ অপু তানভীর; ২১. ভূমি মন্ত্রীঃ আহমেদ জী এস; ২২. বাণিজ্য মন্ত্রীঃ কলমের কালি শেষ; ২৩. পানি সম্পদ মন্ত্রীঃ এহসান সাবির; ২৪. প্রাণী ও মৎস্য সম্পদ মন্ত্রীঃ ইমতিয়াজ ১৩; ২৫. গৃহায়ন মন্ত্রীঃ ঢাকাবাসী; ২৬. ধর্ম মন্ত্রীঃ মঞ্জুর চৌধুরী; ২৭. প্রবাসী কল্যাণ মন্ত্রীঃ প্রবাসী পাঠক; ২৮. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীঃ বশর সিদ্দিকী; ২৯. তথ্য মন্ত্রীঃ প্লাবন২০০৩; ৩০. পরিবেশ ও বন মন্ত্রীঃ জেন রসি এবং ৩১. লুল মন্ত্রীঃ সেলিম আনোয়ার

আমার কবি হয়ে ওঠার পিছনের ইতিহাসঃ-
আমার এই কবি হয়ে ওঠার পিছনে খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা জড়িত আছে। খুব সংক্ষেপে আমি সেই ঘটনাটা এখন বর্ননা করছি। তখন আমার বয়স কত হবে, ঐ ২০ কি ২২ বছর। পরপর পাঁচবার পরীক্ষা দিয়েও যখন প্রবেশিকা (বর্তমানে ম্যাট্রিক) পাশ করতে পারলাম না তখন মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম যে আমি আর এই পৃথিবীতে বেঁচে থাকবো না। যে পৃথিবী আমার একটা সামান্য সার্টিফিকেট দিতে পারলো না কি হবে সেই পৃথিবীতে বেঁচে থেকে? সুতরাং আত্মহত্যা করবো। যে ভাবেই হোক আত্মহত্যা আমাকে করতেই হবে! :P সব পরিকল্পনা চুড়ান্ত করে আমি আত্মহত্যার অন্যতম মহৌষধ 'বিষ' কেনার জন্য একটা দোকানে গিয়ে ১০০ গ্রাম বিষ কিনে নিয়ে বাড়িতে আসলাম। পথে কেউ যাতে বুঝতে না পারে যে আমার হাতে কি আছে, তাই আমি একটা কাগজের মোড়কে বোতলটা পেচিয়ে নিলাম। বাড়িতে এসে খুব ভাল দেখে একটা পজিশন মত জায়গা খুঁজে বিষ খাওযার জন্য যেইনা বোতলের গা থেকে কাগজের মোড়কটি খুলেছি! অমনি সেই কাগজের মোড়কের গায়ের একটা লেখায় আমার চোখ আটকে গেল। কাগজটি ছিল একটা সংবাদ পত্রের কাটিং। আর তাতে লেখা আছে, "বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার অনবদ্য কাব্য গ্রন্থ 'গিতাঞ্জলী' রচনার জন্য এবছর উপমহাদেশ থেকে প্রথম নোবেল পুরষ্কার পেয়েছেন। অথচ তিনি শিক্ষা জীবনে ছয় ছয় বার প্রবেশিকা (ম্যাট্রিক) পরীক্ষা দিয়েও পাস করতে পারেন নি!"

খবরটি পড়েই আমি খুশিতে ছাগলের পাঁচ নম্বর বাচ্চার মত লাফাতে শুরু করলাম। আর লাফাবই না কেন? আমি পাঁচবার পরীক্ষা দিয়ে একটা সার্টিফিকেট অর্জন করতে পারলাম না বলে আত্মহত্যা করতে যাচ্ছি; অথচ রবীন্দ্রনাথ ঠাকুর ছয়বার পরীক্ষা দিয়েও পাশ করতে পারেন নি! কিন্তু উনার মনে তো এ নিয়ে কোন ভাবনা নেই! বরং আপন মনে কি সুন্দর সুন্দর কবিতা, গান,উপন্যাস আরও কত কি রচনা করে চলেছেন। এর চাইতে খুশির খবর আমার কাছে আর কিইবা হতে পারে? সাথে সাথে আমি আমার সিদ্ধান্ত বদল করে ফেললাম। আর মনে মনে ভাবলাম, 'আসলেই আমি একটা অপদার্থ! পরীক্ষায় পাস করতে না পারলে কি এমন হয়? গুরু তো ছয়বারেও পাস করতে পারেননি অথচ উনার মনে কি কোন অনুতাপ আছে? বরং কত সুন্দর সুন্দর শৈল্পিক লেখার মাধ্যমে উনি এখন বিশ্ব কবির মর্যাদা লাভ করতে পেরেছেন। এমন কি সেই সব রচনার জন্য তিনি পৃথিবীর শ্রেষ্ট পুরষ্কার নোবেলও পেয়ে গেছেন। ইনি তো আমার জন্ম জন্মান্তরের গুরু!' আমার অবশ্য নো বেল-টোবেলের দরকার নেই, তবে অন্তত একটা কদবেল ;) হলেই যথেষ্ট!

যেই ভাবা সেই কাজ। চলে গেলাম কবি গুরুর কুঠিরে। গুরুকে আদোপান্ত সব কিছুই খুলে বললাম। আমার কথা শুনে গুরু আমার পিঠে একটা চাপড় মেরে বললেনঃ-
-বৎস কোন চিন্তা করিস না। যে ভাবেই হোক তোকে আমি কবি বানিয়ে তোর হাতে কদবেল ধরিয়ে দেবোই দেবো! তবে যতদিন না তুই ঠিক ঠাক মত কবি হয়ে উঠছিস ততদিন তুই আমার এখানেই থাকবি, আমার এখানেই খাবি।
আহঃ গুরুর কথাটা শুনতে যেন অমৃত্বের মত লাগলো। মনে মনে একটু উর্দূ আওড়ালাম (তখন দেশ স্বাধীন হয়নিতো তাই দোষ ছিল না);
-'ও হো হো, বহুত খুব, বহুত খুব! হাম দিলকো বহুত খুশ হুয়া!'

সেই দিন থেকেই আমি কবি গুরুর সাথে কবিতা রচনার ধ্যানে নিমগ্ন হলাম। কিন্তু হাজার চেষ্টা করেও আমি একবারের জন্যেও কিছুতেই কবিতার 'ক' লিখতে পারলাম না। মনে মনে তো এক প্রকার কবি হওয়ার আশাই ছেড়ে দিয়ে ছিলাম। ভাবলাম, এই জিনিস আমার জন্য না! ঠিক এমন সময় কবি গুরুর কুঠিরে আমার কিছু দেশি কবির আগমন ঘটলো। এই যেমন ধরেনঃ- আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বনলতা সেনের রচয়িতা জীবনানন্দ দাশ, ক্ষনজন্মা কবি সুকান্ত ভট্রাচার্য, কবি নির্মলেন্দু গুন ইত্যাদী আরো অনেকেই। উনাদের আগমন উপলক্ষে গুরু আমাকে ভিতর থেকে খুব সুন্দর করে চা বানিয়ে আনতে বললেন। যথারীতি আমি কিছুক্ষনের মধ্যেই চা নিয়ে হাজির হলাম। আগেই বলে রাখি গুরু কিন্তু আমার চায়ের ভীষন ভক্ত। কোথাও বের হতে গেলে তো আমার চা না খেয়ে গেলে ওনার নাকি সে দিনটাই মাটি হয়ে যায়! কিন্তু আজ যে গুরুর কি হলো? চায়ে একটু মুখ লাগিয়েই তিনি চিৎকার করে উঠলেন। প্রথমে তো ভাবলাম কি জানি আমার চা খেয়ে উনি না জানি পাগল হয়ে গেলেন! কিন্তু পরে দেখলাম আসলেই তা নয়! উনি আমার চায়ে একটু মুখ লাগিয়েই গোঙানীর মত করে বলে উঠলেনঃ-
"আমারও পরাণও যাহা চায়; তার কিছু নাই, কিছু নাই এই চায়ে গো.....!!"
হায় হায় খাইছে আমারে! এইটা উনি কি কন? ঠিক তখনই দেখলাম পাশ থেকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার স্বভাব সুলভ বিদ্রোহী কন্ঠে বলে উঠলেনঃ-
"আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হবো শান্ত!
যদি ভাল করে কেউ একটু চা বানিয়ে আনতো!!"

কথায় আছে 'এক জনের জন্য দশজন নষ্ট।' এখানে ঘটলোও ঠিক তাই। কবি নজরুলের বিদ্রোহী উক্তি শুনে কবি জীবনানন্দ দাশ উদাশ মুখে বলে উঠলেনঃ-
"আর আসিবো না ফিরে, রবি ঠাকুরের এই নিড়ে!
গরম চায়েতে চুমুক দিয়া ঠোঁট গিয়াছে পুড়ে!!"

আরে ভাই চা তো একটু গরম থাকতেই পারে? তাতে আবার কি সমস্যা হলো? জীবনে বহুত কোল্ড কফির নাম শুনছি, তাইলে কি চা ও কোল্ড হয়? কি জানি হবে হয়তো! এসব কথা ভাবছি ঠিক এমন সময় একটা ১৯-২০ বছরের বাচ্চার গলার আওয়াজ শুনতে পেলাম। দেখলাম তিনি আর কেউ নন আমারই দেশি ভাই কবি সুকান্ত ভট্রাচার্য। উনি একটু চিকন কন্ঠে বলে উঠলেনঃ-
"কবিতা, তোমাকে দিলাম বিদায়!
এক কাপ চা যেন ঝলসানো ছাই!!"


নাহঃ দেশি হইয়া কেউ এমন কাম করে। ভবলাম চায়ে সত্যি সত্যি ছাই পড়ছে কিনা কে জানে? হয়তো পানি গরম করতে যেয়ে পড়তেও পারে! কিন্তু সেটা এত জোর গলায় বলার কি আছে সেটাই তো বুঝতে পারলাম না! আমি উনার হাত থেকে চায়ের কাপটা নিয়ে দেখলাম না; চায়ে কোন ছাই-টাই নেই। তবে চিনির পরিবর্তে সম্ভবত লবন দিয়ে ফেলছি! :P তাই এত শোরগোল। আরে ভাই চায়ে না হয় একটু চিনি দিতে ভুল হয়া গেছে। ভুল হয়না মানুষের? লবন আর চিনির মধ্যে কি কোন পার্থক্য আছে? দুইটাই তো সেম টু সেম; তাইলে ক্যামনে বুঝুম? কিন্তু তাই বলে একজন দেশি ভাইরে সবার সামনে কি এমন ভাবে কেউ অপমান করে? মনে মনে রাগে ফুঁসতে লাগলাম। ঠিক এমন সময় ছড়াকার হেলাল হাফিজ আমার সেই ছাই চাপা আগুনে বারুদ ঢেলে দিল। তিনি হৈহৈ করতে করতে বলে উঠলেনঃ-
"নষ্ট পাতির সস্তা চায়ে মুখ হয়েছে তিতা,
কষ্ট চেপে নষ্ট চায়ে মুখ দিয়েছি কিতা!"

কিরে........? সবাই এমন করে ক্যারে? মনে হয় সব পাগল হইয়া গেছে! তরকারিতে লবন দিয়ে খাইতে পারেন যখন, তখন চায়ে একটু লবন হইলে দোষ কি? মনে মনে কান্দন |-) জোড়নের মওকা করছি ঠিক এমন সময় কবি নির্মলেন্দু গুনের কন্ঠস্বর শুনতে পেলামঃ-
"আমি হয়তো মানুষ না, মানুষ অন্যরা!
মানুষ হইলে এমন চায়ে চুমুক দিতাম না।"

ধ্যাত্তেরি! এত জনের ঠ্যালা না সামলাতে পেরে গুরু আবারও অসহায়ের মত চেচিয়ে উঠলেনঃ-
"ওরে অধম, ওরে আমার কাঁচা!
ভাল করে চা বানিয়ে এবার আমায় বাঁচা!"


উনাদের এই অপমান আমি আর সহ্য করতে পারলাম না। আরে ভাই এত অপমানেও যদি রাগ না হয়, তাইলে রাগটা আছে কিসের জন্য। আর গুরু ও যেমন! আজ না হয় চা একটু খারাপই হইছে, তাই বলে একেবারে চৌদ্দগুষ্টি উদ্ধার করতে হবে? সুতরাং আর রাগ স্বংবরন করতে না পেরে হঠাৎই আমি তিব্রো অথচ ঝাঝালো কন্ঠে বলে উঠলামঃ-
"ধ্যাত্তেরীকা ভাল্লাগেনা কি বানামু চা,
এবার আনবো লবন দিয়ে মরন খাবা খা।
এতই যদি চা খাওয়ার শখ, সাথে আনলেই পারেন;
যা পারিস তাই করিস আমি এবার খেয়ে মরেন!!"


এটাই আমার জীবনের প্রথম রচিত কোন কবিতার ছন্দ। সেই শুরু.........!!!! আর তারপর থেকে আজ অবধি চলে আসছে.........!!!!

পুনশ্চঃ- লেখার ছন্দ এবং চরন ঠিক রাখার জন্য কবিতাটির মধ্যে বেশ কিছু যায়গায় অনিচ্ছাসত্ত্বেও ব্যাঙ্গাত্ত্বক শব্দ ব্যবহার করা হয়েছে। সেটাকে নিজের ব্যক্তিগত আক্রমন কিংবা সিরিয়াসলি না নিয়ে শুধুমাত্র মজা হিসাবে নিলেই খুশি হবো। আমি কাওকে ব্যক্তিগত ভাবে আক্রমন করার জন্য এই কবিতাটি রচনা করিনি। তাছাড়া উল্লেখিত অধিকাংশ ব্লগারদের সম্পর্কে আমি খুব কমই জানি। আমি একজন নতুন ব্লগার, আর ভীষন ভাবে মজা করতে ভালবাসি। নিজে সব সময় হাসি-খুশি থাকি এবং অন্য কেউ আমার সাধ্যমত হাসি-খুশি রাখার চেষ্টা করি। তাই শুধুমাত্র একটু মজা, একটু হাসি এবং একটু ভাল লাগার জন্যই কবিতাটি রচনা করা। সুতরাং আমার বিশ্বাস আমার সহ ব্লগার ভাই এবং বোনেরা এটাকে সেভাবেই নেবেন!

বিঃদ্রঃ- আমি কোন বড় মাপের সাহিত্যিক কিংবা কবি নই। সুতরাং আমার লেখার মধ্যে ভুল ভ্রান্তি থাকতেই পারে। তাছাড়া টাইপিংয়ের ভুলের কারনে হয়তো অনেক জায়গায় বানানে ভুল হতে পারে। সেটাকে বিবেচ্য বিষয় হিসাবে না ধরে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে কৃতার্থ হবো।

সংবিধিবদ্ধ সতর্কীকরনঃ- "বিনা অনুমতিতে লেখাটি কপি কিংবা শেয়ার করা অপরাধ বলে বিবেচিত হবে!"

"সবাইকেই অগ্রিম ঈদুল আযহার শুভেচ্ছা"

মন্তব্য ২০১ টি রেটিং +১৭/-০

মন্তব্য (২০১) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২

ভবোঘুরে বাউল বলেছেন: খুব ভালো লেগেছে ভাইয়া কবিতা টা

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪

সাহসী সন্তান বলেছেন: স্বাগত ব্লগে! কবিতা ভাল লাগার জন্য ধন্যবাদ!!

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০২

আমিনুর রহমান বলেছেন:


প্লাস এবং প্রিয়তে।

রাস্তা পুরোটাই ভালো আছে শুধু খানা-খন্দের জন্য চলার পথে কিছুটা ঝাঁকুনির মধ্যে যেতো হবে যা আপনাকে রাইডারে চলার অনুভূতি প্রদান করবে। আশা করছি পদ্মা সেতু, মেট্রোরেলের কাজ ঈদের আগেই (কোন ঈদ বলি নাই কিন্তু ;) ) শেষ হয়ে যাবে তখন জ্যামও পাবেন না আর রাস্তায়।


আপনার কবি হবার ঘটনাটা ইন্টারেস্টিং। আপনার এই কবিতার জন্য নোবেল তো আর দিতে পারবো তাই একটা কদবেল দিয়ে গেলাম :P






১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০১

সাহসী সন্তান বলেছেন: বুঝছি তো ভাই, দেশের যত ভাল রাস্তা আছে সব গুলোই আপনার মাধ্যমে খানাখন্দ হওয়া সম্ভব!! আর দরকার নেই ভাই আপনার পদ্মা সেতুর; বরং তার চাইতে বাংলাদেশ থেকে ঐসব চিটিং সার্ভিস নামক যানবাহন গুলান সরাইতে পারেন কিনা দেখেন? তাইলে মানুষ একটু শান্তি পাইবো!

কবি হওয়ার ঘটনাটা ইন্টারেস্টিং মনে হইলেও এর কোন ভিত্তি নেই। আর আপনার প্রাপ্ত কদবেল এবং প্লাস সানন্দে গৃহিত হইলো। তয় একখান কথা, ভাই কদবেলটাতে কোন ফরমালিন নাই তো? :P আমার কেমন জানি একটু সন্দেহ সন্দেহ ঠ্যাকতাছে!!

মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভেচ্ছা জানবেন!!

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৫

সুমন কর বলেছেন: প্লাস !! প্লাস !! প্লাস !! ৩য় প্লাস। !:#P

প্রথমে ছবি দেখে অবাক হয়ে গেছি !! ভাবলাম আমার পোস্ট কি আবার রি-পোস্ট হলো, অথচ আমি করি নাই !!

ছড়া/কবিতা চমৎকার হয়েছে। আর আপনার আত্মহত্যার কাহিনী এবং কবি হবার কাহিনী পড়ে হাসতে হাসতে শেষ। গ্রেট।।

কিন্তু মনে হয়, এ পোস্টটা ঈদে দিলেই আরো বেশী সার্থক হতো। তবে চরম মজার হইছে।


হুম, হুম !!! আপনার উপহার কিন্তু আমি এখনো বুঝে পাইনি !! ;) সামনে ঈদ, বাড়ি করতে হবে।।

আর আপনার উপহার আমিনুর ভাই দিয়ে গেছেন, তাই আমি আর দিলাম না।

প্রিয়তে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯

সাহসী সন্তান বলেছেন: পোস্ট যে রি-পোস্ট হয়নি সেটাতো পোস্ট পড়েই জেনে গেছেন? আসলে আমার কবিতাটা রচনা করা আপনারই ঐ পোস্টটা থেকে, যেটা আমি পূর্বেই উল্লেখ করেছি। আর ছবিটাও সেখান থেকে নেওয়া।

কবি হওয়ার কহিনীটা আমার অনুর্বর মস্তিষ্কের একটা সাজানো নাটক বলতে পারেন। তবে পোস্টটার মাধ্যমে যে আপনাকে আনন্দ দিতে পেরেছি তাতেই আমি সার্থক! ভাই আমারও ইচ্ছা ছিল পোস্টটা ঈদের সময় করার। কিন্তু আপনাদের মত সিনিয়রদের ডিনাই করে হয়তো আমার পোস্ট ততটা জনপ্রিয় হবে না তাই এখন করলাম। তাছাড়া ঈদের সময়তো আপনারা আছেন!

অবশ্যই উপহার আপনার ঠিকানাই ঈদের আগেই পৌছে যাবে। তবে কোন ঈদ সেটা এখন বলতে পারছি না।

হুম, আমিনুর ভাইয়ের পাঠানো উপহারে অনেক খুশি হয়েছি। তবে মনে একটু সন্দেহ আছে, উনি আবার ফরমালিন যুক্ত কদবেল পাঠাইছেন কিনা সেইটা নিয়া। বোঝেনই তো, দেশের যা অবস্থা!!

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৫

শুভকবি বলেছেন: মাশাল্লাহ

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১০

সাহসী সন্তান বলেছেন: অনেক ধন্যবাদ ভাই শুভকবি!!

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৪

শতদ্রু একটি নদী... বলেছেন: ব্যাপক ব্যাপক!!! লাইকড ইট লাইক এনিথিং!!

কবিতা দারুন হইছে। কবি হয়ে ওঠার কাহিনী পারফেক্ট গাজাখুরি হইছে। ;)

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১২

সাহসী সন্তান বলেছেন: কবিতা যে দারুন হইছে সেইটা তো আপনার লাফাইনা মন্তব্য দেখেই বোঝা যাচ্ছে! :P

তবে ভাই একটা কথা! আমার কবি হওয়ার কাহিনীটা আপনার কছে গাজাখুরি মনে হইলো ক্যা? আপনি জানেন আমি কখনো মিথ্য কথা বলি না। আর সত্যি কথার ধার দিয়ে হাঁটি না?? :P

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৭

রিকি বলেছেন: সাংস্কৃতির বেহাল দশা নেই কোন তার খোঁজ খবর,
মেকাপ মেখে চেহারা ঢেকে রিকি চালায় এই দপ্তর।




গুলি করে আপনার খুলি উড়াই দিব---- আমি মেক আপ লাগায় না !!!!! X(( X( X( পোস্টে মাইনাস !!!!! :P

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭

সাহসী সন্তান বলেছেন: এইটা আপু আমার দোষ না। গোপন সংবাদের ভিত্তিতে জানছি! :`> তাছাড়া হাতির দাঁত বাহির হইলে তা আর ঢাকা যায়না এইটা আপনি জানেন? এতদিন জানতাম নদীভাই বোধ হয় আপনার সম্পর্কে ভুল বলে। কিন্তু আজ প্রাক্টিক্যালি বুঝতে পারলাম আসলেই আপনার মেজাজ সব সময় বর্ডারে প্রস্তুত থাকে!! :P

আপু গুল্লি কইরেন না, তাইলে আমার শাশুড়ি থুক্কু বউ কিন্তু বিধবা হইয়া যাইবো! :P আমার বউয়ের কিন্তু আমিই একমাত্র স্বামী!!

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫

শতদ্রু একটি নদী... বলেছেন:
গুলি করে আপনার খুলি উড়াই দিব---- আমি মেক আপ লাগায় না !!!!! X(( X( X( পোস্টে মাইনাস !!!!! :P


এইটাই!!! জানতাম, জানতাম এইটাই ঠিক!! রিকি ভাইয়া তো ভাইয়া। ভাইয়ারা কি মেক অ্যাপ লাগায়?? :P :P

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৯

সাহসী সন্তান বলেছেন: নদী ভাই রিকি আপু হয়তো মেকাপ লাগান নাই; তয় মনে হয় ফেয়ার এন্ড লাভলি মাখছিলেন! আমি আবার উনারে রোদের মধ্যে ঘুরঘুর করতে দেখছিলাম তো তাই বোধ হয় ফর্সা দেখছিলাম। ছুরি, ভুল হয়া গেছে!! :P

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮

শায়মা বলেছেন: রিকি আপুনি ১০০/ ন্যাচারাল বিউটি! নো মেকাপ নিডেড.... কবিতায় ভুল তথ্য দেওয়া হয়েছে! :)

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪

সাহসী সন্তান বলেছেন: শায়মা আপুর আগমন, শুভেচ্ছা স্বাগতম!!

আপুনি কি এখনো রান্না ঘরেই অবস্থান করছেন??

রিকি আপুনি ১০০/ ন্যাচারাল বিউটি! নো মেকাপ নিডেড.... কবিতায় ভুল তথ্য দেওয়া হয়েছে!

-আপু ছুরি কইছি! তয় এখন আর কবিতা চেঞ্জ করা যাইতনা!! যা হইছে সেটা নিয়ে খুশি থাকতে হবে। আপুনি আপনার কাছে আমার আকুল আবেদন, আপনি একটু রিকি আপুরে বুঝান। উনি যেভাবে বন্দুক নিয়ে তেড়ে আসছেন তাতে আমি নিশ্চিত আমার শাশুড়ি থুক্কু আমার বউ এবার নিশ্চিত বিধবা হবেই!! আপুনি আপনিই আমার শেষ সম্বল!!

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯

রিকি বলেছেন: শতদ্রু ভাই, সাহসী ভাইকে মামু মন্ত্রণালয় দেয়া হোক--- মন্ত্রী পরিষদের দৃষ্টি আকর্ষণ করছি, এই ব্যাপারে !!!! /:) /:) /:) সবাইকে ভালো বলে, আমাকে মেক আপ লাগিয়ে দিল !!! :||

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭

সাহসী সন্তান বলেছেন: জয় রিকি আপু জয়! :P

-আপু আগেই বলছি আমার মন্ত্রীত্বের দরকার নেই! এমনিতেই বড্ড চাপাচাপির উপরে আছি। কথায় আছে না, ভিখ নেওয়ার দরকার নেই; কুকুর ঠ্যাকাতে পারলেই বাঁচি!!

আমি শুধু আপনাকেই না। জেন রসি ভাইরেও কিন্তু সমঝদার বানিয়ে দিয়েছি। সুতরাং জেন ভাইয়ের অবস্থাটা চিন্তা করে আপনার অন্তত মাথা ঠান্ডা করা উচিত!!

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৬

শায়মা বলেছেন: রিকিমনি সাহসীভাইয়ার বউ মানে আমাদের ভাবীর বিউটি পারলারের এড দেবার জন্য কবিতায় এই মেকাপ এর উল্লেখ....:)

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১

সাহসী সন্তান বলেছেন: রিকিমনি সাহসীভাইয়ার বউ মানে আমাদের ভাবীর বিউটি পারলারের এড দেবার জন্য কবিতায় এই মেকাপ এর উল্লেখ....

-আহঃ আমার গ্রেট আপুনি!! হা করতে পারলাম না তার আগেই হাওড়া পর্যন্ত বুঝে গেছে!!

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০২

শতদ্রু একটি নদী... বলেছেন: মেক আপ লাগানো কি দোষের কিছু? তাহলে মেক আপের উপর ৫০০% ট্যাক্স বসানোর জন্য অর্থমন্ত্রীর দৃস্টি আকর্ষন করছি। ক্ষতিকর সবকিছু থেকে নারী জাতি মুক্ত থাকুক। ;)

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩০

সাহসী সন্তান বলেছেন: মেক আপ লাগানো কি দোষের কিছু?

-একদম না। আপনার ভাবিও তো হেইডাই কয়। তয় এইটা রিকি আপুরে বুঝাইবো কে?

তাহলে মেক আপের উপর ৫০০% ট্যাক্স বসানোর জন্য অর্থমন্ত্রীর দৃস্টি আকর্ষন করছি। ক্ষতিকর সবকিছু থেকে নারী জাতি মুক্ত থাকুক।

-আপনি কেডা আপা? :P অর্থমন্ত্রী খাওয়া-দাওয়া করে আপাতত রেস্টে আছেন। আপনি বিকালের দিকে আইসা যোগাযোগ কইরেন!!

১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০২

রিকি বলেছেন: শায়মা বলেছেন: রিকি আপুনি ১০০/ ন্যাচারাল বিউটি! নো মেকাপ নিডেড.... কবিতায় ভুল তথ্য দেওয়া হয়েছে!

আরও কিছু বলেন। ১০০ র পাশে তো ওটা বাঁকা মাইনাস হয়ে গেছে (স্লাশ) !!!! :( :(( আপনি দেখেন আপুনি ভাই বলে কি--- মেকাপ মেখে চেহারা ঢেকে রিকি চালায় এই দপ্তর। !!! :(( :(( কি সর্বনেশে কথা !!!!!!! X(( X((

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৪

সাহসী সন্তান বলেছেন: ওরে তোরা কেউ রিকি আপুরে মাইরালা!! :P হেইতো দেহি নাকের জল চোখের জল কইরা ফেলছে!! শায়মা আপুর কাছে বিনীত অনুরোধ আপনি যতশিঘ্রোই পারেন, রিকি আপুর বাসায় এক ট্রাক রুমাল বা গামছা পাঠানোর ব্যবস্থা করেন!!

১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪

রিকি বলেছেন: শতদ্রু একটি নদী... বলেছেন: মেক আপ লাগানো কি দোষের কিছু? তাহলে মেক আপের উপর ৫০০% ট্যাক্স বসানোর জন্য অর্থমন্ত্রীর দৃস্টি আকর্ষন করছি।

হ্যাঁ হ্যাঁ বসাক, পকেট আপনাদেরই খসবে !!!! ;) ;) ;)

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭

সাহসী সন্তান বলেছেন: হ্যাঁ হ্যাঁ বসাক, পকেট আপনাদেরই খসবে !!!!

-রাগ কইরা লাভ নাই আপু, ট্যাক্সের বোঝা কিন্তু সবার ঘাড়েই চাপবে??

১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯

শতদ্রু একটি নদী... বলেছেন: আহলে মেক প দেয়া আইন করে নিষিদ্ধই করে দেয়া হোক। কেবল কাজল টিপ এগুলো থাকতে পারে। এগুলার দাম এমনিতেই কম।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৬

সাহসী সন্তান বলেছেন: বিষয়টি আইন মন্ত্রীর দপ্তরে উত্থাপন করা হলো! দেখি উনি কি বলেন??

১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৫

জুন বলেছেন: আমি কোন বড় মাপের সাহিত্যিক কিংবা কবি নই। সুতরাং আমার লেখার মধ্যে ভুল ভ্রান্তি থাকতেই পারে। :-<

আমি এখন বিমান বন্দরে তাই বড় করে মন্তব্য করতে পার্লাম্না । কপি পেষ্ট করা ছাড়া ।
আপনার কবিতা আর একাধিক প্রান চঞ্চল মন্তব্য পড়ে দারুন মজা পেলাম সাহসী :)
+

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯

সাহসী সন্তান বলেছেন: ধন্যবাদ আপু আপনার মূল্যবান মন্তব্যের জন্য! আপনার মন্তব্যই আমার লেখার অনুপ্রেরণা! আশা করছি ফ্রি হয়ে আপনার কাছ থেকে অনেক বড় একটা মন্তব্য পাবো!

শুভেচ্ছা জানবেন! আপনার প্লাস সানন্দে গৃহীত হইল!

১৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬

রিকি বলেছেন: শতদ্রু একটি নদী... বলেছেন: আহলে মেক প দেয়া আইন করে নিষিদ্ধই করে দেয়া হোক। কেবল কাজল টিপ এগুলো থাকতে পারে। এগুলার দাম এমনিতেই কম।

পকেটের বেলায় আসলে সবাই কাজল, টিপ ই ভালো বলে---উর্বি আপুকে খালি এবার ব্র্যান্ডেড লিপস্টিকের দুইটা নাম বলেন, আমি আপনাকে পচানি দিব ওয়েটান !!!! B-)) B-)) B-))

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১

সাহসী সন্তান বলেছেন: পকেটের বেলায় আসলে সবাই কাজল, টিপ ই ভালো বলে---উর্বি আপুকে খালি এবার ব্র্যান্ডেড লিপস্টিকের দুইটা নাম বলেন, আমি আপনাকে পচানি দিব ওয়েটান !!!!

-যা পারেন আপনারা আপনারা করেন। আমি একটু বাইরে থেকে হাওয়া খেয়ে আসি!! :P

১৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮

শতদ্রু একটি নদী... বলেছেন: যেই কাহিনী রুপকথার গল্পকেও ছাড়াইয়া যায়, তা আমার কাছে গাজাখুরি গল্প বইলা মনে হয়। সেই হিসেবে এই কবি হওয়ার কাহিনীকে গাজাখুরি খেতাব দিছি। ;)

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৩

সাহসী সন্তান বলেছেন: আপনি নিজেই জানেন না আপনি কত বড় সমালোচক!! আপনার মত ব্লগারের পদচারনায় সামু ব্লগ ধন্য!!

১৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২০

রিকি বলেছেন: আপু গুল্লি কইরেন না, তাইলে আমার শাশুড়ি থুক্কু বউ কিন্তু বিধবা হইয়া যাইবো! :P আমার বউয়ের কিন্তু আমিই একমাত্র স্বামী!!

ওরে গুলি করব শুনে বৌকে টেনে আনল রে--- ব্ল্যাকমেইলিং!!!! :|| :|| তাহলে আপনার বাড়ির দুইটা মুরগীরে গুলি মারব, মোরগ বিধবা হইয়া যাইব---সেন্টিমেন্টাল ডায়লগ দিবেন না তাহলে !!!! :P :P

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৭

সাহসী সন্তান বলেছেন: কি করুম কন! খেয়ে পরে সম্বল বলতে তো ঐ টাই সামনে আছে। :P এখন আমারে যদি মাইরা ফ্যালান তাইলে হেইডারে কি হইবো এইডাও তো একটু ভেবে দেখবার বিষয় তাই না? সম্ভাবত দেশে যদি সেরা স্বামী নির্বাচন করার পদ থাকতো তাইলে মনে হয় নিঃস্বন্দেহে আমিই সেই পদটা পাইতাম। হেইডা কিন্তু আমি না আমার শালী কয়!! :P

১৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২২

রিকি বলেছেন: নদী ভাই রিকি আপু হয়তো মেকাপ লাগান নাই; তয় মনে হয় ফেয়ার এন্ড লাভলি মাখছিলেন! আমি আবার উনারে রোদের মধ্যে ঘুরঘুর করতে দেখছিলাম তো তাই বোধ হয় ফর্সা দেখছিলাম। ছুরি, ভুল হয়া গেছে!!

আমাকে ঘানা থেকে আসা মানুষ মনে হল আপনার !!!!! X(( X(( X(( X((

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯

সাহসী সন্তান বলেছেন: -এটা কোন ধরনের মসিবতে পড়লামরে বাপু? ভাল কইলেও শান্তি নাই, খারাপ কইলেতো অশান্তির শেষ নাই! আই কি কইত্তাম, আইকি তাইলে ব্লগ ছাইড়া কান্দন জুড়ুম?? |-) |-)

২০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৮

শায়মা বলেছেন: ১৯. ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২২ ০
রিকি বলেছেন: নদী ভাই রিকি আপু হয়তো মেকাপ লাগান নাই; তয় মনে হয় ফেয়ার এন্ড লাভলি মাখছিলেন! আমি আবার উনারে রোদের মধ্যে ঘুরঘুর করতে দেখছিলাম তো তাই বোধ হয় ফর্সা দেখছিলাম। ছুরি, ভুল হয়া গেছে!!

আমাকে ঘানা থেকে আসা মানুষ মনে হল আপনার !!!!! X(( X(( X(( X((


হাহাহাহাহাহাহাহা মনে হয় তোমাকে অনন্ত জলিলের বউ বর্ষার এর বোন ভেবেছে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩

সাহসী সন্তান বলেছেন: -হ আপু, অসম্ভবকে বেসম্ভব করার কাজটাতো জলিল ভাই ছাড়া আর কেউ পারে না! তবে রিকি আপুরে কিন্তু আমার ঘানার মানুষ মনে হয় নাই, মনে হইছিল উনি বোধ হয় কেনিয়া বা জিম্বাবুয়ের কেউ হবেন! কারন যেভাবে মুখে পাউডার লাগাইয়া ঘুরছিলেন তাতে তো সেইটাই মনে হওনের কথা!! :P

২১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯

রিকি বলেছেন: শায়মা বলেছেন: ১৯. ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২২ ০
রিকি বলেছেন: নদী ভাই রিকি আপু হয়তো মেকাপ লাগান নাই; তয় মনে হয় ফেয়ার এন্ড লাভলি মাখছিলেন! আমি আবার উনারে রোদের মধ্যে ঘুরঘুর করতে দেখছিলাম তো তাই বোধ হয় ফর্সা দেখছিলাম। ছুরি, ভুল হয়া গেছে!!

আমাকে ঘানা থেকে আসা মানুষ মনে হল আপনার !!!!! X(( X(( X(( X((


হাহাহাহাহাহাহাহা মনে হয় তোমাকে অনন্ত জলিলের বউ বর্ষার এর বোন ভেবেছে।


শেষ পর্যন্ত বর্ষার বোন !!!!! হে ধরণী দ্বিধা হও !!! /:) :|

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৫

সাহসী সন্তান বলেছেন: ধরনী না হয় আপনারে তুলে নিতে চায় কিন্তু ফেরেস্তারা কয় অত ভারী জিনিস আমি তুলতে পারবো না!! সুতরাং চিকাইয়া লাভ নাই। কানে ডিস্ট্রাব! তার চাইতে গান গাইতে পারেন? একখান ভাটিয়াল গান চাই? গান একটু হনোন যায়, কথা হনোন যায় না!! :P

২২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩

শায়মা বলেছেন: বর্ষা কিন্তু সৌন্দর্য্য আছে শুধু কথা বললেই সকল জারিজুরি ফাঁস হয়ে যায় তবে আমরা জানি তুমি আমাদের গিয়ানী আপুনি!!!!!!!!!!!!!!!!

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৮

সাহসী সন্তান বলেছেন: -বুঝান আপু উনারে বুঝান! আমি আর পারতাছি না! কের লাইগা যে এই কবিতা রচনা করার ভুত জাগছিল আমার মাথায়! :(( :(( :((

২৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৯

এহসান সাবির বলেছেন: শুধু বরশি দিয়ে না জালও ফেলছি আজকাল..... B-)
যোগাযোগ মন্ত্রী @ ঢাকার সকল রাস্তা আর পিচ ঢালা থাকবে না, সকল রাস্তায় হবে নৌ পথ :#)


কবিতা সেই রকম লাগল......
আর কবি হবার গল্প তো আরও জটিল............!!


এক গুচ্ছ ভালো লাগা।

সব মন্ত্রী কে শুভেচ্ছা।

শুভ কামনা।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭

সাহসী সন্তান বলেছেন: এই হইলো প্রকৃত মন্ত্রীর পরিচয়। দপ্তরে এসেই সবাইকে শুভেচ্ছা জানিয়ে দিলেন! আরে ভাই শুধুতো নিজের খোঁজ খবর নিলে হবে না, অন্যরাও কিভাবে আছে কি করছে তাওতো দেখতে হবে কি বলেন ভাই!

ভাই একটা কথা, জাল পরে ফেললেও চলবে। তার আগে যোগাযোগ মন্ত্রী আমারে একটা কদবেল পাঠাইছে হেইডা একটু পরীক্ষা কইরা দিবার পারেন? :P আমি তো কনফিউশনে আছি যে, এই কদবেলে আবার ফরমালিন আছে কি নাই! উনিও তো কিছু বলছেন না! তাছাড়া চোখের সামনে এমন একটা লোভনীয় ফল আর কতক্ষন এভাবে ফেলে রাখা যায় কন?

২৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৭

এহসান সাবির বলেছেন: যোগাযোগ মন্ত্রীর নিজের সততা নিয়ে আমার কোন ডাউট নাই। ছিম ছাম ভদ্র লোক। নিপাট ভালো মানুষ। :)

তবে ওনার মন্ত্রনালয়ের লোক জন নিয়ে আমি..... B-)) সবার আগে জানতে হবে উনি যে কদবেল পাঠাইছে তা কি উনি নিজে কিনিয়াছিলেন, নাকি নিজে হাতে গাছ থেকে সংগ্রহ করেছেন... নাকি ওনার মন্ত্রনালয়ের লোক জন দিয়ে....
যদি মন্ত্রনালয়ের লোক জন হয় তাহলে কাহিনী খতম.... B-)

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৬

সাহসী সন্তান বলেছেন: যাক অন্তত একজন পাওয়া গেল যে যোগাযোগ মন্ত্রীরে ভাল পায়! আমার মনে অন্তত আর কেন সন্দেহ নেই যে এই কদবেল নিশ্চই ভাল হবে। করন উনার মন্ত্রনালয়ের লোক সংগ্রহ করুক আর যেই করুক, সেটা আমার এখানে পাঠানোর আগে নিশ্চই মন্ত্রী মহোদয় পরীক্ষা করেই পাঠাইছেন!!

একটা ডাউট, উনি নিজ হাতে গাছ থেকে সংগ্রহ যদি করেন তাইলে সেই গাছটা উনার নিজের কিনা সেটাও তো একটু ভাববার বিষয়? :P

২৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৬

শতদ্রু একটি নদী... বলেছেন: এইভাবে সুক্ষ খোচা দিলেন সাহসী ভাই?? আমি কি আপনের সমালোচনা করছি? আমিতো আলোচনা চালাইতেছি ;)

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১

সাহসী সন্তান বলেছেন: একদম না ভাই, আমি কিন্তু কথাটা আসলেই সিরিয়াসলিই বলেছি। কারন শুধু পোস্ট পড়লে কিংবা মন্তব্য করলেই হয় না, তার সমালোচনা করার পথটাও যানতে হয়। আর আপনি আসলেই সেটা পারেন! বিশ্বাস করেন, আমি ব্লগ সম্পর্কে আপনার কাছ থেকে অনেক কিছু শিখছি!

মন্তব্যে কষ্ট দেওয়ার জন্য আন্তরিক ভাবে দুঃখিত!!

২৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১

আমিনুর রহমান বলেছেন:


সাবির ভাই, যোগাযোগ মন্ত্রী আজকে মেলা ব্যস্ত হাজিরা দিয়া গেলাম কাইল কথা হবে বিস্তারিত।

সাহসী সন্তান আপনে দেখি এখন রূপকথার রাজ্য আছে এই দেখে ফরমালিন ছাড়া কিছু পাবেন ভাবলেন কিভাবে :P

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫

সাহসী সন্তান বলেছেন: এইটাতো আমারও কথা ভাই! আপনি ফরমালিন মুক্ত কোন জিনিস আমার কাছে পাঠাইবেন এইটা ভাবাটাও যে পাপ!! :P

যোগাযোগ মন্ত্রী মহোদয় ব্যস্ত থাকলে কোন কথা নেই। তবে ফ্রি হইলেই অফিসে হাজিরা দিয়ে যাইয়েন!!

২৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৬

আমিনুর রহমান বলেছেন:


সাহসী সন্তান আপনে দেখি এখন রূপকথার রাজ্য আছেন এই দেশে ফরমালিন ছাড়া কিছু পাবেন ভাবলেন কিভাবে :P

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৮

সাহসী সন্তান বলেছেন: আপনেও বা ফরমালিন মুক্ত জিনিস আমারে দিবেন ক্যা? :P আপনার একটা দ্বায়-দ্বায়ীত্ত্ব আছে না?

২৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭

আমিনুর রহমান বলেছেন:


মন্ত্রী মানেই ___ নম্বর, ১ নম্বর জিনিস আশা করা ঠিক না।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০২

সাহসী সন্তান বলেছেন: শুন্যস্থানে কত নাম্বার বসাইলে আপনি খুশি হবেন ভাই? তাছাড়া আপনাদের গোপন কথা এভাবে ঢাক-ঢোল পিটিয়ে বলাটা মনে হয় ঠিক হবে না। কারন ইহাতে অন্যান্য মন্ত্রী মহোদয়গন ভীষন অসন্তুষ্ট হতে পারেন। ঘরের কথা পরে জানলে কিন্তু আপনার জন্য আগামী নির্বাচনে লাড্ডু খাওয়া ছাড়া আর কোন উপায় থাকবে না?? ;)

২৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

শতদ্রু একটি নদী... বলেছেন: ব্লগ সম্পর্কে শিখতে কিছুদিন পর্যবেক্ষন করা ভালো ব্যাপার। এখন ব্লগে ঝামেলা কম। তবে একটা সময় খুব খারাপ ছিলো। ক্যাচাল আর ব্যক্তিগত আক্রমনের জায়গা ছিলো এটা। ওই দিনগুলা যদি না দেখে থাকেন তাহলে এটা বলি, ব্লগের কিছুই গায়ে লাগাইতে হয়না। কেউ বাপ ম তুইলা গালি দিবে, কোউতুক ভাইবা পালটা গালি দেয়া জানতে হবে, গায়ে লাগাইলে, মন খারাপ হইলে এই জায়গা আপনার জন্য না। আবার আরেকটা ব্যাপার আমার কাছে আসল মনে হয় ব্লগিং এর ক্ষেত্রে, সেইটা হইলো আপনি সব ব্যাপার বুঝবেন জানবেন সেটা না, কিন্তু কিছু পড়লে যা মনে আসলো ওইটাই বলে ফেইলেন। পালটা জবাবে যদি কেউ বলে ভুল বলছিলেন তাইলে সরি বলবেন, আবার আপনার যুক্তিতে ভুল মনে হইলে সরি টরির কিছু দরকার নাই। ওইসব ব্লগে যাবেননা। আর পলিটিক্যাল কোনো ইস্যুতে নিজে যেইটা বিশ্বাস করেন সেইটাই বলবেন, কারো হাম্বা ছাগু ট্যাগে কিছু আসে যায়না। নিজেকে ঠিক জানলে আপনার কাছে আপনাকে ভুল প্রমানের সাধ্য কারো নাই। তবে যুক্তিতে হারলে স্বীকার করাই ভালো।

ইহা আমার ২০০৮ সাল থেকে এই পর্যন্ত ব্লগ দেখে, পড়ে আর নিজে লিখে শেখা।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

সাহসী সন্তান বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শের জন্য! আপনি একদম বিচক্ষন ব্লগারের মত কথা বলেছেন। যথাসাধ্য চেষ্টা করবো আপনার ইন্ট্রাকশন ফলো করার!

আর একটা কথা বলি, আমি সব সময় সবাইকে আপন করে নিতে ভালবাসি। সুতরাং আমার মাধ্যমে যদি হঠাৎ করে কোন খারাপ কিছু হয়ে যায় দয়াকরে সাথে সাথে আমাকে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করবো সেই ভুলটাকে শুধরে নেওয়ার!

মন্তব্যে ধন্যবাদ জানবেন! শুভ কামনা রইলো আপনার জন্য!!

৩০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

প্রামানিক বলেছেন: লিখছেন তো ভাই ভালই দেখি
কষ্ট করছেন অনেকক্ষণ
ছড়া পড়ে মনের সুখে
চাঙা হলো আমার মন।

রেলমন্ত্রীর পদ খারাপ না ভাই
রাখলাম আমি মাথার পর
ধন্যবাদ দিলাম সবার তরে
শুভেচ্ছা রইল নিরন্তর।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৮

সাহসী সন্তান বলেছেন: দেরিতে হইলেও রেলমন্ত্রীর আগমনকে স্বাগত জানানো হচ্ছে! তবে দেখতে পাচ্ছি এখনও অনেক মন্ত্রী মন্তব্যে গর-হাজির। আশা করছি শত ব্যস্ততা কাটিয়ে উনারা খুব শীঘ্রোই দপ্তরে হাজিরা দিয়ে যাবেন।
ভাই ভাল পোস্ট করতে চাইলেতো একটু কষ্ট করতেই হয়, তাই না? তবে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যে সেই কষ্টটা আর খুব বেশি মনে পড়ছে না।

একটা কথা, আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা দিয়ে গেলেন না? :P সম্ভাবত আপনি আমার থেকে বয়সে অনেক বড়, তাই প্রশ্নটা দ্বিতীয়বার করে আপনাকে বিব্রতকর পরিস্থিতির সম্মূখিন করতে চাচ্ছি না। প্রশ্নটা আমার কবিতার মধ্যেই উল্লেখ করেছি। সুতরাং আশা করছি সময় করে উত্তরটা দিয়ে যাবেন??

আপনার মুল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ! ভাল থাকবেন!!

৩১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০২

সব্যসাচী দেউরী বলেছেন: এতো কাহিনী

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩০

সাহসী সন্তান বলেছেন: কাহিনীর এখনও দেখছেন কি ভাই? সাথে থাকুন আরো কত কাহিনী দেখতে পাবেন!!

মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভেচ্ছা জানবেন!

৩২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৩

সব্যসাচী দেউরী বলেছেন: এতো কাহিনী

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩১

সাহসী সন্তান বলেছেন: ভাই কাহিনীতো বুঝলাম! কিন্তু ভাল লাগলো না খারাপ লাগলো সেটাতো বলে গেলেন না?

৩৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২১

জেন রসি বলেছেন: সামুর মামুদের ভাই , সামুর সাহসী সন্তান- আপনার ছড়া বড়ই চমৎকার হয়েছে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২১

সাহসী সন্তান বলেছেন: জেন ভাই, সামুর সংবিধান অনুযায়ী দেরি করে মন্তব্য করার জন্য আপনাকে শাস্তি প্রদান করা হবে! শাস্তি প্রদান করবেন শ্রদ্ধেয় শায়মা আপুনি! আপনি উনার সাথে যোগাযোগ করে দেখেন শাস্তিটা কমানো যায় কিনা! সর্বোচ্চ শাস্তি হিসাবে আপনার মন্ত্রীত্বও চলে যেতে পারে। সুতরাং ভেবে দেখেন কি করবেন??

মন্তব্যের জন্য ধন্যবাদ!!

৩৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৯

সাদা যাদুকর বলেছেন: সামুর সংবিধান কোন মাত্রায় অবস্থান করে!!!??? ;)

সাহসী ভাই, মজা পেলাম!!!! :)

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০১

সাহসী সন্তান বলেছেন: সাদা যাদুকর বলেছেন: সামুর সংবিধান কোন মাত্রায় অবস্থান করে!!!???

-এটাতো ভাই লিখিত কোন সংবিধান না, তাই যে যেভাবে ব্যবহার করতে পারে! :P

মন্তব্যে শুভকামনা জানবেন!

৩৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৬

কলমের কালি শেষ বলেছেন: হা হা হা অসাধারণ ! কলমের কালি শেষ হয়ে গিয়েছিল । কিন্তু আপনার রসাত্বক কবিতা রম্য পড়ে কলম ঝাঁকিয়ে এইটুকু কালি বের করলাম !
+++

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪

সাহসী সন্তান বলেছেন: সত্যি বলতে কি আমি এই কবিতার মধ্যে আপনার নামটাকে ঠিক মিলাতে পারছিলাম না! কারন আপনার নিক নেমটা অনেক গুলো শব্দ নিয়ে তৈরি তো যে কারনে ঠিক ঠাক মত খাপ খাওয়াতে পারছিলাম না। যেভাবেই লিখছিলাম ঠিক সেভাবেই ছন্দ পতন ঘটছিল। কিন্তু আমি যখন এই কবিতার খসড়া তৈরি করছিলাম তখন বাস্তবিক ভাবেই আমার কলমের কালি শেষ হয়ে যায়। ঘটনাটা যদিও কাকতালিয় কিন্তু সাথে সাথে আমার মাথায় ঐ ছন্দটা চলে আসে!

এই কবিতা রচনা করতে যেয়ে আপনার এবং আহমেদ জি এস ভাইয়ের নিক নেমটা নিয়ে আমি যতটা ভোগান্তির মধ্যে পড়েছিলাম, অন্য কোন নামে ততটা পড়িনি!

মন্তব্যে ভাল লাগা জানবেন! ভাল থাকুন, সব সময়!!

৩৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৬

আমিনুর রহমান বলেছেন:



সাবির ভাই লোকজন সব ছাটাই করে দিয়েছি। ছাটাইয়ের দুঃখে এখন অনেকে আড়ালে আবদালে বদনাম করার চেষ্টা করছে। কিন্তু আমি ভাই থোড়াই কেয়ার করি এসব।

শতদ্রু একটি নদী... 'র ২৯ কমেন্টের সাথে সহমত আর কমেন্টে একখানা কইস্যা লাইক।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯

সাহসী সন্তান বলেছেন: ভাইয়া আপনার বার্তা সাবির ভাইয়ের কাছে পৌছে দিলাম। সামান্য একটু দেরি হওয়ার জন্য আন্তরিক ভাবে দুঃখিত!!

আসলেই নদী ভাইয়ের ২৯ নং কমেন্টটা একটা দারুন ইন্সট্রাকশন মূলক মন্তব্য। যেটা আমার মত নতুন ব্লগারদের জন্য অত্যন্ত কাজের। তাই আপনার দেখা দেখি আমিও একটা কইস্যা লাইক ঝাড়লাম!!

৩৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৪৭

আমি মিন্টু বলেছেন: হুম শুভ সকাল সকল মন্ত্রীদের ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬

সাহসী সন্তান বলেছেন: ভাই শুভ সকালটা তো মন্ত্রীদেরকে দিলেন, আর আমি যে এত কষ্ট করে তাদেরকে এখানে তুলে আনলাম আমার জন্য কি রাখলেন?


মন্তব্যের জন্য ধন্যবাদ!!

৩৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫৩

আসিফ মাহবুব বলেছেন: অনেক ভাল লাগলো।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৩

সাহসী সন্তান বলেছেন: ধন্যবাদ ভাল লাগার জন্য!

৩৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৬

গোল্ডেন গ্লাইডার বলেছেন: মজা পাইলাম =p~

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮

সাহসী সন্তান বলেছেন: ধন্যবাদ!

৪০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫০

নৈশ শিকারী বলেছেন: ভালো লেগেছে, ধন্যবাদ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৪

সাহসী সন্তান বলেছেন: আপনাকেও ধন্যবাদ!!

৪১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: =p~ =p~ =p~

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৬

সাহসী সন্তান বলেছেন: :P :P :P

৪২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৫

মনিরা সুলতানা বলেছেন: কদুর (লাউ) দাম নাই ছাগলে সব খায়(!) কৃষকের মাথায় হাত,
কৃষিমন্ত্রী মনিরা আপায় খাচ্ছেন দেখো পোলাও ভাত

সেই ইতিহাস বুঝতে হপে
সামনে কোরবানির ঈদ ছাগলে ভাল খাবার না পেলে মোটাতাজা করন যে বিফলে যাবে হে বালক ।
আর আমি পোলাও ভাত না খেলে সবার খাদ্য নিয়া চিন্তা করব কেম্নে ?
এই বর্ষায় বেশ কিছু ফসলের ক্ষতি হয়েছে শায়মার রান্না ঘড়ে কিছু সবজি পাঠিয়েছি রান্না হয়ে আসলেই খেয়ে বলতে পারব কি দশা।
লেখা চরম হইছে ঈদ মেগা পোস্ট ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬

সাহসী সন্তান বলেছেন: আপার অবস্থাটা সম্ভাবত সেই কৌতুকের মত যে; "সারা দেশে এমন বন্যা হোক যাতে টাওয়ারের উপর পর্যন্ত পানি উঠে যাক, শালার কাক কনে বসে আমি তাই দেখবো"! :P অথ্যাৎ জনগন মরে মরুক আমি তো বাঁচি! কি তাই তো আপা?

শায়মা আপুর সবজি রান্না খেয়ে বলে যাবেন কিন্তু রান্না কেমন হয়েছে? আমার ও অনেক দিনের ইচ্ছা শায়মা আপুর রান্না করা হাঁস খাবো, কিন্তু তা মনে হয় এ জীবনে আর হবেনানে! :(( আজ পর্যন্ত আপুনিকে তো রাজি করাতেই পারলাম না!

মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!!

৪৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫০

তারছেড়া লিমন বলেছেন: চম্র একখান কবতে। আপাতাত নু বল দিতারলাম না ..কাঁচা মরিচ দিয়ে চালায় নেন।।চম্র একখান কবতে। আপাতাত নু বল দিতারলাম না ..কাঁচা মরিচ দিয়ে চালায় নেন।।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮

সাহসী সন্তান বলেছেন: ধন্যবাদ ভাই! মরিচ গুলান আমার না হোক আপনার ভাবির কাজে লাগতে পারে। :P কারন দেশে বর্তমানে কাঁচা মরিচের যা দাম! বড্ড উপকার করেছেন ভাই! ;)

মন্তব্যের জন্য ধন্যবাদ!!

৪৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯

জুন বলেছেন: বিদেশে থাকি লিখেছেন তাই বলেছি ব্যস্ত, বিমান বন্দরে :)
আমিতো আপাতত দেশে আছি :||

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫

সাহসী সন্তান বলেছেন: আপু আপনি কিন্তু সামুর পররাষ্ট্রমন্ত্রী তাই বলেছি আপনি এত বিদেশ থাকলে দেশের কি হবে! একটু মজা করলাম আর কি!

তাছাড়া আমি তো জানি না যে আপনি দেশে আছেন না বিদেশ আছেন? সাধারনত পররাষ্ট্রমন্ত্রী বলতেই বেশি বেশি বিদেশ সফর, তাই সেটাই উল্লেখ করেছি। আপুনি কি আমার কবিতা পড়ে রাগ করেছেন?

৪৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩০

জুন বলেছেন: কি বলেন ! রাগ করবো কেন ! অমার তো অনেক মজা লাগলো । রাগ হলেতো আমি মন্তব্য করতে আসতামই না :)

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭

সাহসী সন্তান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু! না, আমি ভাবছিলাম বুঝি আপনি দেশে আছেন অথচ আমি বিদেশ পাঠিয়ে দিলাম তাই হয়তো রাগ করতে পারেন? :P

৪৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬

আমি মিন্টু বলেছেন: দেহি হামনেতো ঈদ আইছে পারলে আননের এই লেহার লেইগা কিছু ভ্যাট পাকাইমুনি । ;)

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯

সাহসী সন্তান বলেছেন: -না পারলে শায়মা আপুনিকে খবর দিতে পারেন, উনি ভাল পাঁকাইতে পারেন! আর হেল্পার হিসাবে রিকি আপুরেও রাখতে পারেন। :P বোঝেনই তো ভ্যাট বলে কথা! একটু এদিক ওদিক হইলেই কিন্তু আপনার পাকানো ভ্যাট ফ্লাট হইয়া যাইবার পারে! :P

৪৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯

শায়মা বলেছেন: আবার খেতে চাইছো সবজী!!!!!!!!!
তাও আবার ডুবিয়ে হাতের কবজী? B:-)

সব্জী ছিলো পঁচা কালো
পোকায় কাঁটা নয়তো ভালো
অর্ধেকই তার দিলাম ফেলে রাঁধতে নিরামিশ
এমন দুরাবস্থা দেখে হাত করে নিশপিশ।

এতটুকু সব্জি আমি কাকেই বা আর দেবো?:(
চাইনিজ আর মিক্সড থাই ভেজ একলা একলাই খাবো!:)

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৫

সাহসী সন্তান বলেছেন: মনিরা আপায় আপনার এই কবিতা পড়লে যে উনার অবস্থা কি হবে সেইটা ভেবেই আমার এখনই ডর আসছে! :|| আল্লায় যেন উনারে ধৈয্য ধরবার তৌফিক দান করনে!

আপু এমনিতেই দেশের কাঁচা বাজারে আগুন লাগছে, সুতরাং মনিরা আপায় যা পাঠাইছেন সেইটাকেই আলহামদুলিল্লাহ বলে খেয়ে ফেলেন। বেশি বাছ বিচার করতে গেলেই কিন্তু ধরা খাইবেন। বোঝেনই তো ফ্রি বলে কথা!! :P

৪৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৬

শায়মা বলেছেন: কাঁচাবাজারে লাগুক আগুন আমার তাতে কি?
মনিরাপুর পঁচা সব্জী তাই বলে খাবো কি!!!!!! X((

নেভার এভার আমি যে চাই টাটকা আলু, কপি X(
সেসব খেয়ে আমি হবো সব্জী লেখা কবি :`>
শালগম আর বাঁধাকপির সুরুয়া রেঁধে নিয়ে B-)
গপগপাগপ ফেলবো খেয়ে টম্যাটো সস দিয়ে। :D

খাট্টা বেগুন, দোলমা পটল, চিংড়ি দিয়ে ঝিঙ্গে :D
তিত করলা মচমচিয়ে ভাজবো আলু দিয়ে :#)
চিচিঙ্গা বা ঢেড়সগুলো ভরতা করে মেখে !:#P
খাবো আমি লোভ দিওনা সেসব আবার দেখে! :-P

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৯

সাহসী সন্তান বলেছেন: আহঃ আপু দারুন, এ্যক্সিলেন্ট, ফান্টাস্টিক, অপূর্ব আর কমু না!! :P আপু আপনি অনেক জিনিয়াস তাই না? কথায় কথায় এভাবে ছড়া তৈরি করে ফেলছেন? এটা কিন্তু সবাই পারে না আপু? আহরে, আমি যদি আপুর মত একটু হতে পারতাম!! আপু আপনার কাছে আমার প্রাক্টিক্যালি কিছু শিখতে হবে, শিখাইবেন? 8-|

৪৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: পররাষ্ট্রমন্ত্রী জুন আপুকে একটা কথা বলিবে,
এতই যদি বিদেশ থাকেন; দেশের লোকের কি হবে?
বড়ই চিন্তার বিষয়। ;)

সবার তরে একটি কথা বোকা মানুষ বলতে চায়,
পর্যটন মন্ত্রী আছি বলে দেশের মানুষ সুখে খায়।
কেম্নে কি? বুঝাই বলেন B:-)

কবতে বালা হইছে। পিলাচ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৬

সাহসী সন্তান বলেছেন: ভাইয়া আপনার নামটা অনেক বড় তো তাই এভাবে ছাড়া আমি ঠিক ছন্দ মিলাইতে পারছিলাম না। তাছাড়া এই চার পাঁচ মাসে আপনার ব্লগ ঘুরে যে সমস্থ পোস্ট গুলো দেখছি, তাতে আপনাকে আমার একজন নিপাট ভাল মানুষ বলেই মনে হয়েছে।

আর একটা কথা, এমনিতেই একজনকে মেকাপ মাখিয়ে বড় বিপদে আছি, :P তার উপর সবাইরে যদি খারাপ কই তাইলে আমি বিপদের সময় দাড়াবো কার পাশে যেয়ে বলেন? তাই দুই একজনকে ভাল বলে অন্তত আমার পাশে রেখেছি, যাতে বিপদে তাদের কাছে আশ্রয় প্রার্থনা করতে পারি!

জুন আপু নাকি এখন দেশে আছে, কিন্তু আমি উনারে বিদেশ পাঠিয়ে দিছি! আচ্ছা কন চাই আই ক্যামনে যানতাম যে জুনাপু এখন দেশে। তাইলে এখানে উনার মন্ত্রীত্বে গাফিলতির প্রকাশ্য উদাহরন পাওয়া যাচ্ছে না? পররাষ্ট্র মন্ত্রী থাকবে বিদেশে-বিদেশে, দেশে তার কি বলেন তো?

৫০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪০

শায়মা বলেছেন: লেখক বলেছেন: আহঃ আপু দারুন, এ্যক্সিলেন্ট, ফান্টাস্টিক, অপূর্ব আর কমু না!! :P আপু আপনি অনেক জিনিয়াস তাই না? কথায় কথায় এভাবে ছড়া তৈরি করে ফেলছেন? এটা কিন্তু সবাই পারে না আপু? আহরে, আমি যদি আপুর মত একটু হতে পারতাম!! আপু আপনার কাছে আমার প্রাক্টিক্যালি কিছু শিখতে হবে, শিখাইবেন? 8-|


ইয়েস ইয়েস অনেক অনেক জিনিয়াসম্যান আমি
শুধুই ছড়া? কড়া কড়া বড়া বানাইতেও জানি
ডালের বড়া, তালের বড়া, ছানার বড়া চোখে
সব বড়ারাই দারুন, সেটা বলে সকল লোকে।
কথায় কথায় হা হা হি হি হাসতে যেমন জানি
একটুখানি কথায় আবার ঢালি মাথায় পানি
আগুন গরম মাথা তখন ফ্রিজে দিয়ে রাখি
ছোট্ট সোনামনির সাথে কার্টুন ছবি আঁকি
নয়ত বিউটি পার্লার বা শপিং মলে গিয়ে
লিপস্টিক বা জামদানীটা গিয়েই আসি নিয়ে
তুমি কি আর পারবে বলো জামদানীটা পরে
ধিতাং ধিনা নাচতে ঠিক এই আমার মতন করে? :P

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮

সাহসী সন্তান বলেছেন: খাইছে আমারে! আমি জামদানী পরবো কিয়েরলাই? :P আর নাচতে গেলেই তো বল বেয়ারিং কেটে যাবে, মাঞ্জার! :`> তাইলে ক্যামনে কি?
তাছাড়া তালের বড়া, ডালের বড়া, ছানার বড়া আমার শেখা লাগবে না। ওটা আপনার ভাবিরে একসময় পাঠিয়ে দিবানে, আপনি একটু সময় করে শিখিয়ে দিলেই হবে। আপনার তো সেই অবাক জলপানের মত অবস্থা; একটু জলের কথা বলতেই, কলের জল, নালার জল, ঢোবার জল, ঘটির জল পাঁচ রকম ফর্দ শুনিয়ে দিচ্ছেন! আপাতত আমাকে একটু শুধু ছড়া বানানো শিখাইতে পারবেন কিনা তাই কন? ;)

৫১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫০

আমি মিন্টু বলেছেন: চাচির বয়সি খালারে নিয়া থক্কু নানির বয়সি বুবুরে লইয়া :P এরকম কথা ঈদের পর দেইখেন আবার কুন আন্দোলন ডেকে
বসে বলা যায় না ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

সাহসী সন্তান বলেছেন: নানীরে লইয়া ইয়ারকি মারুম না তো কি মাইনষের লগে মাইরা মাইর খামু? হেইডা ভাই আমার দ্বারা হইতো না!! আমরা আমরাই তো কি কন?

তাছাড়া আপনার মত আমিও বড় ভয়ে আছি, না জানি কুন আন্দলনের মধ্যে হাইন্দা দেয়। হের লাই তো আগেরত্থন পরিচিতি টা শাইরা লইতাছি। যাতে আন্দলনে মুই ফ্রি থাকবার পারি, কুনো ঝামেলা না অয়!!

৫২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২

শায়মা বলেছেন: হা হা হা

আবারও চাও ছড়া?
নাকি অবাক জলের ঘড়া
হুকোর জল গুড়ুৎ গুড়ুৎ সাধের গড়গড়া!
নাকি আকাশ থেকে পড়া
শীলার একেক টুকরো ভীষন রকম কড়কড়া!!!!!!!!!! :P

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

সাহসী সন্তান বলেছেন: "আবারও কয় ছড়া, এ যে সত্যিই তালের বড়া!
এমনিতেই হয় না আবার হুক্কার গড়গড়া!!"

-আপুনি পারছি মনে কয়! ইয়া হু.....!! Apuni is my best teachers in the World!!

৫৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২০

সাদা মনের মানুষ বলেছেন: পিলাচ দিতে মুন্চায়, তয় আমাগো মতো আম ব্লগারদের নাম্নাই দেইখা দিলাম না =p~

(কানে কানে বলি, আসলেই কিন্তু পিলাচ দিছি)

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

সাহসী সন্তান বলেছেন: ভাই আমিও আপনার দুঃখে ভীষন দুঃখিত! আসলেই আপনারে একটা পদ না দিয়ে বর্তমান সামু মন্ত্রনালয় অনেক ভুল করছে। তবে আপনাকে আমি একটা স্বু-পরামর্শ দিতে পারি। আজ সকালে জানতে পারলাম মাননীয় রেলমন্ত্রী জনাব প্রামাণিক ভাই নাকি আপনার বেস্ট ফ্রেন্ড? সুতরাং আপনি উনার সাথে কথা বলে দেখতে পারেন উনার মন্ত্রনালয়টা নিতে পারেন কিনা! অবশ্য রেলমন্ত্রী পদ আপনার পছন্দ হবে কিনা জানিনা! যদি হয়, তাই বললাম।

ধন্যবাদের সহিত আপনার প্লাস গৃহীত হলো! ভাল থাকবেন ভাই! শুভেচ্ছা জানবেন!!

৫৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৩

আহমেদ জী এস বলেছেন: সাহসী সন্তান ,




সাহসী সন্তান ইন্তেকাল ফরমাইলে হেতেরে নাহি কেউ মোনে রাখপে ন । কি তা কয় ভাইজানে মোর !!!
তাজমহল বানাই দিমু কবরে । ওই তাজমহলের ছামনে চা গাছ ভি লাগায়া দিমু কয়ঠা । মনে রাখপে না মানে ? ওই তাজমহলের কতা মোনে অইলেই ভ্যাট ৭.৫% আর দ্যাকতে আইলে ১০% ভ্যাট দেওন লাগপে ।

আপনের কবরের জমি দখল করবে ক্যাঠায় ? মাইরালামুনা !!!!!!

হুমমমমমমম.... হের লিগা কই, সব দখলদারেরা সাবধান হই যান এহন তুন । ওই তাজমহলের জায়গা দখল করলেই জমি খোঁজার লইগ্গা আপনেরে নিয়া বাইর অমু । হের ফর তো বোজেনইইইইইইইইইইইইই ........

সাহসী সন্তান, ভয় নাইক্কা । এহোন ব্লগ চালাইয়া যাইবেন না বাইয়া যাইবেন হেইডা ঠিক হরেন । মুই আছি আমনহের লগে ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৩

সাহসী সন্তান বলেছেন: হ বুঝছি ভাই, আপনি পুরান ঢাকার ভাষায় যেভাবে ঝাড়লেন তাতে তো দিল একদম ঠান্ডা হয়ে গেছে। তার উপর আমার জন্য আপনি তাজমহল বানাইয়া দেবেন শুইনাইতো পরানডা খুশিতে বাকবাকুম বাকবাকুম করতাছে!!

তয় তাজমহল টা কয়দিন পরে হইলেও চলবো। কারন আগে তো মরি, তারপর না হয় তাজমহল দিয়েন! আপাতত আপনি যদি আমার জন্য কিছু করতে চান তাইলে সামুর এক কোনে খুব ছোট দেখে এক টুকরা জমি রাখতে পারেন! যেহেতু আপনি ভূমিমন্ত্রী তাই আপনাকেই বলছি!

আমার আবার লেখা-লেখি করার ভীষন শখ। হয়তো সপ্তাহে কিংবা মাসে যা হয় দু'চার কলম লিখে এখানে প্রকাশ করি। সুতরাং অন্তত ভিআইপি (নির্বাচিত) জায়গা না হোক একটু ছোট খাট পল্লী (প্রথম পাতা) এলাকায় যেন সেটা স্থান পায় সেই ব্যবস্থাটা একটু করে রাইখেন।

আপনার নামটা ছন্দে মিলাইতে আমার যে কষ্ট হইছে তার জন্য আগে এককাপ চা খাওয়াইয়া যান! বিশ্বাস না হইলে ৩৫ নং কমেন্টের উত্তরটা দেখেন??

আপনার সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ! ভাল থাকবেন, শুভ রাত্রি!!

৫৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৭

বুলস আই বলেছেন: এত মনত্রি? আমি এপিএস হমু

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:১৬

সাহসী সন্তান বলেছেন: কোন মন্ত্রীর এপিএস হতে চান তার বরাবর দরখাস্ত করেন! :P আপাতত সমাজকল্যান মন্ত্রনালয়ের এপিএস এবং রেলমন্ত্রীর এপিএস দরকার, দেখেন উক্ত মন্ত্রনালয় পছন্দ হয় নাকি? যদি হয় তহলে যে কোন একটা কে বাছাই করে আপনি সানন্দে দরখান্ত করতে পারেন। সাথে কিছু ইয়ে পাঠাইয়া দিয়েন, বোঝেনই তো ফাও খাওনের দিন শ্যাষ!! :`>

৫৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩১

মোহাম্মদ জামিল বলেছেন: ভাই কবিতার শেষে জিন্দাবাদ কেন? এটা নিয়ে সামুতে হরতার ঘোষনা হক। জয়বাংলা হওয়া উচিত চিল। : :) :):)

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭

সাহসী সন্তান বলেছেন: ভাই আপনি কি বাংলাদেশ সামু লীগের কেউ? :P যদি তাই হন তাহলে এই পোস্ট আপনার জন্য নয়। কারন পোস্টটা করা হয়েছে শুধুমাত্র বাংলাদেশ সামু দলের জন্য। আপনি পড়তে পারবেন, তবে কমেন্টে লীগ সম্পর্কিত কোন কথা বলতে পারবেন না। এটা নিয়ে কথা বলতে হলে আপনাকে 'আমি আবুলের বাপ' নামক নিক নেমের অধিকারী ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে। কারন তিনি এখন বাংলাদেশ সামু লীগের সভাপতি!! :P


মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভেচ্ছা জানবেন!!

৫৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৭

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: আপনার বিখ্যাত কবিতা পোস্টে অনেক ব্লগারের নাম নিয়েছেন, তাদের সন্মান করেছেন। খুব ভল কথা। কিন্তু মশাই নিন্মের এই সুবিখ্যাত মহান ব্লগারদের নাম নেননি কেন? এনারা কেউ বিরাট রবীন্দ্র গবেটষক ( গবেষক ), কেউ সানি লিওন বিশেষঅজ্ঞ ( বিশেষজ্ঞ ), এরকম নানাগুণে সমৃদ্ধ। এনাদের ব্লগে গেলে এবং অন্যদের ব্লগে এনাদের মন্তব্য পড়লেই বুঝতে পারবেন এনারা কতবড় মহান ব্লগার। আশাকরি এনাদের নাম নিবেন........................
০১. চলন বিল
০২. আলী আকবর লিটন
০৩. তপ্ত সীসা
০৪. জাতির গ্রান্ডপা
০৫. হিনদোল শাহ
০৬. কথার_খই
০৭. জুবায়ের আহসান
০৮. নৈশ শিকারী
০৯. ফাহাদ মুরতাযা
১০. সাদিকনাফ
১১. আমার ভাবনা
১২. সুফী বরষণ
১৩. ক্ষতিগ্রস্থ
১৪. কি করে আজ ভেবে না পাই
১৫. তিথীডোর


আমার এই অনুরোধ না রাখলেও সমস্যা নেই, তবে আপনার এই পোস্ট ভীষণ মজার হয়েছে।
ধন্যবাদ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৫

সাহসী সন্তান বলেছেন: ভাই আগেই বলি কবিতাটা রচনা করার প্রেক্ষাপট হলো সামুর মামুদের সাথে সবার পরিচয় করিয়ে দেওয়া। আর সুমন কর ভাইয়ের পোস্টের উল্লেখিত ব্যক্তিদের নিয়েই আমার কবিতাটি রচনা করা। আপনি যদি সুমন ভাইয়ের পোস্টটা পড়ে থাকেন তাহলেই বিষয়টা বুঝতে পারবেন। আমি এখানে কোন বাড়তি লোকের নাম যোগ করিনি শুধুমাত্র ঐ পোস্টের ব্যক্তিরা ছাড়া! পোস্টটার লিংকঃ- Click This Link

আপনি যাদের নাম এখানে উল্লেখ করেছেন তাদের মধ্যে কয়েকজনের ব্লগ আমি ঘুরে দেখেছি এবং মন্তব্যও পড়েছি। আপনি উনাদের সম্পর্কে যে তথ্য গুলো ফুটিয়ে তুলেছেন সেটাই যথাথ্য। আমি আর বেশি কিছু বললাম না! তবে আমার সৌভাগ্য উনাদের মধ্যে কারোরই মন্তব্য আমার পোস্টে আসেনি।

ভাই ইচ্ছা থাকার স্বত্তেও আপনার আবেদন আমি রাখতে পারলাম না বলে আন্তরিক ভাবে দুঃখিত! কাওকে খারাপ ভাবে কিংবা খুব ভাল ভাবে দেখার ইচ্ছা আমার নেই। আমরা সবাই ব্লগার! সবাই এখানে ব্লগিং করি। হয়তো আমারটার সাথে অন্য একজনের মিল খায় না। কিন্তু তাই বলে কাওকে তো খারাপ ভাবতে পারি না! যার কাছে যেটা যেমন ভাল লাগবে সে সেটাই করবে। এটা নিয়ে বলার কিছু নেই। কথায় আছে; 'নিজে ঠিক থাকলেই হলো, লোকে কি বলল না বলল সেটা নিয়ে মাথা ঘামানোর কোন প্রশ্নই উঠে না'!!

কবিতা ভাল লাগা এবং মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ! শুভ ব্লগিং!!

৫৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৪

বুলস আই বলেছেন: আবিয়াইতা নারী মনত্রি একজন হইলেই চলবেব্রাদার। দেখেন মানেজমুনেজ করা যায়নিকি

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪

সাহসী সন্তান বলেছেন: যে দুইটা মন্ত্রনালয়ের কথা বললাম সে দুইটা কি আপনার পছন্দ হইছে? যদি হয়ে থাকে তাইলে উক্ত মন্ত্রনালয়ে একটা দরখাস্ত করতে পারেন। তাছাড়া আপনার যেমন আগ্রহ দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে আপনার দ্বারাই মনে হয় এটা সম্ভব হবে। চেষ্টা চালাইয়া যান, দেখি আপনাকে আগামীতে একটা মন্ত্রীর নমিনেশন দেওয়া যায় নাকি! :P অবশ্য তার জন্য এটা নিয়ে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সাথে আমার একটু একান্ত স্বাক্ষাত করতে হবে। :`> তবে এ জন্য আপনাকে আগেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। যত দ্রুত সম্ভব আপনাকে দুর্নীতি, ঘুষ, টাকা আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং চাঁদা-বাজি ইত্যাদী বিষয় সম্পর্কে বিষদ জ্ঞানার্জন করতে হবে। যদি পারেন তাইলেই আপনি মন্ত্রী কিংবা এপিএস হতে পারবেন। আর না পারলে এটা আপনার জন্য নয়!!! :P

মন্তব্যের জন্য ধন্যবাদ!!

ও আর একট কথা, আপনার সুপারিশের জন্য কিছু ইয়ে মানে ঐ ইয়ে পাঠাইয়া দিয়েন!! :P

৫৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৮

হাসান মাহবুব বলেছেন: অস্থির অবস্থা!

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

সাহসী সন্তান বলেছেন: একটা কথা বলি মাহবুব ভাই, আশা করি কিছু মনে করবেন না! আপনি সম্ভাবত পোস্ট পর্যবেক্ষন, মন্তব্য এবং পঠিত সংখ্যা ইত্যাদী দেখে তার পর মন্তব্য করেন তাই না? কথাটা এই জন্য বললাম, কারন আমি প্রায়ই পোস্টে দেখেছি আপনি সাধারনত সবার শেষে মন্তব্য করেন। বিশেষ করে আমার কয়েকটি পোস্টেই তো আপনার মন্তব্যটা আমি সেভাবেই পেয়েছি!

যাহোক ভাই অসম্ভবকে বেসম্ভব করা যেমন অনন্ত জলিলের কাজ, ঠিক তেমনই সুস্থির অবস্থাকে অস্থির করে তোলাই আমার কাজ। ;) আর আপনাদের দোয়া থাকলে ইনশা-আল্লাহ এটাকে আরো বেশি অস্থির করে তুলতে পারবো! শুধু পাশে থেকে একটু উৎসাহ দেবেন। কারন আপনাদের উৎসাহই আমার লেখনি শক্তিকে আরো বেশি বাড়িয়ে দেবে!!

মন্তব্যের জন্য ধন্যবাদ! ভাল থাকবেন!!

৬০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

হাসান মাহবুব বলেছেন: আজ্ঞে না। আমি অনুসারিত ব্লগ দেখে কমেন্ট করি। এমন অনেকে আমার অনুসারিত লিস্টে আছে, যারা কোন কমেন্টই পান না, হিট থাকে ১০-১২টা। তাদেরকেও আমি কমেন্ট করে থাকি। আপনি না বুইঝা বোকার মতো একটা ফাউল ধারণা কর্সেন।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

সাহসী সন্তান বলেছেন: আগেই কইছিলাম মাইন্ড খাইয়েন না! :P সেইটাই খাইয়া বইসা থাকলেন? :`<

একটা সত্যি কথা বলি ভাই। স্বল্প সময়ের এই ব্লগ জীবনে যাই লেখি না কেন, আমার কিছু প্রিয় ব্যক্তি আছে যাদের কমেন্ট না পড়লে আমার সেই পোস্টটা ঠিক স্বয়ংসম্পূর্ন হয় না! আমার কথা হলো শুধু পোস্ট হলেই যে কমেন্ট করতে হবে এমন নয়! আগে পোস্টটা তো কমেন্ট করার মত ততটা ভাল পোস্ট হতে হবে! আর আমি আগের কমেন্টে ঐ কথাটা এই জন্য বললাম, কারন আপনি পোস্ট পর্যবেক্ষন না করে তাতে কমেন্ট করেন না। কারন আমি মোট ১৮ টা পোস্ট করেছি আর তার মধ্যে আপনার কমেন্ট পেয়েছি মাত্র ৪ টা পোস্টে; আর সেই পোস্ট গুলোই পরবর্তিতে সুপার হিট। বিশ্বাস না হলে আমার এই পোস্টের আগের পোস্টটা দেখতে পারেন! সুতরাং আপনার কমেন্ট মানেই মনে করতে হবে আমার সেই পোস্টটা হিট!

কথা গুলোকে আপনি কিভাবে নেবেন আমি জানি না। তবে আমার কাছে যেটা ভাল মনে হয়েছে আমি সেটাই বলেছি। কিছু কিছু মানুষ থাকেনা যাদের কে পয়মন্ত বলা হয়, আমার কাছেও তেমনি আপনিও পয়মন্ত!!

ভাল থাকবেন! শুভ কামনা রইলো আপনার জন্য!!

৬১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

কাবিল বলেছেন: অনেক কষ্টসাধ্য পোস্ট।
চমৎকার। কবিতায় ++++++++++++(আরও দিমু?)
পোস্টটিও প্রিয়তে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪০

সাহসী সন্তান বলেছেন: প্লাস যা দিছেন তাতেই রাখবার জায়গা পাচ্ছি না। বাকি গুলো রেখে দেন ভাই, পরে অন্য কোন পোস্টে মাইরা দিয়েন!

সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ......!!

৬২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০২

প্রামানিক বলেছেন: রেলমন্ত্রী প্রামানিক ভাই একটাই কথা তার মুখএ,
বিয়ে একটা করলেই হলো আজ-কাল বা সত্তরএ।

কি যে মজা সত্তুরেতে যারা এটা খুঁজবেন
বাংলাদেশের রেল মন্ত্রীকে দেখলে পরেই বুঝবেন।
বউটি তাহার পাশেই থাকে সকাল সন্ধ্যা বেলায়
মরতে মরতে বেঁচে গেলেন নতুন বউয়ের ঠেলায়।
এর চেয়ে কি শান্তির কথা পৃথিবীতে আছে
মনের সুখে বিয়ে করে ঘোরেন বউয়ের পাছে।



১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৪

সাহসী সন্তান বলেছেন: ভাই বুড়ো বয়সে বিয়া করলে যদি আবার নতুন জীবন পাওন যায়, তাইলে আমিও একটা রিক্স নিয়া দেখুম নে! :P অবশ্য হাফ সেঞ্চুরি পার করবার পারুম কিনা সেইডা লইয়া আপাতত একটু বেশি চিন্তায় আছি! তবে যদি কোন মতে হাফ সেঞ্চুরিটা হইয়া যায় তাইলে মনে করবেন রিক্স একখান লইয়াই ছাড়ুম। :P তয় যা আছে কপালে! আপনারে আগেই দাওয়াত দিয়া রাখলাম কিন্তু........?? শুধু কার্ড পাইলেই ছুইট্টা চইলা আইবেন!!

৬৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৪

প্রামানিক বলেছেন: আপনাকে উৎসর্গ করে "বেগুন বাড়ির পানি পড়া" নামে পোষ্ট দেয়া হয়েছে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২১

সাহসী সন্তান বলেছেন: রাতেই পড়ছি ভাই। কমেন্টও করেছি। অনেক ধন্যবাদ! খাড়ান একটু হাইসা লই, ;) তারপর আপনার উত্তর দিই!!

৬৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
লেখা ও মন্তব্য সবই মজার।
এধরণের পোস্ট ব্লগারদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করে।


নতুন মন্ত্রী পরিষদের জন্য অনেক শুভেচ্ছা!
ক্রিয়েটিভ!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২০

সাহসী সন্তান বলেছেন: আপনার কথাই ঠিক! শুধুমাত্র একটু মজা করার জন্য পোস্টটা তৈরি করা। সব সময় গোমড়া মুখ করে থাকলে কি চলে? তাইতো আমার এই আয়োজন!

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য! আপনার শুভেচ্ছ সকল মন্ত্রী পরিষদকে জানানো হলো।

৬৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই পোস্টে কমেন্ট করছি তো!! করি নাই?? :||

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫২

সাহসী সন্তান বলেছেন: আগেই মন্তব্য করলে কি হাতে লিংক ধরাইয়া দিতাম? নারী ও শিশু মন্ত্রনালয়ের পদ পাইয়া আছেন তো মস্তিতে! :P তো শুধু নারীদের (পুরান ব্লগার) দিকে নজর দিলে কি চলবো? আমার শিশুরাও (নতুন ব্লগার) তো এদিকে আছি। সেটা তো দেখতে হবে ভাই?? ;)


ধন্যবাদ কষ্ট করে মন্তব্যের জন্য!! শুভকামনা জানবেন!!

৬৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৮

বিদ্রোহী সিপাহী বলেছেন: ভাই আপনার লেখনী শক্তি বড়ই আনন্দদায়ক।
চমৎকার সময় কাটাইলাম পোষ্টে আইসা।
মন্তব্যগুলোও খুবই মজার।

আপনার কবিতাজনিত কষ্ট স্বার্থক।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯

সাহসী সন্তান বলেছেন: আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য! দোয়া করবেন ভাই যাতে আরো ভাল ভাল কিছু লেখা ব্লগ বন্ধুদেরকে উপহার দিতে পারি!

পোস্ট এবং মন্তব্য আপনার কাছে ভাল লাগলো জেনে খুশি হলাম। মন্তব্যে শুভেচ্ছা রইলো!

৬৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৭

আমি আবুলের বাপ বলেছেন: আপনার ৫৬ নং মন্তব্য কারন পোস্টটা করা হয়েছে শুধুমাত্র বাংলাদেশ সামু দলের জন্য। আপনি পড়তে পারবেন, তবে কমেন্টে লীগ সম্পর্কিত কোন কথা বলতে পারবেন না। এটা নিয়ে কথা বলতে হলে আপনাকে 'আমি আবুলের বাপ' নামক নিক নেমের অধিকারী ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে। কারন তিনি এখন বাংলাদেশ সামু লীগের সভাপতি!!
তার মানে আপনে তলে তলে অজ্ঞাতস্থান থেকে বাংলাদেশ সামু দল বানাইয়া ফালাইছেন? খাড়ান।বেশী ফালাইয়েন না। আপনার পোষ্টতো গুম হইবো,আপনারেও পাওয়া যাইবো শিলং এর মানসিক হাসপাতালে। তখন নতুন পোষ্ট দিমু সাহসী সন্তান কেন শিলং এ ।সাহসী সন্তান নিজে গেছেন,না সাহসী সন্তানরে বাইন্ধা ফালাইয়া রাইখা আসছে। :) হুম,

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৯

সাহসী সন্তান বলেছেন: বাংলাদেশ সামু লীগের সভাপতির পদধুলিতে আমার ব্লগ ধইন্যা!! :P তয় ভাই আগে কানে কানে একটা কথা কই কাওরে আবার কইয়েন না! ঐ শিলংয়ে যারে পাওয়া গিয়েছিল হের নামের লগে মোর নাম কিন্তু ওতপ্রত ভাবে জড়িত! সুতরাং মন্তব্যের উত্তর দিমু কি, এমনিতেই ভয়ে আধামরা অবস্থা। তয় একখান রিকোয়েস্ট আমি ভাই সাদাসিধে মানুষ এই সব গুম টুম করোনের দরকার নাই, আগে কন কত হইলে রফা করবেন? বোঝেনই তো আপনেরা এহন পাওয়ারে............!!


আপনার ইন্টারেস্টিং মন্তব্যের জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ!!

৬৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১১

প্রবাসী পাঠক বলেছেন: এইখানে এই সব কি হইতাছে! কয়দিন বলগে সময় দিতে পারি নাই দেইখা আমাগো মান্যবর মন্ত্রীদের নিয়ে কি সব কতা হইতাছে! পোস্ট দাতারে কিন্তুক আন্দামান পাঠাইয়া দিমু।

তয় কবিতা কিন্তুক ভালা পাইছি।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৭

সাহসী সন্তান বলেছেন: ভাই আন্দামান না পাঠাইয়া দেশীয় দ্বীপ সেন্টমার্টিনে পাঠান যায় না? :P মনে বহুত আশা যে একদিন সেন্টমার্টিন দেখুম। তয় হেই খরচে যদি হইয়া যায় তাইলে তো নিজের খরচটা বাইচা গেল! ;)

দেখছেন আপনেরা বলগে সময় দিতে পারতাছেন না বইলা কি সব শুরু হইয়া গেছে। এই জন্য শত ব্যস্ততায়ও একটু মাঝে মাঝে ঢু মারতে হয়। তাইলে এসব গুলা একটু কম হয়!


কবিতা ভাল লাগার জন্য ধন্যবাদ!! শুভেচ্ছা জানবেন!!

৬৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১২

শায়মা বলেছেন: ভাইয়ু!!!!!!!!!!!!!!


আমার কাল ছিলো মেজাজ খারাপ আর আজকে তো মন খারাপ করে দিলে!!!!!!!!:( :( :(


১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪

সাহসী সন্তান বলেছেন: কাল মেজাজ খারাপ ছিল কেন সেটা আমি জানি! তবে আজ মন খারাপ হলো কেন? আমার জানা মতে এমন কিছুতো বলিনি বা করিনি যাতে আপনার মন খারাপ হবে!! :(( :(( :((

৭০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৫

শায়মা বলেছেন: তুমি আমার পুতুলের কাহিনী মনে করালে না???:( :( :(

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৪

সাহসী সন্তান বলেছেন: ও তাই বলেন! আরে এতে মন খারাপের কি আছে? এমনিতেই মনের জমানো কথা অন্যের সাথে শেয়ার করতে পারলে মনটা অনেক হালকা হয়ে যায়! সুতরাং আমার বিশ্বাস আপনি এখন অনেকটাই হালকা বোধ করছেন!!

৭১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১

শায়মা বলেছেন: আরে ভাইয়া কি উত্তর দিলে কিছু দেখার আগেই তো হাওয়া!!!!!!


ধ্যাৎ আমার ভাই হয়ে এত ভীতু হলে চলবে???

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

সাহসী সন্তান বলেছেন: আপু আমি ভীতু নই! তবে কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাইনা বলেই বলতে চায়নি। তবে আপনার বুঝতে পারার জন্য ধন্যবাদ!! একটা কথা কি জানেন ভার্চুয়াল জগতে এমন হওয়াটা স্বাভাবিক। সুতরাং দোয়া করি আপনি ভাল থাকেন!!

৭২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

শায়মা বলেছেন: হ্যাঁ!!!!!!!!!!! একদম ঠিক ধরেছো বুদ্ধিমান ভাইয়ু!!!!!!!!!


তবে মেজাজ খারাপ হলেও আই নো দ্যা লাইফ ইজ আ ফাইট!!!! :) যদিও ফাইটিং আই ডোন্ট লাইক!!!!!!!!! মানুষ যে কোন অধিকারে মানুষের নিজস্ব স্বাধীনতায় হস্তক্ষেপ করতে আসে আমি বুঝিনা!!!!:(


যাই হোক আরও একটা কারণ ছিলো। অনেকটা দিন ব্লগে আছি। ইটস আ ফান টাইম অর গুড টাইম পাস টু মি কিন্তু কিছু কিছু অকর্মন্য বা নাই কাজ খই ভাঁজ( হিংসামি মন) মানুষের তাতে শান্তি নেই একজন কেনো ভালো থাকবে খুশী থাকবে এটা বের করতে গিয়ে কোথায় কেমনে কি করলে কি বললে এতটুকু হেয় করা যায় সেই গবেষনাতেই রত থাকেন। এই সব মানুষের নিজেদের জীবনেও সৃষ্টিকর্তা এত হেয় দিয়ে রেখেছেন তবুও তাদের এতটুকু লজ্জা হয়না। :(

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

সাহসী সন্তান বলেছেন: আমাকে যদি কেউ কোনদিন বলে যে তুমি এটা বুঝবে না বা তোমার এটা বোঝার মত বয়স হয়নি। তাহলে তখন সেই ব্যক্তির উপরে আমার প্রচন্ড রাগ হয়। আরে ব্যাটা আমি বুঝবো নাতো কি তুই বুঝবি? ব্রেন তোরও আছে আমারও আছে? সুতরাং তুই যেটা বুঝবি সেটা আমি বুঝবো না কেন?

আর আপনার এটা তো জলের মত সোজা। সুতরাং না বোঝার কি আছে? আপুনি মন্তব্যে অনেক কিছু বলতে ইচ্ছা করছিল কিন্তু বললাম না ইচ্ছা করেই! একটা কথা মনে রাখবেন, সৃষ্টিকর্তার সৃষ্টিতে কোন ভুল নেই। যাকে যেমন করলে ভাল লাগবে, সৃষ্টিকর্তা তাকে ঠিক তেমন ভাবেই সৃষ্টি করেছেন!!

৭৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

শায়মা বলেছেন: হাহাহাহা ভাইয়া তোমার সাম্প্রতিক ভিজিটর লিস্ট দেখাও তো কুইক!!! তারপর মুছে দিও। :P

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৩

সাহসী সন্তান বলেছেন: আপুনি এখন পিসিতে বসতে একদমই ইচ্ছা করছিল না! তবে শুধুমাত্র আপনার মন্তব্যের উত্তরের জন্যই বসতে হলো। আসলে আপনি যেমনটা ভাবছেন তেমনটা হয়নি! অল্পকথায় বললাম, বিষয়টা বুঝে নিয়েন!!


ভাল থাকবেন! শুভ রাত্রি!!

৭৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

এস কাজী বলেছেন: এই মন্ত্রী পরিষদে অনাস্থা অনেক আগেই দিয়ে রেখেছি। এখনো দিলাম। আমাদের মত সৎ নেকি বান্দার যে পরিষদে স্থান নেই সে মন্ত্রী পর্ষদে আমার আস্থা নেই। এদের সবার উপ্রে ভাত বসানো হোক। আই মিন ভ্যাট বসানো হোক B-) =p~

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৯

সাহসী সন্তান বলেছেন: তার মানে আপনি কি সামনের কোন আন্দোলনের হুমকি দিচ্ছেন? দেখেন ভাই আন্দোলন ফান্দোলন করবার চাইলে ঈদের পরে কইরেন?

তবে একটা কথা বলি। এখন আর যোগ্য লোকের ভাত নাই! আর আপনি নিজেকে অযোগ্য প্রমাণ করতে বরাবরই ব্যার্থ হয়েছেন। :P সুতরাং সামুর মন্ত্রী পরিষদে আপনি থাকতে পারেননি সেটা আপনার ব্যার্থতা, এটা নিয়ে আপনি সামুর মামুদের বিপক্ষে কথা বললে কিন্তু ব্যান হওয়ার সম্ভাবনা ১০০%। :`>

আজ থেকেই নিজেকে ব্যার্থ প্রমাণ করার চেষ্টা করেন। যদি পারেন তাইলে আগামী নির্বাচনে দেখুমনে আপনারে রাখা যায় নি! তবে শুধু মুখে ব্যার্থ প্রমাণ করলে কিন্তু হবে না, সাথে সার্টিফিকেট প্রযোজ্য!!!

৭৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২০

কামরুন নাহার বীথি বলেছেন:

নতুন মন্ত্রী পরিষদকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে কেটে পরলাম!!!!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৩

সাহসী সন্তান বলেছেন: আপু শুধু মন্ত্রী পরিষদদের কে সালাম আর শুভেচ্ছা জানিয়ে কেটে পড়লে কি হবে? এই শুভেচ্ছা মন্ত্রী পরিষদ পর্যন্ত পৌছানো লাগবে না? আর তার জন্যতো কিছু খরচা পাতির দরকার হতে পারে, সেটা কৈ?


আপু মন্ত্রীদের জন্য ফুল দিলেন, আর আমার জন্য কি কাঁচ কলা রাখলেন? আমরা আম জনতা সারাজীবন কি Mango People হয়ে থাকবো??

৭৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০১

মাসূদ রানা বলেছেন: হাহাহা, খুব সুন্দর কবিতা লিখেছেন ভাইসাহেব । প্লাস +
মামুদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@শতদ্রু একটি নদী ... থুক্কু সাহসী সন্তান ;)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৬

সাহসী সন্তান বলেছেন: ভাই কি চশমা লাগবে নাকি? একজনের ব্লগে ঢুকে আর একজনরে খোঁজ করছেন?


তবে খুব বেশি অসুবিধা নেই। কারন লেখার ডিরেকশন কিন্তু আমি বেশির ভাগ ক্ষেত্রে নদী ভাইয়ের কাছ থেকে পেয়েছি। সুতরাং শুভেচ্ছা আমারে দেন আর নদী ভাইরে দেন একজনকে দিলেই হইলো!!

মন্তব্যের জন্য ধন্যবাদ! প্লাস সানন্দে গৃহিত হলো!!

৭৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৩

শতদ্রু একটি নদী... বলেছেন: মাসুদ ভাই, ধরা খাইছেন। এইডা নিশ্চিত আমি না। আপনার পর্যবেক্ষনে আন্ডা দিলাম ;)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২১

সাহসী সন্তান বলেছেন: ভাই আপনি আন্ড দিতে গেলেন কেন? এখন আন্ডার কি রকম দাম আপনি জানেন? আপনি অন্য কিছু দিতে পারতেন! আর আন্ডাই যখন দিলেন তখন ঘোড়ার টা দিলে ভাল হইতো? :P কারন এখন ঐ আন্ডাটাই দামে বেশ স্বস্তা।

৭৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২০

মাসূদ রানা বলেছেন: @শতদ্রু একটি নদী ...
হাহাহা, নো প্রবলেম। আইনস্টাইন সাহেবও ম্যাথমেটিকসে আন্ডা পেয়েছিলেন B-)

এইডা নিশ্চিত আমি না।
তাহলে "সাহসী সন্তান" ভাইয়ের কাছে দু:খ প্রকাশ করছি । সরি ভাই । আপনার কবিতা সত্যিই দারুন হয়েছে । ধন্যবাদ ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৫

সাহসী সন্তান বলেছেন: হ, আমিও আইনস্টাইনের জীবনীতে ঐটা পড়ছি। অসুবিধা নেই, ভুলতো মানুষই করে। কবিতা যে দারুন হইছে সেইটা আপনার আগের মন্তব্যেই বুঝছি।

পূন মন্তব্যে আবারও ভাল লাগা জানবেন!!

৭৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন কাব্য প্রতিভায় মুগ্ধ হয়ে কৎবেলের নমিনেশনের জন্য পোষ্ট লিংক সাবমিট করা হল! ;)


যেমন কোবতে তেমনি কবি হবার রম্য!

আর বরাবরের মতোই কমেন্টতো চিরন্তন স্বর্ণগর্ভা!

দারুন দারুন কমেন্টস আর উত্তরেও মোগাম্বো বহুত খুশ হুয়া =p~ =p~ =p~
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩১

সাহসী সন্তান বলেছেন: ভাই আপনি কি আমার পক্ষথেকে নমিনেশন সাবমিট করতে চাচ্ছেন? অসুবিধা নেই, জিতলে আপনি আমার পিএস! এখন থেকে মনযোগ দিয়ে কাম কাইজ করেন! তবে সাবধান কাজের আগে আবার 'অ' বসাইয়েন না!! :P

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ!! খাড়ান প্লাস গোননের লাই একজন লোক ডাকি! ;)

৮০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন: আমি সাধারণ সামুর জনগণ। :) :)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৫

সাহসী সন্তান বলেছেন: সাধারন জনগন হিসাবে আপনাকে গ্রহণ করা হলো। তবে আগামী নির্বাচনে ভোট দেওনের সময় একটু ডাইনে বাঁয় নজর দিয়া ভোট টা দিয়েন!


মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!!

৮১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৬

শতদ্রু একটি নদী... বলেছেন: পিছনের মোগাম্বোটা কে কন দেখি ভৃগু ভাই। ঠিক কইতে পারলে আপেল দিমু। ভুল হইলে কতবেল, এখন আপনার যেইয়া পছন্দ সেইটা ভাইবা উত্তর দেন। না জানা থাকলে বলেন মুগ্যাম্বোরে কাপুর ভাই মাইরালছে, তাইলে সাননা পুরস্কার ঝুনা নারিকেল দিমুনে। ;)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৮

সাহসী সন্তান বলেছেন: ভাই উত্তরটা কি আমি দেবো না যারে জিগাইছেন হেই দিবো? যদি কন তাইলে হের পক্ষ থাইক্কা আমি দিবার পারি!!

৮২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১২

শায়মা বলেছেন: আমি কেমনটা ভাবছি তুমি জানোই না!:(

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৮

সাহসী সন্তান বলেছেন: জানি তয় এখানে কওন যাইতো না! তবে আমার ও ভুল হতে পারে, তাই হালকা একটু টাচ যদি দিতেন??

৮৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৫

শায়মা বলেছেন: https://www.youtube.com/watch?v=cMiDjKHi6Fs

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২২

সাহসী সন্তান বলেছেন: গানটা আমার মোবাইলেও আছে! তবে ঐটা কিন্তু আমার একটা প্রিয় গান!! ;)

৮৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২০

শায়মা বলেছেন: দেবোনা!!!!!!!

কথা জমাইতেছি!!!!! X((

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৮

সাহসী সন্তান বলেছেন: কথা অতিরিক্ত জমে গেলে কিন্তু বদ হজম হবে। সুতরাং বদ হজম হওয়ার আগে শেয়ার করতে পারেন? আমি কিন্তু পরে গ্যাসের ট্যাবলেট আনতে পারবো না, আগেই বলে রাখলাম!! :P

৮৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৮

শায়মা বলেছেন:

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৪

সাহসী সন্তান বলেছেন: Ok! বোতল ভর্তি হয়ে গেলে বিকাশ করে পাঠাই দিয়েন! তয় কথা জমানোর চেয়ে বলে ফেলা ভাল হবে মনে হয়! কারন কথা জমলে তো কথা বাসি হইয়া যাবে, কথার থেকে দুর্গন্ধ বের হবে! :P সুতরাং দেখেন কি করবেন??

৮৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১০

জেন রসি বলেছেন: সাহসী ভাই, আছেন কেমন??

সামুর মামুদের পোকার খেলা দেখি জমে উঠেছে!! :P

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৩

সাহসী সন্তান বলেছেন: ধুর মিয়া, আপনার তো কোন খোঁজ খবর নাই! মন্ত্রী হইছেন বইলা কি মাঝে মাঝে ঠান্ডা ঘর থেকে মুখ বের করে বলেন (হেঃ হেঃ তোমরা সবাই ভাল আছো তো?) :P

পোকার খেলা জমবো না তো কি হইবো? আপনার জন্যকি বইসা থাকুম? :`>


ভাল আছি ভাই! আপনি কেমন আছেন?

৮৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭

জেন রসি বলেছেন: সবাই খেলায় মত্ত থাকলে দর্শক হবে কে??তাই মাঝে মাঝে ঠাণ্ডা ঘরে বইসা কফি আর বিড়ি নিয়া খেলা দেখাও উপভোগ্য! ;)

আমি ভালো আছি। :)

নদী ভাই মনে হয় দর্শক হয়ে এবার কুকের সাথে স্যালাইন মিশাইতেছেন!!! ;)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৩

সাহসী সন্তান বলেছেন: ঠান্ডা ঘরে বইসা মজা লুটতাছেন মিয়া, আর আমরা এদিকে জ্বালায় মরি!! :P আছিতো পুরা দৌড়ের উপরে। তার পরেও তো সময় মত ব্লগে হাজিরা দিয়ে যাই।

নদী ভাইয়ের ব্লগ দেখছেন? সব পোস্ট রিমুভ কইরা রাখছেন। হেই নাকি এবার বিশ্রামে যেতে চাই!

৮৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১

তাসজিদ বলেছেন: পুরাই এপিক পোস্ট।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৪

সাহসী সন্তান বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য!!

৮৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২

তাসজিদ বলেছেন: আমি মন্ত্রী সভায় নাই।

তাই আপনার পোস্ট র উপর ৭ .৫ % ভ্যাট B-))

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২১

সাহসী সন্তান বলেছেন: ব্লগে লেগে থাকেন, দেখি আগামীতে আপনাকে একটা পদ দেওয়া যায় নি!

আমার এই পোস্টটা কিন্তু এখন সব ধরনের ভ্যাট মুক্ত। কারন ব্লগ পোস্টের ভ্যাটের খসড়া আইন অনুযায়ী আমার এই পোস্টের মধ্যে কোন রকমের সমস্যা নাই। সব ধরনের ঝামেলা মুক্ত। সুতরাং ভ্যাট ভ্যাট করলে কিন্তু আপনারে ভটভটি বানাইয়া দিমু!! :P

৯০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৮

শায়মা বলেছেন: নিউ পোস্ট কবে রিলিজ হবে ভাইয়ু???:)

কালকে দিও কাল থেকে আমার ঈদের ছুটি শুরু!:)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৫

সাহসী সন্তান বলেছেন: সরকারি ব্যক্তিদের এই এক সুবিধা। কাজের সময় অষ্টরম্ভা, ছুটির বেলায় ঠিকঠাক! কি করুম, আমরা তো আর সরকারি ব্যক্তি নই......!!

আপু আমারও ইচ্ছা আছে যে পোস্টটা আগামী কাল প্রকাশ করবো! দোয়া করবেন!!

৯১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৫

শায়মা বলেছেন: আমি সরকারী ব্যাক্তি নাক!!!!!!!!!!!!!!!!!!!! B:-)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

সাহসী সন্তান বলেছেন: তাইলে কি? আপনি না ইস্কুলে চাকরি করেন? সেইটা সরকারি না?

৯২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

দীপংকর চন্দ বলেছেন: এই যে আমি কিন্তু একজন মন্ত্রী আইসা পড়ছি!!!

দেরি হবার কারণ ভ্যাট ভ্যাট ভ্যাট!!!

অনেক ভালো হইছে লেখা।

ভ্যাট ভ্যাট ভ্যাট!!!

শুভকামনা থাকলো।

অনেক ভালো থাকবেন।

শুভেচ্ছা সকলের প্রতি। অনেক।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৪

সাহসী সন্তান বলেছেন: "টাকার নেশায় ঘুম আসে না বাংলাদেশের নন্দ,
শিল্পমন্ত্রী পদে আছেন নাম দিপংকর চন্দ।"

স্বু-স্বাগতম মাননীয় মন্ত্রী মহোদয়!! আপনার আগমনে আমার ব্লগ ধইন্যা!! তো এই ভ্যাট ভ্যাট কইরা কি আপাতত ভটভটিতে পরিনত হইছেন নাকি?

আপনার জন্যও শুভ কামনা রইলো!!

৯৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫০

শায়মা বলেছেন: না!!!!!!!!!!!

সেটা বৈদেশী স্কুল!!!!!!!!!!!!:)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৮

সাহসী সন্তান বলেছেন: ও, তয় বিষয়টা ঠিক বুঝলাম না? বিদেশি স্কুল মানে, কোন বিদেশি সংস্থা কতৃক পরিচালিত?

৯৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৭

জেন রসি বলেছেন: শায়মা বলেছেন: না!!!!!!!!!!!

সেটা বৈদেশী স্কুল!!!!!!!!!!!!:)

সাহসী ভাই, আপুকে এইসব কি বলেন????

আমাদের আপু করবে দুই পয়সার চাকরী!!!!

আপু বিদেশী চাকরী করে!!!!!! :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৫

সাহসী সন্তান বলেছেন: হ, হ বুঝছি তো! আপুনি যেমন হাইফাই মানুষ তেমনি তার চাকরিটাও তো হাইফাই হওন চাই কি কন? তয় উনি যে দেশি যায়গায় চান্স পাননা সেইটা কিন্তু সিউর!!

৯৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০০

শায়মা বলেছেন: ঐ জিনি ভাইয়া তোমার খবর আছে!!!!!!!!!

তোমার মাথায় আজকে আকাশ থেকে চান্দের পাথর ফেলবো! X((

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১০

সাহসী সন্তান বলেছেন: আপুনি পাথর কুড়ানো লোক দরকার পড়লে আমারে কইয়েন! মুইও থাহুমনে আপনার লগে লগে। তয় পাত্থর কিন্তু মারনই লাগবো!!

৯৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০২

জেন রসি বলেছেন: লেখক বলেছেন: ঠান্ডা ঘরে বইসা মজা লুটতাছেন মিয়া, আর আমরা এদিকে জ্বালায় মরি!! :P আছিতো পুরা দৌড়ের উপরে। তার পরেও তো সময় মত ব্লগে হাজিরা দিয়ে যাই।

নদী ভাইয়ের ব্লগ দেখছেন? সব পোস্ট রিমুভ কইরা রাখছেন। হেই নাকি এবার বিশ্রামে যেতে চাই!

ভাই, কোথায়, কেমনে কিভাবে দৌড়ের উপর আছেন????

নদী ভাইের বালিকা আসতেছে!! সেই ভয়ে মনে হয় সব পোষ্ট ভয়ে রিমুভ কইরা রাখছেন!! ;)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৬

সাহসী সন্তান বলেছেন: আরে ভাই বাজারে গেছিলাম ঈদের মার্কেট করতে। তয় মার্কেট করুম কি, বাজারে যা মাইয়া! দেইখা তো জ্ঞান হারা। পরে শুধুমাত্র একখানন রুমাল কিন্না বাসায় ফিরছি। আর ভাবতাছি ঈদের আগে নো কেনাকাটা!!

৯৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৩

জেন রসি বলেছেন: শায়মা বলেছেন: ঐ জিনি ভাইয়া তোমার খবর আছে!!!!!!!!!

তোমার মাথায় আজকে আকাশ থেকে চান্দের পাথর ফেলবো! X((

আমার মত ক্ষুদ্র মানুষকে মারতে চাঁদের মহামূল্যবান পাথরের কি দরকার????

রাস্তার পাশের দুই একটা ইটের টুকরাতেই কাজ হবে!!!!!

মিথ্যা কথা কি কইলাম!!!!! ;)

যারা হীরক রাজার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল তারা আসলে রাজার সম্পদ দেইখা হিংসা করছিল!!!!!!!!!! ;)

সব হিংসুটেদের কাজ!!!!! ;)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

সাহসী সন্তান বলেছেন: ভাই আপনি না হয় সাধারন মানুষ, কিন্তু যারা মারবে তারা তো অসাধারন? সুতরাং চান্দের পাত্থরই লাগবে আপনার মাথায় মারার জন্য। তাছাড়া বর্তমান যুগে চাঁদ আর তেমন কোন গুরুত্বপূর্ন বিষয়ই না! যে কোন সময় পাথর আনা যায়!
So be careful!!

৯৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০২

জেন রসি বলেছেন: লেখক বলেছেন: ভাই আপনি না হয় সাধারন মানুষ, কিন্তু যারা মারবে তারা তো অসাধারন? সুতরাং চান্দের পাত্থরই লাগবে আপনার মাথায় মারার জন্য। তাছাড়া বর্তমান যুগে চাঁদ আর তেমন কোন গুরুত্বপূর্ন বিষয়ই না! যে কোন সময় পাথর আনা যায়!
So be careful!!

আপনার কমেন্টে লাইক দিলাম! এইটা বিবেচনায় ছিলনা!আসলেই অসাধারণরা কেন মশা মারতে কামান দাগাবে!!!!! ;) তাহারা বড়জোর রাস্তার ভ্যাগাবন্ড মারতে মাথার উপর চাঁদকেই ফালাইয়া দিতে পারে!!! ;)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৩

সাহসী সন্তান বলেছেন: কথা তো সেটাই! কেন আপনার কাছে কি আমাগো জিনিয়াস আপুনিরে যেনতেন মানুষ মনে হয়? ইচ্ছা করলে কিন্তু আপনারে আমারে আমাদের সবাইরে এক ফু.....তে উড়িয়ে দেতে পারেন!!

৯৯| ০১ লা মে, ২০১৬ বিকাল ৫:১৭

রাঙা মীয়া বলেছেন: হাসতেই আছি B-) B-) B-)

মন্ত্রিপরিষদ পছন্দ হইছে।বিরোধী দল থাকলে আরো ভালো হত !:#P

০২ রা মে, ২০১৬ দুপুর ২:৪৮

সাহসী সন্তান বলেছেন: পুরানো পোস্ট খুঁজে নিয়ে পড়ার জন্য ধন্যবাদ রাঙা ভাই! ব্লগারদের মধ্যে একটুখানি হাসির সৃষ্টি করার জন্যই এই পোস্টটা তৈরি করা হয়েছিল! আর সে দিক থেকে আমি পুরোটাই কৃতকার্জ হতে পেরেছিলাম!

বিরোধী দলকে নিয়েও আমার একটা পোস্ট আছে। পড়ে দেখতে পারেনঃ- Click This Link

মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!

১০০| ২৫ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

নীলসায়র বলেছেন: আরে আপনেরাও কি পেইড বলগার আছিলেন নি? ৩/৪ জনে এত কথা কিয়ের?

তয় সাহসীভাই আমিও একখান পুস্ট দিসি জীবনের প্রত্থুম পুস্ট । কেউ চিনেনা বইলা কেউ সেই পুস্টে আলুচনায় অংশ গ্রহন করিলোনা। আমিও পেইডে নাম লিখামু।

২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০০

সাহসী সন্তান বলেছেন: মাননীয় স্পিকার হওন ছাড়া আমার আর কিছু কওনের নাই.... ;)

১০১| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০৩

নীলসায়র বলেছেন: নিজে যারে বর বলে বড় সেই নয় লুকে যারে বড় বলে বড় সেই হয়।
আপনে নিজেরে মাননীয় স্পীকার কইসেন, কাদা দিলে আমার আলুছনারে এভয়েড করছেন। মনে রাইখেন

২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০৭

সাহসী সন্তান বলেছেন: দেখেন ভাই, আমার সাদা দিলে কোন কাঁদা নাই, সবই মিডিয়ার সৃষ্টি.... ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.