নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্মশান ঠাকুর

শ্মশান ঠাকুর

nothing to say

শ্মশান ঠাকুর › বিস্তারিত পোস্টঃ

ব্যক্তিগত কিংবা গত ব্যক্তি কিংবা পার সন এ লিটি()

০১ লা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৫





ল্যাটিন পার্সোনা শব্দ থেকে ব্যক্তিগত বা ব্যক্তিকে বিশেষগুনে চিহৃিত শুরু হয়। পার্সোনা শব্দের অর্থ মুখোস, যা আসল নয়। ব্যক্তি যে বিশেষ মুখোস অথবা উপ-রূপ ধারণ করে, তাই ব্যক্তির একান্ত গোপন বা মৃত(গত) রূপ কিন্তু সমাজে বৃটিশ একক ব্যক্তি চর্চার সংস্কৃতি ব্যক্তির মৃত চিন্তার পরিমাণ বাড়াচ্ছে। ব্যক্তিকে করছে ব্যক্তি গত, বিচ্ছিন্ন, শূণ্য। ভাল কাজের মধ্য দিয়ে ব্যক্তি কমই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়, তাই ব্যক্তি পরিবার এবং সমাজের অাড়ালে গত হয়ে, তার অন্যায় চাওয়ার চর্চাই করে। বৃটিশ পরবর্তী সময়ের সংস্কৃতি এক বিশাল জনগোষ্টিকের ব্যক্তিসমূহকে গত করেছে এবং সমষ্টি শক্তি থেকে বঞ্চিত করেছে দেশ এবং সময়কে।

আমাদের প্রতিটি গ্রাম পরিপূর্ণ ছিলো জীবনের চাহিদা মিটানোর জন্য, সমষ্টি ছিলো বাঙালির প্রতীক। ঐক্য বদ্ধ। ব্যক্তির একক এই চর্চাকে অতিক্রম করবার জন্য, সরলভাবে দুটি উপায় আছে।

ক) ব্যক্তিকে তার মৃত রূপ/ খোলস/মুখোস থেকে বের হয়ে আসতে হবে

খ) ব্যক্তিকে সমগ্র হতে হবে, যাতে সে সমগ্র সৃষ্টির প্রতিনিধিত্ব করতে পারে।



মন খুলে কথা কও...গত ব্যক্তি সমষ্টি হও

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

সুস্মিতা শ্যামা বলেছেন: 'গত ব্যক্তি'-শব্দের ব্যবহারটা ভাল লাগল। পুরো লেখাটাও ভাল লাগল।
কেবল একটা ছোট অবজার্ভেশন আছে। আমি নিজেও ইনডিভিজুয়ালিজমের বিরুদ্ধে। কিন্তু আমার মনে হয়, যে কোন কনসেপ্ট নিয়েই বেশি এক্সট্রিমে না যাওয়া ভাল। সমষ্টির স্বার্থে ইতিহাস বহুবার ব্যক্তিকে বলি দিয়েছে। আবার পশ্চিমাদের চাকচিক্যে ভুলে বর্তমানে আমরা আমাদের সামাজিক, সামষ্টিক জীবনকে বিসর্জন দিয়ে জনবিচ্ছিন্ন ব্যক্তিগত কূপে বন্দী হয়ে আছি। তাই যেটাই করি, এক্সট্রিমে না যাওয়াই ভাল।

২| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৮:১২

লেখোয়াড় বলেছেন:
ব্যক্তিগত কিংবা গত ব্যক্তি কিংবা পার সন এ লিটি()............... জটিল শিরোণাম।

লেখাটির গুরুত্ব আছে।

সুস্মিতা শ্যামা যেমন বললেন...........তাই যেটাই করি, এক্সট্রিমে না যাওয়াই ভাল।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.