নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

{♥ যদি কখনো নিজেকে একা ভাবো, তাহলে ঐ দূর আকাশের অসীম সীমান্তের দিকে তাকিয়ে থাকো! কখনো নিরাশ হয়ে যেও না! হয়তো বা একটা বাজপাখিও তোমার দিকে উড়ে আসতে পারে! ♥}

সাহসী সন্তান

আমাকে তোর ভালোবাসার দরকার নেই। শুধু পাশে থেকে একটু সাহস যোগাস, দেখবি তখন ভালোবাসাটা এমনিতেই চলে আসবে!!

সাহসী সন্তান › বিস্তারিত পোস্টঃ

ফান পোস্টঃ- সামহোয়্যার ইন ব্লগের; ব্লগারদের অভিজ্ঞতা যাচাই পরীক্ষা-২০১৬

০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৯


ব্লগার অভিজ্ঞতা যাচাই পরীক্ষা-২০১৬ ইং
বিষয়ঃ- আজাইরা হাবিজাবি ব্লগিং সম্পর্কে।
সময়ঃ- ২ ঘন্টা ৩০ মিনিট। পূর্ণমানঃ- ১২০
পরীক্ষার স্থানঃ- ৪২০ নং আজাইরা ব্লগার সাইজ সামু বিদ্যা নিকেতন, গুলশান-২, ঢাকা।

বিশেষ দ্রষ্টব্যঃ- ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। নিচে উল্লেখিত উদ্দীপক গুলো মনযোগ সহকারে পড়ে তারপর প্রশ্ন গুলোর উত্তর প্রদান করবেন। প্রতিটি বিভাগ থেকে যেভাবে প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে, ঠিক সেভাবেই প্রশ্নের উত্তর করতে হবে। যদি কোন পরীক্ষার্থীর বিরুদ্ধে নকল, প্রশ্ন ফাঁস, প্রশ্ন জালিয়াতি এবং অন্যকে ডিস্টার্ব করা জনিত কোন ধরনের অসৌজন্যমূলক কার্জকলাপের অভিযোগ উঠে, তাহলে সাথে সাথে তার পরীক্ষা স্থগিত বলে ঘোষণা করা হইবে। এছাড়াও প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষার মিশ্রন দূষণীয়।

((ক বিভাগ- রচনামূলক প্রশ্ন))- পূর্ণমানঃ- ৫০

০১। উদ্দীপকটি পড়েন এবং নিচের প্রশ্ন গুলোর উত্তর প্রদান করেনঃ- (১+২+৩+৪=১০)
গত কয়েকদিন ধরে ব্লগে আমি কত সুন্দর সুন্দর পোস্ট করছি, অথচ তার একটাও পোস্ট আজ পর্যন্ত নির্বাচিত পাতার মুখ দেখতে পেল না ( সেগুলো কেমন আজাইরা পোস্ট ছিল, তা সবাই জানে)। আসলে সামহোয়্যার ইন ব্লগের মডারেটররা কি বেঁচে আছে (?) নাকি সব কয়টা গেছে গা? তারা আমার পোস্টকে নির্বাচিত পাতাতে না নিয়ে নিচ্ছে কি সব ছাগু মার্কা পোস্ট! যে পোস্ট গুলো এই দেশের শত্রু, এই জাতির শত্রু এমনকি এই ব্লগেরও শত্রু! ঐ সেদিন (কোন দিন তা মনে নাই) দেখলাম কে যেন একটা অখাদ্য কবিতা পোস্টাইছে, ওমা! দেখি ঊণচব্বিশ মিনিটের মাথায় সেটা নির্বাচিততে নেওয়া হয়েছে!

তারপর আর একদিন (প্রমাণ নাই) দেখলাম, একজন ব্লগার আর একজন ব্লগারকে কি সব বিশ্রি (আমি কিন্তু সাধু) ভাষায় গালি গালাজ করছে, কিন্তু আজ পর্যন্ত দেখলাম না তার নিক ব্যান হইতে। অথচ আমি কিছু করলেই আমাকে ব্যান করা হয়। ক্যান (?) একই ব্লগে মডুরা এমন দ্বিমুখী নীতি ব্যবহার করবে ক্যান? আমি এর তেব্রো ফরতিবাদ ঝানাইলাম!

প্রশ্নঃ-
(ক) মডু কি? কি খাইলে মডু হওয়া যায়?
(খ) সামহোয়্যার ইন ব্লগে মডুর প্রয়োজনীয়তা কতখানি বলে আপনি মনে করেন?
(গ) 'অ্যাই মডু হইথাম ছাই'- উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করেন!
(ঘ) আপনাকে যদি সামুর মডু বানানো হয়, তাহলে আপনার প্রথম পদক্ষেপ কেমন হতে পারে?- বিস্তারিত আলোচনা।
অতিরিক্ত প্রশ্নঃ- একজন দ্বায়িত্বশীল মডুর দৈনন্দিন জীবন চক্র আলোচনা করুন?

০২। উদ্দীপকটি পড়ুন এবং নিচের প্রশ্ন গুলোর উত্তর প্রদান করুনঃ- (১+২+৩+৪=১০)
জনপ্রিয় নারী ব্লগার ঝামেলা বেগমের আজ খুব মন খারাপ। সারাদিন এত ঘোরা-ঘুরি, কেনা-কাটা, পার্লারে-পূর্লারে গেলেন, কিন্তু কিছুতেই তার আর মন ভাল হল না। ভাবলেন, সম্ভাবত গত রাত্রে পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে বোধ হয় তার এমন হতে পারে। কিন্তু কই! দুপুরে নাক ডাকাইয়া এত লম্বা একটা ঘুম দেওয়ার পরেও যে তার মন ভাল হল না। ঠিক তখনই তার মনে পড়ে গেল আমাদের প্রিয় কমিউনিটি প্লার্টফর্ম এই সামুর কথা।

- আরেহ, আমার মন ভাল না তো আমি সামুতে এই ব্যাপারটা নিয়ে একটা পোস্ট করছি না কেন?

আগে অবশ্য ঝামেলা বেগম এই ধরনের বিষয় গুলো নিয়ে ফেসবুকেই বেশি মাতামাতি করতেন। কিন্তু এখন কেন জানি তার কাছে ফেসবুকটাকে আর আগের মত মচৎকার বলে মনে হয় না, বরং কেমন জানি পান্সে পান্সে মত লাগে। তবে ব্লগটাকে তার কাছে এখন বেশ ভাল লাগে। আর সে কারণেই তিনি নিজের অনুভূতি জানিয়ে ব্লগে একটা কবিতা পোস্ট করলেন-

ধুত্তোর! ভাল্লাগছে না-
সেই সকাল থেকে মেজাজ খারাপ।
ভাবছিলাম পার্লারে গেলে,
শান্তি পাবো, মন ভাল হবে
চেহারা পরিষ্কার হবে পাউডার দিলে।

ঘরে এসে দর্পণে রেখে মুখ
পাইলাম মনে বড়ই দুখ,
মোর সাধেরও বলিহারি চেহারা খানি
কেমন কালিমা লেপে আছে
চোখ লাল মনে হচ্ছে যেন পড়েছে ছানি।


সাথে সাথে সেখানে কয়েকজন লুলীয় টাইপের ব্লগারের আগমন এবং অতঃপর কিছু কমেন্ট বিনিময়। তারা ঝামেলা বেগমকে কত ভাবেই না শান্তনা দেওয়ার চেষ্টা করলো, 'আফামনিতা লাগ কইলেন না, তাইলে আফনার চোকের কাজল মুছে চেদারা আরো খ্রাপ হয়ে যাবে। এমনিতেই তো ঝাক্কাস জরিনা সুন্দরী, আর কাজল মুছে গেলে হইবেন কটকটি সুন্দরী।' :D
কেও বা বলল- 'ওহঃ ঝামেলা, তুমার মন খ্রাপ জান্টুস। তো আমাকে হেইডা আগে কইবা না। আই তোয়ার জইন্য কিছু ললীপপ কিনছিলাম, সেগুলো পাঠাই দিতাম।' :P
এমন সময় আর একজন এসে বলল- 'আপুনি মনি আপনার মন্টা আজ খ্রাপ কেনুউউউউউ? আচ্চা এইখানে না, ঐ যে ঐ ঐখানে আসেন; কতা আছে!' B-)
ঠিক তার পিছন পিছন আর একজন এসে কমেন্টাইলো- 'ঝামেলা ডিন ডিন ঠুমার আবালিপনা খিন্ঠু ভেড়েই ঝাইতাছে? এই গুলা কুন দরনের খবিতা? থুমি হামারে লিয়ে খভিতা লিকতে ফারো নাআআআআ? ;)

প্রশ্নঃ-
(ক) লুল কি? লুল কত প্রকার এবং কি কি?
(খ) একজন লুলের জীবন চক্র চিত্র সহ আলোচনা করেন?
(গ) 'আগে কি সুন্দর লুল ফ্যালাইতাম'- গানটির তাৎপর্য ব্যাখ্যা করেন?
(ঘ) উদ্দীপকে ঝামেলা বেগমের পোস্টে যে লুল গুলো ফেলানো হয়েছে, সেগুলো আসলে কোন টাইপের লুল?
অতিরক্তি প্রশ্নঃ- বাস্তব লুল এবং ভার্চুয়াল লুলের মধ্যে পার্থক্য বর্ননা করেন?

০৩। উদ্দীপকটি পড়ুন এবং নিচের প্রশ্ন গুলোর উত্তর প্রদান করুনঃ- (১+২+৩+৪=১০)
রাত নেমেছে এই ধরায়
হয় তো আলোর দেখা পাবে কাল
কিন্তু হে তরুণ, তুমি কি বলতে পারো
এ ধরায় থাকবে চির কাল ?

দেখ তার সৃষ্টি
মানো তার কথা
তবেই দিবেন তিনি
উত্তম জাঝা* !
কবিতাটি বিস্তারিত পড়তে চাইলে এখানে ক্লিক করুনঃ-

প্রশ্নঃ-
(ক) জাঝা শব্দের অর্থ কী?
(খ) সর্ব প্রথম কোন বিখ্যাত ব্লগার তার কবিতায় জাঝা শব্দটিকে ব্যবহার করেন?
(গ) জাঝা শব্দটির নামকরণের স্বার্থকতা বিশ্লেষণ করেন?
(ঘ) 'তোমাকে উত্তম জাঝা প্রদান করা হইলো'- উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করেন?
অতিরিক্ত প্রশ্নঃ- জাঝা শব্দের সাথে মিল করে যে কোন ২০০ শব্দের একটি প্রবন্ধ রচনা করেন?

০৪। উদ্দীপকটি পড়ুন এবং নিচের প্রশ্ন গুলোর উত্তর প্রদান করুনঃ- (১+২+৩+৪=১০)
কম্পিউটার যে বিজ্ঞানের একটা বিস্ময়কর আবিষ্কার, সেটা বোধ হয় আর অস্বীকার করার কোন অবকাশ রাখে না। তাছাড়া এর মধ্যে যে কত কাজ! ইয়া মাবুদ, ভাবতেই কেমন জানি মাথা মুথা আউলাইয়া যায়। তাছাড়া আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনে যে এর গুরুত্ব কত খানি, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তারপরেও এর গুরুত্ব সম্পর্কে আমরা সব সময় বেশ উদাসিন হয়ে পড়ি। কিন্তু জাকারিয়া স্যারের মত কোন বিখ্যাত ব্যক্তি যখন এই কম্পিউটার নিয়ে কোন পোস্ট প্রসব করেন, তখনকি আর সেটার গুরুত্ব ফেলে দেওয়ার মত হয়?

"কম্প্উটার একটি বিশ্বয় জনক সৃষ্টি । এ নিয়ে মোটেই চিন্তা করা জায় না । মাঝে মাঝে চিন্তা করে আমি একদম ক্লান্ত হইয়া যাই । এখন আমি কি যে করি , ভেবে পাচ্ছি না । কম্প্উটার একটি অত্যাধুনিক যন্ত্র । এর যে কত ক্ষমতা তা চিন্তার বিষয় । তোমরা সকলে কম্প্উটার নিয়ে চিন্তা কর"

প্রশ্নঃ-
(ক) কম্পিউটার আসলে কি? উহা খায় না গায় মাখে?
(খ) স্যার জাকারিয়ার করা কোন পোস্টকে ব্লগার মানুষ 'দ্রুপদী পোস্ট' বলে আখ্যায়িত করেন?
(গ) আধুনিক যন্ত্র কম্পিউটার নিয়ে স্যার জাকারিয়ার যে চিন্তা ভাবনা সেটাকে আপনি কতটা যৌক্তিক বলে মনে করেন?
(ঘ) কম্পিউটার একটি জঠিল বিস্ময়জনক যন্ত্র- নামকরণের তাৎপর্য আলোচনা করেন?
অতিরিক্ত প্রশ্নঃ- চিত্র সহ জাকারিয়া স্যারের ব্যবহৃত সেই বিখ্যাত কম্পিউটারটির জীবন চক্রের বর্ননা প্রদান করেন? যে কম্পিউটারকে দেখেই তার মাথায় এমন ঐতিহাসিক একটা চিন্তা বাসা বেঁধেছিল।

০৫। উদ্দীপকটি পড়ুন এবং নিচের প্রশ্ন গুলোর উত্তর প্রদান করুনঃ- (১+২+৩+৪=১০)
আপনি কি জানেন, "যৌনাকাঙ্খাই অসহনীয় মাথাব্যথার কারন?" যদি না জেনে থাকেন তাহলে আজই জেনে রাখুন। আর কিছু না হোক, অন্তত ভবিষ্যতে তো কাজে লাগবে। জ্বি হ্যা, অধিকাংশ ক্ষেত্রে যৌনাকাঙ্খাই অসহনীয় মাথাব্যথার মূল কারণ। মানুষের মাথা ব্যাথার অন্যতম প্রধান উপাদান মাইগ্রেনের সঙ্গে যৌনতার একটা বিশেষ সম্পর্ক খুঁজে পেয়েছেন বলে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু নাম না জানা বিশেষ বিশেষ অজ্ঞ ব্যক্তিরা দাবি করছেন।

এখন কেউ যদি বলেন ভাই আমার মাইগ্রেন হচ্ছে, তো তার দিকে ভুরু কুছকাইয়া তাকাইতে তো হইবোই। অবশ্য উক্ত ব্যক্তিটা যদি বিবাহিত হন তাহলে কিন্তু তাকে বলাই যায় যে, ভাই, ভাবীর লগে কি আজকাল ঝগড়া-টগড়া চলতেছে নাকি? আর ব্যক্তিটা যদি অবিবাহিত হন তাহলে তাকে একটা বিয়ে করার জন্য নিশ্চই সৎ পরামর্শ দেওয়াই যায়। কিন্তু বুড়া আর গুড়া (বাচ্চা)'দেরকে কি বলা যায়, সেই ব্যাপারে কবি অবশ্য নিরব দর্শকের ভূমিকা পালন করছে।

প্রশ্নঃ-
(ক) যৌনাকাঙ্খাই অসহনীয় মাথাব্যথার কারন?- পোস্টটির লেখকের নাম কি?
(খ) যৌনতা এবং মাথা ব্যাথা এই শব্দ দুইটার মধ্যে কি আপনি কোন মিল খুঁজে পান?
(গ) 'আমার খুব মাইগ্রেন উঠেছে!'- এখানে মাইগ্রেন উঠাকে আপনি ঠিক কি বুঝতেছেন?
(ঘ) সামহোয়্যার ইন ব্লগে হাবিব মহাজনদের মত বিখ্যাত ব্লগারদের গুরুত্ব কতখানি? বিস্তারিত আলোচনা করেন?
অতিরিক্ত প্রশ্নঃ- আলোচ্য উদ্দীপকটিকে যদি সঠিক বলে ধরে নেওয়া হয়, তাহলে উক্ত মাইগ্রেনের ব্যাপারে বুড়া এবং গুড়া- এই দুই প্রজন্মকে ঠিক কোন ধরনের পরামর্শ দেওয়া যায় বলে আপনি মনে করেন?

০৬। উদ্দীপকটি পড়ুন এবং নিচের প্রশ্ন গুলোর উত্তর প্রদান করুনঃ- (১+২+৩+৪=১০)
দুই বন্ধু নদীর ঘাটে বসে গল্প করছে। কিন্তু প্রথম বন্ধুটার একটু মন খারাপ হওয়ায় দ্বিতীয় বন্ধু তাকে জিজ্ঞাসা করলো- 'ব্যাপার কিরে দোস্ত, মনে হচ্ছে আজ তোর মনটা খুব বেশি ভাল নেই?' দ্বিতীয় বন্ধুর প্রশ্ন শুনে প্রথম বন্ধুটা বলল- 'আর বলিস না দোস্ত! কইতরিরে নিয়া বহুত ঠ্যালার মধ্যে আছি'রে!'

দ্বিতীয় বন্ধুটি একটু অবাক হলে বলল- 'কস্কি মমিন? ক্যান কি হইছে?'
- আর বলিস না! কইতরির যা চাহিদা সেইটা বোধ হয় আমি পূরণ করবার পারুম নারে দোস্ত। তার থেকে বরং সে ঐ মকবুল্লার লগে তার পুরান পিরিত জোড়া দিয়া দেউকগা! আমি আর তার এই ঠ্যালা সামলাইতে পারতেছি না!
- আরে এই কুনো কতা হইলো! বেশি ত্যাড়ামি করলে কইতরিরে এই পৃথিবী থিকা মাইনাচ কইরা দিমু না?

প্রশ্নঃ-
(ক) 'কস্কি মমিন এবং ঠ্যালা', এই শব্দ দুইটা সর্বপ্রথম ব্লগে এনেছিলেন যে দুইজন ব্লগার তাদের নিক নেম কি?
(খ) মোস্তফা সারোয়ার ফারুকীর কোন নাটকে অভিনেতা 'সোহেল খান' এই বিখ্যাত ডায়ালগ 'কস্কি মমিন' উচ্চারণ করেন?
(গ) উদ্দীপকে প্রথম বন্ধুকে যে তার জান্টুস কইতরি ঠ্যালা দিচ্ছে, এই ঠ্যালাটা আসলে কিসের ঠ্যালা বলে আপনি মনে করেন?
(ঘ) জনপ্রিয় ব্লগার চিকন মিয়ার সেই বিখ্যাত ডায়ালগ 'ঠিকাচে মাইনাচ' শব্দটাকে ফিরিয়ে আনতে আপনি কি ব্লগে মাইনাচ বাটন চান? চাইলে কেন চান?- উপযুক্ত কারণ সহ ব্যাখা করেন?
অতিরিক্ত প্রশ্নঃ- ২০০৮ সালে সর্বপ্রথম 'আলেকজান্ডার ডেনড্রাইট'কে যে চিকন মিয়া মাইনাচ পুরুষ্কার প্রদান করা হয় তার ইতিহাস বর্ননা করেন- বিস্তারিত আলোচনা সহ?

((খ বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্ন))- পূর্ণমানঃ- ৫০

০১। ব্যাখ্যা লিখুন (যে কোন দুইটি):- ৫*২=১০
(ক) আমি ঘর হইতে বাহির হইনা,
লাগে যে ভীষন ভয়।
তাই নিরাপদে বসি কিবোর্ড চাপি,
ব্লগ করিয়াছি জয়।


(খ) বল লুল-
দিবো খোপায় টগর ফুল।
লুল বিহারী তব আমারি মত লুল,
নারী দেখিলেই শিষ বাজাইতে করিনা কভু ভুল।

আমি বিদ্রোহী লুল- কান্তু
আমি সেইদিন হবো শান্ত;
যে দিন পাব্লিক দিবে গন ধোলাই আর
ভাঙবে দু'পাটি দন্ত!


(গ) বাসর সাজাইতে আর কত দেরি- আঙ্গুরী?
আজও তোমার বাবা প্রেম বুঝে না, আছেন ভীষন রেগে;
দেখা মাত্রই দৌড়ায় যেন একশো মাইল বেগে।


(ঘ) আর কত কাল ডাবল খাটে একলা একা রবি,
উষ্টা দিয়া জিগায় আমার কাঁথা-বালিশ-ছবি।


০২। এক কথায় প্রকাশ করেন (যে কোন পাঁচটি):- ১*৫=৫
(ক) ব্লগ লিখেন যিনি।
(খ) তেনাকে উপর্যপুরি প্যাচান যিনি।
(গ) নারীদের ব্লগে হাদুম পাদুম করেন যিনি।
(ঘ) প্রথম পাতায় লটকানো যে পোস্ট।
(ঙ) আজাইরা ক্যাচাল এড়ালেন যিনি।
(চ) নীতি ভঙ্গের দরুণ ঠুয়া দিয়া পাঠানো হয় যে জেল।
(ছ) নিজের পরতিভা জাহিরের জন্য ভিন্ন ভিন্ন নামে আর্ত্মপ্রকাশ করেন যিনি।

০৩। উপযুক্ত শব্দ বসিয়ে শূণ্যস্থান পূরন করুন (যে কোন পাঁচটি):- ১*৫=৫
(ক) পস্টু ভালা পাইলাম, ঠিকাচে_______।
(খ) মচৎকার পোস্ট, ধন্যবাদের সহিত পিলাচ এবং সরাসরি_______।
(গ) বেশ গবেষণা লব্ধ একটা পোস্ট। পোস্টে উত্তম______প্রদান করা হইলো।
(ঘ) ছাগুরা ইদানিং যেখানে সেখানে _______ ও _______ করে।
(ঙ) পোস্টটা কোন দোষ না করার সত্ত্বেও আমাকে ফ্রন্ট পেইজ ______ করা হলো কেন?
(চ) _____, _____ এবং _____ করার জন্য আপনাকে ট্রিপল ধন্যবাদ জ্ঞাপন করিলাম।
(ছ) কাঁচায়ে না নোয়ালে _____ পাঁকলে করে ঠাশ ঠাশ।

০৪। পূর্ণরুপে প্রকাশ করুন (যে কোন পাঁচটি):- ১*৫=৫
হা হা লু খু প গে, ছাদে গদি, মডু, হা হা প গে, দু গি ম, জি এম টি টি,

০৫। সমর্থক শব্দ লিখুন (যে কোন পাঁচটি):- ১*৫=৫
ছাগু, লুল, আবাল, মাল্টিবাজ, নিক, ব্লগ

০৬। প্রবন্ধ লিখুন (যে কোন একটি):- ১*২০=২০
(ক) বাসর রাতের বিলাই মারার অভিজ্ঞতা।
(খ) আমার দেখা একজন সেরা লুলের আত্মজীবনী।
(গ) প্রথম পাতায় পোস্ট প্রকাশের অনুমতি পাওয়ার দিনের অনুভূতি।
(ঘ) ব্যান খাওয়ার পরের অনুভূতি।

অতিরিক্ত প্রশ্নঃ-
কারক ও বিভক্তিতে প্রকাশ করুন (যে কোন পাঁচটি):- ১*৫=৫
(ক) পোলাডা দিনে দিনে খুব লুলীয় টাইপের হয়ে যাচ্ছে- 'দিনে দিনে' কোন কারকে কোন বিভক্তি?
(খ) আমরা সবাই রাজা আমাদের এই সামুর রাজত্বে- 'রাজত্ব' কোন কারকে কোন বিভক্তি?
(গ) প্রথম হইছি চা দেন- 'চা' কোন কারকে কোন বিভক্তি?
(ঘ) পোস্টুতে সজ্ঞানে পিলাচ খিলাইলাম- 'পিলাচ' কোন কারকে কোন বিভক্তি?
(ঙ) আফা আম্নেরে বেশ ফরিচিত ফরিচিত মনে হইতেছে দেকি- 'ফরিচিত ফরিচিত' কোন কারকে কোন বিভক্তি?
(চ) আমরা এহন বিযি আচি, পরে আইয়েন- 'বিযি' কোন কারকে কোন বিভক্তি?

((গ বিভাগ- নৈব্যেক্তিক প্রশ্ন)) পূর্ণমানঃ- ২০

নৈব্যেক্তিক প্রশ্নের উত্তর দেন (যে কোন দশটি):- ২*১০=২০

০১। সামহোয়্যার ইন ব্লগের প্রথম ব্লগারের নাম কিঃ-
(ক) ইমরান হাসান
(খ) জানা
(গ) দেবরা
(ঘ) হাসিন

০২। সামহোয়্যার ইন-এ প্রথম ব্লগ পোস্টকারী ব্যক্তির নিক নেম কিঃ-
(ক) হাসিন
(খ) দেবরা
(গ) অপি আক্তার
(ঘ) ইমরান হাসান

০৩। কোন গাছের পাতা ছাগলের প্রিয় খাদ্য বস্তু তালিকার শীর্ষে অবস্থান করছেঃ-
(ক) নিম পাতা
(খ) তেজপাতা
(গ) বেল পাতা
(ঘ) কাঁঠাল পাতা

০৪। কোন ব্লগার সামুতে 'ক' লিখে পোস্ট করলে পোস্ট ব্যাপক হিট হতো বলে অন্যান্য ব্লগাররা অভিযোগ করেনঃ-
(ক) কৌশিক
(খ) কাল্পনিক_ভালবাসা
(গ) নাফিস ইফতেখার
(ঘ) আরিল

০৫। বিজয়ের মাসে শাহরুখ এলো, ভাষার মাসে শীলা; হে বিধাতা এই জাতীকে স্বাধীনতা কেন দিলা?- আলোচ্য পুংক্তিটি কোন ব্লগারের রচিত কবিতার শিরোনামঃ-
(ক) পাহাড়ের কান্না
(খ) হাসান মাহবুব
(গ) প্রামানিক
(ঘ) লালসালু

০৬। যে কোন ব্লগ পোস্টে জনপ্রিয় ব্লগার রাজসোহানের সেই ঐতিহাসিক কমেন্টটি কেমন ছিলঃ-
(ক) ঠিকাচে মাইনাচ
(খ) দূরে গিয়া মর
(গ) বাল্পোস্ট
(ঘ) পুত্তুম পিলাচ

০৭। ব্লগার অপি আক্তারের যে পোস্টটা সামুর সর্বোচ্চ কমেন্ট প্রাপ্তির তালিকায় অবস্থান করছে, সেটা পোস্ট করা হয়েছিল কত সালের কত তারিখেঃ-
(ক) ২৯ শে ডিসেম্বর, ২০০৯
(খ) ২১ শে জুন, ২০০৯
(গ) ২২ শে জুলাই, ২০০৯
(ঘ) ২১ শে মে, ২০০৯

০৮। সামহোয়্যার ইন ব্লগের পথ চলা শুরু হয় কত সালের কত তারিখেঃ-
(ক) ১২ ই ডিসেম্বর, ২০০৫
(খ) ১৮ ই ডিসেম্বর ২০০৫
(গ) ০৯ই ডিসেম্বর ২০০৫
(ঘ) ১৫ ই ডিসেম্বর ২০০৫

০৯। "জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন, জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন"- চমৎকার এই কবিতার লাইন দু'টি কার ব্লগ প্রোফাইলে এখনো জ্বলজ্বল করে জ্বলছে, অথচ তিনি আজ আর আমাদের মাঝে নেই। চলে গেছেন বহু দূরে, একদম না ফেরার দেশেঃ-
(ক) রাজা মশাই
(খ) নোবেল বিজয়ী_টিপু
(গ) ইমন জুবায়ের
(ঘ) ফিউশন ফাইভ

১০। উপরের ছবিটির ডিজাইনার ছিলেন সামুর কোন বিখ্যাত ব্লগারঃ-
(ক) ফিউশন ফাইভ
(খ) দূর্যোধন
(গ) কৌশিক
(ঘ) নাফিস ইফতেখার

১১। "+++++ Are you still married? i am unmarried"- বেশিরভাগ ক্ষেত্রে নারীদের ব্লগে আলোচ্য উক্তিটি করতেন কোন ব্লগারঃ-
(ক) চাঁদগাজী
(খ) প্রিন্স
(গ) পাহাড়ের কান্না
(ঘ) জাতির নানা

১২। "ব্লগ ভরিয়া গেলো হরিদাস পালে"- আলোচ্য কমেন্টের মূল উক্তি 'হরিদাস পাল' কোন কবির কবিতার অন্তর্গতঃ-
(ক) সুবির নন্দী
(খ) দেবজ্যোতিকাজল
(গ) কি করি আজ ভেবে না পাই
(ঘ) জ্যোতির্ময় নন্দী

১৩। ২০১৩ সালের ২৯ শে জুলাই- সামুর কোন ব্লগার সামুকে ধ্বংস করার হুমকি প্রদান করেছিলেনঃ-
(ক) পরিবেশ বন্ধু
(খ) ভয়ঙ্কর বিশু
(গ) কালপুরুষ
(ঘ) চাপাবাজ

.....................................................সমাপ্ত.....................................................

বিশেষ কৃতজ্ঞতাঃ- পোস্ট সংক্রান্ত বিষয়ে আমি সর্ব প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি সামহোয়্যার ইন ব্লগের সিনিয়র ব্লগার জনাব পাহাড়ের কান্না ভাইয়ের প্রতি। কারণ আমার বর্তমান পোস্টের সম্পূর্ণ আইডিয়াটা পাই আমি উক্ত ব্লগারের ২০১১ সালের ০৫ই মার্চে করা ব্লগার অভিজ্ঞতা যাচাই পরীক্ষা-২০১১ নামক পোস্টটি থেকে। আর সেজন্য সর্বপ্রথমে আমার পক্ষ থেকে তাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং শুভ কামনা!

এছাড়াও আমার বর্তমান পোস্টের বিশেষ কিছু শব্দ, বিশেষ কিছু ভাষা এবং বিশেষ কিছু লাইন পাকা ভাইয়েরই বিভিন্ন পোস্ট থেকে সংগ্রহ করা। আশাকরি পাকা ভাই এ ব্যাপারে কোন ধরনের আপত্তি করবেন না (যদি এই পোস্টটা তার দৃষ্টি গোচর হয় তাহলে)!

দ্বিতীয়ত সামহোয়্যার ইন ব্লগের অন্যতম জনপ্রিয় ব্লগার জনাব হাসান মাহবুব এবং ব্লগার আমি তুমি আমরা'র কাছেও বিশেষ ভাবে কৃতজ্ঞ। কারণ পোস্টের কিছু ইতিহাস যথাক্রমে হামা ভাইয়ের অনর্থক ব্লগর ব্লগর-সিরিজ এবং আমি তুমি আমরা ভাইয়ের ব্লগারদের নিয়ে সিরিজ পোস্ট থেকে সংগ্রহ করা। তাই এই দু'জনের প্রতিও রইলো আমার পক্ষ থেকে অজস্র শুভ কামনা।

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ- এই পোস্টের যাবতিয় সৃষ্টি সবই আমার নিজেরই অনুর্বর মস্কিষ্কের একটা বাহ্যিক ফল সরূপ। সুতরাং এর যাবতিয় দ্বায়-দ্বায়িত্ব সবই আমার। তবে কাওকে আক্রমণ, ক্রিটিসাইজ, ইনসল্ট, অথবা হেয় প্রতিপন্ন করার জন্য এই পোস্টটা তৈরি করা হয় নাই। তাছাড়া উদ্দেশ্য প্রণোদিত ভাবে কাওকে অন্যের কাছে ছোট করাও এই পোস্টের মূল উদ্দেশ্য নয়। বরং বন্ধু দিবসের শুভেচ্ছা সহ বন্ধুত্বের মজাটা সমস্থ ব্লগার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়াটাই আমার এই পোস্টের মূল উদ্দেশ্য। সুতারাং আমার পক্ষ থেকে সবাইকে জানাই বন্ধু দিবসের আন্তরিক শুভেচ্ছা এবং শুভ কামনা!!

এছাড়াও পোস্টের বিষয়বস্তুর সাথে যদি কোন ব্লগারের ব্লগিং জীবনের সাথে মিলে যায়, তাহলে সেটা একান্তই কাকতালীয় ব্যাপার মাত্র। এর জন্য লেখক, প্রকাশক কিংবা কর্তৃপক্ষ কোন অংশেই দ্বায়ী থাকবে না। তাছাড়া পোস্ট ভাল বা খারাপ লাগাটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে পোস্ট ভাল না লাগলে পোস্ট ছাড়া ৫০০ হাত দূরে অবস্থান করুন, দয়া করে পোস্ট বহির্ভূত কোন অনাকাংখিত মন্তব্য না করলে খুশি হবো। তাছাড়া পোস্টে যে সমস্থ পরিচিত কিংবা অপিরিচিত ব্লগারদের নাম উল্লেখ করা হয়েয়ে, আমি কিছুটা ভাল মনে করেই সেটা করেছি। যদি কেউ চায় পোস্টে তার নাম থাকবে না, তাহলে কমেন্টে বলার সাথে সাথে আমি তার নামটা এডিট করে বাদ দিয়ে দেবো! ধন্যবাদ সবাইকে! হ্যাপি ব্লগিং........!!
!:#P

মন্তব্য ১৪৪ টি রেটিং +২৪/-০

মন্তব্য (১৪৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রশ্ন ফাঁস হইছে , তেব্র প্রেত্তিবাদ ।

০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৬

সাহসী সন্তান বলেছেন: প্রশ্ন প্রকাশিত হইতে পারলো না, ফাঁস হয় ক্যামনে? বুঝছি, সবই পরীক্ষা না দেওনের ধান্দা! ঐ সব চুদুর বুদুর চইলতো না মামু! কোন দুষ্টামী সহ্য করা হইবেক না! ঠিক-ঠাক মত পরীক্ষা দিবেন, নইলা হল থিকা বইর কইরা দিমু কইলাম! ;)

প্রথম মন্তব্যকারী হিসাবে লিটন ভাইকে ধইন্যাপাতা! শুভ কামনা ব্রাদার!

২| ০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৪

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: এই পলীক্ষায় অংস লিয়া বেন খাওয়ার ইচ্ছা নাইক্কা।

০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:০০

সাহসী সন্তান বলেছেন: পরীক্ষায় অংশ না নিলে আফনারে আর বোলগিং করতে দেওয়া হইবেক না, তার কি খরভেন? পরীক্ষা দেওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল মনু! যান, মনযোগ সহকারে পরীক্ষা দেন! একদম রকল করার তেষ্টা খরভেন না টিকাচে! ;)

মন্তব্যের জন্য ধন্যবাদ শামীম ভাই! শুভ কামনা জানবেন!

৩| ০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৩

খোলা মনের কথা বলেছেন: প্রশ্ন পাওয়ার পর ২ ঘন্টা ভাবুন আর তার পরবর্তী ১ ঘন্টা সমস্ত উত্তর দিন।

আমি এখন ভাবনার ভিতর আছি। উত্তর যথা সময় পেয়ে যাবেন। :P :P

০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৮

সাহসী সন্তান বলেছেন: ভাইজান প্রশ্ন দেইখা মাথা আওলাইয়া গেছে কিনা জাতি জানবার চায়? পরীক্ষার জন্য সময় বরাদ্ধ করা হয়েছে ২:৩০ মিনিট! আপনি যদি ২ ঘন্টা যাবত প্রশ্ন নিয়া ভাবেন তাইলে হাতে আর সময় থাকবো মাত্র আধা ঘন্টা! তখন আপনি পরবর্তি আধা ঘন্টা কইত্থন পাইবেন? পরীক্ষার মধ্যে কিন্তু কোন ধরনের দুই নাম্বারি চলবে না, কইয়া দিলাম! ;)

তারপরেও আপনার ভাবনা শেষ হইলে উত্তর পাওয়ার অপেক্ষায় রইলাম! মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!

৪| ০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৫

টাইম টিউনার বলেছেন: ঝাক্কাস , কিন্তু পরীক্ষার টাইম এক সপ্তাহ না হইলে পরীক্ষা তে অংশ গ্রহণ সম্ভব হইবে না .....

০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০১

সাহসী সন্তান বলেছেন: এতদিন তাইলে ব্লগে কি করছেন সেইটা জাতি জান্তে চায়? পরীক্ষার জন্য কোন অতিরিক্ত সময় বরাদ্ধ নাই! সুতরাং আপনার আপিল গ্রহণযোগ্য হইলো না বলে দুস্কিত! ;)

মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা রইলো!

৫| ০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৫

কামরুন নাহার বীথি বলেছেন:
ওহহরে, আমার মাথা ঘুরায়!!!! এইডা কি প্রশ্নপত্র হইল!!!!!!!!

০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

সাহসী সন্তান বলেছেন: উফ! এক্সামিনারকে ঘুষ দেওয়ার প্রচেষ্টা চলছে কিনা বিষয়টা ক্ষতিয়ে দেখবে হবে! ছবির এক সাইটে ক্রাশ খাইতেছি :P আর অন্য সাইট আসলে মন খারাপ হয়ে যাচ্ছে! :( ইহা কোন ক্রমেই মানিয়া লওয়া হইবেক না! ;)

ধন্যবাদ আপু! শুভ কামনা জানবেন!

৬| ০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:



আমার হয়ে পরীক্ষা দেয়ার জন্য একজন 'প্রক্সি পরিক্ষার্থী' খুঁজছি; ঢাকা ইউনি থেকে অংকে বা পদার্থ বিদ্যায় মাস্টার্স ( মাস্টার্স'রা পারবে তো? ) হতে হবে, ব্লগিং এ ১০ বছরের অভিজ্ঞতা থালে চলবে; ঘন্টায় ৫০০ টাকা হিসেবে দেয়া হবে; লেটার মার্ক না পেলে পারিশ্রমিক দেয়া হবে না।

ঠিকানা: মতিঝিল ব্যাবের অফিস।
টেল: ০০১৭-০০১৮-০০১৯

০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১২

সাহসী সন্তান বলেছেন: এই তো আর এক ঝামেলায় ফ্যালাইয়া দিলেন গাজী ভাই! এখন আপনার লাইগা ঢাকা শহরে আমি প্রক্সি পরীক্ষার্থী পামু কই কন্তো? তাছাড়া যে অভিজ্ঞতার কথা উল্লেখ করছেন, সেই অভিজ্ঞতা সম্পন্ন কোন পরীক্ষার্থী আদোতে জীবতো পাব বলে বেশ ডাউট ফেল করছি! ;)

আচ্ছা অভিজ্ঞতাটা একটু কমানো যায় না? তাইলে আমি নিজে একটু ট্রাই মাইরা দেখতারতাম! আফটার অল পরীক্ষা বাবদ যে ট্যাকার কথা উল্লেখ করছেন, সেইটা কোন মতেই ছাড়া যায় না! :P

চমৎকার একটা মন্তব্য করেছেন গাজী ভাই! ব্যাপক ভাল লাগলো আপনার মন্তব্যটি! সেই সাথে আপনার মন্তব্যটি এই পোস্টের মজাটা আরো দ্বি-গুণ বাড়িয়ে দিয়েছে! আর সেজন্য আপনাকে স্পেশালি থ্যাংকস! শুভ কামনা রইলো!

৭| ০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০০

কামরুন নাহার বীথি বলেছেন: আমি কেবল ফার্স্ট ইয়ারে পড়ি, আমি পরীক্ষার্থী না!!!!! :)

০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

সাহসী সন্তান বলেছেন: প্রশ্নে কোথাও উল্লেখ নাই যে, ফাস্ট ইয়ারে পড়া কেও পরীক্ষা দিতারবে না! এখানে কচি কাচা মাসুম বাচ্চা থেকে শুরু করে, ১২০+ সবাই পরীক্ষা দিতারবে! সুতরাং পরীক্ষা না দেওনের ধান্দা বাদ দিয়া বল পয়েন্ট কলম দ্বারা বৃত্ত ভরাট করেন! ;)

মনে রাখবেন, সময় মাত্র ২:৩০ মিনিট! :P

পূন মন্তব্যে আবারও একগাদা ধইন্যাপাত!

৮| ০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১০

মৌমুমু বলেছেন: পরীক্ষার সময় বৃদ্ধি করা হোক। প্রশ্ন পড়িতে লাগিবে একদিন। প্রশ্ন পড়ার পর বুঝিতে লাগিবে দুইদিন। বুঝার পর মাথা ঘুরাবে আরো দুইদিন। উত্তর লেখিতে লাগিবে এক সপ্তাহ কারন, উত্তর লিখার সময় ভুলিয়াই যাইব যে প্রশ্ন কি ছিল!!

০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

সাহসী সন্তান বলেছেন: পরীক্ষার সময় বৃদ্ধি করা হইলে প্রশ্ন পত্র ফাঁসের সমূহ সম্ভাবনা দেখছে পরীক্ষা নিয়ন্ত্রন কমিটি! কারণ এখনকার বদ পোলা পাইনের কোন বিশ্বাস নাই! তারা সঠিক ভাবে পরীক্ষায় অংশগ্রহণ করার থেকে নকল করাতে বেশি এক্সপার্ট! সুতরাং আপনার আপিল গ্রহণ করা যাচ্ছে না বলে দুঃখিত! ;)

ব্লগে স্বাগত মৌমুমু! চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা রইলো!

৯| ০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রশ্নপত্র দেইখা তো মাথা আউলাইয়া গেছে! ক্যামনে কী!

০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২১

সাহসী সন্তান বলেছেন: ঐটা কোন ব্যাপার না! সব পরীক্ষার্থীরই পরীক্ষার হলে প্রশ্ন পত্র পাওয়ার পরে একটু আধটু মাথা আওলাইয়া যায়! এটাকে অনেকটা ডিপ্লোম্যাটিকও বলবার পারেন! তবে আপনার এই মাথা আওলানো মন্তব্য পড়ে হঠাৎ করে পরীক্ষা সংক্রান্ত আমার একটা বাস্তব অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল সাধু ভাই! B-))

তবে আজাইড়া গল্প করে আপাতত আমি আপনার পরীক্ষার মহা মূল্যবান সময় নষ্ট করতে চাইতেছি না! পরীক্ষা দেওনের লাইগা এখন আপনি মানসিক ভাবে প্রস্তুতি সম্পন্ন করিনা নেন! ;)

ধন্যবাদ সাধু ভাই! শুভ কামনা রইলো!

১০| ০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

ফেরদৌসা রুহী বলেছেন: আমি পরিক্ষা ডরাই তাই পরীক্ষা দিমুনা।

পড়লাম আর হাসলাম। এই প্রশ্ন তৈরী করতে আপনার কত মাস লাগছে?

০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

সাহসী সন্তান বলেছেন: পরীক্ষা দিবেন্না ক্যারে? ফ্রশনো কমোন পড়ে নাই বুঝি? পরীক্ষার ব্যাপারে কোন কথা চইলতো না! বোলগিং করতে হইলে পরীক্ষা দেওন বাধ্যতামূলক! ইহা ৪২০ নং আজাইরা ব্লগার সাইজ সামু বিদ্যা নিকেতন থেকে সমস্থ ব্লগারদের প্রতি জরুরী ঘোষনা হিসাবে নোটিশ জারি করা হইলো! ;)

মন্তব্যের জন্য ধন্যবাদ রুহী আপু! শুভ কামনা রইলো!

১১| ০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

অয়ন নাজমুল বলেছেন: হ্যাটস অফ!!!

০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

সাহসী সন্তান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নাজমুল ভাই! ব্লগে স্বাগতম.........!! !:#P

শুভ কামনা রইলো!

১২| ০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

কামরুন নাহার বীথি বলেছেন:

০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

সাহসী সন্তান বলেছেন: বোঝা গেল আপনি এখন জাকারিয়া স্যারের 'কম্পিউটার' বিষয়ক প্রশ্নটির উত্তর করিতে ব্যস্ত সময় কাটাইতেছেন! আর সেজন্য এই অতি বিস্ময়জনক যন্ত্রটির মাত্রাতিরিক্ত জট খুলিতে না পারিয়া, কির্বোডের উপ্রে মাথা খাঁটাইয়া প্রশ্নের উত্তর মনে করার কাজে রত আছেন! গুড গুড, এই না হলে পরীক্ষার্থী! ;)

মনযোগী পরীক্ষার্থীর লাইগা আমার পক্ষ থেকে এক ট্রাক ধইন্যা পাতা বারদ্ধ থাকলো! পরীক্ষা শেষে যোগাযোগ কইরেন! :P

১৩| ০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

কামরুন নাহার বীথি বলেছেন:


বন্ধু দিবসের আন্তরিক শুভেচ্ছা এবং শুভ কামনা!!

০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

সাহসী সন্তান বলেছেন: আপনাকেও বন্ধু দিবসের শুভেচ্ছা আপু! তয় বহু পরে আইসা শুভ কামনা জানানোর লাইগা আপনার জইন্য লেটফি বরাদ্ধ করা হইলো! ;)

১৪| ০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

প্রথমকথা বলেছেন:



প্রশ্ন গুলো নিঃসন্দেহে যুক্তিযুক্ত, মুডুরা নিশ্চয় পড়বেন, আমি পরিক্ষা বয়কট করলাম। খুব কঠিন প্রশ্ন তাই!

০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

সাহসী সন্তান বলেছেন: এই প্রশ্ন মডু'রা পইড়া যদি আপনার মত পরীক্ষা বয়কট কইরা আমারে উইথআউট রিজারভেশন বৃন্দাবনের টিকিট (ব্যান) হাতে ধরিয়ে দেয়, তাইলে কিন্তু আপনার খবর আছে কইলাম! এমনেই ডরে আছি, কি হয় কি হয় কইরা! ;)

ব্লগে স্বাগত প্রথমকথা! শুভ কামনা রইলো!

১৫| ০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

অয়ন নাজমুল বলেছেন: প্রশ্ন অইত্যান্ত কঠিন হইয়াছে। আমি ৩০০ টাকা আর এক প্লেট চটপটির বিনিময়ে পরীক্ষার দুই দিন আগেই নাহিদ ভাইয়ার পিওনের কাছ দিয়া প্রশ্ন পাইয়াছি। কিন্তু সকল গাইডবই অনুসন্ধান করিয়াও উত্তর খুঁজিয়া পাইতেছি না। এমন প্রশ্ন জাতির জন্য অভিশাপ স্বরুপ। এই প্রশ্ন মানি না। মানবো না। আগামীকাল সকাল সন্ধ্যা আমরণ হরতাল।
আই এম জিপিএ ফাইভ। #নিরাপদ_সহজ_প্রশ্ন_ফাঁস_হোক_শিক্ষা মন্ত্রীর_অংগীকার
জয় টাকলা।

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০১

সাহসী সন্তান বলেছেন: নাহিদ কাক্কু আপনার ভাই লাগে ক্যামনে সেইটা আগে জাতির সামনে ক্লিয়ার করেন ব্রাদার? আমার জানা মতে উনিতো জাতির কাক্কু হন! অবশ্য মন্তব্যে আপনি আপনার পাড়াতো ভাই নাহিদের কথা উল্লেখ করলেন কিনা বুঝলাম না! ;)

তয় আপনি সহ সকল ব্লগারদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, এই পরীক্ষা শুধুমাত্র "৪২০ নং আজাইড়া ব্লগার সাইজ সামু বিদ্যা নিকেতন'-এর পক্ষ থেকে নেওয়া হইতেছে! সুতরাং এর মধ্যে কোন প্রকারের পার্শিয়ালিটির কোন চান্স নাই! :P

পূন মন্তব্যে আবারও ধন্যবাদ নাজমুল ভাই! শুভ কামনা রইলো!

১৬| ০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

অশ্রুকারিগর বলেছেন: এতো বড় প্রশ্নের পরীক্ষা দিতে ফারুম না। আপনারে পুত্তুম পিলাচ দিতে চাইছিলাম, এখন মনে হইতাসে ঠিকাসে মাইনাচ দিয়া যাই পুরান জিনিসগুলা আবার মনে করিয়ে দেবার জন্যে।

যাইহোক ,এই পোস্ট দেওয়ার আফনারে জাঝা! ;)

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০৫

সাহসী সন্তান বলেছেন: সামুর ইতিহাসের বিখ্যাত তিনটা মন্তব্যের কথা দ্বারা সাজানো আপনার এই চমৎকার মন্তব্যটার জন্য প্রথমেই আপনাকে একটা ট্রিপল ধন্যবাদ জানাইতেছি! ব্যাপক ভাল লাগলো আপনার চমৎকার এই মন্তব্যটা! :)

অফুরন্ত শুভ কামনা রইলো আপনার জন্য!

১৭| ০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

কামরুন নাহার বীথি বলেছেন:
লেট ফি দিয়ে গেলাম, খুশিতো????

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১০

সাহসী সন্তান বলেছেন: আহাহা, লেটফি বাবদ যে এমন কিছু পাবো আমি তো আশাই করিনি! এমন উপহার পাইলে তো শুধু একবার না, আপনার হাজার বারের লেটকেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হইবেক! ;)

আর লেটফি বাবদ আপনার এই উপহারে শুধু আমি না, একজন বিশেষ ব্যক্তিও ব্যাপক খুশি হবে বলে আপনাকে জানানো যাইতেছে! যাই গা, উপহারটা আমি তার কাছে সমার্পণ করিয়া আসি গে! :P

আপাতত ঢাকা শহরের কাওরান বাজারের সব গুলো ধইন্যা পাতা আমি আপনার জইন্য বরাদ্ধ করলাম! ;)

১৮| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০৮

জুন বলেছেন: এত মজার মজার প্রশ্ন দেখে আমারও পরীক্ষা দিতে মুঞ্চায় B-))
ফান পোষ্ট এ একখান কইস্যা মাইনাচ দিয়ে গেলাম :P
+

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪২

সাহসী সন্তান বলেছেন: পরীক্ষা দিতে চাইলে এদিক সেদিক না ঘুরে দ্রুত বেঞ্চে গিয়া বইসা পড়েন! আপনার সিট নাম্বার- ৮০ (নাস্তা সহ)! আশাকরি পরীক্ষা দিয়া আপনি আরো বহুত গিয়ান অর্জন করতারবেন! ;)

মন্তব্যের জন্য ধন্যবাদ আপু! শুভ কামনা!

১৯| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১৮

ক্লে ডল বলেছেন: আমি ভাই, সেই কুট্টিকাল থেকেই পরীক্ষা ভয় পাই!! :(
আপনার এই সৃজনশীল পদ্ধতির প্রশ্নপত্র দেখিয়া একেবারে ঘাবড়াইয়া গেলাম!! :(
খুব খুব দরকারি প্রশ্নপত্র! প্রিয়তে রেখে দিলাম! :)

ক্যান যে মাইনাচ উঠায় নিল! :( মাইনাচ ছাড়া ব্লগিং অনেকটা পানসা! যা পুরোনো পোষ্টগুলো দেখলেই বুঝবেন। ব্লগে মাইনাচ চাহিয়া একখানা পোষ্টও দিছিলাম ।:(
আর আপি আপার পোষ্টের কমেন্ট পড়ে আমি গভীররাতেও অট্টহাসি হেসেছি!!!

যাই হোক, আপনার পোষ্টে উত্তম জাঝা!! ;)

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫১

সাহসী সন্তান বলেছেন: ক্লে ডল ভাই, প্রথমে আপনার অবগতির জন্য জানানো যাইতেছে যে; আমি যখন ৬ এর (ঘ) নাম্বার প্রশ্নটা লিখতে বসি- তখন রিয়েলি আপনার ব্লগে করা 'ব্লগে মাইনাচ বাটন চাই' নামক সেই প্রথম পোস্টটার কথা খুব মনে পড়ছিল! :)

আমার প্রশ্নও সেইটাই! ক্যান যে ব্লগ থিকা মাইনাচ বাটন উঠাই নিল? :( যদিও কখনো ব্লগে কাওকে আমি কখনোই মাইনাচ দিতে পারি নাই, তবে পুরানো ব্লগারদের মুখে মাইনাচ বাটনের গল্প শুনে ঐটারে খুব মিস্করি! :(

তাছাড়া আমি ব্লগে থাকা কালিন সময়ে প্রায়শই সামুর পুরানো পোস্ট গুলো পড়ি! শুধু অপি আপার পোস্টটা নয়, সামুর ইতিহাসে এমন অনেক মজার মজার পোস্ট আছে; যে গুলো পড়লে সামুর প্রতি সত্যিই টানটা অনেক বেড়ে যায়!

আপনার চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ! আর সেই সাথে পোস্ট প্রিয়তে রাখার জন্য কৃতজ্ঞতা রইলো! শুভ কামনা জানবেন!

২০| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
প্রশ্নের চাপে চাপিত। আপনি মাইনাচ।

মাথা যন্ত্রণার ট্যাব্লেট দেন।

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫৮

সাহসী সন্তান বলেছেন: বোঝা গেল সামুতে মাইনাচ বাটন থাকলে আপনার কাছ থেকে ঐটা আমার এই পোস্টের জন্য কর্নফর্ম ছিল! :( আপনার কাছ থিকা নতুন কোন পোস্টও পাইতেছি না, যে সেইখানে গিয়া এর শোধ তুলুম! আপচুচ থাইকা যাইতাছে কিন্তু রাজ পুত্তর ভাউ! ;)

জাতি বুইঝা গেছে যে, আপনার মাইগ্রেন উঠছে! তার মানে হইলো গিয়া......... (থাউকগা আর কইলাম না) :P

মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই! শুভ কামনা রইলো!

২১| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫১

জুন বলেছেন: দিশেহারা রাজপুত্ররে একটা পিলাচ দিয়া গেলাম :`>

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০০

সাহসী সন্তান বলেছেন: ধইন্যাটা না হয় তাইলে রাজপুত্তুরই দিয়া যাইবো! ;)

২২| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫৯

কামরুন নাহার বীথি বলেছেন: উপহারটা আমি তার কাছে সমার্পণ করিয়া আসি গে! --- -----

আপনার সেই তার জন্য আমার পছন্দের আরেকটা ফুল দিয়ে গেলাম !!!
ধইন্যাপাতা লাগবে না, বন্ধু দিবসে বন্ধুকে ধইন্যাপাতা দিতে নাই!!!


০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০৮

সাহসী সন্তান বলেছেন: বোঝা গেল আমার সেই 'ও' আপনারে ক্যান এত ভালা পায়! আপনার উপহারটা ইতোমধ্যে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া হয়েছে আপু! এবার সেই তার-এর পক্ষ থেকে আপনাকে জানাইলাম বন্ধু দিবসের অজস্র অজস্রবার শুভ কামনা! :)

তয় আপনি কিন্তু সম্পর্কে আমার বন্ধু হন না, বরং বান্ধবী হন (আপা বান্ধবী)! মানে ইংরেজিতে সংক্ষেপে যেটাকে সিসফ্রেন্ড বলা যায়! ;)

২৩| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৩৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই পরীক্ষায় পাশ করা আমার কর্ম নয়। তবে প্রশ্নপত্র তৈরি করে আপনি গিনেস বুক অফ ব্লগে নাম তুলে ফেলেছেন, এটা নিশ্চিত। হাঃ হাঃ হাঃ।

ইমরান হাসান ও দেবরা তো এই ব্লগে আর নেই বলে মনে হয়। তাদের ব্লগে ঢুকে দেখলাম দুজনেরই অনেক আগের পোস্ট রয়েছে। তাদের সম্পর্কে কী কিছু জানা আছে আপনার?

ধন্যবাদ সাহসী সন্তান।

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২০

সাহসী সন্তান বলেছেন: এত সুন্দর মন্তব্য বহুদিন পাই না হেনা ভাই! এই ধরনের মন্তব্য কোন ব্লগারের পোস্টে করলে, সত্যিই তার ব্লগিং স্প্রিহাটা বহু বহু গুণে বেড়ে যায়! আর তেমনই একটা মন্তব্য আমার মত ক্ষুদ্র একজন ব্লগারের পোস্টে করায় আপনার প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ!

আমি ইমরান বা দেবরা এদের কাওকেই ভাই ব্লগে চিনি না! শুধু ওদের নয়, জানা মতে এই ব্লগে আমার ব্যক্তিগত পরিচিত কেও নেই! আর থাকলেও আমি জানি না, তারা এখানে কি নামে ব্লগিং করেন! তাছাড়া এখানকার কোন ব্লগারের সাথে আমার ব্যক্তিগত যোগাযোগও নেই!

এছাড়া ব্লগ সম্পর্কে আমার ধারনা খুবই সীমিত! তবে পুরানো পোস্টের সুবাদে আমি ওনাদের সম্পর্কে টুকটাক একটি জানি এই যা! যতদূর জানতাম ইমরান ভাই শুরুতে এই ব্লগের মডারেটরের দ্বায়িত্বে ছিলেন (একদম সিউর নই), তবে এখনো আছেন কিনা জানি না! আর দেবরা ভাই সম্পর্কে আদতে আমার জানার পরিমাণটা খুবই কম! তাই উনার ব্যাপারে আমি আপনাকে কোন ইনফর্মেশন দিতে পারছি না বলে দুঃখিত!

আবারও ধন্যবাদ চমৎকার মন্তব্যটার জন্য! শুভ কামনা রইলো!

২৪| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৩৮

জে.এস. সাব্বির বলেছেন: সামু ইতিহাস জানার জন্য এই একপিচ প্রশ্নপত্রই যথেষ্ট ।।এই প্রশ্ন প্রনয়নে সাস ভাইয়াকে উত্তম জাঝা প্রদান করা হোক । রুকেন পিলাচ পরে দিতাছি....!

টাইম আপ হইগেছে.. কারোর উত্তরপত্র জমা দেওয়ার নাম নাই (কতাশা করছিলাম-কপি মাইরা ক্রেডিট লইলমু)।ক্ষোভে গণহারে সকল ব্লগারকে মাইনাচ প্রদান করা হইলো ।।ভারসাম্য রক্ষার্থে সমপরিমাণ পিলাচ সাস ভাইয়াকে...

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৯

সাহসী সন্তান বলেছেন: প্রশ্নের শুরুতেই বলা আছে কোন পরীক্ষার্থীর বিরুদ্ধে নকলের অভিযোগ পাওয়া গেলে সাথে সাথে তার পরীক্ষা স্থগিত করা হবে! আর আপনি কিনা এক্সামিনারের সামনেই কপি করার কথা কইতাছেন? আমি তো আপনার সাহসের তারিফ না কইরা পারতেছি না ভাই! ;)

পরীক্ষা দেওনের আগেই আপনার খাতা বাজেয়াপ্ত করা হইল! এছাড়াও পরীক্ষা কেন্দ্রে দূর্নিতির অভিযোগে আপনার বিরুদ্ধে যথাযোগ্য ব্যাবস্থা গ্রহণ এখন শুধু সময়ের ব্যাপার মাত্র! :P

আপনার মজার মন্তব্যটা খুব উপভোগ করলাম সাব্বির ভাই! শুভ কামনা রইলো!

২৫| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪৫

সামু পাগলা০০৭ বলেছেন: আমার শরীরটা বেশ খারাপ, এবং মনও সেকারনে দূর্বল হয়ে ছিল। আপনার লেখা পড়ে খিলখিল করে হেসেই যাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অসাধারন, সেই লেভেলের পোষ্ট দিয়েছেন।

শুভকামনা রাশি রাশি।

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৩৪

সাহসী সন্তান বলেছেন: জীবনে বোধ হয় এই প্রথম জানলাম কোন পরীক্ষার্থী প্রশ্ন পত্র পাওয়ার পরে খিলখিল করে হাসছে! বোঝা গেল প্রশ্ন আপনার বেশ কমনই পড়ছে! তো এবার মনযোগ সহকারে পরীক্ষাডা দিয়ালান দেহি! সময় কিন্তু আর বেশি নাই! ;)

ব্লগে স্বাগত সামু পাগলা! পোস্টটাতে আপনি মজা পেয়েছেন জেনে খুশি হইলাম! শুভ কামনা রইলো!

২৬| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১৯

অয়ন নাজমুল বলেছেন: নাহিদ কাক্কুর সাথে আমি প্রায়ই আমি একত্রে তেজপাতা সেবন করি। নাহিদ কাক্কু প্রায়ই আমাকে মিডনাইটে ফোন করে উনার বাসায় আসতে বলেন। উনার বাসায় তেজপাতা আমিই সাপ্লাই দেই। মাঝে মাঝে উনি মোজোর বদলে অন্য ড্রিংক্সও খান। এই সেইদিনও উনি মোজোর কালারের পানি খাইয়া উনার যৌবনের দিনগুলোর কথা আমাকে বলেছিলেন। আপনে শুনে অবাক হবেন যে তখন উনার মাথায় চুল ছিল। কলেজ লাইফে মোতালেব হাওলাদারের নাতনী জোলেখা ইয়াসমিন উনার মাথায় হাত বুলিয়ে বলেছেন, "তুমি এত দুষ্টামি না করলেও পারো। বড় হইয়া তুমি একদিন ঠিকই মিনিস্টার হবা।" এই কথা কি মিথ্যা? শুনেন উনি তেজপাতা খাইয়া প্রায়ই আমাকে ভাই বলেন। সেইদিনতো খেয়ালের বশে আমারে দুলাআভাইও বলছেন। বিশ্বাস না হইলে উনার অফিসের পিছনে চেরাগ আলি লেনের ফাঁড়ির মইধ্যে আইসেন। অনেক গল্প + মৌজ মাস্তি হবে।

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৪০

সাহসী সন্তান বলেছেন: পরীক্ষার্থী পরীক্ষা বাদে এত আজাইড়া গল্প করে ক্যারে? এরপর এক্সামিনারের সাথে এই ধরনের গল্প করার অপরাধে কিন্তু আপনার পরীক্ষার খাতা সিচ করে নেওয়া হইতে পারে (সাবধান বানী)! ;)

ভাই বর্তমান সরকার কিন্তু ১/১১ এর থাইকাও বহুত কড়া! খুব খিয়াল কইরা কিন্তু! আপাতত ফান পোস্টে আমরা রাজনৈতিক আলোচনাটা বাদ দিই, তাই হোক না সেটা কোন মুখরোচক বানানো গল্প!

২৭| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৩

মামুন ইসলাম বলেছেন: চমৎকার পরিক্ষার প্রশ্ন পত্র । তবে আমি পরিক্ষা দিমুনা ।কারন শুনলাম পরিক্ষার আগেই নাকি ফরিক্ষার ফ্রশ্ন ফত্র হব পাস্ট হয়ে গেছে ।আর যারা যারা আগেই ফ্রশ্ন ফত্র ফাইয়া গেচে তারাই ফরিক্ষায় ফাস্ট হইব !:#P
চমৎকার পোস্ট ।

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৪৭

সাহসী সন্তান বলেছেন: ভাই আপনি যেটা জানেন ঐটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল সংবাদ! ঐটারে আপনি আপাতত মিডিয়ার সৃষ্টি বলে ধরে নিতারেন! কারণ ঐ ধরনের কোন তথ্য আদোতে আমাদের কাছে এসে পৌঁছাই নাই! ;)

তয় আপনার অভিযোগটা ক্ষতিয়ে দেখার জন্য আমাদের পরীক্ষা নিয়ন্ত্রন কমিটি আপাতত ঊণচব্বিশ সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করার কথা ভাবছে! তাছাড়া তদন্তে ঐ ধরনের কোন তথ্য প্রমাণ পাওয়া গেলে অবশ্যই তার বিরুদ্ধে যথাযোগ্য ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে নিয়ন্ত্রন কমিটি তাদের প্রাথমিক রিপোর্টে ঘোষণা করেছে! :)

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য! শুভ কামনা রইলো!

২৮| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৪৩

অয়ন নাজমুল বলেছেন: বুগলাম। নেত্রোন্মোচনের জন্য ধন্যবাদ। ব্লগে নতুন। পদধূলি রেখে যাবেন।

০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:১৮

সাহসী সন্তান বলেছেন: ধন্যবাদ নাজমুল ভাই! আপনার ব্লগে গিয়েছিলাম, দেখেন একটা পোস্টে মন্তব্যও করছি! :)

২৯| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১১:১৭

প্রামানিক বলেছেন: এত বুদ্ধি নিয়া ঘুমান কেমনে?

০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:২০

সাহসী সন্তান বলেছেন: ঘুমাইতে আর পারলাম কই ভাইজান! খালি মনে হচ্ছিল কখন সকাল হবে, আর আপনার মন্তব্যের উত্তর করবো! আর এই টেনশনেই তো আমার রাতের ঘুমের বারটা বেজে গেছে! ;)

ধন্যবাদ প্রমানিক ভাই! শুভ কামনা রইলো!

৩০| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:

বিনুদন একশেষ। মন্তব্যগুলান যথেষ্ট।

অনভ্যাস। তবু লিখছি একটা কবিতা। নেক্সট উইকে দেব।
জুনাপুকে পিলাচ। :`> :`>

০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:২২

সাহসী সন্তান বলেছেন: আমার কাছেও তাই মনে হয়! যে কোন ফান পোস্টে মন্তব্যগুলোও অনেক বিনোদন বহন করে! নেক্সট উইকে আপনার কবিতা পড়ার অপেক্ষায় রইলাম! আবারও ধন্যবাদ রাজপুত্র ভাই! :)

শুভ কামনা জানবেন!

৩১| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৪৭

তামান্না তাবাসসুম বলেছেন: একেই বলে পোড়া কপাল!! এতদিন ক্লাস ফাঁকি দিয়ে আজ যাও আসলাম, তাও এসে দেখি পরীক্ষা! B:-) তাও আবার ১২০ মার্কের! ( যা বড় প্রস্ন, স্যার মনেহয় নাম্বারের ওখানে ভূলে একটা শূন্য কম লিখেছেন ;))

০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:২৭

সাহসী সন্তান বলেছেন: কপালের দোষ দিয়া লাভ নাই আফামনি! এইটাই হইলো ফেলু পোলাপানগো সব থিকা বড় দোষ! হেতেরা হারাবছর এদিক সেদিক ঘুর ঘুর কইরা, ক্লাস কুলাস মিস দিয়া পরীক্ষার দিন আইসা কপাল চাপড়াইবো! কোন কথা চইলতো না, ফরিকখা দিতেই হইবো! ;)

আপনার আইডিয়াটা পছন্দ হইছে! ভাবতেছি ১২০ এর পরে একটা শূণ্য আলাইদা কইরা যোগ করুম কিনা! :P

ধন্যবাদ আপু! শুভ কামনা রইলো!

৩২| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৪৮

ইটস আনডিফাইন্ড আইডি বলেছেন: অয় ভাই....
প্রশ্ন পড়তে পড়তেই ঘুমাই গ্যাছিগা...
আমি এখন ব্যাপক ঘুমে...
পরীক্ষা দিমু নাহ... :-/

০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৩

সাহসী সন্তান বলেছেন: তাইলে ঘুম ভাঙলে পরীক্ষা দিবেন! কিন্তু পরীক্ষা থিকা আজকা কারোরই মাফ নাই! প্রশ্ন যখন তৈরি করা হইছে তখন পরীক্ষার ব্যাপারে কোন প্রকারের চুদুর বুদুর চইলতো না! ;)

মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!

বাই দ্যা ওয়ে, আপনার আইডিটা কিন্তু দারুন! ইটস লাইক! :)

৩৩| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:২০

মশিকুর বলেছেন:

ব্যাপক পুষ্ট +

জীবনের পুত্তুম এত্তগুলা প্রশ্ন কমন পড়লো =p~

সতর্কতাঃ পোস্টে উল্লেখিত লিংক গুলাতে ক্লিক করলে, চেইন রিঅ্যাকশন মাধ্যমে ৪-৫ ঘণ্টা সময় নষ্ট হইয়া যাইতে পারে (পূর্ব অভিজ্ঞতা)

০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৩০

সাহসী সন্তান বলেছেন: হেঃ হেঃ হেঃ ভাইজান, মাস্টারের থিকা যদি ছাত্রের অভিজ্ঞতা বেশি হয়; তাইলে তো প্রশ্ন কমন পড়বোই! তয় আপনার পরবর্তি সতর্কতাটা একদম ঠিক আছে! মাঝে মাঝে সামুর ঐ সব পুরান পোস্ট পড়তে গিয়া তো কম্পু সহ আমি নিজেই হ্যাং হইয়া বইসা থাকি! তখন মনে মনে ভাবি, জাকারিয়া স্যারকে খবর দিমু কিনা! ;)

মন্তব্যের জন্য ধন্যবাদ মশিকুর ভাই! শুভ কামনা জানবেন!

৩৪| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন: আমি কিন্তু পাশ
প্রশ্ন হয়নি ফাঁস।। B-) B-)

০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৬

সাহসী সন্তান বলেছেন: জ্বি প্রশ্ন যে ফাঁস হয় নাই, এ ব্যাপারে আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতারি! তয় পরীক্ষার খাতা জমা পাইলাম না ক্যামনে পাশ করলেন জাতি জান্তে চায়! :-B

ধন্যবাদ শাহরিয়ার ভাই! শুভ কামনা জানবেন!

৩৫| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৪৯

সমূদ্র সফেন বলেছেন:
প্রশ্নগুলো সহজ আর উত্তরওতো জানা.....
প্রশ্নেই যত মজা ,উত্তরে তত ঝাজা

০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৯

সাহসী সন্তান বলেছেন: দারুন মন্তব্য! দুই লাইনের কবিতাটা বেশ ভাল লাগলো!

মন্তব্যের জন্য ধন্যবাদ! ব্লগে স্বাগতম! শুভ কামনা রইলো!

৩৬| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১:০৪

ভ্রমরের ডানা বলেছেন: আদিল টেস্ট পেপার হতে সব কমন ইয়া হু!!!


কিন্তু লিখবার মন চায় না!!

ধুর! ফেইল!

০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৪২

সাহসী সন্তান বলেছেন: আলিস্যা পরীক্ষার্থীগো লাইগা তো আলাইদা ব্যাবস্থা আছে ডানা ভাই! আপনি চাঁদগাজী ভাইয়ের মত একজন প্রক্সি পরীক্ষার্থী যোগাড় কইরা নিতারেন, যে আপনার হইয়া এইখানে পরীক্ষা দিবো! প্রশ্ন যখন কমন, তখন তো আর কোন ভয়ও নাই ভরসাও নাই! ;)

ধন্যবাদ ডানা ভাই! শুভ কামনা রইলো!

৩৭| ০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:২৮

আরজু পনি বলেছেন: পুরাই মারদাঙ্গা টাইপ প্রশ্নপত্র।
আপনাকে ঢাবি, জাবির উচিত পরীক্ষা কমিটির সভাপতি নির্বাচিত করা।

এমন পোস্ট প্রিয়তে না নিলে আপনার উর্বর মস্তিস্ককে অসম্মান করা হবে।

০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৮

সাহসী সন্তান বলেছেন: পুরাই মারদাঙ্গা টাইপ প্রশ্নপত্র।

-এইটুকু পড়ে আমি হাসতে হাসতে শেষ আপু! আপনিও পারেন বটে! :P তয় পরের লাইনটা কইয়া আমারে লজ্জা দেওনের কামডা কিন্তু ঠিক হইলো না আপু! আই সভাপতি হইথাম ছাই না! তাছাড়া আমার আবার সভাপতির চেয়্যারে টেয়্যারে বসলে খুব ঘুম্পায়! ঐ ফোম টোম থাকে তো সেই কারণে আরকি! ;)

বহুদিন পর ব্লগে দেখলাম আপনাকে আপু! অনেক অনেক ভাল লাগলো! পোস্ট প্রিয়তে রাখার জন্য কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জ্ঞাপন করছি! শুভ কামনা জানবেন!

৩৮| ০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৩০

নায়না নাসরিন বলেছেন: জাঝা শব্দের অর্থ কি :| দারুন একটি হাসির লেখা। +++++

০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১৪

সাহসী সন্তান বলেছেন: আপনার প্রশ্নে প্রেক্ষিতে এখানে আমাকে একটু পুরানো ইতিহাস ভাজতে হচ্ছে বলে দুঃখিত! আসালে কবি যখন প্রথম তার সেই বিখ্যাত জাঝা কবিতাটি রচনা করেন, তখন সেখানে জাঝা শব্দটির কোন অর্থই উল্লেখ ছিল না। পরবর্তিতে আরিফ জেবতিক নামের একজন ব্লগার ঐ দিনই প্রথম কবির কাছে "উত্তম জাঝা" শব্দটির অর্থ জানতে চান!

কারণ এর আগে বাংলা সাহিত্যের কোন কবিকে উক্ত 'উত্তম জাঝা' শব্দটি ব্যবহার করতে কেউ দেখেনি বলেই সবার মনে এক ধরনের কনফিউশন কাজ করছিল। পরবর্তিতে উক্ত ব্লগারের প্রশ্নের প্রেক্ষিতে মাত্র- ছয় মিনিটের মাথায় কবি উন্মোচন করলেন তার কবিতার সেই বিখ্যাত 'জাঝা' শব্দটির মূল রহস্য- "জাঝা মানে হলো ফল বা পুরস্কার"

তবে সার্বিক দৃষ্টিকোণ থেকে "জাঝা" শব্দটির আরো দুই প্রকারের ব্যবহার রহিয়াছে! প্রথমত- 'ফল বা মেওয়া' হিসেবে। যেমন উদাহরন স্বরূপ, "বাঙ্গী জাঝার স্বাদ বড়ই উৎকৃষ্ট"! ;)

আর দ্বিতীয়টি হলো 'পুরষ্কার' হিসেবে। যেমন উদাহরন স্বরূপ, "আমি হামদ প্রতিযোগীতায় চতুর্থ স্থান অধিকার করিয়া সম্মুখ জাঝাটি লাভ করিয়াছি।" :P

তবে জাঝা'র বিভ্রান্তিকর ব্যবহার থেকে নিজেকে বিরত রাখিবার আপ্রাণ চেষ্টা করুন। কেননা কোন প্রকারেই 'ফলাফল' হিসেবে জাঝা শব্দটি ব্যবহৃত হইবে না। তথাপি যদি হয় তাহলে নিন্মোক্ত বাক্যটি ভুল বলিয়া গন্য হইবে, "অদ্য বৈকালে আমার দাখিল পরিক্ষার জাঝা প্রকাশিত হইবে।" ;)

এ সম্পর্কিত বিষয়ে আপনি আরো বিস্তারিত জানতে চাইলে নিন্মোক্ত লিংক দুইটাতে ক্লিক করুনঃ-
=< এটা হলো কবির রচিত সেই বিখ্যাত 'জাঝা' কবিতা।
=< আর এটা হলো জাঝার ইতিহাস।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য! শুভ কামনা রইলো!

৩৯| ০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৪০

বিপ্লব06 বলেছেন: আমার কাছে তথ্য আছে, এই টিচার (চিটার পড়তে হবে!!!) সাহেব জামাত-বিম্পির সাথে আঁতাত কইরা এত কঠিন প্রশ্ন বানাইছে। আর ইনি নাকি ক্লাসে মাইয়াপাইনগোর দিকেও ট্যারা চোখে তাকান।

এহেন চিটারের পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ব্লগে অবরোধ চল্পে! (অবশ্য মডু সায়েবানরা এই পুষ্ট ডিলিট কইরা পুষ্টের মালিকরে কমেন্ট ব্যান দিলে আন্দোলন প্রত্যাহার করা হইবেক!)


অস্থির পুষ্ট!!!

০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২৩

সাহসী সন্তান বলেছেন: ভাইজান সবই মিডিয়ার সৃষ্টি। আমি কোন জামাত-বিম্পির লগে আঁতাত কইরা ফরশনো কটিং করি নাই! উহা সবই বিরোধী দলের একটা সূক্ষ্ম ষড়যন্ত্র বলিয়া জানিবেন! বাস্তবে যার কোন ভিত্তি নাই! ;)

অবশ্য মডু সায়েবানরা এই পুষ্ট ডিলিট কইরা পুষ্টের মালিকরে কমেন্ট ব্যান দিলে আন্দোলন প্রত্যাহার করা হইবেক!

-ভুল আন্দোলন করার জইন্য তেব্রো ফরতিবাদ জানাইলাম! আমার পোস্টু ডিলিট কইরা মডুরা আমার ফ্রন্ট পেইজ ব্যান করাবার পারে, কিন্তু কমেন্ট তো ব্যান করবার পারে না! শোনেন বিপ্লব ভাই, আয়েন বুঝে তারপর আমার লগে ঠেনি দিতে আইবেন কইলাম! :P

মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা রইলো!

৪০| ০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৩০

মোস্তফা সোহেল বলেছেন: আজাইড়া প্যাচাল পাড়তেও ঘিলু লাগেরে মফিজ

০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২৪

সাহসী সন্তান বলেছেন: আজ্ঞে হাচা কইছেন আম্নে! মন্তব্যে পিলাচ খিলাইলাম! B-))

ধন্যবাদ রইলো! শুভ কামনা জানবেন!

৪১| ০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন:
আমি আদু ভাই ,একারণে পাশ করতে পারবো না জানি,তাই
নীলক্ষেত থেকে সটিফিকেট বানিয়ে নিয়েছি।। B-) ;) :P

তাই নাই কোন চিন্তা,
চিন্তা মুক্ত আমি।

মিষ্টি খাওয়ার দাওয়াত রইল ভাইজান।। B-) B-)



০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২৮

সাহসী সন্তান বলেছেন: এক্সামিনারকে ঘুষ প্রদানের সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে বলে মনে হচ্ছে! পরীক্ষা দেওয়ার আগেই পরীক্ষার্থী সার্টিফিকেট পাইলো ক্যামনে সেটাই তো মাথার উপ্রে দিয়া গেল! বাব্বাহ কি ট্যালেন্ট! অবশ্য আজকালকের পোলাপান বইলা কথা। ;)

মিষ্টিটা একটু ফ্রি হইয়া খাবো বলে আশা পোষণ করছি! ততক্ষণে আপনি মাছি তাড়াইতে থাকেন! :P

পূন মন্তব্যে আবারও ধন্যবাদ শাহরিয়ার ভাই! শুভ কামনা জানবেন!

৪২| ০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
প্রিয়তে নিতে ভুলে গেছিলাম। মাই মিস্টেক।

০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৩০

সাহসী সন্তান বলেছেন: কৃতজ্ঞ করে রাখলেন! অনেক অনেক ধন্যবাদ রইলো!

৪৩| ০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫২

সাদা মনের মানুষ বলেছেন: আপনার মাইগ্রেনের কি অবস্থা বর্তমানে ? সাহস করে বলবেন কি?

০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৩

সাহসী সন্তান বলেছেন: যাহঃ দুষ্টু একটা! :``>> ওপেন প্লেসে এইসব কথা কইতে আছে নাকি? :P

ধন্যবাদ সাদা মনের মানুষ ভাই! শুভ কামনা রইলো!

৪৪| ০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৪২

নীলপরি বলেছেন: আমি প্রথমবার এসে শুধু লাইক দিয়ে চলে গিয়েছি। হাসবো না কাঁদবো ঠিক করতে মাথা ঘুরে গেছিল । আর এখন পোষ্ট প্রিয়তে নিলাম। সাথে আপনাকে একজনের পরীক্ষার খাতা দেখার কষ্ট থেকে রেহাই দিয়ে গেলাম।
শুভকামনা । :)

০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫১

সাহসী সন্তান বলেছেন: লাইকটা আমি আগেই দেখেছিলাম নীলপরি। তবে ভাবছিলাম হয় তো প্রশ্ন কমন পড়ে নাই, তাই পরীক্ষাতে অংশগ্রহণ করবেন্না! যাহোক তবে অবশেষে আবারও এসে মন্তব্য করে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ! :)

আর পোস্ট প্রিয়তে রাখার জন্য কৃতজ্ঞতা রইলো! শুভ কামনা জানবেন!

৪৫| ০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: পরীক্ষা কেহই দেই নি দেখি প্রশ্ন কঠিন দেখা যাচ্ছে .... কোন পরীক্ষাতেই পাশ করতে পারিনি
ভাবতেছি এই পরীক্ষাটা দিবা কিনা.....
স্যার পাস মার্ক দিবেন তো হাহাহহা

দারুন পোস্ট । শুভেচ্ছা স্যার :)

০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৪

সাহসী সন্তান বলেছেন: পরীক্ষার সময় শেষ! আর কোন পরীক্ষার্থীর উত্তর পত্র গহণ করা হবে না বলে দুঃখিত! সুতরাং আপনার আর ভাবনা চিন্তা করনের কাম নাই! তবে যদি প্রশ্ন সম্পর্কিত কোন জিজ্ঞাসা থেকে থাকে, তাহলে সেটা মন্তব্যের মাধ্যমে জেনে নিতে পারেন! :)

ধন্যবাদ আপু! শুভ কামনা রইলো!

৪৬| ০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৩

আরভিন বলেছেন: ইয়ে মানে পাশ মার্ক কত??আমি এক্সাম দিমু।বহুদিন খেলি না।আজকে খেলে দিমু! :৩

০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৬

সাহসী সন্তান বলেছেন: পাশ মার্ক কত সেটা বলা যাবে না। এখানে পরীক্ষায় অংশগ্রহণ করাটাই হলো মূল উদ্দেশ্য! তবে আপনার জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, পরীক্ষায় অংশগ্রহণ করে আপনি কিন্তু সাফল্যের সহিত উত্তির্ণ হতে পেরেছেন! আর সেজন্য আপনার প্রতি রইলো অফুরন্ত শুভ কামনা! :)

ভাল থাকবেন!

৪৭| ০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪০

মনিরা সুলতানা বলেছেন: প্রতি পেপারে দুই আনা রেট এ পেপার কারেকশন করে দিবো, পরীক্ষা নেয়া শেষ হইলে আওয়াজ দিয়েন :-B

০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৯

সাহসী সন্তান বলেছেন: ওরে এক্সামিনার পাওয়া গেছে রে! পরীক্ষা দেওয়া বাদ্দিয়া পরীক্ষার খাতা দেখতে চায়, যত বড় সাহস নয় তত বড় মুখ! ;) আপনার পরীক্ষা ডিসকোয়ালিফাই হইছে বলে পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি ঘোষনা দিছে! ;)

মন্তব্যের জন্য ধন্যবাদ আপু! শুভ কামনা জানবেন!

৪৮| ০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:১৪

মেহেদী রবিন বলেছেন: এই পরীক্ষা দেয়ার জাঝা কি ? মডুদের আটক করা হোক। "আন্তর্জাতিক মডু ট্রেইনিং ইন্সটিটিউট" এ পাঠানো হোক।

০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:০১

সাহসী সন্তান বলেছেন: আগেই বলা হয়েছে যে, জাঝা শব্দটাকে কোন মতেই ভিন্ন অর্থে প্রকাশ করা যাবে না! কিন্তু আপনি প্রথমেই সেই ভুলটা করার কারণে আপনার পরীক্ষা ডিসকোয়ালিফাই হয়ে গেছে! সুতরাং আর চান্স নাই! ;)

ধন্যবাদ মেহেদী ভাই! শুভ কামনা রইলো!

৪৯| ০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৪০

আরভিন বলেছেন: ব্লগার অভিজ্ঞতা যাচাই পরীক্ষা-২০১৬ ইং
বিষয়ঃ- আজাইরা হাবিজাবি ব্লগিং সম্পর্কে।
সময়ঃ- ২ ঘন্টা ৩০ মিনিট। পূর্ণমানঃ- ১২০
পরীক্ষার স্থানঃ- ৪২০ নং আজাইরা ব্লগার সাইজ সামু বিদ্যা নিকেতন, গুলশান-২, ঢাকা।
...............................
ক বিভাগ!(রচনামূলক প্রশ্ন!)
..................
৩ নং প্রশ্নের উত্তর! -_-
..............................
ক)জাঝা শব্দের অর্থ ফল বা পুরষ্কার! =D (১ নাম্বার কনফার্ম!)
খ)জারীর জাফরী নামের বিখ্যাত ব্লগার সর্বপ্রথম এই আকামটি করেছিলেন!(ইয়ো ২ নাম্বার! =D )
গ)জাঝা নামটির স্বার্থকতা বিশ্লেষনের কোন মানে হয় না।একধম আজাইরা শব্দ।তাও বিদেশী!দেশী শব্দ ফালায়া বিদেশী শব্দ নিয়ে মাতামাতি করতে গেলে ভাষা শহীদদের যথেষ্ট অপমান হইবে বলিয়া আমি স্বার্থক্তা বিশ্লেষনের কামে গেলাম না!(৩ নাম্বার দিতেই হইবো <:( লজিক দিসি।হোক আজাইরা লজিক! :3 )
ঘ)"তোমাকে উত্তম জাঝা প্রদান করা হইলো"এইটার ব্যাকা-ত্যাড়া ব্যাখা দাঁড়ায় তোমাকে যথোপযুক্ত ফল বা পুরষ্কার প্রদান করা হইলো।যেমন ধরেন এক্সামিনার উনার বাপের পকেট থেকে টাকা মারতে গিয়ে ধরা খাইলে যে নির্মম ও মর্মদন্তু ঘটনার অবতারণা হয় ওটাকে আমরা পকেট কাটার জাঝা বলতে পারি! :3
অন্যভাবে ও বলা যায়,ফুলমতি মিয়া সর্দারের মেয়ের সাথে ইটিস পিটিস করার সময় ফুলমতি মিয়ার হাতে ধরা পড়ার পর যে সুখানুভুতি (কিংবা দুঃখজনক অনুভুতি) হয়,উহাকে ও ইটিস পিটিসের জাঝা বলা যায়!
আমরা যাহাই করি না কেন,আমাদের সব কাজেরই উত্তম জাঝা পাইতে হয়! :3 যেমন ধরেন আপনি বিয়া করলেন।তাতে আপনার স্বাধীন ও সুখের লাইফে বাঁশঝাড়ের আগমণ ঘটলো।এখানে বাঁশঝাড়কে জাঝা হিসেবে ধরা যায়।
পরিশেষে বলা যায়,জাঝা বিহীন কোন কর্ম নাই।যাহাই করো না কেন জাঝা তোমাকে পাইতেই হবে! :3
...................................................
৪ নং গাঞ্জাখুরি প্রশ্নের উত্তর! :3
ক)কম্পুটার আসলে কি সেইটা নির্ভর করে আপনার দৃষ্টিভংগির উপ্রে!
একেক জনের কাছে একেক রকম!যেমন ধরেন কেউ কেউ বলে এইডা হলো "নাথিং"দেখার বাক্স!(নাথিং কি কইলাম না।নইলে অশ্লীলতার দায়ে নাম্বার কাটা যাইতে পারে!)
কেউ কেউ এটাকে লুলামির বাক্স ও বলে থাকে।যাহাই হোক.১ নাম্বারের প্রশ্নের উত্তরের জন্যে আমি আর কোন বাক্য খরছ করুম না! :3
খ) 'ব্লগার মানুষই' জাকারিয়া স্যারের পোস্টকে দ্রুপদি বলে আখ্যায়িত করে ধন্য হন! :3
গ)অবশ্যই যৌক্তিক।এবং এইটা ১০০% যৌক্তিক!(৩ নাম্বার দিতেই হপে! :3 কতটুকু যৌক্তিক তাহা বলিয়া দিয়াসি।কেন যৌক্তিক সেটা বলে নাই বলে ব্যাখ্যা করিলাম না! :# )
ঘ) ভাই নকল হপে নকল??? :( :(
............................................................
৫ নং প্রশ্নের বায়োমেট্রিক উত্তর!
ক) যৌনাকাঙ্খাই অসহনীয় মাথাব্যথার কারন?- পোস্টটির লেখকের নাম "জ্ঞানপাপী" ওরফে হাবিব মহাজন!
খ)না আমি মিল খুজে পাই না! :3 আমার মাইগ্রেন নাই।মাঝে মধ্যে ইয়ে উঠলে ও মাথা ব্যাথা উঠে না!কসম আল্লাহর! :3 অবশ্য আমি ছোট বিধায় এমনটাও হইতে পারে! :3
গ)মেয়েদের ক্ষেত্রে একরকম বুঝি,ছেলেদের ক্ষেত্রে আরেকরকম।তবে উদ্দীপক অনুযায়ী দুইটাই সেইম!আমি মেয়ে না,তাই মেয়েদেরটা জানি না।কিন্তু ছেলেদের ব্যাপারে হইলে বলতেই হয়,তার নাথিং দেখার শখ উঠসে।(অবিবাহিত হইলে আর কি।আর বিবাহিত হইলে তার বাসায় যাওয়া দরকার! :3 )
ঘ)অনেক গুরুত্ব আছে বলে মনে করি।কারণ এনাদের মত লিজেন্ডারি ব্লগারদের কারনে আমরা সেক্সোলজি বিষয়ে নানাবিধ গুরুত্বপুর্ণ জ্ঞান অর্জন করতে পারছি।হাবিব মহাজন ভাইয়ের মত ব্লগারেরা নিয়মিত এমন লেখার ইন্তেজাম করে গেলে ইনশা আল্লাহ্‌ কয়েকবছরের মধ্যে সামুতে এমন সব বরেণ্য ব্লগার বের হবে যারা অয়নাসে হাভার্ড,অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো অন্তর্জাতিক কু-খ্যাতি সম্পন্ন বিদ্যাপিটে সেক্সপিয়ার ও সেক্সোলজি বিভাগের মুখ উজ্জ্বল করিবে! :3 :3
.........................................
৬ নং ঠ্যালা মার্কা প্রশ্নের উত্তরঃ
------------------------------
ক)ইয়ে মানে নকল কই রাখছিলাম!গুগলে ও পাইলাম না।কি করি কি করি! :3 -_- -_- -_-
খ)সোহেল খান কেডা?? :O :O আগে এই প্রশ্নের উত্তর চাই! :3
গ)আমার মনে হয় এইটা যেন্তেন ধরনের ঠ্যালা না।এইডা হইলো মাইয়া মাইনষের পিরিতির সর্বনাশা ঠ্যালা!উদ্দীপকের কইতরির বয়ফ্রেন্ড,কইতরির যে সকল ঠ্যালা সামলাতে পারছেনা তা আমরা ধারণা করে নিতে পারি,যেমন,
১.চাইনিজের বিল দেওয়ার ঠ্যালা!
২.ডেটিং এর গিফট দেওয়ার মর্মগাতী ঠ্যালা!
৩.মানিব্যাগের গরীবিয় দশার ঠ্যালা!
৪.কইতরির পেছনে ইনভেস্ট করতে করতে ক্ষোভে-দুঃখে ফকিন্নি হইবার ঠ্যালা!
৫.শপিং ও নানাবিদ বাচ্চামি আবদার পুরণ করিবার নিত্যনৈমিত্তিক ঠ্যালা!
৬.এছাড়া কইতরির এক্স বয়ফ্রেন্ড কুদ্দুসের ঠ্যালা ও খাইবার শংকা উড়িয়ে দেওয়া যায় না!
ঘ)না।কোন মাইনাস বাটন চাই না।কারন চাইলে তার ব্যাখা দিতে হবে।এদিকে টাইম শেষের পথে।এত লেখা কে লিখবে বাল! -_-
অতিরিক্ত প্রশ্নের উত্তরঃদুদুহাজার আট সালে আলেকজান্ডার ডেনড্রাইট "জাফর ইকবাল দেশকে কি দিয়েন নামক বস্তাপঁচা(ঐতিহাসিকদের মতে) পোস্টের জন্যে রেকর্ড পরিমান ২১২ টি মাইনাস পেয়ে চিকনা মিয়া মাইনাস পুরষ্কার জিতে ১৬ কোটি বাংগালীকে গর্ভে গর্বতী করেছিলেন।যাহা বাংগালী আজো ভুলে নাই! :3
................................
খ বিভাগ!
-----------
ঘ নং প্রশ্নের উত্তরঃ
-------------------
আর কত কাল ডাবল খাটে একলা একা রবি,
উষ্টা দিয়া জিগায় আমার কাঁথা-বালিশ-ছবি।
ব্যাখাঃমুলত সকল সিংগেল পোলাপাইনের মনের ভিত্রে গুমরে উঠা হাহাকারের প্রতিরূপ উপরের দুদুলাইন(হাইফেন মিস্টেক।বসায়া নিয়েন!)।বালেগ হয়ে যাবার পরে ও পিতা মাতা বাকলদিগের কামনা বাসনা পুরন না করিয়া চিরদিন খেতা-বালিশ ও কোলবালিশের চিপায় ফেলিয়া রাখার ফলে অসহায় বালকদিগের মনে এইরূপ হাতাশার মর্মবাণী ফুটিয়া উঠে।অবশ্য বালিকাদিগের কখনোই এরকম হাহাকার করিতে দেখা যায় না।বিষেষ ক্ষেত্রে তাহারা বালেগ হইবার পুর্বেই বাচ্চার মা হয়ে যায়।
অন্য দিকে বালকেরা কোলবালিশের উপর নির্মম অত্যাচার স্তিম রোলার চালিয়ে,নতুন কোলবালিশ কিনতে কিনতে ফতুর হয়ে।পিতা ও মাতাজিকে বুঝাইতে বুঝাইতে ব্যররথ হয়ে গভীর রাইতে উপরিক্ত দুদুলাইনের সংগীত আউড়ে নিজের গরীব মনকে স্বান্তনা দিয়ে থাকেন! :3 :3

খ নং প্রশ্নের উত্তর!
.......................
বল লুল-
দিবো খোপায় টগর ফুল।
লুল বিহারী তব আমারি মত লুল,
নারী দেখিলেই শিষ বাজাইতে করিনা কভু ভুল।

আমি বিদ্রোহী লুল- কান্তু
আমি সেইদিন হবো শান্ত;
যে দিন পাব্লিক দিবে গন ধোলাই আর
ভাঙবে দু'পাটি দন্ত!

ব্যাখাঃঝাকড়া চুল ওয়ালা নজরুলের কবিতার ইজ্জতের বারোটা বাজাইয়া কতিপয় বখাটের কাব্য রচনার ফলাফল উপরের লুল নামক কবিতাটি।যাহা ইতোমধ্যেই সকল বখাটের জাতীয় সংগীত রূপে স্থান করিয়া নিয়াছে।এই বিষয়ে বিশেষ কিছু বলিতে আর চাচ্ছি না।কারণ গণধোলাই প্রত্যাশি কবিতার জনকেরা কোন মতে এই এক্সামের খাতা হাতে পাইলে সকল ঝাল আমার উপরে মিটায়া দিবে! অহ্নো :3
...........................
২ নং প্রশ্নের উত্তর!এককথায় প্রকাশ! (এক্সামিনার বোধহয় আমারে আন্ডা বাচ্চা পাইসে।ক্লাস ফাইভের আদলে প্রশ্ন করসে।লজ্জায় আমার সব কাটা যাচ্ছে! -_- )
-------------
ক) ব্লগ লিখেন যিনি-ব্লগার!
ঘ) প্রথম পাতায় লটকানো যে পোস্ট-নির্বাচিত পোস্ট
চ) নীতি ভঙ্গের দরুণ ঠুয়া দিয়া পাঠানো হয় যে জেল-ব্যান
খ) তেনাকে উপর্যপুরি প্যাচান যিনি-ক্যাচাইল্লা/ত্যানা প্যাচক!
গ) নারীদের ব্লগে হাদুম পাদুম করেন যিনি-লুল ব্লগার/বিশ্বপ্রেমিক
..........................
৩ নং প্রশ্নের উত্তর!শুন্যস্থান পুরণ! -_- -_-
-------------------
ক) মচৎকার পোস্ট, ধন্যবাদের সহিত পিলাচ এবং সরাসরি-(প্রিয়তে!)
খ) পোস্টটা কোন দোষ না করার সত্ত্বেও আমাকে ফ্রন্ট পেইজ (থেকে অপসারিত) করা হলো কেন?
গ) বেশ গবেষণা লব্ধ একটা পোস্ট। পোস্টে উত্তম(জাঝা)প্রদান করা হইলো। :3
ঘ) পস্টু ভালা পাইলাম, ঠিকাচে (পিলাস)
......................
৪ নং প্রশ্নের উত্তর!পুর্নরূপ প্রকাশ!(এক্সামিনার মজা লইতেসে মনে হয়! -_- এইগুলা কি??আমার মনে হইতেসে কোষ্টকাঠিন্য রোগীর শিতকার!)
---------------------
১.হা হা লু খু প গে -হা হা লুংগি খুলে পড়ে গেছে! :3
২. মডু-মডারেটর!
৩.হা হা প গে -হা হা পড়ে গেলাম!(নাকি পড়ে গেসে?কে জানে)
৪. দু গি ম - জানি না -_- নকলো নাই -_-

গ বিভাগ!
................
নৈর্ব্যক্তিক!
১, ইমরান হাসান
২. দেবরা
৩. কাঁঠাল পাতা
৪. নাফিস ইফতেখার
৫. পাহাড়ের কান্না
৬. পুত্তুম পিলাচ
৭. ২১ শে জুন, ২০০৯
৮. ১৫ ই ডিসেম্বর ২০০৫
৯.ইমন জুবায়ের
১০. ফিউশন ফাইভ
১১. প্রিন্স
১২. কি করি আজ ভেবে না পাই
১৩. পরিবেশ বন্ধু



(বোধকরি আমিই প্রথম ব্যাক্তি যে এক্সাম দেবার সাহস করসে।আমার জন্যে কতডি লাইক হবে :P :P )
কোন নকল করি নাই আমি!খাস দিলে কইলাম কিন্তু :3 :3

০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৫

সাহসী সন্তান বলেছেন: আপনার মন্তব্যের উত্তরটা আমি অন্যান্য সকলের জানার সুবিধার্থে নিচে সতন্ত্র ভাবে করেছি। দয়া করে আপনার মন্তব্যের উত্তর এবং আপনার প্রাপ্ত ফলাফলটা দেখে নেবেন! পরীক্ষায় অংশ গ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ!

শুভ কামনা জানবেন!

৫০| ০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:০৪

হাকিম৩ বলেছেন: সুন্দর পরীক্ষার আয়োজন ।

০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৪

সাহসী সন্তান বলেছেন: ধন্যবাদ হাকিম ভাই! ব্লগে স্বাগতম! শুভ কামনা জানবেন!

৫১| ০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:১২

রোদেলা বলেছেন: এই পোস্ট পড়লে নির্ঘাত আমি মারা যাব,আপ্নি কি তাই চান??? X(

০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৭

সাহসী সন্তান বলেছেন: একদম না! তাইলে আমি একজন আপু হারাবো, আর ব্লগ হারাবে একজন জনপ্রিয় ব্লগার! সুতরাং আমি এটা কিভাবে চাইতে পারি বলেন? তয় সময় সুযোগ কইরা দেইখেন পরীক্ষাডা দিতারেন কিনা! অন্তত গিয়ান বাড়ানোর তাগিদে আরকি! ;)

ধন্যবাদ রোদেলা আপু! শুভ কামনা জানবেন!

৫২| ০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:০০

সোহাগ সকাল বলেছেন: আসিফ মহিউদ্দীন আর ফারাবীর মতোন বিষয়গুলা কমন পড়েনাই। হুদাই কতো রাইত জাইগা আছিলাম এইগুলা নিয়া।

০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫১

সাহসী সন্তান বলেছেন: আসিফ মহিউদ্দীন এবং ফারাবীর ব্যাপারটা আমি ইচ্ছাকৃত ভাবেই বাদ্দিয়েছি সোহাগ ভাই! কারণ ফান পোস্টে রাজনৈতিক বিষয় ঢুকিয়ে আমি পোস্টের কন্টেন্ট ভিন্ন করতে চাই নাই! তাছাড়া ঐ ব্যাপারে আমি নিজেও খুব বেশি ইন্টারেস্টেড নই!

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা রইলো!

৫৩| ০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪০

সাহসী সন্তান বলেছেন: প্রথমেই 'ব্লগার অভিজ্ঞতা যাচাই পরীক্ষা-২০১৬' পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং শুভ কামনা প্রিয় আরভিন! যেহেতু আপনিই প্রথম ব্যক্তি যে কিনা সাহস করে এই পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন, সেহেতু অন্য মন্তব্যের জবাব দেওয়ার আগে প্রথমেই আমি আপনার মন্তব্যটার প্রতি উত্তর করতে চাই!

তবে প্রতি উত্তর করার আগে প্রথমে একটা কথা বলে নেওয়া দরকার যে, এই পোস্টের যাবতিয় প্রশ্ন হয়তো একটু ফান হিসাবে প্রকাশ করা হয়েছে; তবে একটা প্রশ্নও কিন্তু অবান্তর নয়। তো এবার আপনার পরীক্ষার ফলাফল প্রকাশের পালা-
((ক বিভাগ))
৩ নং প্রশ্নের উত্তরের নাম্বারঃ-
(ক) ১ + (খ) ২ + (গ) ৩ + (ঘ) ২ ( এইটাতে এক্সামিনারকে জড়ানোর দ্বায়ে ২ নং কেটে রাখা হল ;) ) = ৮

৪ নং প্রশ্নের উত্তরের নাম্বারঃ-
(ক) ১ + (খ) ২ + (গ) ৩ + (ঘ) ০ = ৬
৫ নং প্রশ্নের উত্তরের নাম্বারঃ-
(ক) ১ + (খ) ২ + (গ) ৩ + (ঘ) ৩ (এক্সামিনারের ক্ষেমতা সরুপ ২ নাম্বার কেটে রাখা হল ;) ) = ৯

৬ নং প্রশ্নের উত্তরের নাম্বারঃ-
(ক) কস্কি মমিনঃ- কস্কি মমিন শব্দটা সর্বপ্রথম ব্লগে প্রচলন করেছিলেন ব্লগার নোবেলজয়ী
তথ্যসূত্র- এখানে।
ঠেলাঃ- ঠেলা শব্দটা সর্বপ্রথম ব্লগে প্রচলন করেছিলেন ব্লগার নাফিস ইফতেখার
তথ্যসূত্র- প্রথম ঠেলা প্রচলন হয় এই পোস্টে। আর ঠেলার ইতিহাস জানুন এই পোস্টের ব্লগের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত কমেন্ট- এটার ৪ নং পয়েন্ট দেখেন।

(খ) সোহেল খান একজন জনপ্রিয় অভিনেতা। বাংলা ব্লগ এবং ফেইসবুকে জনপ্রিয় হওয়ার আগে ‘কস কি রে মমিন’ শব্দগুলো প্রথম উচ্চারিত হয়েছিলো মোস্তফা সারোয়ার ফারুকীর 'নিখোঁজ সংবাদ' নাটকে। সংলাপটি বলেছিলেন অভিনেতা সোহেল খান। আর এটাই সেই ইতিহাসের প্রথম ‘কস কি রে মমিন’!
তথ্যসূত্র জানতে এখানে ক্লিক করুনঃ- সোহেল খানের বলা কথার ভিডিও সহ।

আপনার এই প্রশ্নের অন্যান্য উত্তর গুলোও গ্রহণ করা হলো না বলে দুঃখিত। সর্ব সাকল্যে এই নাম্বারের প্রশ্নে আপনার কোন মার্ক দেওয়া হলো না।

((খ বিভাগ))
১ নং প্রশ্নের উত্তরের নাম্বারঃ- (ঘ) ৩ + (খ) ২ = ৫

২ নং প্রশ্নের উত্তরের নাম্বারঃ- এখানে ৫ টার মধ্যে আপনার ৪ টা হয়েছে। (ঘ) নাম্বারের উত্তর হবে স্টিকি পোস্ট। প্রথম পাতায় লটকানো পোস্ট ক্যামনে নির্বাচিত হয়? X( অতএব সর্বমোট নাম্বার= ৪

৩ নং প্রশ্নের উত্তরের নাম্বারঃ- যদিও (খ) আর (ঘ) নং এর উত্তর টা ভুল আসছে তথাপি ঐ দুইটাতে ১/৫ করে নাম্বার দেওয়া হলো। (খ) এর সঠিক উত্তর ব্যান এবং (ঘ) এর সঠিক উত্তর মাইনাচ (চিকন মিয়াকে স্মরণ করে), তবে প্লাস দিলেও হবে। অতএব সর্বমোট নাম্বার= ৩

৪ নং প্রশ্নের উত্তরের নাম্বারঃ- মাত্র একটা হয়েছে, তবে নাম্বারিং ভুল করায় নাম্বার কাটা। এখানে ক, খ, গ, ঘ দিয়ে উত্তর লিখতে হবে। সঠিক উত্তর হবে-
হা হা লু খু প গে- হাসতে হাসতে লুঙ্গি খুলে পড়ে গেল।
ছাদে গদি- ছাগু দেখলে গদাম দিবি।
মডু- এইটা হইছিল।
হা হা প গে- হাসতে হাসতে পড়ে গেলাম।
দু গি ম- দূরে গিয়া মর।
জি এম টি টি- জাতে মাতাল তালে ঠিক।

((গ বিভাগ))
এই বিভাগে আপনি উত্তর বেশি করে ফেলেছেন। যেহেতু মোট দশটা উত্তর করতে হবে, কিন্তু আপনি সব গুলোর উত্তর করে ফেলেছেন। সেহেতু আমি নিচ থেকে তিনটা উত্তর বাদ দিয়ে দিলাম।

এই বিভাগে আপনার সর্বমোট নাম্বার= ২০
তবে একটা প্রশ্নের উত্তর ভুল দিছেন, আমি সেটা সঠিক উত্তরটা জানিয়ে দিলাম। ১২ নং প্রশ্নের উত্তর হবে '(ঘ) জ্যোতির্ময় নন্দী'

পরীক্ষায় আপনার সর্বমোট নাম্বার= ৫৫ ( আবারও অভিনন্দন আপনাকে)।

০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৪

সাহসী সন্তান বলেছেন: পোস্টে উল্লেখিত কোন প্রশ্নের উত্তর কারো অজানা থাকলে তিনি মন্তব্যে সেটা জিজ্ঞাসা করতে পারেন! আমি যথা সম্ভব চেষ্টা করবো তার উত্তর প্রদানের জন্য! ধন্যবাদ সবাইকে!

৫৪| ০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:০২

ইকরাম উল হক বলেছেন:



প্রশ্নপত্র ভিজে গেছে চোখের জলে

০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:০২

সাহসী সন্তান বলেছেন: তাইলে আর কি করার! আপনার লাইগা আপাতত এক বালতি সমবেদনা রইলো! ;)

ধন্যবাদ মন্তব্য করার জন্য! শুভ কামনা জানবেন!

৫৫| ০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৩

আরভিন বলেছেন: ইয়েস!!আমি তাইলে পাশ কইরালাইসি!যদিও নাম্বার কম! :( :(
নকল করলে আরো বেশী পাইতাম!
এখন আমার সার্টিফিকেট কই স্যার??সার্টিফিকেট দেন।আমার ও ইচ্ছা করতেসে ওমর সানীর মতো "মাআআআআআআআআআআ আমি ফার্স্ট হইসি কইয়া চিক্কুর দিতে!" :৩ :৩

আলাদা করে উত্তরপত্র ব্যাখা করে মার্ক দেওয়ার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ!
ভালো থাকবেন সবসময়,আর এরকম বিনোদনদায়ী পোস্ট দিয়ে আমাদের মাতিয়ে রাখবেন এই কামনায়!

০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

সাহসী সন্তান বলেছেন: নকল করার থেকে আমি নিজের মেধা খাটিয়ে যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, সেটাতেই আমি সব থেকে বেশি খুশি হয়েছি! কেননা নকল করে হয় ভালো সার্টিফিকেট অর্জন করা যায়, কিন্তু বুক ফুলিয়ে অন্যকে বলা যায় না- I am GPA-5 (সুযোগ পাইয়া একটু গিয়ান ঝাড়লাম আরকি) ;)

তাছাড়া পরীক্ষা দেওয়ার সাথে সাথে কি সার্টিফিকেট দেওয়া যায় নাকি? দুই/তিন মাস ওয়েট করতে হয়! সুতরাং আপনি অপেক্ষা করতে থাকেন! সার্টিফিকেট নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার ঠিকানায় ঠিকই পৌছে যাবে! :P

আর ব্লগে এর আগে আমার কিছু ফান পোস্ট প্রকাশ করা আছে! সেগুলো সময় করে পড়ে দেখতে পারেন, আশাকরি ভাল লাগবে!

ফিরতি মন্তব্যে নিজের ভাললাগাটুকু জানিয়ে যাওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ! শুভ কামনা জানবেন!

৫৬| ০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০১

ঢে্উটিন বলেছেন: এতো করঠিন প্রশ্ন ক্যারে. B:-) ...।।পরীক্ষা বয়কট কর্লাম। আমাগো বাড়ির সামনে দিয়া পরিক্ষা নিয়ন্ত্রক যহন যাইব তহন দেইক্ষালমু X( । এহন কিছু কইলামনা। :D B-) =p~ B-))



পুত্তম (না মনে হয়) পিলাচ, সোজা শোকেসে ডুকায়াদিলাম.............

০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

সাহসী সন্তান বলেছেন: দাওয়াত যখন দিছেন তখন ঠিকই আমি আপনার বাড়ির সামনে দিয়া যাবো! চা-চু রেডি রাইখেন! লাল চা হইলে বেটার হয়, লিগার একটু কম দিয়ে চিনি একটু কড়া করে দেবেন! আর সাথে এলাচ, লবঙ্গ এবং ডালচিনি হইলে ভাল হয়! ও হ্যাঁ , ত্যাজপাতা আর আদা দিতে যেন ভুইলেন না! তাছাড়া নিজেদের গাছে যদি লেবু থাকে তাইলে সেইটাও একটু মিশাই দিয়েন (ফাও যখন একটু ভাল করেই খাই, কি বলেন?) ;)

ধন্যবাদের সহিত প্লাস গৃহিত হলো! এবং পোস্ট প্রিয়তে রাখার জন্য কৃতজ্ঞতা রইলো! শুভ কামনা জানবেন!

৫৭| ০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

কল্লোল পথিক বলেছেন:





স্যার নকল করার সুযোগ দিলে পরীক্ষায় অংশগ্রহন করবো!

০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

সাহসী সন্তান বলেছেন: সেই চান্স নাই! আপনাকে ডিসকোয়ালিফাইয়ার ঘোষণা করা হইলো! ;)

মন্তব্যের জন্য ধন্যবাদ কল্লোল ভাই! শুভ কামনা জানবেন!

৫৮| ০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

হাতুড়ে লেখক বলেছেন: এই প্রশ্নের জন্যই বিদ্যালয় ছাড়িলাম, অবশেষে ব্লগে আইসা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিনু।
এখন দেখতেসি ব্লগটাও ছাড়তে অইবো! :((

০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

সাহসী সন্তান বলেছেন: ব্লগ ছাইড়া যাইবেন কই? কোত্থাও গিয়া কি এই প্রশ্নের হাত থিকা রেহাই পাইবেন লেখক ভাই? মৃত্যুর পরে কবরে গিয়াও শান্তি নাই! মুনকিরনাকির আইসাও প্রশ্ন করবো! সুতরাং আপনি যেখানেই যাইবেন সেখানেই যখন এতএত প্রশ্নের ছড়াছড়ি, তো আপাতত ব্লগেই থেকে যান! ;)

ধন্যবাদ রইলো! শুভ কামনা জানবেন!

৫৯| ০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

মাদিহা মৌ বলেছেন: সৃজনশীলের নামে যে টাইপের প্রশ্ন করা হয়,( মানে উদ্দিপকের সাথে প্রশ্নের ব্যাসিক এক দুইটা শন্দের মিল ছাড়া আর কোন সম্পর্ক নাই) সেটা রম্যাকারে এত দারুণভাবে ফুটিয়ে তোলার জন্য আপনাকে সাধুবাদ জানাতেই হয়।

উত্তর দেওয়ার চেষ্টা করলাম না। কারণ আমি এম্নিতেই এ প্লাস। আমার রক্তেই A+

০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

সাহসী সন্তান বলেছেন: সর্বপ্রথম আপনিই কারেক্ট ব্যাপারটা ধরতে পেরেছেন, সেজন্য আপনাকে স্পেশালি অনেক অনেক ধন্যবাদ! আমি যখন ব্লগে কোন রোম্য পোস্ট করার চিন্তা ভাবনা করি, তখন অবশ্যই তার মধ্যে একটা না একটা উদ্দেশ্য থাকেই! তাই সেই উদ্দেশ্যটা যাই হোক!

আসলে সৃজনশীলতার নামে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে যে স্লো পয়জনিংয়ের মত ধীরে ধীরে ধ্বংস করা হচ্ছে, এই পোস্টই অনেকটা তার উদাহরণ! যে কোন মনগড়া একটা উদ্দীপক উল্লেখ করে, তার প্রশ্ন পত্র সম্পূর্ন আনকমন করার নাম যে কেমন সৃজনশীলতা; সেইটা আজ পর্যন্ত আমার মাথাতেই ঢুকলো না! :(

আপনার মন্তব্য দেখেই আমি বুঝতে পেরেছি যে আপনি এ+, তাছাড়া যার রক্তই এ+ সে যে সব জায়গাতেই এ+ হবে; এটাইতো স্বাভাবিক! ;)

ব্লগে স্বাগত মৌ! মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!

৬০| ০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

আরণ্যক রাখাল বলেছেন: এমন প্রশ্নে যদি হইতো পরীক্ষা,
গুরুর কাছে কভু যাইতাম না,
লইতাম না আমি দীক্ষা!!
:)

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১১

সাহসী সন্তান বলেছেন: রবি ঠাকুরের একটা কথা আছে না- ছাত্র জীবন সুখের হতো, যদি তার মধ্যে পরীক্ষা না থাকতো! শুধু ছাত্রজীবন কেন? এমনকি আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপই তো কোন না কোন পরীক্ষার সাথে ওৎপ্রোত ভাবে জড়িত! :(



মন্তব্যের জন্য ধন্যবাদ আরণ্যক রাখাল! শুভ কামনা রইলো!

৬১| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৫

সিগনেচার নসিব বলেছেন: মন্তব্য করতেই বলপেনের কালি শেষ
পরীক্ষায় লিখব আর কি !!!

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৫১

সাহসী সন্তান বলেছেন: কন্কি!? B:-) মাত্র একটা কলম নিয়া পরীক্ষা দিতে আসছিলেন্নাকি? ছোট থাকতে বাক্সো ভইরা কলম নিয়া পরীক্ষা দিতে যাইতাম মনে পড়ে? একটায় ডিস্টার্ব দিলে আর একটা, আর একটায় ডিস্টার্ব দিলে আর একটা; যেন পরীক্ষা দিতে যাই নাই! কলমের দোকান্দারি করবার গেছি! ;)

ধন্যবাদ মন্তব্য করার জন্য! শুভ কামনা জানবেন!

৬২| ০৯ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২২

ঢে্উটিন বলেছেন: লেখক বলেছেন: দাওয়াত যখন দিছেন তখন ঠিকই আমি আপনার বাড়ির সামনে দিয়া যাবো! চা-চু রেডি রাইখেন! লাল চা হইলে বেটার হয়, লিগার একটু কম দিয়ে চিনি একটু কড়া করে দেবেন! আর সাথে এলাচ, লবঙ্গ এবং ডালচিনি হইলে ভাল হয়! ও হ্যাঁ , ত্যাজপাতা আর আদা দিতে যেন ভুইলেন না! তাছাড়া নিজেদের গাছে যদি লেবু থাকে তাইলে সেইটাও একটু মিশাই দিয়েন (ফাও যখন একটু ভাল করেই খাই, কি বলেন?) ;)

ধন্যবাদের সহিত প্লাস গৃহিত হলো! এবং পোস্ট প্রিয়তে রাখার জন্য কৃতজ্ঞতা রইলো! শুভ কামনা জানবেন


স্যার, চা এর টাও দিমুনে............খালি নম্বরটা একটু বাড়ায়া দিয়েন! B-)) B-)) B-)) ........

০৯ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

সাহসী সন্তান বলেছেন: অবশ্যই নাম্বার বাড়িয়ে দেওয়া হইবে! তবে শর্ত হইলো, চা এবং সাথে টা'টা মনের মত হইতে হবে! মনের মত না হইলে কিন্তু রি-এ্যকশন সিস্টেমে অটোমেটিক্যালি নাম্বার কমে যেতে পারে.....!! ;)

আবারও ধন্যবাদ এবং শুভ কামনা! ভাল থাকবেন!

৬৩| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: পোস্ট পর্যবেক্ষণ !! এই পোস্ট আগে ভালো মতো পড়িনাই ক্যান :(

আপনাকে সামুর নাম্বার ওয়ান ব্লগার ঘোষণা করা সময়ের দাভী :(

মাইনাচ ভাটন না থাকাতে বালো হইচে। :(

বীষন হাসি কুশি মার্কা ফুস্ট :(

এফুষ্টে ১১ টা মাইনাস এখটা +
বিখজ ১+২+৩+৪=১০
+- =) ১ :(

০ হ্যাজ নো বেলিউ :'(
সো ইঠ ঈঝ ১ ;(

আজকের চট্রগ্রাম ফুরাই ব্বৃশটি বেঝা :( আশেন কিছুড়ি কাই ।

ফিলিজ লাগে মডু এফুস্ট ২৪ গন্ঠার ঝন্য ষ্ঠিকি খরেন :(

আমার ভ্লগে আপনাকে নিমন্ত্রণ :*

১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:২১

সাহসী সন্তান বলেছেন: গিয়েছিলাম আপনার সম্পত্তি অবলোকন করতে। কিন্তু সেইখানে আপনার জ্ঞান গর্ভময় আলোচনা পড়ে সত্যি বলতে আমি মন্তব্য করার ভাষা হারিয়ে ফেলছিলাম। আর তাই কিছু না বলেই চলে আসতে হলো। তাছাড়া হাতের কাছে কোন বাংলা ব্যাকারনও ছিল না যে, তড়িঘড়ি কিছু ভাষা শিখে সেইখানে মন্তব্য করবো! ;)

তয় আমার ক্যান জানি মনে হইতাছে, আমার এই পোস্টটা স্টিকি না কইরা বরং আপনার নিকটাকে প্রথম পাতায় লটকানো উচিত। অন্তত তাইলে জানা ম্যামের দৃষ্টি হোচর হইতো বিষয়টা! :P

যাহোক ব্লগে স্বাগত! মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা রইলো!

৬৪| ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৯

মোহাম্মদ গোফরান বলেছেন: বাই ধেশের জন্য আমি অদম খিচু খরার ট্রাই কইরতেচি। আফনেও চিষ্টা খরুন ফ্লিজ। ;)
প্লিজ ট্রাই ঠু আন্ডাস্টেন্ড। জানা ম্যাম পোস্ট পড়লে বড় ভালো ফাই ;)

লাল গোলাপের শুভেচ্ছা আফনাকে বাই। :)

১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:১১

সাহসী সন্তান বলেছেন: আফনে ধেশের জন্য কিচু করার ঠ্রাই করতেছেন জাইনা বহুত খুশ হুয়া। আমিও তো আপনার মত ট্রাই করিতেছি। হয়তো এভাবে নয়, একটু ভিন্ন ভাবে। এই দেখুন না, আজ যেমন আলোচিত 'বঙ্গ বাহাদুরের' মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করলাম! ;)

আপনি করেছেন তো, না করলে এখুনি করুন! আফটার অল দাদাগো দেশ থিকা আসা হাতি বইলা কথা! আমরা কি আর তাকে এমনে এমনে বিদায় জানাইতে পারি!

আপনারেও এক লড়ি ধইন্যা পাতা সহকারে শিউলি ফুলের শুভেচ্ছা জানাইলাম। ভাল থাকুন!

৬৫| ১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৭

ব্লগ সার্চম্যান বলেছেন: বেশ কয়দিন লাইগা গেল খালী প্রশ্ন পড়তে , আর তাতেই পরীক্ষার সময় শেষ মাথাার উপর দিয়ে গেল ।

১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৮

সাহসী সন্তান বলেছেন: তাইলে আর কি করার! প্রশ্ন পড়েই যতটুকু জানতে পারলেন, সেইটুকু নিয়েই না হয় থাকেন! পরীক্ষা দেওয়ার এক্সপেরিয়েন্সটা তো আর অর্জন করতে পারলেন না! আগামীতে এই ধরনের ভুল না করার জন্য পরীক্ষা নিয়ন্ত্রন কমিটি কর্তৃক কড় করে আদেশ প্রদান করা হইলো!! ;)

মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই! শুভ কামনা জানবেন!

৬৬| ২০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩২

মোহাম্মদ গোফরান বলেছেন: ব্লগ ভ্রমণ কুব বাল লাগে। আপনাকে প্রতিদিন এখবার দেকে যাই।

২০ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪১

সাহসী সন্তান বলেছেন: হাউ চুইট! গোফরান সাহেবের ফ্রেমে পইড়া যাইতেছি তো আমি! এম্বা কইরা আইসা আইসা আফনি যে হামারে দেইক্কা যাইভেন ইহা আমি বাভতেও ফারতেছি না! কুব বালা লাগলো আফনি আবারও আইছুইন দেইক্কা! ;)

আফনার বলোগ ব্রমন স্বার্থক হউক! বলুন আমিন...... :P

৬৭| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩২

মোহাম্মদ গোফরান বলেছেন: ফ্রেম স্বর্গ থেকে এসেই ঝীবনে অমর হয়। ভাইসার ফেসবুক নিকক্ষান একখানা ধী বাইননি?
মালঠি দিয়ুইন নাহ
জিনুইন দিবাইন

কিমুন? B-))

২০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২৫

সাহসী সন্তান বলেছেন: মন্তব্য শেষে শয়তানি হাসি দেইখা তো ভুই পাইতেছি ভ্রাধার! মনে কুনো খল চিন্তা ভাবনা নাই তো? যাউকগা ফেবুতে ঢুইক্কা 'সাহসী সন্তান' লিখে সার্চ কইরা দেখেন কৃতকার্য হইতে পারেন কিনা! ফেবু প্রোফাইলের ছবিও ব্লগ প্রোফাইলের ছবি একই পাইবেন!

না পাইলে বইলেন আরো ব্যবস্থা আছে! ;)

৬৮| ২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৯

সামিয়া বলেছেন: হাহা জিনিয়াস পোস্ট, এটা লিখতে বেশ অনেক সময় দিতে হয়েছে বোধকরি।

২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৮

সাহসী সন্তান বলেছেন: হা হা হা, সে আর বলতে! এধরনের পোস্ট লিখতে একটু সময় তো লাগবেই!

ধন্যবাদ মন্তব্যের জন্য! শুভ কামনা জানবেন!

৬৯| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৭

আমি তুমি আমরা বলেছেন: প্লাস এবং প্রিয়তে।

২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩২

সাহসী সন্তান বলেছেন: ধন্যবাদ আমি তুমি আমরা ভাই! পোস্টে আপনার উপস্থিতি ভাল লাগলো! শুভ কামনা জানবেন!

৭০| ২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৩

বিলিয়ার রহমান বলেছেন: দারুন একটা রম্য পড়লাম!:)

অনেক অনেক ভালোলাগা +++

২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪৬

সাহসী সন্তান বলেছেন: আপাতত আপনি পিছনের বেঞ্চে সিট পেয়েছেন! তথাপি ব্লগে স্বাগত!

মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!

৭১| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০২

আমি মাধবীলতা বলেছেন: পরীক্ষাহলে আসতে আসতে পরীক্ষাই শেষ ! থাক আর দেয়া হলো না.. (যদিও ফেইল করতাম নিশ্চিত :D )
মাদিহা'পুর সাথে একমত ! কিসব প্রশ্ন আসতো আর একেকজনের সৃজনশীলতার দৌড় দেখে টিচার পারলে পালিয়ে বাঁচতেন... ক আর খ দিয়েই যা একটু নাম্বার :D
আর পোস্টের এমন সাংঘাতিক আইডিয়া দেখে আমি বাকরুদ্ধ !!

২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫২

সাহসী সন্তান বলেছেন: আপনার মন্তব্যটা দেখার পর আমার খালি 'ডাক্তার আসিবার পূর্বে রুগীটি বাঁচিয়া গেল' টাইপের ট্রান্সলেশনটার কথা মনে হচ্ছিল! অন্তত আপনি তো পরীক্ষায় ফেল করার হাত থেকে বাঁইচা গেলেন! সেটাই বা কম কি? ;)

আমি মৌয়ের মন্তব্যের প্রতিউত্তরে পূর্বেই ব্যাপারটা ক্লিয়ার করছি! সেজন্য আর নতুন করে কিছু কইলাম না! তবে এটা আসলেই স্লো পয়জনিংয়ের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার বিরুদ্ধে একটা স্যাটায়ার মূলক পোস্ট ছিল!

মন্তব্যের জন্য ধন্যবাদ মাধবীলতা! শুভ কামনা জানবেন!

৭২| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫০

চানাচুর বলেছেন: B-) ভাই আপনি অনেক ক্রিয়েটিভ

১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪০

সাহসী সন্তান বলেছেন: ধন্যবাদ চানাচুর আপা! শুভ কামনা জানবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.