নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

{♥ যদি কখনো নিজেকে একা ভাবো, তাহলে ঐ দূর আকাশের অসীম সীমান্তের দিকে তাকিয়ে থাকো! কখনো নিরাশ হয়ে যেও না! হয়তো বা একটা বাজপাখিও তোমার দিকে উড়ে আসতে পারে! ♥}

সাহসী সন্তান

আমাকে তোর ভালোবাসার দরকার নেই। শুধু পাশে থেকে একটু সাহস যোগাস, দেখবি তখন ভালোবাসাটা এমনিতেই চলে আসবে!!

সাহসী সন্তান › বিস্তারিত পোস্টঃ

একটি কুড়িয়ে পাওয়া তিলের আত্মকাহিনী...

১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২৭



মনে পড়ে কি তোমার অরুণিমা,
রক্তিম ঠোঁটের নিচে কালো বিন্দুর মত সেই ছোট্ট তিলটার কথা?
তোমাকে ভাল লাগার প্রথম চিহ্ন ছিল যে ওটাই...

খুব যত্ন করে আগলে রেখো ওটাকে,
কোন একদিন তোমাকে নয়...
হয়তো ঐ তিলটাই আমি চেয়ে বসবো।
ফিরিয়ে দিতে পারবে না কিন্তু সেদিন আমাকে,
তোমাকে কাছে পাওয়ার ঐ একটাই পথ যে জানা আছে আমার!

ভালোবাসার এই মহা তীর্থ ভ্রমণে-
যদি প্রত্যাখ্যাত হই কোনদিন কোনভাবে,
তাহলে সেদিন আমার কেবল একটাই চাওয়া থাকবে তোমার কাছে!
হয় আমার হও, নাহলে ঐ তিলটা আমাকে দিয়ে দাও...
ফিরিয়ে দিতে পারবে না কিন্তু সেদিন আমাকে!

তুমি সুন্দরী হলে ঐ তিলটা তোমার সৌন্দর্যের ধারক,
তুমি রূপবতী হলে ঐ তিলটাই তোমার রূপের জৌলুষ!

আমি তোমাকে নয় ঐ তিলটাকে চাই...
আমার প্রথম পছন্দ সে তো কেবল আমারই প্রাপ্য,
তোমার কাছে বাড়তি চাওয়া বলতে আমার আর কিছু নাই!!


পুনশ্চঃ- স্কুল জীবনে সনেট কবি মাইকেল মধুসূদন দত্তকে ‘জঘন্ন্য কবি’ বলার অপরাধে বাংলা স্যারের কাছে অসম্ভব রকমের পিটানী খেয়ে বুঝেছিলাম, কবিরা যাই লিখুক না কেন আম জনতার দ্বায়িত্ব হল সেটা কেবল পড়া; সমালোচনা করা নয়। সেই থেকে আজ অবধি আমি কবি বা কবিতা, চাইলেও কোনটিকে নিয়ে সমালোচনা করতে পারি না।

আসলে যখনই সমালোচনা করতে যাই, তখনই চোখের সামনে সেই মাইরের দৃশ্যটা এমনভাবে ভেসে ওঠে যে; সাথে সাথে গায়ে কাঁপুনি দিয়া জ্বর আসে। মনেহয় কবিকে খারাপ বলার অপরাধে এই বুঝি বাংলা স্যার হুঙ্কার দিয়ে বেত উচিয়ে আমাকে পিটাইতে আসতেছে। বড়ই দুশ্চিন্তার কথা! :(

তবে কই জানি পড়ছিলাম, সাহিত্য জগতের সব থেকে কঠিন সৃষ্টি হইল কবিতা। কারণ কবিতা এমন একটা জিনিস, যা খুব অল্প কথার মাধ্যমে পাঠককে অনেক বেশি কিছু বুঝানো লাগে। যেটা চাইলেও সবাই পারে না।আর আমি সেই পারে না দলেরই একজন অতিশয় নগন্য সদস্য।

তবে ব্লগে আমার একজন গুণমুগ্ধ পাঠক আছেন। আমি যাই লিখি না কেন, সেটাই নাকি তার কাছে অনেক ভাল লাগে। যদিও তিনি যে একটু বাড়িয়ে বলেন সেটা হয়তো সকলেরই জানা। তবে গত কয়েকদিন ধরে তিনি অনেকবার করে রিকোয়েস্ট করতেছেন, আমি যেন কিছু একটা লিখি। তাকে কথা দিয়ে ছিলাম কিছু একটা লিখবো। কিন্তু কি লিখবো কিছুই বুঝতে পারছিলাম না।

যদিও মাথার মধ্যে বেশ কয়েকটা আইডিয়া ঘুরপাক খাচ্ছে। কিন্তু সেগুলো লিখতে অনেক সময়ের দরকার। যেটা আপাতত আমার কাছে একদমই নেই। তবে কথা যখন দিয়েছি তখন কিছু তো একটা লিখতেই হবে। অতএব হরমন যুক্ত পল্টি মুরগী খাওয়া মাথাটাকে ঝাঁকিয়ে কি লিখবো কি লিখবো করতে করতে শেষ পর্যন্ত এইটাই লিখে ফেললাম। ;)

কেমন হয়েছে জানি না! হয়তো খুব জঘন্ন্য হয়েছে পড়তে। তথাপি, ব্লগে এটাই আমার প্রথম কবিতা পোস্ট সেই খাতিরেও অন্তত সবার কাছে একটা ফাস্ট কনসেশান তো পেতেই পারি... B-))

আর যার অনুপ্রেরণাতে এই কবিতার জন্ম হল, সেটা যদি তাকে উৎসর্গ করতে না পারি তাহলে কি হয় বলেন? অতএব নীলপরি, এই কবিতা কেবলমাত্র আপনাকেই উৎসর্গ করা হলো। আশাকরি খারাপ লাগলেও সেটা নিজগুনে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন!

বিশেষ দ্রষ্টব্যঃ- টাইপিংয়ের ভুলের কারণে হয়তো অনেক জায়গায় বানানে ভুল থাকতে পারে। সেটাকে বিবেচ্য বিষয় হিসাবে না ধরে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে কৃতার্থ হবো! ভাল থাকবেন সবাই! শুভ কামনা রইলো সবার জন্য... !:#P

মন্তব্য ১১৮ টি রেটিং +১৭/-০

মন্তব্য (১১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৮

শামচুল হক বলেছেন: প্রথম মন্তব্য করে চা পাওনা হলাম। নীলপরিসহ আপনাকেও ধন্যবাদ।

১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৫

সাহসী সন্তান বলেছেন: আমি তো ভাই চায়ের দোকানদার না, ক্যামনে চা খাওয়াই! তবে যদি কোনদিন সামনা সামনি দেখা হয়, তাহলে সেদিন না হয় আজকের খাতিরে এক কাপ চা খাওয়ায়ে দেবো...

মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!

২| ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৪

নতুন নকিব বলেছেন:



'তিলকথন' ভাল লাগলো। বাহ! আপনার কবিতার হাত তো দারুন। ভাল লাগলো আপনার 'পুনশ্চ:' টাও। প্লাস এবং অনেক শুভকামনা।

১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৪

সাহসী সন্তান বলেছেন: যাক হাফ ছেড়ে বাঁচলাম ভাই! আমি তো আরো পোস্ট ড্রাফট করার তোড়জোড় করতেছিলাম। তবে এখন অবশ্য আপনার মন্তব্য পেয়ে কিছুটা ভরসা পাচ্ছি! আপনাকে স্পেশালি ধন্যবাদ অনুপ্রেরণামূলক মন্তব্য করে বুকের পাথর সরিয়ে দেওয়ার জন্য... B-))

তবে কবিতার হাত দারুণ বলায় কিন্তু সত্যিই লজ্জা পাচ্ছিরে ভাই! এভাবে সবার সামনে সরাসরি লজ্জা দেওয়ায় তীব্র নিন্দা জ্ঞাপন করলাম। আশাকরি ভবিষ্যতে হালকা আড়ালে আবডালে ডেকে নিয়ে লজ্জা দিবেন! ;)

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই! শুভ কামনা আপনার জন্যেও!

৩| ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৭

সিগন্যাস বলেছেন: কবিতার জন্য স্যারের কাছে অতিপ্রাকৃত মার খাওয়ার স্মৃতিচারণের জন্য কি এই পোষ্ট? /:)

১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০৩

সাহসী সন্তান বলেছেন: ধরতে পারেন, আবার নাও পারেন! আসলে মাইকেলের সব কয়টা কবিতাই আমার কাছে এমন খটোমটো লাগে যে, উহা গলধঃকরণ করা আর পাথর খেয়ে হজম করা আমার কাছে বোধহয় সমান কথা... /:)

একদিন স্যার জিজ্ঞেস করলো, ‘মাইকেল মধুসূধন কে কবি হিসাবে তোর কেমন লাগে?’
আমি সরল স্বীকারোক্তি দিলাম, ‘জঘন্ন্য লাগে। উনাকে আমার কবিই মনে হয় না!’

ব্যাস সাথে সাথে শুরু হয়ে গেল দুড়ুম দাড়াম! :( তবে এই কবিতা লেখার পিছনে স্যারের মাইরের থেকে নীলপরির অনুপ্রেরণাটাই সব থেকে বেশি কাজ করেছে!

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য! শুভ কামনা জানবেন!

৪| ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা তো ভালই লেখেন সাহসী ভাই।যাক শেষ পর্যন্ত যে কবিতা লিখেছেন সেটাই বড় কথা।কবিতা কেমন হয়েছে সেটা বড় কথা না।সব কবিতাই কবিতা।
এর পর থেকে মাঝে মাঝে কবিতা লিখবেন।

১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০৯

সাহসী সন্তান বলেছেন: আপনাদের মত ভাই ব্রাদার আছে বলেই হয়তো এখনো পর্যন্ত ব্লগিং কইরা যা একটু শান্তি পাই। নয়তো সেই কবেই তল্পি তল্পা গুটিয়ে বিদায় নিতে হইতো! ধইন্ন্যা রইলো আপনার উদারতায়... B-)

তবে এই কবিতাও যদি ভাল বলেন (!) তাইলে একদিন আপনাদের কাছ থেকে গোপনে জেনে নেওয়া দরকার, আসলে আপনাদের খারাপ লাগেটা কোন জিনিসে? ;)

আপনার আন্তরিক মন্তব্যে ভাল লাগা রইলো! শুভ কামনা সোহেল ভাই!

৫| ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫১

স্রাঞ্জি সে বলেছেন: প্রথম কবিতার জন্য সেলিব্রেশন। মারের জন্য মনে হয় এত সুন্দর কবিতা লিখতে পারছেন।

+++

১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১৩

সাহসী সন্তান বলেছেন: হইতে পারে আবার নাও পারে। তবে কথায় আছে, মার বিদ্যা বড় বিদ্যা! যদি সেই সোর্সে ধরে নিই, তাইলে আপনার কথা ঠিক আছে...

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য! তবে প্লাসটা কিন্তু পাইনি! অনুগ্রহপূর্বক একটু চেক করে দেখবেন! ;)

আর আমার ব্লগে আপনাকে স্বাগতম! শুভ কামনা জানবেন!

৬| ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৯

তারেক ফাহিম বলেছেন: তাও লিখলেন, ভালো হয়েছে।

অমি কেবল পড়তেই পছন্দ করি B-)

১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৪

সাহসী সন্তান বলেছেন: তাও ভাল! এখন তো ব্লগে পাঠকই খুঁজে পাওয়া যায় না! সবাই কেবল লেখক হতে চায়...

ধন্যবাদ মন্তব্যের জন্য! শুভ কামনা জানবেন!

৭| ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০৬

শাহরিয়ার কবীর বলেছেন:


কবিতা খুব সুন্দর লিখেছেন+++



বন্ধু নীলপরীর জন্য শুভ কামনা রইলো।

১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০০

সাহসী সন্তান বলেছেন: শাহরিয়ার কবির ভাই, নিয়মিত উৎসাহ প্রদানের জন্য অসংখ্য ধন্যবাদ! তবে শুভ কামনা কেবল একজনের জন্য দেওয়াটা একটু কেমন কেমন জানি হয়ে গেল না। আজ গরিব বলে... :(

;) ;) ;)

প্লাসে অনুপ্রাণিত বোধ করছি। ভাল থাকবেন!

৮| ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আহ্! তিলের জন্য এমন আকুতি! তাঁকে অনুরোধ করব আপনার জন্য তিলটা রেজিস্ট্রি করে দিতে। :P

কবিতা এক্সেলেন্ট হয়েছে ভাই! দারুণ লিখেছেন! আপনার ছোটবেলার মার খাওয়ার কষ্ট সার্থক হয়েছে। আশা করি এমন সুন্দর কবিতা আরও লিখবেন! শুভকামনা রইল!

১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৮

সাহসী সন্তান বলেছেন: যদিও আপনার অনুরোধের পূর্বেই তিলটা পার্মানেন্ট করার ব্যবস্থা হয়ে গেছে। তবুও অনুরোধ যথাস্থানে পৌঁছে দেওয়া হইলো মিতা! এখন শুধু দোয়া করবেন মন খুলে! যাতে অদূর ভবিষ্যতে ফুটবল টিম ক্রিকেট টিম গঠনের দিকে আরো একধাপ আগাইয়া যাইতে পারি... ;)

=p~ =p~ =p~

আর কবিতা এক্সিলেন্ট লাগায় ধৈইন্ন্যা। তবে কথা দিতে পারতাছি না এরকম কবিতা পরবর্তিতে আর লিখতে পারবো কিনা। আসলে আমি কবিতায় খুব দূর্বল। এটা হয়তো আনফর্চুনেটলি লেগে গেছে তাই ভাল হইছে! :)

মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!

৯| ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: আহা!! এমন তিলকন্যা যে কোনও মানুষকে সাফল্যের শীর্ষে পৌছে দেয়।। আমরা তার রুপে মোহিত হলাম।

অভিনন্দন রইল নীলপরি আপুকে। ধন্যবাদ আপনাকে।


দুজনকেই অনেক অনেক শুভকামনা রইল।

১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৪

সাহসী সন্তান বলেছেন: আসলে ভাই আমি দেখছি, সুন্দর মানুষের সৌন্দর্য বাড়াইয়া দেওয়ার জন্য সৃষ্টিকর্তা তাদেরকে আরও কিছু স্পেশাল জিনিস দিয়া দেয়। এই যেমন ঠোঁটের নিচে তিল। হাসলে গালে টোল পড়া ইত্যাদি ইত্যাদি...

ভাবেন একবার, এমনিতেই ঐ সৌন্দর্য তার উপরে এত কিছু! এ যেন সত্যিই বাড়াবাড়ি! ;)

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য! শুভ কামনা আপনার জন্যেও!

১০| ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৭

জাহিদ অনিক বলেছেন:

বাহ কবিতা ভালো হয়েছে।
একটা গান মনে আসলো-- আয়নাতে ঐ মুখ দেখবে যখন।

উতসর্গও ভালো হয়েছে।

১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৭

সাহসী সন্তান বলেছেন: মেলাদিন পর আপনার মন্তব্য পেলাম জাহিদ ভাই! ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য...

শুভ কামনা জানবেন!

১১| ১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তিল নিয়েও একটি সুন্দর কবিতা হতে পারে আপনি তাই করে দেখালেন।

১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২৮

সাহসী সন্তান বলেছেন: মইদুল ভাই, এইটা তিল নিয়ে তেলাতেলিও বলতে পারেন! তবে ঐসব বাদ দেন! আপনার প্রোপিকের ছবিটা কার? আপনার নাকি? কেমন জানি বাংলা ভাই বাংলা ভাই লাগতেছে... ;)

মজা করলাম হালকা! কিছু মনে কইরেন না। ধন্যবাদ মন্তব্যের জন্য! শুভ কামনা রইলো!

১২| ১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২৮

রাজীব নুর বলেছেন: যুগে যুগে কবিরাই মানূষের কথা বলে আসছেন।
এটা একটা মহৎ দায়িত্ব।
প্রানবন্ত কবিতা লিখেছেন।

আপনার এবং নীলপরীর জন্য অনেক শুভ কামনা।

১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪১

সাহসী সন্তান বলেছেন: খুব সুন্দর কথা বলেছেন! ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য...

শুভ কামনা জানবেন!

১৩| ১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২২

শাহরিয়ার কবীর বলেছেন:


যার জন্য এতো সুন্দর কবিতা পেলাম। তার জন্য এই পোষ্টে শুভ কামনা বরাদ্দ....। ;)


প্রিয় ভাই-ব্রাদারদের জন্য শুভ কামনা অবিরত....। তা আর মুখে বলতে হয়না। :) ;)


ধন্যবাদ, ভালো থাকুন সবসময় ।

১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৫

সাহসী সন্তান বলেছেন: এইবার ঠিক আছে! আমি তো ভাবছিলাম কি জানি গরিব বলে ভাই-ব্রাদার আবার ভুল বুঝলো কিনা! যাহোক, আপনার শুভ কামনা সাদরে গৃহীত হইলে... :)

পূণঃ মন্তব্যে আবারও ধন্যবাদ শাহরিয়ার কবির ভাই! শুভেচ্ছা রইলো!

১৪| ১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: দারুন কবিতা।

নীল পরি আর আপনাকে শুভকামনা। নীল পরি না চাইলে এ কবিতা লেখা হতো না । আর আপনি না লিখলেও হতো না।
তাই দুজনকে ধন্যবাদ। সাহসী সন্তান ভাল থাকবেন ।

১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৬

সাহসী সন্তান বলেছেন: ভাল বলেছেন সেলিম ভাই! সত্যিই তাই! নীলপরি না চাইলে হয়তো এই কবিতা আমারও লেখা হতো না। আসলে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কাজের জন্য সামান্য একটু আস্কারার দরকার হয়। আমার আজকের কবিতা লেখার ক্ষেত্রে পরীর আস্কারাটাই সব থেকে বেশি কাজ করেছে...

‘কোন কালে একা হয়নি ক' জয়ী পুরুষের তরবারি,
প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়-লক্ষ্মী নারী।’


সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!

১৫| ১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হফেজের কবিতার জগদ্বিখ্যাত এই দুটি চরণ

اگر آن ترک شیرازی به دست آرد دل ما را
به خال هندویش بخشم سمرقند و بخارا را

প্রাণ যদি মোর দেয় ফিরিয়ে তুর্কী সওয়ার মনচোরা
প্রিয়ার মোহন চাঁদ কপোলের
একটি কালো তিলের লাগি বিলিয়ে দেব সমরকান্দ ও রত্নখচা এ বোখারা!

মনে পড়ে গেল আপনার তিল কাব্য পাঠে!

শুধু চাইলে হবে কবি? সাথে প্রতিশ্রুতি দিন- বিনিময়ে কি দেবেন ;)

১৩ ই জুলাই, ২০১৮ সকাল ৮:২৯

সাহসী সন্তান বলেছেন: হাফিজের এই কবিতাটা আমি পড়ছিলাম অনেক আগে। তবে মনে ছিল না! আজ আপনার মন্তব্য দেখে মনে পড়ে গেল ভৃগু ভাই! তবে কথা সেটা না, শুধু হাফিজ কেন? তিল ওয়ালী চাইলে আমিও এই বঙ্গমূলুক তারে উৎসর্গ কইরা দিতে পারি! অবশ্য যদি হাসু'বু রাজী থাকে তাইলে... ;)

আর বিনিময়ে তো অনেক কিছুই দিতে মন চায়! তবে সব জিনিস তো আর সব জায়গায় দেওয়া সম্ভব না! তাই আপাতত একপাল কিকৃট টিম উপহার দিবো আপনাকে স্বাক্ষী রেখে কথা দিলেম! :P

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য! শুভ কামনা জানবেন!

১৬| ১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

জুন বলেছেন: "গালে কালো তিল সেই সুন্দরী,
স্বহস্তে ছুঁলে হৃদয় আমার,
বোখারা তো ছার, সমরখন্দও
খুশি হয়ে তাকে দেব উপহার।"


প্রিয়ার গালের একটি তিলের জন্য বোখারা আর সমরখন্দ নামের দুই সমৃদ্ধ নগরী বিলিয়ে দিতে চেয়েছিলেন কবি হাফিজ সিরাজি। আপনি কিছু বিলিয়ে দিবেন বলে চিন্তা ভাবনা করেছেন কি :-* সমরকন্দ বোখারা না হলেও দু এক কাপ রুহ আফজা বিলিয়ে দিতে পারেন সাহসী সন্তান :)
কবিতা ভালোলাগলো সাথে নীলপরিকে ধন্যবাদ এতখানি অনুপ্রেরনা দিয়ে আপনার ভেতর থেকে এমন কবি প্রতিভাকে ঠেলেঠুলে বাইরে নিয়ে আসার জন্য ;)
+

১৩ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৩৯

সাহসী সন্তান বলেছেন: হাসু'বু রাজী থাকলে আমি বঙ্গমূলুক বিলাইয়া দেবো ভৃগু ভাইয়ের মন্তব্যের উত্তরে সেটা পূর্বেই বলে দিয়েছি জুন আপু! সুতরাং রুহ আফজা বিলিয়ে দেওয়ার মত অতটা ছোট মনের মানুষ আমাদেরকে ভাবলে ভুল করবেন! ইয়ে মানে, হাফিজের থেকে আমার ভালোবাসা কোন অংশে কম আছে নাকি? ;)

আর আপনার ধন্যবাদ নীলপরির জন্য উঠাইয়া রাখা হইলো! আশাকরি তিনি যথা সময়ে এসে আপনার ধন্যবাদ গ্রহণ করবেন! তবে কথা হচ্ছে এই অধম এক কষ্ট কইরা কবিতাখান রচনা করলো অথচ তার লাইগা কিছুই জুঠলো না? আপচুচ... :(

প্লাস প্রদানে অনুপ্রেরণা বোধ করছি! মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!

১৭| ১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

চঞ্চল হরিণী বলেছেন: আমি এই প্রথম আপনার লেখা পড়লাম। জানতামও না আপনি কি ধরণের লেখেন। কবিতা পড়তে পড়তে মনে মনে 'আহা দারুণ' বলতে বলতে দেখি, এটা আপনার প্রথম পোস্ট করা কবিতা ! সংশয়- প্রথম পোস্ট মানেই তো প্রথম লেখা কবিতা নয় ?
ছবির মেয়েটার থুতনির ডানদিকে আর আমার বাঁদিকে তিল আছে। সেজন্যই লেখাটা আরও বেশি ভালো লেগেছে। :`>

বাই দা ওয়ে, আপনার কি এখনো মধুসূদন দত্তকে "......." মনে হয় ? #:-S

১৩ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫৬

সাহসী সন্তান বলেছেন: আপনাকে আমার ব্লগে স্বাগত চঞ্চল হরিণী! আপনার সংশয়টা ঠিকই আছে। আমি এটা আমার প্রথম কবিতা পোস্ট বলতে বুঝিয়েছি, কবিতা হিসাবে ব্লগে এটাই আমার প্রথম প্রকাশিত কোন পোস্ট! তবে প্রথম ব্লগ পোস্ট নয়...

আসলে আমি মূলত ফিচার টাইপের পোস্ট গুলো লিখতেই সব থেকে বেশি সাচ্ছন্দ্যবোধ করি। সেটা আপনি আমার ব্লগ পরিদর্শন করলেই বুঝতে পারবেন! আমার এই ৩ বছর ২ মাসের ব্লগ জীবনে এখন পর্যন্ত মোট ৪৪ টা পোস্ট প্রকাশ করেছি! যার মধ্যে অধিকাংশ পোস্টই ফিচার টাইপের!

আর আমার কবিতার নায়িকার মত আপনারও গালে তিল আছে জেনে ভাল লাগলো! এখানে ডান/বাম কোন বিষয় না! বরং যে টপিক নিয়ে লেখাটা লেখা, ঠিক সেই টপিকের কাউকে মন্তব্যে স্বশরীরে উপস্থিত পাওয়াটাও তো অনেকটা সৌভাগ্যের ব্যাপার! :)

আর মধুসূদনের ব্যাপারে আমার আজও একটু ইয়ে ইয়ে ব্যাপার থেকে গেছে! তবে তিনি আবার আমার দেশী ভাই বলে খুব বেশি উচ্চবাচ্য করা যায় না! আফটার অল দেশের সম্মান বৈলা কথা... ;)

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য! শুভ কামনা জানবেন!

১৮| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৮:২১

আহমেদ জী এস বলেছেন: সাহসী সন্তান,




তিল নিয়ে কথা বলতে গিয়ে কালাতিপাত করতে চাইনে, সাহস করে বলেই ফেলি ----- জঘন্য কবিরা যা-ই লিখুক না কেন আমজনতার কাজটাই হলো সেগুলো পড়া , কোনও সমালোচনা নয় । তাই খেয়ে দেয়ে কাজ নেই বলে, এক সাহসীর জঘন্য রকমের সুন্দর করে শুধু একটি তিল চাওয়ার কবিতা পড়লুম । হোক না হয় প্রথম কিন্তু তা যে তিলোত্তমা একটি কাব্য হয়ে গেছে এটুকু তো বলা যাবে , না কি যাবেনা ?
তিলের জন্যে তামাম সুন্দরবন ( উপরে দুজনে দেখলুম সমরখন্দ-বোখারা বিলিয়ে দেয়ার কথা বলে গেছেন । সমরখন্দ-বোখারা তো আপনার জমিদারী না যে তা আপনি বিলিয়ে দেবেন ! :( ) না হয় না-ই বিলিয়ে দিলেন, কিন্তু কুড়িয়ে পাওয়া জিনিষ যে হালাল করে নিতে হয় , তা জানেন তো ? জানলে আপনাকে তিন তিনবার বলতে হবে --- "তিল কার ? " - "তিল কার ? " - "তিল কার ? " কোনও শরিক না থাকলেই তবে তিলটি আপনার হবে । যে ধুন্ধুমার লাগিয়ে গেছেন তাতে অনেক শরিকই জুটে যাবে মনে হয় । সেক্ষেত্র সাহস করে একটা বুদ্ধি দিয়েই ফেলি, শুনতে না পাওয়ার মতো খুব আস্তে আস্তে তিনবার বলুন " তিল কার ? " । তা হলেই তিলটি আপনার জন্যে হালাল হয়ে গেলো । :P B-) :|


প্রথম কবিতায় ভালোলাগা থেকে উৎসরিত এই মন্তব্যখানি ।


১৩ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১১

সাহসী সন্তান বলেছেন: হা হা হা জী এস ভাই, আমি হাসতে হাসতে শেষ! আপনি পারেনও! তবে মুরুব্বি হিসাবে আপনার কাছে আমার একখান সম্পূরক কইশ্চেন! না মানে যদি আপনার টিক্স অনুযায়ী তিল কার (?) তিল কার (?) বলার আগেই তিলটা স্ব-ইচ্ছায় হালাল হয়ে যায়! তাহলে সেক্ষেত্রে এখানে কি কারো কোন দোষ হবে? ;)

আর কবিতা তিলোত্তমা হইছে কিনা জানি না! তবে আপনার মন্তব্যটা যে তিলোত্তমা ছাড়াইয়া গেছে সেটা হলপ করে বলতে পারি! অনেকদিন পর আপনার এমন সুন্দর মন্তব্য পেয়ে সত্যিই খুব ভাল লাগছে!

ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য! শুভ কামনা জানবেন!

১৯| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৭

শিখা রহমান বলেছেন: কবিতা পড়ে বোঝাই যাচ্ছে আপনি বেশ সাহসী প্রেমিক। একরাশ ভালোলাগা আর মুগ্ধতা।

ভালো থাকবেন। শুভকামনা কবি।

১৩ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১৩

সাহসী সন্তান বলেছেন: সাহসী কিনা জানি না! তবে প্রেমিক এ ব্যাপারে আমি বহু পারসেন্ট নিশ্চয়তা দিতে পারি... ;)

মন্তব্যের জন্য ধন্যবাদ শিখা রহমান! শুভ কামনা জানবেন!

২০| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৯

সুমন কর বলেছেন: শেষের কথাগুলো পড়ে ভালো লাগল। কবিতা মোটামুটি লাগল।

১৩ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১৪

সাহসী সন্তান বলেছেন: ধন্যবাদ সুমন'দা! ভাল থাকবেন!

২১| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৩

তামান্না তাবাসসুম বলেছেন: কবিতা খুবি ভাল লেগেছে। কিন্তু কবিতা একাই থাকতো পোস্টে, শেষের কথা গুলো একি পোস্টে যোগ করায় কবিতা থেকে পাঠকের মনযোগ কথা গুলায় সরে গেলে কবিতার প্রতি অবিচার হবে।। এই কথাগুলো মন্তব্যের ঘরে থাকতে পারতো ।

আরো কবিতা লিখুন সাহসী কবি । শুভকামনা ।

১৩ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২১

সাহসী সন্তান বলেছেন: পটভূমি না লিখলে বুঝতেন ক্যামনে যে এই কবিতা ক্যান রচনা করা হইছে? একজন অ-কবির দ্বারা কোন কবিতা রচনা করা হইলে সেই কবিতার শেষে ফুটনোট না থাকলে পাঠক বুঝবে ক্যামন করে এখানে অ-কবির কেন কবি হওয়ার স্বাধ জাগলো... ;)

তবে এটাও ঠিক, ফুটনোটটা চাইলে মন্তব্যের ঘরেও দিতে পারতাম! কিন্তু সেটা করলে অনেকের দৃষ্টি এড়িয়ে যাওয়ার সম্ভবনা ছিল প্রবল! কারণ এমন অনেকেই আছেন যারা মন্তব্য পড়েন না! কেবল পোস্টই পড়েন। তখন তারা বুঝতো কিভাবে যে হঠাৎ এই দঁড়ি ছেড়ার কারণটা কি? ;)

মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!

২২| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫০

কুঁড়ের_বাদশা বলেছেন:

হেব্বি একখানা কবিতা পড়িয়া বাজিমাপ করিলাম। ;)


একখানা লাইক প্রদান করা হইল। :P

১৩ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩৫

সাহসী সন্তান বলেছেন: আমি লিখে বাজিমাত করতে পারলাম না আর আপনি পইড়া বাজিমাত কইরা ফেলছেন? গুড! তবে আমি ভাবছিলাম কুড়ে ভাই বোধহয় লাইক শুধু মুখেই দিয়া গেছে। কুড়েমী কইরা আর লাইক বাটনে গুতা মারে নাই... :P

তবে সেইটা যে ভুল ছিল উহা চেক কইরাই বুঝলাম! যাহোক, কুড়েমী থেকে বেরিয়ে আসার জন্য স্বাগত! ;)

ধন্যবাদ মন্তব্যের জন্য! শুভ কামনা জানবেন!

২৩| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১০:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যে মন্তব্যটা করতে চেয়েছিলাম, নিচে এসে দেখি বিদ্রোহী ভৃগু সেটা করে ফেলেছেন। =p~

১৩ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪২

সাহসী সন্তান বলেছেন: এই জন্যই পোস্ট প্রকাশ করার সাথে সাথে মন্তব্য করতে হয়! তাইলে আর নিজের কথা অন্যে বলার ভয় থাকে না! আশাকরি আগামীতে আর কোন ভুল হবে না... =p~

মন্তব্যের জন্য ধন্যবাদ লিটন ভাই! শুভ কামনা জানবেন!

২৪| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৫

নীলপরি বলেছেন: প্রথমবার পড়ার পর অসাধারণ লাগলো । আবার পড়লাম । তাও অসাধরণ লাগলো এবং বেশ কয়েকবার পড়ও অসাধারণ লাগলো । আর এটা একটুও বাড়িয়ে বলছি নাহ । আপনার প্রথম কবিতার পোষ্ট অনবদ্য হয়েছে । তিল দিয়ে গড়া তিলোত্তমা কবিতায় এক্সট্রা কোনো চিহ্নের প্রয়োজন নেই । তাই ,একটু টাইপো ঠিক করে নিলে ভালো হয় । ৭নং লাইনে' আমাকে' - এরপর ? বসবে না বোধহয় । রূপবতি <রূপবতী হবে ।

কবিতাটা আমায় উৎসর্গ করেছেন দেখে আপ্লুত হলাম । ধন্যবাদ জানবেন ।

এখন সামুতে মাঝেমধ্যে আসা হয় না । তাই যখন আপনাকে পোষ্ট দেওয়ার কথা বলেছিলাম , তখন ফিংগার ক্রস করে ভাবছিলাম , যেদিন আপনি পোষ্ট দেবেন সেদিন যেন আমি অবশ্যই সামুতে আসি । তো লগ ইন করেই আপনার ব্লগে এসেছি । তবে একটু দেরী হয়ে গেছে । তাই সরি । :(
অনেক শুভকামনা রইলো । এরকম ভাবেই লিখতে থাকুন ।
ভালো থাকুন

১৩ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৬

সাহসী সন্তান বলেছেন: এ আপনার বাড়াবাড়ি পরী! আমি আসলে কখনোই অতটা ভাল লিখি না! এই আপনাদের সাথে থাকি, কথাবার্তা বলি এইটাই আমার কাছে অনেক কিছু! আসলে অবসর সময় কাটানোর মত এত ভাল একটা মাধ্যম, এত ভাল বন্ধু হয়তো বাস্তবেও খুব কম মেলে...

আর টাইপো ঠিক করে নিয়েছি! তবে আমাকেটা কাটি নাই! আসলে বেশ কয়েকবার পড়ে দেখলাম 'আমাকে' শব্দটা থাকলে লাইনটা পড়তে মোটামুটি ভালোই লাগছে! সেজন্যই রেখে দিয়েছি!

আর দ্রুত/দেরি এইটা কোন বিষয় না! একজন মানুষের সুবিধা অসুবিধা থাকতেই পারে! সুতরাং স্যরি বলার কিছু নাই!

মন্তব্যের জন্য ধন্যবাদ পরী! শুভ কামনা জানবেন!

২৫| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কবি এবং প্রেমিক মনে হয় একই দেহে বসবাস করে।

১৩ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৮

সাহসী সন্তান বলেছেন: হবে হয়তো...

মন্তব্যের জন্য ধন্যবাদ সাজ্জাদ ভাই! শুভ কামনা জানবেন!

২৬| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ১২:৪০

ভ্রমরের ডানা বলেছেন:


ঐ তিল আমার সাস ভাই! আপনি সরে দারান বুলচি... =p~

১৩ ই জুলাই, ২০১৮ রাত ৯:০১

সাহসী সন্তান বলেছেন: এইটা কেমন কথা ডানা ভাই? আপনি কি দ্রৌপদির নতুন ভার্সন তৈরি করতে চাইতেছেন নাকি? =p~

ধন্যবাদ ডানা ভাই! শুভ কামনা জানবেন!

২৭| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ২:১৯

অবলাল রশ্নি বলেছেন: অসাধারণ লিখেছেন তো!

১৩ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৩

সাহসী সন্তান বলেছেন: ধন্যবাদ! শুভ কামনা রইলো...

২৮| ১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪২

চোখেরবালি বলেছেন: কবিতা পড়ে মুগ্ধ হলাম।
ক্লাশ নাইনে থাকাকালীন একটা মেয়েকে সবাই পছন্দ করতো কিন্তু আমার মোটেও ভাল লাগতো না। বছরের শেষের দিকে ঐ মেয়েটার সাথে এক স্যারের সাথে প্রাইভেট পড়ার সুযোগ হলো। তো একদিন সে খুব তাড়াহুড়া করে প্রাইভেট পড়ার টেবিলে বসছে আমার সামনের বেঞ্চে। তার নাকের নিচের অংশে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। মনে হচ্ছিলো, শীতের দিনে সকালবেলা ঘাসের মাঝে যেমন শিশির কণা জমে সুন্দর অবযবের তৈরি হয়, ঠিক তেমন। সেদিন থেকেই ভাল লাগা শুরু।

১৩ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৬

সাহসী সন্তান বলেছেন: আহঃ কি কাহিনী শুনাইলেন ভাই! ইমোশনাল হইয়া গেলাম... ;)

কবিতা পড়ে মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম! শুভ কামনা জানবেন!

২৯| ১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৯

উম্মে সায়মা বলেছেন: ওরে বাবা! একটা তিলের জন্য এত কাহিনী!
বেশ লাগলো সাহসী ভাই।

১৩ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৮

সাহসী সন্তান বলেছেন: হ'রে বহিন হ! তবে এ আর এত কি! কাহিনী তো হবায় শুরু... ;)

ধন্যবাদ মন্তব্যের জন্য! শুভ কামনা জানবেন!

৩০| ১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০৩

মিখু হোসাইন তিতু বলেছেন: আমার কাছে খুব ভালো লাগছে।
কবিতা টা পড়ার সময় মনে হল আরুণিমার বাস্তব চরিত্র চোখে ভাসছে।

১৩ ই জুলাই, ২০১৮ রাত ৯:১০

সাহসী সন্তান বলেছেন: আহঃ আমার কবিতা লেখা সার্থক মনে হচ্ছে! সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ!

শুভ কামনা জানবেন!

৩১| ১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: খুব সুন্দর কথা বলেছেন! ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য...

শুভ কামনা জানবেন!

আল্লাহ সাক্ষী!

দেশের সহজ সরল অসহায় সাধারণ মানুষদের টাকা আত্মসাৎ করে, তিনারাই সমাজ ও রাষ্ট্রের কর্তা হন! আবার এও দেখি এই অসাধুরা সাধু হতে সাদা পায়জামা পাঞ্জাবি গায়ে দিয়ে জুম্মার সেলফিও তোলেন!


১৩ ই জুলাই, ২০১৮ রাত ৯:১২

সাহসী সন্তান বলেছেন: টোটালী মাথার উপ্রে দিয়া গেল! যদিও কথা একেবারে খারাপ বলেন নাই! তবে আমার ঐ প্রতিউত্তরের সাথে আপনার বলা এই কথার মানে কি ঠিক বুঝলাম না... /:)

৩২| ১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৭

রাকু হাসান বলেছেন: বাহ ! অসাধারণ একটি কবিতা পড়লাম । ++ নীলপরী আপুর কবিতাও খুব ভাল লাগে ,বললেন প্রথম লিখলেন -তবু অনেক ভাল একটি কবিতা ।
আরও কবিতা পাচ্ছি তাহলে আমরা ।

১৩ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৫

সাহসী সন্তান বলেছেন: কথা দিতে পারবো না! তবে চেষ্টা করবো এতটুকু বলতে পারি! আর নীলপরি আমার থেকে হাজার গুণ ভাল কবিতা লেখেন এটা ব্লগের সবাই জানে! আমি নিজেও উনার কবিতার ভক্ত...


ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য! শুভ কামনা জানবেন!

৩৩| ১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

নীলপরি বলেছেন: কাল আপনার কবিতা আর ফুটনোট পড়ে এতোটাই আপ্লুত হয়ে গেছিলাম যে মনে তো প্রিয়তে নিয়ে নিয়েছিলাম কিন্তু ক্লিক করা হয়নি । আজ করলাম । প্রিয়তে নিলাম । :)

শুভকামনা

১৩ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৭

সাহসী সন্তান বলেছেন: এই কবিতা প্রিয়তে নিয়া প্রিয়'র লিস্ট লম্বা করার কোন মানে হয় না! তথাপিও কৃতজ্ঞতা জানবেন! আমিও আপনার আন্তরিকতায় মুদ্ধ...

ফিরতি মন্তব্যে আবারও ধন্যবাদ! শুভ কামনা রইলো!

৩৪| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪২

নীলপরি বলেছেন: ' আমাকে' - এরপর ? ---- ইশ আমি এটুকুও বোঝাতে পারিনি । ' আমাকে' কাটতে বলিনি । প্রশ্ন চিহ্নটার কথা বলেছিলাম । :(
অবশ্যই আপনি যা ভালো বোঝেন সেটাই করবেন ।
উত্তর দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ ।
শুভকামনা :)

১৪ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২৬

সাহসী সন্তান বলেছেন: দোষটা আসলে আপনার না পরী! ইদানিং কেন জানি না ব্রেনটা বড় বিশ্বাসঘাতকতা করতেছে। চাইলেও সহজ বিষয়টা সহজভাবে বুঝতে পারতেছি না... :(

যাহোক, আপনার পরামর্শ মত প্রশ্নবোধক চিহ্নটা উঠাইয়া দিলাম! ভাল থাকবেন!

৩৫| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:


দ্রৌপদী নয়, সে সীতা হইয়ে রইবে আর আপনি হবেন রাবণ!! হু হু হা হা হা... =p~

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৫

সাহসী সন্তান বলেছেন: তা ক্যামনে হয় ডানা ভাই? অবশ্য জোর জবরদস্তি কইরা যদি রাবণ বানাইতে চান সেইটা ভিন্ন কথা। তবে যুক্তির মাপকাঠিতে যদি আসেন তাইলে বলা যায়, ক্রাশটা যখন আমারই প্রথম (সীতাও প্রথম রামের ছিল) তখন আমার কিন্তু রাবণের থেকে রাম হওয়ার সম্ভবনাই প্রবল... ;)

আর আমি যদি রাম হই, তাইলে রাবণ কে হয়? নাম বললাম না, তাইলে হয়তো আবার চাকরি থাকবে না! =p~

৩৬| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৯

ভ্রমরের ডানা বলেছেন:




পুরানে যা ঘটে বাস্তবে তা ভিন্ন। বাস্তবে আপনার সাথে আগে দেখা হইছে কিন্তু তিল নিয়া যেমনে তাল বানাইলেন তাতে কিন্তু কবিতা হইছে মাগার কবিতা হইল এমন যেন ঘটি ডুবে না নামে তাল পুকুর! হা হা হা... =p~

তিল ণিয়া কাওরে কবিতা লেখতে দেখিনাই। উনি ভাববেন ব্যাটার নজর এই এই তিলের দিকে। আমার দিকে নাই! হা হা.. তখন রাবণ হইতেও পারেন।


আরে ভায়া এমন কবিতা দেন যা সর্বাঙ্গ নিয়ে! ভুল কইরা আমি যদি সর্বাঙ্গ নিয়া লেখি তখন আপ্নে কি আর আমি কি তা সীতা কহিবে.... =p~

১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৬

সাহসী সন্তান বলেছেন: ভাইয়ুমনি আমার নিজেরও ইচ্ছা ছিল সর্বাঙ্গ নিয়া একখান কবিতা লিখবো। কিন্তু সর্বাঙ্গের মধ্যে যে কিছু অশ্লিল অঙ্গ আছে! সেগুলো নিয়া লিখলে তো মানুষ আম্রে আবার লুল কইবো! অচলীলের দ্বায়ে মডুর কাছে ভ্যান চাইবো! তখন আম্রে বাঁচাইবো কে... :(


আর আমি রাম হই আর রাবণ হই সেইটা বুঝবে আমার সীতা! কিন্তু মাঝখান দিয়া আপনার এই রাম রহিমের ভূমিকা তো সন্দেহজনক! আপনি মিয়া পরের জিনিসের দিকে হাত বাড়ান! কেন পড়েন নাই, বাবা আপনি যদি কলা খেতে চান; তাইলে গাছ লাগাইয়া খান! =p~

৩৭| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:০৬

পবিত্র হোসাইন বলেছেন: অতি পরীবৎ...

২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৮

সাহসী সন্তান বলেছেন: ধন্যবাদ...

৩৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৭

খায়রুল আহসান বলেছেন: কুড়িয়ে পাওয়া তিলের কাহিনীটা খুব সুন্দর করে বলেছেন কবিতায়। তবে, শিরোনাম অনুযায়ী এটা আত্মকাহিনী নয়, শুধুই কাহিনী। আত্মকাহিনী হতো, যদি তিলটা নিজেই নিজের কথা বলতো।
ব্লগে এটাই আমার প্রথম কবিতা পোস্ট - এ উপলক্ষে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন! শুভ হোক, ব্লগে কবি হিসেবে এ আত্মপ্রকাশ, কাব্যযাত্রা অব্যাহত থাকুক!
অনুপ্রেরণা দিয়ে সাফল্য অর্জন করায় নীলপরিকেও অভিনন্দন!
সেলিম আনোয়ার এবং আহমেদ জী এস ভাল মন্তব্য করেছেন (১৪ ও ১৮ নং)। আর আপনার ২৩ নং প্রতিমন্তব্যটাও দারুণ হয়েছে।

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৬

সাহসী সন্তান বলেছেন: সুন্দর বিশ্লেষণ! চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে..

শুভ কামনা জানবেন!

৩৯| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪২

নীলপরি বলেছেন: কেমন আছেন ? খুব ব্যস্ত আছেন ?

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০১

সাহসী সন্তান বলেছেন: আলহামদুলিল্লাহ্ ভাল আছি! আর সত্যিই ব্যস্ত ছিলাম। পরীও নিশ্চই ভাল আছে?

খোঁজ নেওয়ার জন্য ধন্যবাদ!

৪০| ১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: তিল....... B-))

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০২

সাহসী সন্তান বলেছেন: জ্বি! এই মনে করেন ভাল্লাগে, খুশিতে, ঠ্যালায়, ঘোরতে... ;)

৪১| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৫

নীলপরি বলেছেন: নতুন বছরের শুভকামনা রইলো ।

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৪

সাহসী সন্তান বলেছেন: জানুয়ারি যেহেতু এখনো শেষ হয়নি, অতএব শুভ কামনা এখনও জানানো যাচ্ছে! সুতরাং শুভ কামনা রিটার্নস্... :)

৪২| ২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৩

নীলপরি বলেছেন: হুম । ভালো আছি ।আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো । আশা করি এবার সময় থেকে সুযোগ নিয়ে নতুন পোষ্ট দেবেন ।
আমি নিজে যদিও কম সময়ই দিতে পারছি সামুতে । তাও চেষ্টা করি ।
আপনার শুভকামনা নিলাম আর আপনাকেও অনেক শুভকামনা

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৪

সাহসী সন্তান বলেছেন: নতুন পোস্টের কথা আর বইলেন পরী! আজ আসছিলাম ব্লগ পোস্টগুলো কপি কইরা অন্যত্র সরিয়ে নিতে। না মানে সরকারি ভাবে ব্লগ বন্ধের যেসব হুমকি-ধামকি শুনছি, না জানি কবে নিজের অজান্তেই দেখবো ব্লগ বন্ধ হয়ে গেছে... :(

তখন আমার এত সাধের লেখাগুলো সব হারিয়ে যাবে। আর সেটা হলে সত্যি খুব কষ্ট পাবো। কারণ ছাইপাশ যাই লিখি না কেন, এর প্রতিটা শব্দই আমার অতিপ্রিয় কষ্টের ফসল। সেগুলো এত সহজে হারিয়ে গেলে মনকে সায় মানানো খুব কষ্টকর হয়ে যাবে।

যাহোক, এমনিতে খুব ব্যস্ত আছি। তারপরেও যা একটু ব্লগে উকিঝুঁকি দিই, তাতে আপনার পোস্ট গুলো পড়া হয়। কবিতা লেখায় ক্রমান্বয়ে সত্যিই আপনি অনেক উন্নতি করছেন। আশায় আছি কোন একদিন আপনার কবিতার বই উপহার পাবো! B-))

৪৩| ২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৭

আমি মাধবীলতা বলেছেন: তিল নিয়ে যে তিলোত্তমা কাহিনী হয়ে গেছে এখানে আর আমি এতোদিন পর আসলাম !

তিল থাকলে নাকি ভাগ্যবতী হয় সত্যি ? :D

তোমার কাছে বাড়তি চাওয়া বলতে আমার আর কিছু নাই
তিলকাব্য ভালো লেগেছে সাহসীভাইয়া !

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

সাহসী সন্তান বলেছেন: তিল কয়টা কোথায় থাকলে ভাগ্যবতী হয় সেটা আগে জানা দরকার। তা না হলে উত্তর দেওয়াটা কঠিন হয়ে যাচ্ছে... 8-|

অনেকদিন পর আপনাকে দেখলাম! তিল কাব্য ভাল লেগেছে জেনে খুশি হইলাম!

মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা রইলো! আর আমি জানি, আপনিই মাধবীলতা... ;)

৪৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

নীলপরি বলেছেন: সামুর জন্য আমারও খুব খারাপ লাগছে । এই সময় আপনার মতো ব্লগারেরই পোষ্ট চাই । পজিটিভ কিছুর এখন খুব দরকার ।

আপনি কী আর কোথাও লেখেন ? ইনস্টাতে আমার ক্রিয়েটিভ একাউন্ট আছে ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২২

সাহসী সন্তান বলেছেন: অন্য কোথাও লিখি না! সেরকম অবসরও পাই না! যা একটু আধটু লেখা লেখির চর্চা, সেটা এই সামুতেই! আর ফেসবুক ইনস্টাগ্রাম ডিলিট কইরা দিছি! ভাল লাগে না সেজন্য...

আপনি অবশ্য ইনস্টা বলতে ইনস্টাগ্রামই বুঝিয়েছেন কিনা সেটা ঠিক ক্লিয়ার হল না?

৪৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

নীলপরি বলেছেন: হুম , ইনস্টাগ্রাম বুঝিয়েছি । :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০২

সাহসী সন্তান বলেছেন: আমার নাই... :(

৪৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৮

নীলপরি বলেছেন: আরে! :(
ঠিকাছে । সামু আছে । থাকবে । এই আশা রাখি ।

শুভকামনা :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০১

সাহসী সন্তান বলেছেন: এবারের সমস্যাটা সামনে আসার পর আজই প্রথম সামুতে ঢুকতে আমার বেগ পেতে হইলো! ব্যক্তিগত নেটওয়ার্ক দিয়ে ঢুকতে চাইলে অবশ্যই সাপোর্টিং হিসাবে Tor Browser অথবা VPN ব্যবহার বাধ্যতামূলক হয়ে গেছে... :(

আপনার তো বোধহয় সমস্যা হচ্ছে না? আমাগো বৈদেশী মেহমান! যদিও আমরা মেহমানদারীতে বড়ই দিলখোলা উহা সর্বজন স্বীকৃত! ;)

আপনাকেও শুভ কামনা!

৪৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২৫

নীলপরি বলেছেন: আমার আবার নেট স্লো খুব । মাঝে মাঝে সিগন্যালই থাকছে না । এজন্য অসুবিধা হচ্ছিল । এখন আপাতত ঠিক ।

শুভকামনা নিলাম ।
আপনাকেও আবারো শুভকামনা :)

০১ লা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯

সাহসী সন্তান বলেছেন: আজ নেট আমারও খুব স্লো ছিল। সন্ধ্যার পর থেকে নেট স্প্রিড একদম ০ Mbps এ চলে আসছিল। তাছাড়া গতকাল থেকে দেখি আমার একটা আইপি টোটালী অফ। এমনকি আজ সন্ধ্যা পর্যন্তও ঢুকতে পারছিলাম না ব্লগে। তবে এখন অবশ্য প্রক্সি ছাড়াই ঢোকা যাচ্ছে...

আপনার কি অবস্থা! নতুন কবিতা-টবিতা লিখতেছেন না দেখি। কিছু একটা লেখেন, পাঠকতো নিরাশ হয়ে যাচ্ছে!

৪৮| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ১০:২১

নীলপরি বলেছেন: কাল নেট স্লো ছিল । তাই আর আসিনি । আজ একটু ভালো ।

আপনার কথায় উৎসাহ পেলাম । আমি চেষ্টা করবো কবিতা পোষ্ট করতে । আজ একটা গল্প পোষ্ট করলাম , অনেকদিন বাদে । সময় পেলে , গল্প কেমন হয়েছে একটু পড়ে জানাবেন প্লিজ ।

শুভকামনা রইলো

০৬ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

সাহসী সন্তান বলেছেন: প্রতিমন্তব্যে নতুন কইরা গল্প লেখার কথা জানতে পারলাম। কিন্তু ব্লগে গিয়া তো দেখলাম না! নতুন গল্প কদ্দুর আগাইলো?

৪৯| ০৯ ই মার্চ, ২০১৯ রাত ১২:৪২

নীলপরি বলেছেন: লিখছি । দু -একদিনে পোষ্ট করার ইচ্ছে ছিল । আজ একটা কবিতা পোষ্ট করলাম । কিন্তু সামুর অবস্থা দেখে খারাপ লাগছে । ব্লগারদের উপস্থিতি কম মনে হচ্ছে ।

কোনো আপডেট জানেন ?

০৯ ই মার্চ, ২০১৯ রাত ৮:১৩

সাহসী সন্তান বলেছেন: সামুর অবস্থা আসলেই খারাপ। আমার কাছে তেমন কোন আপডেট নেই। কি যে হচ্ছে বা হবে, সেটাও জানি না... :(

আর আপনার কবিতা পড়ে মন্তব্য করে আসলাম। খুব সুন্দর হইছে! অপেক্ষায় আছি গল্প পড়ার! আশাকরি প্রতিক্ষার প্রহর খুব বেশি দীর্ঘায়িত হবে না!

শুভ কামনা পরী!

৫০| ১১ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২৩

জুন বলেছেন: সাহসী সম্পুর্ন অপ্রাসংগিক একটি বিষয় ঃ-
আমার ব্লগ স্পটে কেউ ক্লিক করলে হোম পেইজটা আসে না । প্রোফাইল পেইজটা আসে । কি করে এর সমাধান করা যায় ?
জানালে খুশী হবো ।

২৪ শে মার্চ, ২০১৯ রাত ৮:০৫

সাহসী সন্তান বলেছেন: গুগল থেকে মেইল করছিল, তারা নাকি গুগল+ এর মধ্যে থাকা এই ধরনের ব্লগ এ্যাকাউন্ট গুলো সব আগামী ৪ঠা এপ্রিলের মধ্যে বন্ধ করে দেবে! এমনকি নতুন একাউন্টও নাকি খুলতে দেবে না! খুবই টেনশনের মধ্যে আছি! এ্যাকাউন্ট বন্ধ হইলে আমার ব্যাকআপ গুলাও সব নষ্ট হয়ে যাবে... :(

আপনার অপ্রাসঙ্গিক বিষয়টা নিশ্চই এতদিনে সমাধান হইছে?

৫১| ১৪ ই মার্চ, ২০১৯ রাত ১২:১২

নীলপরি বলেছেন: আমি কয়েকদিন ব্লগে ঠিকমতো আসতে পারিনি । আজ আসলাম । কাল গল্প পোষ্ট দেওয়ার ইচ্ছে আছে ।উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ । জী এস স্যরের পোষ্ট থেকে আপনার ব্লগ স্পট দেখে আসলাম । খুব সুন্দর সাজিয়েছেন । এবিষয়ে পরে টিপস নেবো ।

শুভকামনা

২৪ শে মার্চ, ২০১৯ রাত ৮:১৩

সাহসী সন্তান বলেছেন: ব্লগস্পটটার জন্য সত্যিই খুব কষ্ট করছিলাম। বলতে পারেন একটা ছুটির প্রায় সবগুলাই এই ব্লগস্পট সাজানোর পিছনে ব্যয় করা। কিন্তু গত কয়েকদিন পূর্বে গুগল থেকে মেইল করছে, তারা গুগল+ পরিষ্কার করার লক্ষে তাদের পেইজ থেকে এই সমস্থ এ্যাকাউন্টগুলা নাকি সব বন্ধ করে দেবে... :(

এখন টেনশনে তো আমার নিজেরই দফারফা! এত সাধের ব্লগস্পট বন্ধ কইরা দিলে সত্যিই প্রচন্ড কষ্ট পাবো! আমার অনেক কষ্টের ফসল এই ব্লগস্পট!

আপনার কবিতা পোস্টে মন্তব্য কইরা আসছি! ভালো হইছে কবিতা!

৫২| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ১১:১০

নীলপরি বলেছেন: সে কী ? বন্ধ হয়ে যাবে ? ইশ! আর আমি ভাবছিলাম আপনার কাছ থেকে টিপস নিয়ে একটা এক্যাউন্ট খুলবো । শুনে খুবই খারাপ লাগলো ।
লগ ইন করেই আপনার নোটিফিকেশন । সাধারণত পাওয়া যায় না । আপনার পেজেই প্রথমে আসলাম । গিয়ে দেখছি আপনার মন্তব্য । কবিতা আপনার ভালো লেগেছে জেনে উৎসাহ পেলাম ।
ধন্যবাদ

২৫ শে মার্চ, ২০১৯ রাত ৮:৩৪

সাহসী সন্তান বলেছেন: গুগল থেকে সেরকমই তো কইলো! তবে মেইল পড়ে যতটুকু বুঝলাম, এইসব এ্যাকাউন্ট চালাইতে গেলে লাইক, কমেন্ট এবং ভিজিটর দিয়ে ওদের একটা নূন্যতম সীমারেখা অতিক্রম করতে হয়। তা না হইলে ওরা সেইসব এ্যাকাউন্ট বন্ধ করে দেয়...

এখন আমি তো এ্যাকাউন্ট তৈরি করে আর ওদিকে ফিরেও তাকাই নাই! একচুয়ালি তাকানোর সময়ই পাই নাই! যদিও এরজন্য ব্যস্ততা এবং অলসতা দুইটাই সমান ভাবে দ্বায়ী! সুতরাং কি আর করার, না চাইলেও এই ক্ষতিটা মেনে নিতে হচ্ছে! :(

ব্লগে ঢুকে প্রথমেই আমার ব্লগে বেড়াইতে আসার জন্য আপনাকেও ধন্যবাদ! শুভ কামনা পরী!

৫৩| ২৬ শে মার্চ, ২০১৯ সকাল ৮:৩৬

নীলপরি বলেছেন: তাহলে তো , কিছু করার নেই । পারসোনাল ব্লগে রিডার পাওয়াও তো মুশকিল । বিকল্প আর কিছু তবে দেখতে হবে ।

শুভকামনা

২৬ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:১৩

সাহসী সন্তান বলেছেন: এইটা একটা ঠিক কথা বলছেন। তবে বিকল্প হিসাবে কপি করে ওয়ার্ড ফাইলে রাখা ছাড়া আর তেমন কিছু মাথায় আসছে না। সেদিন বিবিসি বাংলার প্রবাহ অনুষ্টানে সামহোয়্যার ইন ব্লগ নিয়ে আলোচনা শুনলাম! এবং সেখানে তেমন সুখবরের কিছু পেলাম বলে তো মনে হলো না...

সুতরাং বুঝতেই পারছেন, লেখার ব্যাকআপ রাখতে বিকল্প ভাবনা উদ্ভাবন করা ছাড়া আর কোন উপায় নেই। কারণ হুট করে যদি ব্লগ বন্ধ করে দেয় তাইলে শুধু আমার না, অনেকেরই অনেক বড় ক্ষতি হয়ে যাবে।

৫৪| ২৯ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৪৭

নীলপরি বলেছেন: সেটা ঠিকই বলেছেন । ব্যক আপ রাখা জরুরী । কিন্তু আমার আবার লেখা ড্রাফটে সেভ করা নেই ।
কয়েকটা আছে মাত্র । এদিকে রাইট ক্লিক কাজ করে না । আবার ভাবি রেখেই বা কি করবো ? নিজের লেখা নিজে পড়ি না বিশেষ:(

আসলে সামুতে লিখে যে স্বাচ্ছন্দ্য আছে তা আর কোনো বাংলা কমিউনিটি ব্লগে নেই । গেলে মনে হয় অলিখিত একটাই স্লোগান আছে ' দুনিয়ার আঁতেল এক হও ' একবার একজনের কথায় প্রতিলিপি নামে একটা ব্লগে গিয়েছিলাম । আর যাই না ।

ওয়ার্ডপ্রেস নিয়ে আপনার কোনো ধারনা আছে ? আর সামু থেকে কয়েকজন একসাথে একটা পেজে লিখলে কেমন হয় ?

সবচেয়ে ভালো হয় সামু ঠিক হয়ে যাক আবার ।

শুভকামনা

২৯ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

সাহসী সন্তান বলেছেন: ওয়ার্ড প্রেস নিয়ে খুব বেশি ধারনা না থাকলেও অন্তত এতটুকু বলতে পারি, ওয়ার্ড প্রেসের থেকে সবদিক দিয়ে ব্লগস্পট অনেক বেশি বেটার! তাছাড়া ব্লগস্পট তৈরী করাও ওয়ার্ড প্রেসের থেকে অনেক সহজ। তবে আপাতত সেগুলোর দরকার আছে বলে মনে হচ্ছে না...

কারণ ব্লগ কিছুটা স্তিমিত হয়ে পড়লেও এতদ্রুত এটা স্যাটডাউন হবে বলে মনেহয় না! আর কয়েকজন ব্লগার একত্রে একটা পেইজ ওপেন করে লেখাটাও অসম্ভব। ভুলে যাবেন না, লিখে তখনই মজা পাওয়া যায় যখন সেটার ফিটব্যাক পাওয়া যায়। হোক সেটা ভাল অথবা মন্দ!

তবে সব কথার শেষ কথা, সামু অতি দ্রুত ঠিক হয়ে যাক সেটাই চাওয়া!
আপনাকেও শুভ কামনা!

৫৫| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ১০:১১

নীলপরি বলেছেন: আর একমত আপনার সাথে । লিখে মতামত পাওয়ার অপেক্ষা সবার থাকে । আমারও থাকে । কয়েকদিন ঠিকমতো আসতে পারছি না বলে আপনার উত্তর দেখতে দেরী হোলো । আমি দুঃখিত ।
আবারো ধন্যবাদ সহযোগিতার জন্য ।
শুভকামনা

৩১ শে মার্চ, ২০১৯ সকাল ১১:১৪

সাহসী সন্তান বলেছেন: কোন ব্যাপার না, সমস্যা থাকতেই পারে। সুতরাং এসব ব্যাপারে দুঃখিত হওয়ার কোন দরকার নেই...

ভাল থাকবেন!

৫৬| ১২ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৩৮

নীলপরি বলেছেন: আজও পোষ্টটা দেওয়ার সময় পেলাম না । আপনারা নিজেদের সময় দিয়ে পড়ে উৎসাহ দিলেন আর আমি দেরী করছি । নিজের এই না পারার জন্য খুবই খারাপ লাগছে । আমি দুঃখিত ।

শুভকামনা

১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:৩২

সাহসী সন্তান বলেছেন: অনেকদিন পর লগইন করলাম! দেখি যাব একসময় আপনার ব্লগে...

৫৭| ১৩ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:১৩

আখেনাটেন বলেছেন: এ যে দেখছি তিল নিয়ে তেলেসমাতি কাজ কারবার। সাহসী মানুষদের তিলের প্রতি একটু বেশিই... ;)

কবিতা ভালো পাইছি!!! :D

১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:৩৯

সাহসী সন্তান বলেছেন: ঐ কথা আর কইয়েন না ভাই। এই বেশির পরে যে কয় আলিফ টান দিয়া আপ্নে যাই বুঝান না কেন, সাহসীরা যে সব সময় পূণ্যবাদ এবং চরিত্রবান হয় উহা সর্বজন স্বীকৃত... B-))

কবিতা ভালো পাওয়ায় ধৈন্ন্যা! শুভ কামনা রইলো!

৫৮| ৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪১

তরুন ছিল রংগিন বলেছেন: কলেজ লাইফে তিল দেখে এক মেয়ের প্রেমে পরে পড়ে গিয়েছিলাম। অবশ্য প্রেম টাও হয়ে গিয়ে ছিল।
দুঃখের বিষয় এই যে তিল টা নকল ছিল। পরে এক পর্যায় এ ব্রেক আপ।

৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪৬

সাহসী সন্তান বলেছেন: ঠিকই করছিলেন। এত সাধের প্রেমের মধ্যে ঠকানী থাকা ঠিক না! কিন্তু কথা হইলো, এই সামান্য কারণে ব্রেকআপ (!?) নাকি অন্য কোন কারণ ছিল... #:-S

মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!

৫৯| ৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০০

তরুন ছিল রংগিন বলেছেন: অন্যন্যা কারণ ছিল তবে, তিল না থাকার কারণ টা মানতে পারছিলাম না । এস এস সি পরীক্ষার পর দুই জন দুই দিকে চলে গেলাম । আস্তে আস্তে দুরত্ব বেড়ে গেল। তারপর ব্রেক আপ এর সানাই বেজে উঠলো । এই তো কাহিনী।
ভালো থাকবেন, তিল নিয়ে কবিতা পরে পুরনো দিনের কথা মনে করে ভালই লাগছে।

৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২৪

সাহসী সন্তান বলেছেন: আহঃ কৈশরের প্রেম। মনের মধ্যে কত স্মৃতি যে আঁকুপাঁকু করতেছে তার ইয়াত্তা নাই...

ধন্যবাদ ফিরতি মন্তব্যে! শুভ কামনা রইলো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.